Tag Archives: rail

Indian Railways: সাতসকালে ধুবুলিয়ায় উল্টে গেল লালগোলা প্যাসেঞ্জার! এলাকায় চাঞ্চল্য, তারপর কী হল দেখুন

নদিয়া: হঠাৎ ফোনে মেসেজ আসে আজ সকালে লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন ধুবুলিয়া স্টেশন পাস করার সময় লাইনচ্যুত হয়ে গিয়েছে। বেশ কিছু কোচ লাইনের পাশে উল্টে রয়েছে আহত কিম্বা নিহতের সম্ভাবনা রয়েছে। মেসেজ পাওয়া মাত্রই তড়িঘড়ি ধুবুলিয়া স্টেশনে ঘটনাস্থলে ছুটলেন রেলের আপৎকালীন বিভাগের সমস্ত লোকেরা।

তবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা বুঝতে পারলেন ঘাবড়ানোর মতো তেমন কিছু হয়নি। আসলে ধুবুলিয়া স্টেশনে আয়োজন করা হয়েছে ভারতীয় রেলের যুদ্ধকালীন তৎপরতায় রেল দুর্ঘটনার মক টেস্ট। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিভাগীয় রেল আধিকারিকরা।

আরও পড়ুনHartalika Teej 2024: স্বামীর আয় হবে দ্বিগুণ, সিঁথির সিঁদুর উজ্জ্বল থাকবে, সংসার হবে সুখের, বিবাহিত মহিলাদের হরতালিকা তীজে উপোসের কয়েকটা নিয়ম রইল

তবে প্রকৃতপক্ষেই আগাম কোনও খবর ছিল না ধুবুলিয়া রেলস্টেশন কিংবা সংবাদ মাধ্যম অথবা জনসাধারণের কাছে, আর এর উদ্দেশে একটাই, খবর পাওয়া মাত্র কত দ্রুত রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেন সেই নিয়ে চলছে ভারতীয় রেলের মক টেস্ট। প্রকৃতপক্ষেই নদিয়া জেলা এবং তার আশেপাশে থাকা উদ্ধারকারী কাজে নিযুক্ত বিভিন্ন রেল কর্মীরা এই সচেতনতা মূলক প্রোগ্রাম হওয়ার মাত্র দু ঘণ্টা আগে খবর পেয়েছেন। শুধু একটা মেসেজ “ধুবুলিয়ায় রেল দুর্ঘটনা, দ্রুত উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।” আর বিপদকালীন এই বার্তা পেয়ে কে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারে এবং সেখানে গিয়ে কিভাবে দ্রুততার সঙ্গে নিজেদের কাজে পারদর্শিতা দেখাতে পারেন সেটাই এদিনের মূল বিষয়।

অন্যদিকে সাধারণ মানুষকে কিভাবে উদ্ধারকারী হিসেবে কাজে লাগানো যেতে পারে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনাও হয় এদিন। ঘটনাস্থলে বিভাগীয় রেল আধিকারিকরা উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের সামনে রেল কর্তৃপক্ষ কত দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কিভাবে তার প্রতিকার করে তা দেখানোর উদ্দেশ্যেই ভারতীয় রেলের এই উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এ রাজ্যে নদিয়ায় এই প্রথম।

আজকের মক টেস্ট সচেতনামূলক এই কর্মসূচি থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যেও রেল লাইনের ওপর দেওয়া কিংবা অন্যান্য বিষয় নজর রেখে রেলওয়ে টোল ফ্রি নম্বরে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়।

Mainak Debnath

Rail: দেখে চিনতেও পারবেন না, সঙ্গে মিলবে দারুণ আরাম! যাত্রীদের জন্য বিরাট সুবিধা আনছে রেল!

কলকাতা: বিদ্যমান যাত্রী সুযোগ-সুবিধা আরও উন্নত করতে এবং রেলওয়ে স্টেশনগুলিকে আরও যাত্রী অনুকূল করে গড়ে তোলার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের অন্তর্গত বিভিন্ন স্টেশনে জন সমাগমের ভিত্তিতে একাধিক লিফ্ট ও এসকেলেটর স্থাপন করেছে। এমনকি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি নির্বাচিত রেলওয়ে স্টেশনের উপলব্ধ পরিকাঠামোকে উচ্চ মানদন্ডরূপে উন্নীত করার পরিকল্পনাও করা হয়েছে।

স্টেশনের মধ্যে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাতে যাত্রীরা বিশেষত বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম এবং অসুস্থ ব্যক্তিরা সহজেই চলাচল করতে পারেন তার জন্যই এমন রূপান্তর করা হচ্ছে। নতুন লিফট ও এসকেলেটরগুলি অন্যান্য অনেক যাত্রী সুযোগ-সুবিধার ব্যবস্থা এবং উন্নীতকরন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে।

