Tag Archives: Onion Price hike

Vegetable Price Hike: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, সপ্তাহের শুরুতেই অগ্নিমূল্য বাজার, আলু, বেগুনের দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে….

কলকাতা: সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে দুর্দিনের এই বাজারেও হাতে গোনা কয়েকটা সবজির দাম কিছুটা কমেছে৷ বিশেষ করে লঙ্কার দাম বেশ কমেছে৷

আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের যম, এই পাতা খেলেই গায়েব হাঁটু ব্যথা, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

অপরদিকে পেঁয়াজের মূল্য আজও কমেনি। যদিও পেঁয়াজ মূলত নাসিক থেকে আসে৷ কিন্তু সেখানেও চাষ ভাল না হওয়ায় আমদানিতে প্রভাব পড়ছে৷ এমনই দাবি খোদ বিক্রেতাদের।

আরও পড়ুন: রান্নাঘরের বেসিনে জল জমছে? মাত্র পাঁচ টাকায় ফেললেই পরিষ্কার পাইপের আবর্জনা

মানিকতলা বাজারে আজকের মূল্য

বেগুন-৬০-৫০ টাকা ভাল বেগুনের মূল্য- ১২০ টাকা
পটল – ৫o-৪০ টাকা
টমেটো- ৮০ টাকা
পেঁপে – ২৫-৩০ টাকা
কাঁকরোল- ৪০ টাকা
লাউ-২৫/৪০ টাকা পিস
১০০ গ্রাম ধনেপাতা -২৫-৩০ টাকা
লংকার দাম কিছুটা কমেছে- আগের দিন ছিল ১০০ গ্রামে ১৫ টাকা আজ হয়েছে- ১০ টাকা
ক্যাপসিকাম- ১২০-১৫০ টাকা
গাজরের দাম ৮০ টাকা।
জ্যোতি আলু – ৩০ থেকে ৩৫ টাকা
চন্দ্রমুখি – ৩৫-৪০
পেঁয়াজ – ৭০
১০০ গ্রাম আদা – ২০-৩০টাকা
১০০ গ্রাম রসুন-৪০ টাকা

পুজোর আগে সবজির দাম এমনিতেই চড়া থাকে সবজি, ফল, মাছ-মাংসের দাম৷ পুজো আসতে এখনও বেশ কয়েকদিন দেরি৷৷ তার আগেই সবজির এই চড় মূল্যে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে৷

Onion Price Hike: পেয়াঁজ আকাশমুখী…! কেন বাড়ছে দাম? বিস্ফোরক পুরুলিয়ার সাংসদ! আসল ‘কারণ’ লিখে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে চিঠি

নয়াদিল্লি: বন্যার অজুহাতে পশ্চিমবঙ্গে পেয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে। অভিযোগ করে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি লিখলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে তাঁর দাবি, প্রশাসনের মদতে কালো বাজারের মাধ্যমে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে।

বন্যার অজুহাতকে কাজে লাগিয়ে অন্যায় ভাবে পণ্য পরিবহন বন্ধ করা হয়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে পেঁয়াজ দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তদন্ত করার আবেদন জানালেন বিজেপি সাংসদ। একইসঙ্গে পেঁয়াজের দাম স্বাভাবিক করতে সাংসদ মজুত পেঁয়াজ বাজারে আনার দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে।

আরও পড়ুন: বর্ষা ফিরছে কবে…? ‘তারিখ’ জানিয়ে দিল হাওয়া অফিস! বর্ষার পিছু পিছু আসছে নতুন ‘অশনি’! বিরাট সতর্কবাণী আইএমডি-র

এদিকে পুজোর আগে অগ্নিমূল্য আনাজ বাজার। বন্যার কারণ দেখিয়ে নেওয়া হচ্ছে বেশি দাম, যার কারণেই খুচরো বাজারে অগ্নিমূল্য। পাইকারি বাজারে সে অর্থে সবজির দাম না বাড়লেও খুচরো বাজারে যেভাবে পারছে দাম হাঁকাচ্ছে কিছু ব্যবসায়ী, এমনই অভিযোগ টাস্ক ফোর্সের।

মানিকতলা বাজারে আজকের মূল্য: 

