Tag Archives: Panama

ফ্যানেদের ভালবাসায় বাধ মানল না আবেগ, ফের চোখে জল লিওনেল মেসির

বুয়েনস আয়ার্স: বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচে বুয়েনস আয়ার্সে পানামার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করেছেন লিওনেল মেসি। আরেকটে গোল থিয়াগো আলমাডার। তবে ম্যাচ শুরুর আগে বিশ্বজয়ীদের যেভাবে স্বাগত জানাল বুয়েনস আয়ার্সের দর্শক তা দেখে আবেগ বাধ মানল না লিওনেল মেসি, লিওনেল স্কালোনি, এমিলিয়ানো মার্টিনেজের। যেই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

ঘরের মাঠে আর্জেন্টিনা বনাম পানামা ম্যাচ ঘোষণা হওয়ার পর থেকেই এই ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। ৮৩ হাজার আসন বিশিষ্ট বুয়েনস আয়ার্স স্টেডিয়ামের টিকিটের জন্য আবেদন করেছিল প্রায় ১৬ লক্ষ দর্শক। শুক্রবার সেই ৮৩ হাজার ফ্যানেরা বিশ্বজয়ীদের ভালোবাসায় ভরিয়ে দিতে কোনও কসুর রাখলেন না। ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাক জাতীয় সঙ্গীতের সময় গোটা স্টেডিয়ামের শব্দব্রহ্ম মেসিদের চোখের কোণ ভিজতে বাধ্য করে।

সেই সময় মাঠে তিন সন্তানের সঙ্গে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। সন্তান সহ এসেছিলেন লিওনোল স্কালোনি, রদ্রিগো দি পল সহ অ্যান্যরা। সকলেই দর্শকদের আওয়াজ ও ভালোবাসে দেখে আবেগাপ্লুত হয়ে যান। হওয়াটাই স্বাভাবিক। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ভিডিও কোখনও মেসি, কখনও স্কালোনি, কখনও আবার মার্টিনেজ, দি মারিয়াদের চোখে পরিষ্কার জল দেখা গিয়েছে। বিশ্বকাপ জিতে দেশের মাটিতে হয়তো এতদিন এমনই একটা সংবর্ধনা স্বপ্নে দেখত নীল-সাদা ব্রিগেড। অবশেষে তা বাস্তবে পরিণত হল।

আরও পড়ুনঃ IPL 2023: আইপিএল শুরুর আগেই বদল, আরসিবিতে বিরাট কোহলিকে দেখা যাবে নতুন অবতারে

প্রসঙ্গত, ম্যাচে ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মেসির ফ্রি কিক বারে লাগে। সেই পাল্টা বলে গোল করেন আলনাদা। আর ম্যাচে ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন লিওনেল মেসি। মেসির মোট দুটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে। তবে এদিন গোলের সৌজন্যে আরও এক মাইলস্টোন স্পর্শ করলেন মেসি। ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ার মিলে ৮০০টি গোলের মালিক হয়ে গেলেন এলএমটেন।

মার্তিনেজের সেই ‘অশ্লীল উদ্‌যাপন’ ফিরল আর্জেন্টিনার উৎসবে! উন্মাদের মত সেলিব্রেশন মাঠে

রোজারিও: আনন্দ ভেসে গেল গোটা আর্জেন্টিনা। ঘরের মাঠে খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ছেলেরা। আবেগ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ তিন তারকা জার্সি পরে প্রথম মাঠে নামার আনন্দ— ভারতীয় সময় আজ ভোরে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে এসবের পাশাপাশি জয়ও এসেছে ২-০ গোলে।

আর মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকেরাও ছিলেন উন্মাতাল। ম্যাচ শেষে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রায় সবকিছুই নানাভাবে স্মরণ করা হয়। তাহলে বিতর্কিত সেই উদ্‌যাপনও বাদ পড়বে কেন! কোন উদ্‌যাপন? বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার ‘গোল্ডেন গ্লোভস’ নিতে মঞ্চে উঠেছিলেন মার্তিনেজ।

আরও পড়ুন – মার্তিনেজের সেই ‘অশ্লীল উদ্‌যাপন’ ফিরল আর্জেন্টিনার উৎসবে! উন্মাদের মত সেলিব্রেশন মাঠে