আরও পড়ুন: এক মুহূর্তে গোটা পরিবার শেষ! গাড়ির মধ্যে ৭ জনের দলা পাকানো দেহ! গভীর রাতে ভয়ঙ্কর ঘটনা

বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত পাঁচটি ডিভিশনের প্রধান স্টেশনগুলিতে ৪৫টি লিফ্ট ও ৩৫টি এসকেলেটর কার্যকর রয়েছে। বিগত অর্থবর্ষ ২০২৩-২৪-এর সময় বারসোই স্টেশনে ০২টি লিফ্ট এবং জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনে ০২টি লিফ্ট সহ চারটি লিফ্ট চালু করা হয়েছে। সেই অনুযায়ী আগরতলা ও কামাখ্যা রেলওয়ে স্টেশনের প্রত্যেকটিতে দুটি করে এসকেলেটর সহ মোট চারটি এসকেলেটর চালু করা হয়েছে।‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে অনুমোদিত ৪৬টি রেলওয়ে স্টেশনে ৯৪টি লিফ্ট স্থাপনের কাজ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। একইভাবে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে ১৩টি স্টেশনে অতিরিক্তভাবে অনুমোদিত ২৬টি এসকেলেটর স্থাপনের কাজও বিভিন্ন পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: মোট ৩ লাখ মানুষের মৃত্যু, শুধু কলকাতাতেই ৩ হাজার! রিমল আসছে, জানুন বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের কথা

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন  যাত্রী সংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক প্রবেশ-প্রস্থানের জন্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আরও লিফ্ট ও এসকেলেটর স্থাপনের পাশাপাশি রেলওয়ে সুযোগ-সুবিধার মধ্যে ক্রস-নেভিগেশন সহজ করার উপর গুরুত্ব আরোপ করেছে। এই অতিরিক্ত সুযোগ-সুবিধাগুলি যাত্রীদের সহজ সুগমতা প্রদান করবে, যাত্রীদের ট্রেন যাত্রার আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদানে সহায়ক হবে এবং রেলওয়ে পরিষেবাগুলিকে আরও ব্যবহারকারী বান্ধবযোগ্য করে তুলবে।

Rail: ৯৩ শতাংশ কাজ সম্পূর্ণ, বিরাট খবর দিল রেল! উত্তর পূর্ব সীমান্ত রেলের বদলে যাবে পুরো চেহারাই

শিলিগুড়ি: ভারত সরকারের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ভারতীয় রেলের ‘ক্যাপিটাল কানেক্টিভিটি’ প্রকল্পের অধীনে একাধিক চলমান রেলওয়ে প্রকল্প উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সংযোগ ব্যবস্থা রূপান্তরের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। রেলওয়ে বোর্ডের পরিকাঠামো সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল সম্প্রতি ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের চলমান কিছু গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শন করা প্রকল্পগুলির মধ্যে ভৈরবী-সাইরাং নতুন লাইন প্রকল্প, জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্প এবং আগরতলা-আখাউরা আন্তর্জাতিক রেল সংযোগ প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। ১৩ মে, ২০২৪ তারিখে রেলওয়ে বোর্ডের সদস্য (পরিকাঠামো) অনিল কুমার খান্ডেলওয়াল ভৈরবী-সাইরাং নতুন রেলওয়ে লাইন প্রকল্পের নির্মাণকার্য পরিদর্শন করেন, এই প্রকল্পটির দ্বারা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সঙ্গে স্থিতিশীল রেলওয়ে সংযোগের মাধ্যমে দেশের অবশিষ্ট অংশের সংযোগ সাধন হবে এবং এই প্রকল্পটি প্রায় সমাপ্তির পথে।

আরও পড়ুন: ফ্রেজারগঞ্জে বড় রহস্য! মাত্র ৫ মাসে ২৬ জনের ‘এভাবে’ মৃত্যু! ‘কারণ’ কী, ভয় ধরে যাবে আসল ঘটনা জানলে

প্রকল্পটির প্রায় ৯৩ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই প্রকল্পের দ্বারা মিজোরামে ৫১.৩৮ কিমি রেলওয়ে ট্র্যাক সংযোজনের লক্ষ্য স্থির করা হয়েছে এবং প্রকল্পের মধ্যে রয়েছে ৫৫টি মেজর ব্রিজ ও ৮৭টি মাইনোর ব্রিজ। প্রকল্পটির মোট টানেলের দৈর্ঘ্য হল ১২৮৫৩ মিটার। এই প্রকল্পে ৪টি স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটির সবচেয়ে লম্বা স্তম্ভটি রয়েছে ১৯৬নং. ব্রিজে, যার উচ্চতা হল ১০৪ মিটার, যা কুতুব মিনারের চেয়ে ৪২ মিটার বেশি উচুঁ। বোর্ডের সদস্য (পরিকাঠামো) ১৪ মে তারিখে জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের নির্মাণ কার্য ও পরিদর্শন করেন। এই প্রকল্পটিরও লক্ষ্য হলো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের দেশের অবশিষ্ট অংশের সাথে স্থিতিশীল সংযোগ স্থাপন এবং এই প্রকল্পটিও প্রায় শেষের পথে। ১১১ কিমি লম্বা এই প্রকল্পে রয়েছে ৫২টি টানেল, ১১টি মেজর ব্রিজ, ১২৯টি মাইনোর ব্রিজ।