জ্যোতি আলু- ৩০ -৩৫
চন্দ্রমুখী আলু -৩৫-৪০
পেঁয়াজ- ৬০/ ৭০
আদা- ২০
রসুন- ৩৫০ -৪০০
টম্যোটো- ৬০- ৮০
পটল- ৬০- ১০০
লাউ- ৩০-৪0টাকা পিস,
বাঁধাকপি- ৪০- ৬০ পিস
ফুলকপি ৩০- ৫০ পিস,
বেগুন- ৮০- ১২০
ঢেঁড়স- ৫০- ৮০
ঝিঙে- ৬০- ৮০
উচ্ছে- ৬০-৮০
বরবটি- ৮০-১০০

এমনিতে দুর্গাপুজো কিংবা লক্ষ্মীপুজোর সময়ে বাজারে দাম বেশি থাকে। তবে সর্বাধিক প্রয়োজনীয় আলু কিংবা পেঁয়াজের দাম বাড়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

Onion Price Hike: বাঙালির মাথায় হাত! পেঁয়াজের দামে চোখে জল আসার সময় আসছে! কেন বলুন তো?

কলকাতা:  এবার বাংলা পেঁয়াজের ভাল ফলন হলেও কয়েকদিন আগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজ। চাষের খরচ উঠেছে না দাবি চাষীদের।   চাষিদের বক্তব্য অনুযায়ী, ১ কেজি পেঁয়াজের বীজের দাম ৮০০ টাকা। এক বিঘা জমিতে দু’কেজি পেঁয়াজের বীজ লাগে। ১ কেজি পেঁয়াজের বীজ মানে, আড়াই লাখ বীজ। পেঁয়াজ চাষিদের এক বিঘে চাষ করতে ১৬-১৭ হাজার টাকা খরচ হয়। বিঘে প্রতি পেঁয়াজ উৎপাদন হয় ৩-৩.৫ টন।

কিন্তু এ রাজ্যে আলু চাষিদের মত, পেঁয়াজ চাষিরা পেঁয়াজ মজুত করতে পারে না। পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে চাষিরা বাজারে বিক্রি করতে বাধ্য হয়।আর সেই সুযোগ নিয়ে পাইকারি খরিদ্দাররা যথেষ্ট কম দামে পেঁয়াজ কিনে নেয়। বুধবার ভাল বাংলা পেঁয়াজ ১২.৫০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কম মানের পেঁয়াজ বিক্রি হয়েছে ৬-৬.৫০ টাকা কেজি দরে। সেখানে চাষিরা ৪.৫০-৫টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছে। কিন্তু খুচরো বাজারে ওই পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোট পেঁয়াজের ৩০ শতাংশ ভাল পেঁয়াজ, বাকি ৭০ শতাংশ খারাপ পেঁয়াজ বাজারে আসছে।

আরও পড়ুন: বাংলা-প্রেমী গোবিন্দা! পশ্চিমবঙ্গেই রয়েছে ‘হিরো নম্বর ওয়ানের’ নিজের আলিশান বাড়ি! কোথায় জানেন?

এই বিষয়ে হর্টি-কালচারের ডিরেক্টর কমল দে জানান, ‘ কয়েকদিন আগে বৃষ্টির ফলে জমিতে পেঁয়াজ ভিজে রয়েছে। জমি থেকে তোলার পরে চাষিরা চাইছে, পেঁয়াজ যত তাড়াতাড়ি হোক বিক্রি করার। যার ফলে, চাষিরা ৪-৪.৫০ টাকার দামে পেঁয়াজ বিক্রি করছে। অতএব চাষিরা পেঁয়াজ চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

আরও পড়ুন: কোনটা ‘আপ’ ট্রেন আর কোনটাই বা ‘ডাউন’! ট্রেনের আপ-ডাউন কীভাবে ঠিক হয় জানেন?

বাংলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য কোনও ঠান্ডা ঘর নেই। যার ফলে পেঁয়াজ চাষিরা ভাল দাম পাওয়ার আশায় বাড়িতে জমিয়ে রাখতে পারে না। সে কারণে পেঁয়াজ মাঠ থেকে তোলার পর, কয়েক দিনের মধ্যেই বিক্রি করতে বাধ্য হয়। কমল বাবুর কথায়, ‘চাষিরা পেঁয়াজ চাষ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এইভাবে হতে থাকলে চাষিরা পেঁয়াজ চাষ কমিয়ে আনবে।এছাড়া এবারের বৃষ্টিতে ক্ষতি হয়েছে পেঁয়াজ চাষের। এছাড়াও যতদিন পর্যন্ত রাজ্যে ঠান্ডা ঘর তৈরি না হবে। ততদিন পর্যন্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। অন্যদিকে, আর এক প্রকারের ব্যবসায়ীরা তারা বরাবর একই ভাবে লাভ গুণবে।’

শঙ্কু সাঁতরা