পুরস্কারটি নিয়ে তা ঠিক কোমরের সামনের অংশে ধরে উদ্‌যাপন করেন মঞ্চেই—যে দৃশ্য অনেকেরই ভালো লাগেনি।সেদিন কাতারে বিশ্বকাপ জয়ের মঞ্চে এমিলিয়ানো মার্তিনেজের উদ্‌যাপন শ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে মনে করেন অনেকেই। আর্জেন্টিনার গোলকিপারকে সেজন্য নানা কথাও শুনতে হয়েছে।

মার্তিনেজ নিজেও পরে সংবাদমাধ্যমকে বলেছেন, আর এমন হবে না। কিন্তু কথা রাখতে কি পারলেন! ফ্রান্স ফুটবল’কে মার্তিনেজ ওই উদ্‌যাপন নিয়ে বলেছিলেন, ওই উদ্‌যাপনের জন্য অনুশোচনা হয় কি না? আসলে এমন কিছু বিষয় আছে যা আমি দ্বিতীয়বার কখনো একইভাবে করতে চাইব না…সতীর্থদের সঙ্গে মজা করতে ওটা করেছিলাম। কোপা আমেরিকাতেও করেছি।

পানামার বিপক্ষে জয়ের পর বিতর্কিত সেই উদ্‌যাপন মার্তিনেজ একাই করেননি, তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন আরও এরমান পেৎসেলা, গিদো রদ্রিগেজ, জেরোনিমো রুলি ও মার্কোস আকুনা। পাঁচজনই বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি কোমরের সামনের অংশে উঁচিয়ে ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উদ্‌যাপন করেন।

মনুমেন্তাল স্টেডিয়ামের দর্শকেরাও দৃশ্যটি উপভোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। মার্টিনেজ অবশ্যই জানিয়েছেন এমন সেলিব্রেশন কাউকে অপমান করার জন্য নয়। পাবলিক ডিমান্ডে আবার করা হল

মেসির ম্যাজিকাল ফ্রি-কিক, গোল পেলেন ভবিষ্যতের তারকা আলামাদা, পানামার বিরুদ্ধে ২ গোলে জয় আর্জেন্টিনার

বুয়েনস আয়ার্স: বিশ্বকাপ জয়ের প্রথম ম্যাচ। ৩টি স্টারের জার্সি পরে ঘরের মাঠে নামার আবেগ। দর্শকদের মধ্যেও তুমুল উন্মাদনা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল। পানামা। প্রত্যাশা মতই জয় পেল আর্জেন্টিনা। দেখা গেল মেসির ম্যাজিকাল ফ্রি কিক। আর আর্জেন্টিনার ভবিষ্যৎ বলা হচ্ছে যেই থিয়াগো আলমাদকে তাঁক ঝলক। গোটা ম্যাচে প্রবল প্রভাব বজায় রেখে খেলেই পানামাকে ২-০ গোলে হারাল নীল-সাদা ব্রিগেড। একাধিক সুযোগ না নষ্ট হলে এই ব্যবধান আরও বাড়তেই পারত।

প্রথমার্ধে প্রতিপক্ষকে মেপে নেওয়া। বল পজিশন ধরে রেখে সুযোগ বুঝে আক্রমণে যাওয়া। তারপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ গড়ে তোলা। কাতার বিশ্বকাপে যে লিওনেল স্কালোনির দলকে দেখেছিল গোটা বিশ্ব, মাস তিনেক পরেও সেই একই ছন্দ দেখা গেল মেসি-আলভারেজ-দি মারিয়া-ডি পলদের। আর আরেকটি জিনিস না বললেও নয়, তা হল লিওনেল মেসি। খেলা দেখে বোঝার উপায় নেই লোকটার বয়স। এখনও গোল করছেন করাচ্ছেন। দলটার প্রাণভোমরা এখনও সেই ১০ নম্বর জার্সি ধারী মেসিই।

পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যােচ শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে রেখেছিল আর্জেন্টিনা। মাঝ মাঠের দখল নিতেও খুব একটা সময় লাগেনি। ৪-৩-৩ ছকেই দল নামান স্কালোনি। মেসি-আলভারেজ-দি মারিয়াকে সামনে রেখেছিলেন বিশ্বজয়ী কোচ। ম্যাচের প্রথমার্ধেই একাধিক গোল করার মত সুযোগ তৈরি করে ফেলেছিল আর্জেন্টিনা। কিন্তু সহায় ছিল না ফুটবল দেবতা। মেসির একটি ফ্রি কিকও বারে লেগে ফিরে আসে। প্রভাব-প্রতিপত্তি থাকলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল

