Tag Archives: pandemic

Covid-19: কোভিডের নতুন ভ্যারিয়েন্টের হদিশ, ছড়িয়েছে ২৭টি দেশে, শীতে ফের মহামারীর আশঙ্কা

সামনে এল XEC নামে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ইউরোপ এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে। জুন মাসে জার্মানিতে প্রথম XEC ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল। তারপর থেকে ইংল্যান্ড, আমেরিকা, চিন সহ মোট ২৭টি দেশে এর সন্ধান পাওয়া গিয়েছে।
সামনে এল XEC নামে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। ইউরোপ এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে। জুন মাসে জার্মানিতে প্রথম XEC ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল। তারপর থেকে ইংল্যান্ড, আমেরিকা, চিন সহ মোট ২৭টি দেশে এর সন্ধান পাওয়া গিয়েছে।
XEC ভ্যারিয়েন্ট “আরও ছোঁয়াচে” বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারতে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্ট আক্রান্তের খবর পাওয়া যায়নি। পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল সহ বিভিন্ন দেশের মোট ৫০০টি নমুনা পরীক্ষায় এর হদিশ মিলেছে।
XEC ভ্যারিয়েন্ট “আরও ছোঁয়াচে” বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারতে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্ট আক্রান্তের খবর পাওয়া যায়নি। পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল সহ বিভিন্ন দেশের মোট ৫০০টি নমুনা পরীক্ষায় এর হদিশ মিলেছে।
‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, XEC ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট KS.1.1 এবং KP.3.3-এর হাইব্রিড রূপ। এখনও পর্যন্ত করোনার এই প্রজাতি ইউরোপে সবচেয়ে বেশি ছড়ালেও আগামীদিনে ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডে মহামারীর রূপ নিতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, XEC ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট KS.1.1 এবং KP.3.3-এর হাইব্রিড রূপ। এখনও পর্যন্ত করোনার এই প্রজাতি ইউরোপে সবচেয়ে বেশি ছড়ালেও আগামীদিনে ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডে মহামারীর রূপ নিতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, XEC ভ্যারিয়েন্টের বেশ কিছু নতুন মিউটেশন রয়েছে যা এই শরতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শীতে তা বাড়াবাড়ির পর্যায়ে যেতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে ভ্যাকসিন।
বিবিসি একটি প্রতিবেদনে জানিয়েছে, XEC ভ্যারিয়েন্টের বেশ কিছু নতুন মিউটেশন রয়েছে যা এই শরতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শীতে তা বাড়াবাড়ির পর্যায়ে যেতে পারে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে ভ্যাকসিন।
স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এরিক টোপোল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “পৃথিবী জুড়ে XEC ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে।’’ তিনি লিখেছেন, “সবে শুরু হয়েছে। ঢেউয়ের মতো ঝাঁপিয়ে পড়ার আগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নেবে।’’
স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এরিক টোপোল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “পৃথিবী জুড়ে XEC ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে।’’ তিনি লিখেছেন, “সবে শুরু হয়েছে। ঢেউয়ের মতো ঝাঁপিয়ে পড়ার আগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নেবে।’’
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা XEC ভ্যারিয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেনি। কোভিড-১৯ এপিডেমিওলজি ট্র্যাকার Outbreak.info-তে ভেরিয়েন্টের সিকোয়েন্সিং তথ্য দেওয়া হয়েছে। তাতে এর সংক্রমণ ক্ষমতা দেখে চমকে গিয়েছেন অনেকেই।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা XEC ভ্যারিয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেনি। কোভিড-১৯ এপিডেমিওলজি ট্র্যাকার Outbreak.info-তে ভেরিয়েন্টের সিকোয়েন্সিং তথ্য দেওয়া হয়েছে। তাতে এর সংক্রমণ ক্ষমতা দেখে চমকে গিয়েছেন অনেকেই।