বিশ্বের মধ্যে রেলওয়ে ব্রিজের সবচেয়ে উঁচু স্তম্ভ এই প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছে, যার উচ্চতা ১৪১ মিটার। প্রকল্পটির প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।  এই প্রকল্পগুলি পার্বত্য রাজ্য মিজোরাম ও মণিপুরের মানুষের জন্য যোগযোগ ব্যবস্থা বৃদ্ধি করবে। এই প্রকল্পগুলি একবার সম্পূর্ণ হয়ে গেলে সংশ্লিষ্ট অঞ্চলগুলির ক্ষুদ্র মাপের শিল্পোদ্যোগ বিকাশের পাশাপাশি আর্থ-সামাজিক বিকাশেও সহায়ক হয়ে উঠবে।

এই রাজ্যগুলির জনগণ দেশজুড়ে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রা করার সুযোগ লাভ করবেন এবং পাশাপাশি খুব কম ব্যয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর বাধাহীন সরবরাহও লাভ করবেন। বোর্ডের সদস্য (পরিকাঠামো) ১৫ মে, ২০২৪ তারিখে আগরতলা-আখাউরা আন্তর্জাতিক রেল সংযোগী প্রকল্পও পরিদর্শন করেন, যা নিশ্চিন্তিপুর (ত্রিপুরা) ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন স্টেশনের মাধ্যমে বাংলাদেশের আখাউরা স্টেশনকে সংযুক্ত করবে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী উভয় ট্রেনের জন্য ডুয়াল গজ স্টেশন হবে। এই রেল সংযোগ পর্যটন খণ্ডে বিশাল উৎসাহ দান করবে, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি করবে এবং দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করবে।

Indian Railways: প্যাসেঞ্জার ট্রেন বাতিল! দেরিতে ছুটবে দূরপাল্লার ট্রেন! কোন কোন রুটে দ্রুত জেনে নিন

বাতিল প্যাসেঞ্জার ট্রেন, সময়ের থেকে দেরিতে ছাড়বে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সপ্তাহে টানা নয়, এক দুই দিনের ব্যবধানে বাতিল রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, দেরিতে ছাড়বে কয়েকটি এক্সপ্রেস ট্রেন। (হরষিত সিংহ)
বাতিল প্যাসেঞ্জার ট্রেন, সময়ের থেকে দেরিতে ছাড়বে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী সপ্তাহে টানা নয়, এক দুই দিনের ব্যবধানে বাতিল রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, দেরিতে ছাড়বে কয়েকটি এক্সপ্রেস ট্রেন। (হরষিত সিংহ)
কিন্তু কেন রেলের এমন সিদ্ধান্ত। কারণ আগামী সপ্তাহে মালদহ ডিভিশনের একটি রুটে রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই তালিকায় আপনার ট্রেন রয়েছে কিনা দেখে নিন।
কিন্তু কেন রেলের এমন সিদ্ধান্ত। কারণ আগামী সপ্তাহে মালদহ ডিভিশনের একটি রুটে রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই তালিকায় আপনার ট্রেন রয়েছে কিনা দেখে নিন।
মালদহ ডিভিশনের ভাগলপুর জামালপুর সেকশনের সুলতানগঞ্জ ও কল্যাণপুর রোড স্টেশনে মধ্যে কাজ চলবে। তাই আগামী ১৭, ১৯,২৩,২৪ এপ্রিল, ১,৩,৭ও ৮ মে সুলতানগঞ্জ এবং কল্যাণপুর রোড স্টেশনের মধ্যে উভয় লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
মালদহ ডিভিশনের ভাগলপুর জামালপুর সেকশনের সুলতানগঞ্জ ও কল্যাণপুর রোড স্টেশনে মধ্যে কাজ চলবে। তাই আগামী ১৭, ১৯,২৩,২৪ এপ্রিল, ১,৩,৭ও ৮ মে সুলতানগঞ্জ এবং কল্যাণপুর রোড স্টেশনের মধ্যে উভয় লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
১৭, ২৪ এপ্রিল, ১ ও ৮ মে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার, দেরিতে ছাড়বে ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৯০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৭, ২৪ এপ্রিল, ১ ও ৮ মে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার, দেরিতে ছাড়বে ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৯০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৯,২৩ এপ্রিল, ৩ ও ৭ মে তারিখে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার , দেরিতে ছাড়বে:১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৬০ মিনিট নিয়ন্ত্রিত হবে১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৭০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৭৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
১৯,২৩ এপ্রিল, ৩ ও ৭ মে তারিখে ট্রেনের নিয়ন্ত্রণ: বাতিল০৩৪৫৯ জামালপুর – ভাগলপুর প্যাসেঞ্জার , দেরিতে ছাড়বে:১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৬০ মিনিট নিয়ন্ত্রিত হবে১৩৪১৫ মালদহ শহর-পাটনা এক্সপ্রেস ৭০ মিনিট নিয়ন্ত্রিত হবে এবং১৩৪৮৩/১৩ ফারাক্কা এক্সপ্রেস ৭৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।

