Tag Archives: north eastern railways

Rail: আর হোটেল ভাড়া কেন, এবার থাকবেন রেলের ফাইভ স্টার রিটায়ারিং রুম! বাংলার যাত্রীদের জন্য রেলের বিরাট সুবিধা

দেখে মনে হবে ফাইভ স্টার হোটেল। আসলে রেলের রিটায়ারিং রুম। যে খরচে আপনি হোটেলে থাকবেন তার চেয়েও অনেক কম খরচে এখানে আপনি থাকতে পারবেন৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব দ্বারা গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পুনর্নবীকরণ করা রিটায়ারিং রুম চালু করা হয়েছে।
দেখে মনে হবে ফাইভ স্টার হোটেল। আসলে রেলের রিটায়ারিং রুম। যে খরচে আপনি হোটেলে থাকবেন তার চেয়েও অনেক কম খরচে এখানে আপনি থাকতে পারবেন৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব দ্বারা গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পুনর্নবীকরণ করা রিটায়ারিং রুম চালু করা হয়েছে।
এবার শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পালা৷ ধাপে ধাপে বিভিন্ন বড় বড় স্টেশন যেখানে পর্যটকদের ও নিত্য প্রয়োজনে যাত্রীদের যাতায়াত থাকে সেখানেই রিটায়ারিং রুমের পরিকাঠামো বদল করা হচ্ছে। যাত্রীদের উন্নতমানের আরাম ও সুবিধার সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রেখে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ১২টি রিটায়ারিং রুমের পুনর্নবীকরণ করেছে। 
এবার শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পালা৷ ধাপে ধাপে বিভিন্ন বড় বড় স্টেশন যেখানে পর্যটকদের ও নিত্য প্রয়োজনে যাত্রীদের যাতায়াত থাকে সেখানেই রিটায়ারিং রুমের পরিকাঠামো বদল করা হচ্ছে। যাত্রীদের উন্নতমানের আরাম ও সুবিধার সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রেখে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ১২টি রিটায়ারিং রুমের পুনর্নবীকরণ করেছে। 
উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার দ্বারা নতুন করে পুনর্নবীকরণ করা রিটায়ারিং রুমগুলির উদ্বোধন করা হয়।
উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার দ্বারা নতুন করে পুনর্নবীকরণ করা রিটায়ারিং রুমগুলির উদ্বোধন করা হয়।
নতুন রিটায়ারিং রুমগুলিতে ১২টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে, যেখানে সুন্দর-পরিকল্পিতভাবে ডিজাইন করা অভ্যন্তরীণ ভাগ, দেওয়ালে পেইন্টিং সহ সম্পূর্ণরূপে সু-সজ্জিত সংযুক্ত ওয়াশরুম রয়েছে৷ পুনর্নবীকরণ কাজের অংশ হিসাবে রিটায়ারিং রুমগুলির অভ্যন্তরীণ ভাগে একটি নতুন চেহারা দেওয়ার জন্য একটি ফেসলিফ্ট দেওয়া হয়েছে।
নতুন রিটায়ারিং রুমগুলিতে ১২টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে, যেখানে সুন্দর-পরিকল্পিতভাবে ডিজাইন করা অভ্যন্তরীণ ভাগ, দেওয়ালে পেইন্টিং সহ সম্পূর্ণরূপে সু-সজ্জিত সংযুক্ত ওয়াশরুম রয়েছে৷ পুনর্নবীকরণ কাজের অংশ হিসাবে রিটায়ারিং রুমগুলির অভ্যন্তরীণ ভাগে একটি নতুন চেহারা দেওয়ার জন্য একটি ফেসলিফ্ট দেওয়া হয়েছে।
মেসার্স ক্যাফে-ডি-উডল্যান্ডকে তিন বছরের জন্য রিটায়ারিং রূমগুলির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ঠিকা প্রদান করা হয়েছে। নতুন রিটায়ারিং রুমের জন্য চার্জ ১৫০০/- টাকা প্রতিদিন (ট্যাক্স ব্যতীত)। রিটায়ারিং রুমগুলিতে খাদ্য ও পানীয়-এর বিকল্প, ফোনের মাধ্যমে জরুরিকালীন ডাক্তার, লন্ড্রি পরিষেবা, বিনামূল্যে ওয়াই-ফাই, আর‌ও ওয়াটার ডিস্পেন্সর এবং ট্যাক্সি/কার ভাড়া পরিষেবার সঙ্গে ভ্রমণ প্যাকেজ সহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে।
মেসার্স ক্যাফে-ডি-উডল্যান্ডকে তিন বছরের জন্য রিটায়ারিং রূমগুলির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ঠিকা প্রদান করা হয়েছে। নতুন রিটায়ারিং রুমের জন্য চার্জ ১৫০০/- টাকা প্রতিদিন (ট্যাক্স ব্যতীত)। রিটায়ারিং রুমগুলিতে খাদ্য ও পানীয়-এর বিকল্প, ফোনের মাধ্যমে জরুরিকালীন ডাক্তার, লন্ড্রি পরিষেবা, বিনামূল্যে ওয়াই-ফাই, আর‌ও ওয়াটার ডিস্পেন্সর এবং ট্যাক্সি/কার ভাড়া পরিষেবার সঙ্গে ভ্রমণ প্যাকেজ সহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে।
বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা করা যাত্রীরা এখানে আরামে থাকতে পারেন। যে সমস্ত যাত্রীরা এই রিটায়ারিং রুমে থাকতে চান, তারা +৯১ ৬০০৩৪৯৭১১৭-এ কল করে বা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নং. ১-এর পশ্চিমে পানবাজার ফ্লাইওভারের দিকে উপলব্ধ রিটায়ারিং রুম রিসেপশন কাউন্টার থেকে সহজেই বুক করতে পারেন৷
বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা করা যাত্রীরা এখানে আরামে থাকতে পারেন। যে সমস্ত যাত্রীরা এই রিটায়ারিং রুমে থাকতে চান, তারা +৯১ ৬০০৩৪৯৭১১৭-এ কল করে বা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নং. ১-এর পশ্চিমে পানবাজার ফ্লাইওভারের দিকে উপলব্ধ রিটায়ারিং রুম রিসেপশন কাউন্টার থেকে সহজেই বুক করতে পারেন৷