XEC ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, মাথাব্যথার মতো সাধারণ করোনার উপসর্গই দেখা যাচ্ছে। নতুন কোনও উপসর্গ নেই, যাতে একে আলাদা করা যায়। এমনটাই জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
XEC ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, মাথাব্যথার মতো সাধারণ করোনার উপসর্গই দেখা যাচ্ছে। নতুন কোনও উপসর্গ নেই, যাতে একে আলাদা করা যায়। এমনটাই জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

ডলফিন থেকে বিরল কচ্ছপ, অতিমারিতে বিশ্বজুড়ে স্বাধীনতা চুটিয়ে উপভোগ করল বিরল প্রাণীরা

COVID-19 মহামারী শুরু হওয়ার পরে, বিরল, বিপন্ন প্রজাতির বহু প্রাণী মনের আনন্দে উপভোগ করেছে লকডাউনে মানুষের কম উপদ্রব। মানুষ যখন স্লেফ কোয়ারেন্টাইনে, বন্য প্রাণীরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে মরে আনন্দে।

কয়েকজন লোকালয়ে আশপাশে ঘুরে বেড়ানো প্রাণীগুলির ছবিও পোস্ট করেছেন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

ওয়াশিংটনের লং বিচ উপদ্বীপে ওলভারাইনের দেখা

ওয়াশিংটন ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ (ডাব্লুডিএফডাব্লু) লং বিচ উপদ্বীপের কাছাকাছি একটি রাস্তায় ওলভারাইনের হাঁটার দুটি ছবি পেয়েছিল। ছবিগুলি এমন একজন ব্যক্তির দ্বারা জমা দেওয়া হয়েছিল যিনি পশুটির ছবি নিজের ক্যামেরায় তুলেছিলেন। এই ডিপার্টমেন্টও নিশ্চিত করেছে যে ২০২০ সালের মে মাসে অন্য একটি মামলায় উপকূলে পরে থাকা একটি সামুদ্রিক প্রাণীর লাশের উপর ভোজন করতে দেখতে পাওয়া গেছে আরো একটি ওলভারাইন।

ওড়িশায় ঘর বাঁধলো অলিভ টার্টলস

ওড়িশার রশিকুল্লায় সমুদ্র সৈকতে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। অলিভ টার্টলদের গণ নেস্টিং তাও আবার দিনের বেলায়। ২০১৫ সালে এই রাজ্যেই এমন সুন্দর ঘটনা ঘটেছিল। মহামারীর কারণে সৈকতে পরিদর্শন করছে খুবই কম সংখ্যক পর্যটক। তাই কচ্ছপগুলি তাদের নিরাপদ বাসস্থান থেকে সহজেই বেরিয়ে এসেছে।

পশ্চিমঘাটের নীলগিরি মার্টেন

ক্যামেরায় ধরা পড়া আদিবাসী ও স্থানীয় নীলগিরি মার্টেনের ভিডিওটি টুইটারে ভাইরাল হয়েছে। এটি ভারতে পাওয়া একমাত্র মার্টেন প্রজাতি। এরা নীলগিরি এবং পশ্চিম ঘাট পাহাড়ে বসবাস করে থাকে। ক্যামেরায় ধরা পড়া নীলগিরি মার্টেনকে আগে ব্ল্যাক প্যান্থার বলে মনে করা হয়েছিল। পরে আইএফএস অফিসার সেটাকে নীলগিরি মার্টেন বলে নিশ্চিত করেছেন।

জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে গেল এক সিভেট

কোজিখোডের মেপ্পিউরের এক জেব্রা ক্রসিংয়ে লকডাউন চলাকালীন দেখা দিল একটি ছোট সিভেট। কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি পশ্চিম ঘাটের জঙ্গল থেকে এসেছে।

মুম্বইয়ের মেরিন ড্রাইভে ডলফিনদের খেলা

লকডাউন চলাকালীন কয়েক দশক পর মেরিন ড্রাইভ এবং মালবার হিলের জলে দেখা গেছে এই ডলফিনের দল। মাছ ধরা এবং অন্যান্য মানবিক ক্রিয়াকলাপগুলি তাদের সৈকত থেকে দূরে থাকতে বাধ্য করেছিল।