Railway News: দার্জিলিং বা পাহাড় যেতে চান? কনফার্ম টিকিট পাবেন সহজেই! রেলের বড় খবর জানুন

গরমের লম্বা ছুটি! আপনি কি এখনও ভাবছেন গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবেন ঘুরতে? ইচ্ছে রয়েছে পাহাড় বা দার্জিলিং যাওয়ার। কিন্তু আপনার নিশ্চিত টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা? কারণ এখন পাহাড়ে ঘোরার হিড়িক পড়েছে। নিয়মিত প্রতিটি ট্রেনেই টিকিট নেই। লম্বা ওয়েটিং লিস্ট। photo source collected 
গরমের লম্বা ছুটি! আপনি কি এখনও ভাবছেন গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবেন ঘুরতে? ইচ্ছে রয়েছে পাহাড় বা দার্জিলিং যাওয়ার। কিন্তু আপনার নিশ্চিত টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা? কারণ এখন পাহাড়ে ঘোরার হিড়িক পড়েছে। নিয়মিত প্রতিটি ট্রেনেই টিকিট নেই। লম্বা ওয়েটিং লিস্ট। photo source collected
সাধারণ যাত্রী থেকে পর্যটকদের সুবিধার জন্য গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালু করছে। যে ট্রেনে আপনি সহজেই টিকিট পেয়ে যাবেন।‌photo source collected 

সাধারণ যাত্রী থেকে পর্যটকদের সুবিধার জন্য গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালু করছে। যে ট্রেনে আপনি সহজেই টিকিট পেয়ে যাবেন।‌photo source collected
রেল সূত্রে জানা গিয়েছে পূর্ব রেলের হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে একটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে। স্পেশাল ট্রেনটি চালু করার মূল উদ্দেশ্য অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দেওয়া। কারণ গ্রীষ্মের এই মরশুমে বহু পর্যটক পাহাড়ে ঘুরতে যাচ্ছেন।photo source collected 
রেল সূত্রে জানা গিয়েছে পূর্ব রেলের হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে একটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে। স্পেশাল ট্রেনটি চালু করার মূল উদ্দেশ্য অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দেওয়া। কারণ গ্রীষ্মের এই মরশুমে বহু পর্যটক পাহাড়ে ঘুরতে যাচ্ছেন।photo source collected
স্পেশাল ট্রেনটি হল০৩০২৭ হাওড়া - নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে ছাড়বে ২৩.৫৫ টায়। প্রতি বুধবার। ১৭ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন ১০.৪৫ টায়।০৩০২৮নিউ জলপাইগুড়ি – হাওড়া সামার স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১২.৪৫টায়।photo source collected
স্পেশাল ট্রেনটি হল০৩০২৭ হাওড়া – নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে ছাড়বে ২৩.৫৫ টায়। প্রতি বুধবার। ১৭ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন ১০.৪৫ টায়।০৩০২৮নিউ জলপাইগুড়ি – হাওড়া সামার স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১২.৪৫টায়।photo source collected
প্রতি বৃহস্পতিবার। ১৮ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে। হাওড়া পৌঁছাবে পরের দিন ০০.১০ টায়। সামার স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড এবং মালদহ টাউন স্টেশনে উভয় দিকেই থামবে।photo source collected 
প্রতি বৃহস্পতিবার। ১৮ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে। হাওড়া পৌঁছাবে পরের দিন ০০.১০ টায়। সামার স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড এবং মালদহ টাউন স্টেশনে উভয় দিকেই থামবে।photo source collected
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ট্রেনটির বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। (তথ্য: হরষিত সিংহ)photo source collected
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ট্রেনটির বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। (তথ্য: হরষিত সিংহ)photo source collected