Tag Archives: Oscar

এবার নাটু নাটু-তে জমিয়ে নাচলেন বিরাট কোহলি, ঝড় তুলল সেই ভিডিও

মুম্বই: ম্যাচ চলাকালীন বিরাট কোহলির নাচ কোনও নতুন বিষয় নয়। এর আগেও একাধিকবার মাঠে ফিল্ডিং করার সময় বিন্দাস মুডে পাওয়া গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক। নানা সুপার হিট গানের তালে নাচতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় ফের কোমড় দোলাতে দেখা গেল বিরাটকে। আর এবার বিরাট কোহলি নাচলেন “আরআরআর” সিনেমার অস্কার জয়ী গান “নাটু নাটু”-তে।

অস্কারের মঞ্চে সম্মানিত হওয়ার আগেই নাটু নাটু জিতেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। আর কয়েক দিন আগে অস্কার পাওয়ার পুরো বিশ্ব যেন মেতে উঠেছে নাটু নাটু-র তালে। সেই গানে নাচ থেকে নিজেকে বেশি দিন দূরে রাখতে পারলেন বিরাট কোহলিও। ওয়াংখেড়ে ফিল্ডিং করার সময় হঠাৎই দেখা যায় বিরাট কোহলি নাটু নাটু গানের স্টেপ করছেন। যেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নাটু নাটু-তে বিরাট কোহলির নাচ ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হার্দিক পান্ডিয়া। মহম্মদ শামি-মহম্মদ সিরাজের পেস অ্যাটাক ও রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবের স্পিনের ভেলকির সামনে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান কেএল রাহুল অনবদ্য ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাজেদা ও হার্দিক পান্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত।

Oscar 2023: অস্কারে সেরা অরিজিনাল সং বিভাগে বাজিমাত ‘নাটু নাটু’-র, ইতিহাস তৈরি ভারতীয় গানের

লস অ্যাঞ্জেলেস: গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস তৈরির পর এবার অস্কারের মঞ্চেও বাজিমাত ‘নাটু নাটু’-র৷ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল মিউজিক ক্যাটেগরি বা সেরা মৌলিক সঙ্গীত বিভাগে সেরার সম্মান এল ভারতে৷

এবারই প্রথম এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ভারতীয় কোনও গান৷৷ আসমুদ্র হিমাচল পেরিয়ে জাদু দেখানো নাটু নাটু অস্কারের মঞ্চেও এবার কামাল করল৷ এ বছর ভারতকে দ্বিতীয় অস্কার পুরস্কার উপহার দিল এই ভাইরাল গান।

এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি ভারতীয় সঙ্গীতের এই গানটির নাম করতেই অস্কারের দর্শকদের মধ্যে হাততালির তুফান ওঠে৷

পুরস্কৃত হওয়ার আগে এই গানের সঙ্গে ডান্স পারফরম্যান্সও হয়৷ সব মিলিয়ে সোমবারের সকালে ভারতীয় সঙ্গীতের মুকুটে নিঃসন্দেহে স্বীকৃতির নতুন পালক যুক্ত হল৷