Rail: দেখে চিনতেও পারবেন না, সঙ্গে মিলবে দারুণ আরাম! যাত্রীদের জন্য বিরাট সুবিধা আনছে রেল!

কলকাতা: বিদ্যমান যাত্রী সুযোগ-সুবিধা আরও উন্নত করতে এবং রেলওয়ে স্টেশনগুলিকে আরও যাত্রী অনুকূল করে গড়ে তোলার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের অন্তর্গত বিভিন্ন স্টেশনে জন সমাগমের ভিত্তিতে একাধিক লিফ্ট ও এসকেলেটর স্থাপন করেছে। এমনকি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি নির্বাচিত রেলওয়ে স্টেশনের উপলব্ধ পরিকাঠামোকে উচ্চ মানদন্ডরূপে উন্নীত করার পরিকল্পনাও করা হয়েছে।

স্টেশনের মধ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতে যাত্রীরা বিশেষত বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ ব্যক্তিরা সহজেই চলাচল করতে পারেন তার জন্যই এমন রূপান্তর করা হচ্ছে। নতুন লিফট ও এসকেলেটরগুলি অন্যান্য অনেক যাত্রী সুযোগ-সুবিধার ব্যবস্থা এবং উন্নীতকরন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে।

আরও পড়ুন: এক মুহূর্তে গোটা পরিবার শেষ! গাড়ির মধ্যে ৭ জনের দলা পাকানো দেহ! গভীর রাতে ভয়ঙ্কর ঘটনা

বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত পাঁচটি ডিভিশনের প্রধান স্টেশনগুলিতে ৪৫টি লিফ্ট ও ৩৫টি এসকেলেটর কার্যকর রয়েছে। বিগত অর্থবর্ষ ২০২৩-২৪-এর সময় বারসোই স্টেশনে ০২টি লিফ্ট এবং জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে ০২টি লিফ্ট সহ চারটি লিফ্ট চালু করা হয়েছে। সেই অনুযায়ী আগরতলা ও কামাখ্যা রেলওয়ে স্টেশনের প্রত্যেকটিতে দুটি করে এসকেলেটর সহ মোট চারটি এসকেলেটর চালু করা হয়েছে।‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে অনুমোদিত ৪৬টি রেলওয়ে স্টেশনে ৯৪টি লিফ্ট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। একইভাবে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে ১৩টি স্টেশনে অতিরিক্তভাবে অনুমোদিত ২৬টি এসকেলেটর স্থাপনের কাজও বিভিন্ন পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: মোট ৩ লাখ মানুষের মৃত্যু, শুধু কলকাতাতেই ৩ হাজার! রিমল আসছে, জানুন বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের কথা

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন  যাত্রী সংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক প্রবেশ-প্রস্থানের জন্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আরও লিফ্ট ও এসকেলেটর স্থাপনের পাশাপাশি রেলওয়ে সুযোগ-সুবিধার মধ্যে ক্রস-নেভিগেশন সহজ করার উপর গুরুত্ব আরোপ করেছে। এই অতিরিক্ত সুযোগ-সুবিধাগুলি যাত্রীদের সহজ সুগমতা প্রদান করবে, যাত্রীদের ট্রেন যাত্রার আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদানে সহায়ক হবে এবং রেলওয়ে পরিষেবাগুলিকে আরও ব্যবহারকারী বান্ধবযোগ্য করে তুলবে।

Indian Railway: বড় সাফল‍্য রেলের! পণ‍্য পরিবহণে রেকর্ড আয় মার্চ মাস জুড়ে

পণ্য আনলোডিংয়ে স্থির বৃদ্ধি অব্যাহত রেখেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। কোভিডের সময় থেকেই রেল পথে পণ্য পরিবহণের সংখ্যা ক্রমশ বাড়ছে। উত্তর পূর্ব ভারতে সড়ক বা বিমানের তুলনায় রেল পথের সংখ্যা বেড়েছে।  উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিংয়ের ক্ষেত্রে ধারাবাহিকভাবে বৃদ্ধি পঞ্জীয়ন করে আসছে।