বিশ্বকাপের পর ঘরের মাঠে দর্শকদের জয় উপহার দেওয়ার জন্য দ্বিতীয়ার্ঝে মরিয়া চেষ্টা করে স্কালোনির ছেলেরা। পরিবর্ত হিসেবে মাঠে নামেন থিয়াগো আলমাদা, পাওলো দিবালা, লাউতারো মার্টিেজরা। ম্যাচের ৭৮ মিনিটে গোলের মুখ খোলে আর্জেন্টিনা। মেসির ফ্রি কিক দ্বিতীয় বারের জন্য বারে লেগে ফেরে। সেই পাল্টা বলে গোল করে দলকে লিড এনে দেন থিয়াগো আলমাদা। তারপর ম্যাচের ৮৯ মিনিটে সেই ম্যাজিকাল বাঁ পায়ের সুইংয়ে বল জালে জড়িয়ে দলের ব্যবধান বাড়ান লিও মেসি। শেষ পর্যন্ত ২-০ গোলেই ম্যাচ জেতে আর্জেন্টিনা।

Jaya Bachchan: ঐশ্বর্যকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের জের? সংসদে মেজাজ হারিয়ে যা করে বসলেন জয়া বচ্চন…

#নয়াদিল্লি: পানামা কেলেঙ্কারি (Panama Papers Case) মামলায় সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন বচ্চন পরিবারের গৃহবধূ ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। আর একইদিনে সংসদে আচমকা মেজাজ হারালেন জয়া বচ্চন (Jaya Bachchan)। মেজাজ এতটাই হারালেন যে দিয়ে বসলেন অভিশাপ। “বিজেপির খারাপ দিন শুরু হতে চলেছে”, এই বলেই রাজ্যসভায় মোদি সরকারের বিরুদ্ধে তীব্র অভিশাপ দেন ক্ষুব্ধ জয়া।

আরও পড়ুন:ঐশ্বর্যকে তলব করল ইডি! পানামা পেপার কাণ্ড ঘিরে ফের বিতর্কে বচ্চন পরিবার

আরও পড়ুন: দুটি মন ভালোবাসাকে পেল আরও কাছাকাছি! সবাইকে সাক্ষী রেখেই বিয়ে Kolkata-Hyderabad-এর যুবকের…

রাজ্যসভায় মাদক (সংশোধনী) বিলের বিষয়ে আলোচনা চলছিল। সেই সময়ই ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সপা সাংসদ জয়া বচ্চন। আর তা করতে গিয়েই বিজেপি সাংসদদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন অমিতাভ-পত্নী। স্পিকারের কাছে জানতে চান, তাঁরা কীভাবে ব্যক্তিগত বিষয় এবং ঐশ্বর্যের নাম নিয়ে মন্তব্য করতে পারেন? এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান জয়া বচ্চন। খুব শিগগিরই বিজেপির খারাপ সময় শুরু হতে চলেছে বলে অভিশাপও দেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক। পানামা কাণ্ডের (Panama Papers Case) তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি ‘টাস্ক ফোর্স’। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।

আরও পড়ুন: সংসদে জোরদার ব্যাটিং তৃণমূলের! হাটে হাড়ি ভাঙলেন অভিষেক, জহর সরকারের প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র…

এই মামলাতেই সোমবার ইডির দপ্তরে হাজিরা দেন ঐশ্বর্য। শোনা গিয়েছে, প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রের খবর, এর আগেও বার দু’য়েক ঐশ্বর্যকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দু’বারই বচ্চন পরিবারের বধূ তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন। সেই আবেদন গ্রহণও করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু সোমবার আর তা হয়নি।

আরও পড়ুন: আপনার নামের আদ্যক্ষর কি এই চারটির একটি? শিগগিরই জীবনে আসতে চলেছে এই বিরাট পরিবর্তন!

প্রসঙ্গত, এর আগে জুলাই মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, পানামা পেপার্স মামলা থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম তুলে নেওয়ার জন্য শাহবাজ শরিফ নাকি ইমরানকে ১০০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন ৷ নওয়াজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয় শরিফকে ৷ দু বছর পর ফের ফাঁস হয় পানামা পেপার্সের নথি ৷