Tag Archives: North Dinajpore

বিশেষভাবে সক্ষম! পা দিয়ে লেখেন রায়গঞ্জের শোভা ম্যাডাম

উত্তর দিনাজপুর: শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ইচ্ছেশক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন রায়গঞ্জের শিক্ষিকা শোভা মজুমদার।

অসংখ্য শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার মহান কাজে ব্রতী হয়েছেন তিনি । যদিও হাত নয়, পা দিয়ে লিখে ছোটো ছোটো ছেলে-মেয়েদের জীবনের প্রথম পাঠ দিচ্ছেন তিনি।

আর পাঁচটা শিক্ষক-শিক্ষিকার মতো হাতে লিখে স্বাভাবিকভাবে পড়াশোনা করাতে না পারলেও, ‘শোভা ম্যাডাম’ আজ কচিকাঁচাদের কাছে অনুপ্রেরণা। এর পাশাপাশি সপ্তাহে একদিন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিশেষভাবে সক্ষমদের উত্তর দিনাজপুর শাখার যৌথ উদ্যোগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যে একটি বিনামূল্যে কোচিং ক্লাস করানো হয় সেখানেও শোভা ছাত্র-ছাত্রীদের কাছে এসে ক্লাস নেন।

আরও পড়ুন- জিওর ৪৪৮-৪৪৯ টাকার প্ল্যানে মাত্র ১ টাকার পার্থক্য, তাতেই ফিচারে অবিশ্বাস্য বদল!

শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের গান নাচ সবকিছুই তিনি শেখান নিজের কায়দায়। জীবনধারণের কোনও কাজই ওই দুই হাত দিয়ে করতে পারেন না তিনি ৷ দু’টি হাত অক্ষম হয়ে যাওয়া শোভা কীভাবে লিখবেন, তা নিয়ে যখন পরিবারের সদস্যরা চিন্তিত তখন নিজেই নিজের দুই পা ব্যবহার করে লিখতে শুরু করেন।

প্রথমদিকে অত্যন্ত কষ্ট হলেও, পরবর্তীকালে পায়ের সাহায্যে পড়াশোনার পাশাপাশি বাড়ির অন্যান্য কাজও করতে শুরু করেন শোভা৷ মায়ের চেষ্টা ও নিজের অক্লান্ত পরিশ্রমে একে একে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন সফলভাবে৷

সব বাধা পেরিয়ে ২০১১সালে রাঙ্গাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেন তিনি ৷ স্কুলের চাকরির শুরুটা খুব একটা সুবিধার ছিল না তাঁর কাছে৷ অভিভাবকদের একাংশ শোভাদেবীর কর্মক্ষমতা নিয়ে চিন্তিত ছিলেন ৷ সেইসব চিন্তা দূর করেছেন তিনি ৷

আরও পড়ুন- মোবাইল পরিষেবা বন্ধের ভয় দেখিয়ে ফোন? সাইবার প্রতারণা রুখতে নির্দেশিকা জারি

ভরসা জুগিয়েছেন স্কুলের সহ শিক্ষিকাদেরও ৷ অনুপ্রেরণা হয়েছেন ছাত্র-ছাত্রীদের কাছে ৷ পায়ে লিখেই কচিকাঁচাদের অ-আ-ক-খ শেখাচ্ছেন৷ স্কুলের পড়ুয়াদেরও পছন্দের শিক্ষিকা শোভা ম্যাডাম ৷

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবাশীষ বিশ্বাস বলেন ‘‘শোভা আমাদের ছাত্রী ছিল । শোভা কে যখন আমরা ছাত্রী হিসেবে পেয়েছিলাম তখনই আমরা খুবই বিস্মৃত হয়েছিলাম যে চোখের সামনে যেটা দেখছি সেটা কি সত্যি। শোভা পা দিয়ে লিখে এম এ পাস করেছে। সেখানে সে থেমে থাকে নি। আজকে ও একজন সফল শিক্ষিকা।

পিয়া গুপ্তা

North Dinajpur News: জিন্স বা শাড়ি, সব পোশাকের সঙ্গেই মানাবে এই শিফন সুতোর চুড়ি! কত দাম জানেন? 

উত্তর দিনাজপুর: জিন্স হোক কিংবা শাড়ি, যে কোনও পোশাকে মানানসই এই শিফন সুতোর চুড়ি! কত দাম, কোথায় পাবেন জানেন? মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম অলঙ্কার হল চুড়ি। বিয়েবাড়ি হোক কিংবা কোনও অনুষ্ঠান, দু’হাত ভরে চুড়ি না পরলে যেন সাজগোজ সম্পূর্ণ হয় না।

একটা সময় ছিল, যখন প্রত্যেক মেয়েই কাচের চুড়ি পরতে ভীষণ পছন্দ করতেন। তবে যতই দিন এগোচ্ছে, ততই চুড়ির মধ্যে এসেছে বিভিন্ন ধরনের ডিজাইন। বর্তমানে তরুণীরা জিন্স, থ্রি পিস কিংবা শাড়ির সঙ্গে ম্যাচ করে এমন চুড়ি পরতে ভীষণ পছন্দ করেন।

আগে কাচের চুড়ির একটা চল থাকলেও বর্তমানে আধুনিকতার সঙ্গে সঙ্গে অনেক নতুন ডিজাইনের রকমারি চুড়ির চাহিদা বাড়ছে। এ সময় সব থেকে বেশি ট্রেণ্ডিং শিফন সুতোর চুড়ি। এই সব চুড়ি সাধারণত শিফন সুতো দিয়ে তৈরি হয়ে থাকে। আবার অন্য দিকে অবসর কাটানো নারীদের কর্মসংস্থানের জন্য একটি অন্যতম দিক উন্মোচন করছে এই শিফন সুতোর চুড়ি।

আরও পড়ুন- ৫৬৮ ফুট পটচিত্রে গোটা মহাভারত! মেদিনীপুরের এই পটুয়ার কীর্তি সাড়া ফেলল বিদেশেও

বাড়ি বসে এখন অনেক মেয়েই অনলাইনেও বিক্রি করছেন এই শিফন সুতোর চুড়ি। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ১৭ বছরের সানিয়া কুন্ডু পড়াশোনার পাশাপাশি এই শিফন সুতোর চুড়ি বানান। সুতো দিয়ে এই চুড়ি বানিয়ে সানিয়া সৃষ্টিশ্রী স্টলে আবার কখনও অনলাইনেও বিক্রি করেন এই চুড়িগুলো। ১০ টাকা, ১৫ টাকা, আবার ২০ টাকা দামেও বিক্রি করা হয়। নকশার ভিত্তিতে চুড়িগুলোর দাম নির্ধারণ করা হয় । খুব সহজে যে কোনও  পোশাকের সঙ্গে মানানসই হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে এই শিফন সুতোর চুড়ির।

পিয়া গুপ্তা