মার্চ মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা ১৩০৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা গত ফেব্রুয়ারি, ২০২৪-তে আনলোড করা ১২৩৮টি রেকের তুলনায় এটি প্রায় ৫.৪৯% অধিক। প্রকৃতপক্ষে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ২০২৩-২৪ অর্থবছরে সামগ্রিকভাবে ১৪০৫৬টি মালবাহী রেক আনলোড করেছে।

আরও পড়ুন: ডেবিউ ছবিতেই রাতারাতি স্টার, দ্বিতীয় ছবিও করে কোটি কোটি আয়! তৃতীয়তে কী হল, ধ্বংস নায়িকার ফিল্মি কেরিয়ার?

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, সবজি, অটো, ট্যাঙ্ক, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

মার্চ, ২০২৪-এ অসমে পণ্যবাহী ট্রেনের ৭৪৬টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৬৭টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১০৬টি রেক, নাগাল্যান্ডে ২৪টি রেক, অরুণাচল প্রদেশে ৯টি রেক, মণিপুরে ২টি রেক এবং মিজোরামে ৭টি রেক আনলোড করা হয়। এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২৩০টি পণ্য রেক ও বিহারে ১৮২টি পণ্য রেক আনলোড করা হয়।

কেবল সাধারণ মানুষের অপরিহার্য প্রয়োজনীয়তা পূরণের জন্যই নয়, সেই অঞ্চলের স্থানীয় অর্থনৈতিক কার্যকলাপ গতিশীল ও বৃদ্ধি করার উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় এবং অন্যান্য পণ্যগুলি নিয়মিত পরিবহন করা হচ্ছে।উন্নত টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা এবং আরও পণ্য শেডের চালু করা ফলে গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য একটি সীমিত সময়ের মধ্যে অন্তর্মুখী রেকগুলি আনলোড এবং খালী করার জন্য আনলোডিং কাজটিকে আরও সুবিধাজনক করে তুলেছে। সমস্ত স্তরে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ড সময় হ্রাস এবং আনলোডিং দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

Indian Railway: মোবাইল থেকে টাকা, চুরি যাত্রীদের সামগ্রী! কড়া পদক্ষেপ নিল রেল, গ্রেফতার ৪

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৩ থেকে ২৬ মার্চ, ২০২৪ পর্যন্ত জোনের মধ্যে নিয়মিত তল্লাশি এবং অভিযানের সময়কালে যাত্রীদের জিনিসপত্র চুরির অপরাধে জড়িত ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করে।

বিভিন্ন স্টেশন এবং ট্রেনে এই তল্লাশি অভিযান চালানোর সময়, তারা ট্রেন ও গুয়াহাটি, নিউ বঙাইগাঁও, বারসোই, পাঞ্জিপাড়া ইত্যাদি রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১.০৩ লক্ষ টাকার চুরিকৃত মূল্যবান জিনিসপত্র সফলভাবে উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্র-সহ ধৃত ব্যক্তিদের জিআরপি-এর ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘হোলি স্পেশাল’ ট্রেন চালাবে পূর্ব রেল! কোন রুটে চলবে? বাড়ি থেকে বেরোনোর আগে অবশ‍্যই জানুন

২৬ মার্চ, ২০২৪ তারিখের সাম্প্রতিক একটি ঘটনায় বারসোই-এর আরপিএফ এবং জিআরপি যৌথভাবে বারসোই রেলওয়ে স্টেশনে তল্লাশি চালায় এবং প্রায় ৩০ হাজার টাকা মূল্যের দুটি চুরির মোবাইল ফোনের সঙ্গে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। একই দিনে, গুয়াহাটির আরপিএফ দল গুয়াহাটি রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার টাকার একটি চুরির করা মোবাইল ফোন-সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে।

২৫ মার্চ, ২০২৪ তারিখে কিশানগঞ্জ-এর আরপিএফ টিম কাটিহারের সিডিপিএস টিমের সঙ্গে যৌথভাবে পাঞ্জিপাড়া রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালিয়ে একজন ব্যক্তিকে গ্রেফতার করে এবং প্রায় ৬০ হাজার টাকার মূল্যের একটি চুরি করা মোবাইল ফোন উদ্ধার করে। ২৩ মার্চ, ২০২৪ তারিখে, নিউ বঙাইগাঁও-এর আরপিএফ টিম রঙিয়ার সিডিপিএস টিমের সঙ্গে যৌথভাবে নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালায় এবং একজনকে গ্রেফতার করে।  প্রায় ৩ হাজার টাকা মূল্যের একটি চুরি করা মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

ফেব্রুয়ারি, ২০২৪-এ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ যাত্রীদের জিনিসপত্র চুরির সঙ্গে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্র-সহ ধৃত ব্যক্তিদের জিআরপি-এর ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার কাজের পাশাপাশি রেল ব্যবহারকারীদের দিকনির্দেশ এবং সাহায্য প্রদানের জন্য সর্বদা প্রস্তুত। ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করতে পারেন।