Tag Archives: COVID19

Konkona Sensharma and Ranvir Shorey’s son Haroon : গোয়ায় ছুটি কটিয়ে ফেরবার পর কোভিডে আক্রান্ত কঙ্কণা-রণবীরের ছেলে হারুণ

মুম্বই : করোনা ভাইরাসে আক্রান্ত রণবীর শোরে এবং কঙ্কণা সেনশর্মার একমাত্র সন্তান হারুণ (Konkona Sensharma and Ranvir Shorey’s son Haroon gets covid 19 infected )৷ মঙ্গলবার নিজেই এ খবর ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা৷ ছেলেকে নিয়ে ছুটি কাটাতে রণবীর (Ranvir Shorey) গিয়েছিলেন গোয়ায় (Goa)৷ সেখান থেকে মুম্বই ফেরবার পথে বিমানবন্দরে পরীক্ষায় ধরা পড়ে হারুণ আক্রান্ত৷ তবে সে অ্যাসিম্পটোম্যাটিক, জানিয়েছেন রণবীর৷

ট্যুইটারে তিনি লিখেছেন, ‘‘আমার ছেলে হারুণ এবং আমি গোয়ায় গিয়েছিলাম ছুটি কাটাতে৷ মুম্বইয়ে ফিরে বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা করা হয়৷ সেখানেই ধরা পড়ে হারুণ কোভিড পজিটিভ৷ তবে আমরা দু’জনেই অ্যাসিম্পটোম্যাটিক৷ হারুণ কোভিড পজিটিভ জানার পরই অমরা সম্পূর্ণ নিভৃতবাসে রয়েছি৷ ’’

নিজের ট্যুইটবার্তায় দেশের কোভিড তরঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা৷ সোমবার ৬৭ টি নতুন পজিটিভ কেসের সঙ্গে গোয়ার কোভিড পজিটিভ সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ৮০ হাজার ১১৭-তে৷

আরও পড়ুন : ৮৬ -তে যৌবনেই ধর্মেন্দ্র, নিজেই করছেন গম পেষাই, ভিডিও ভাইরাল

রণবীর জানিয়েছেন তাঁর কোভিড টিকাকরণ সম্পূর্ণ৷ তবে তাঁর আক্ষেপ ১০ বছরের শিশুর জন্য এখনও কোনও টিকা আসেনি৷ শিশুদের জন্য টিকা এনে অপ্রয়োজনীয় উদ্বেগ দূর করার জন্যও আবেদন করেন রণবীর৷ তবে বুধবার তাঁর আবার কোভিড পরীক্ষা করাবেন, সে কথাও জানিয়েছেন রণবীর৷ সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়া সত্ত্বেও তিনি নিজেরও কোভিড পরীক্ষা করাবেন বলে জানান রণবীর৷ এ বছরের গোড়ায় ফেব্রুয়ারি মাসে রণবীর নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলেন৷

আরও পড়ুন : প্রেমিকার হোক বা সাপের ছোবল! তোয়াক্কা না করেই জেনেলিয়ার সঙ্গে নাচে মত্ত সলমন খান!

তিন বছরের প্রেমপর্বে পরে রণবীর ও কঙ্কণা বিয়ে করেন ২০১০-এর ৩ সেপ্টেম্বর৷ পরের বছর মার্চে জন্ম হয় একমাত্র সন্তান হারুণের৷ তবে তাঁদের দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি৷ ২০১৫-র সেপ্টেম্বরে তাঁদের সেপারেশনের কথা ঘোষণা করেন এই তারকা জুটি৷ তাঁদের ডিভোর্সের প্রক্রিয়া সম্পূর্ণ হয় ২০২০-র অগাস্টে৷

কাজের দিক দিয়ে সম্প্রতি ওয়েবসিরিজ ‘রংবাজ’, ‘মেট্রোপার্ক’, ‘বম্বার্স’, ‘হাই’, ‘সানফ্লাওয়ার’-সহ বেশি কিছু ওয়েবসিরিজে নজর কেড়েছেন ‘খোসলা কা ঘোসলা’ ছবির অভিনেতা রণবীর শোরে৷ অন্যদিকে দীর্ঘ দিন পর অপর্ণা সেনের পরিচালনায় ‘দ্য রেপিস্ট’-এ অভিনয় করলেন কন্যা কঙ্কণা৷

বড় খবর! বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে ফাইজার টিকাকেই ছাড়পত্র দিল হু

সুসংবাদেই শুরু হল নতুন বছরটা। ফাইজারের টিকাকে বিশ্বে প্রথম জরুরিকালীন ব্যবহারের ছাড়পত্র দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ তৃতীয় বিশ্বের অন্তর্গত দরিদ্র দেশগুলিও খুব শিগগির করোনা টিকা পেতে চলেছে। যে কোনও দেশের ক্ষেত্রেই কোনও ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়, সেই দেশের নিয়ামক সংস্থা। কিন্তু দরিদ্র তথা পরিকাঠামোবিহীনগুলি দেশগুলি অনেকাংশেই নির্ভর করে হু-এর অনুমোদনের উপর।

বিশ্বসাস্থ্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার রাতেই জানিয়ে দেওয়া হয় ফাইজার-এনবায়োটেকের টিকাটি নিরাপত্তা ও কার্যকারিতার ক্ষেত্রে হু এর মানদণ্ডে সাফল্যের সঙ্গেই উৎরেছে। এবার দেশগুলি টিকাকরণের প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। বলাই বাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ ইউরোপিয়ান ইউনিয়নের বহু দেশ এই টিকা ব্যবহার করতে শুরু করেছে।


ফাইজার ভ্যাকসিনকে সংরক্ষণ করা ঝক্কির বিষয়। কোল্ড স্টোরেজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জোগান চাই সংরক্ষণের জন্য। কিন্তু বহু পিছিয়ে পড়া দেশেই বিদ্যুতের জোগান অপ্রতুল। এই অবস্থায় এই দেশগুলির হাত ধরতে চাইছে হু। খতিয়ে দেখছে ভ্যাকসিন আমদানি ও বন্টনের ব্যবস্থা, ভাবা হচ্ছে প্রয়োজনমাফিক সাহায্য প্রদানের কথা।

দু’একদিনে বাড়ি ফিরব, হাসপাতাল থেকেই বার্তা সঞ্জয় দত্তর

#মুম্বই: শনিবার বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন অভিষেক বচ্চন। কয়েক ঘণ্টার ব্যবধানে অসুস্থ হয়ে পড়লেন সঞ্জয় দত্ত। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার বিকেলে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে সঞ্জয়ের প্রাথমিক অ্যন্টিজেন টেস্ট নেগেটিভ এসেছে।  অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত নন কোভিড ওয়ার্ডে আপাতত ভর্তি সঞ্জয়।

নিজের শারীরিক পরিস্থিতির কথা জানান দিয়ে এদিন ট্যুইট করেছেন ৬১ বছর বয়সি সঞ্জয়। এদিন তিনি লেখেন, “আমি সকলকে জানাতে চাই, আমি ভালো আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছি। আমার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।”

পাশাপাশি তিনি যোগ করেন, “নানাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাস্থ্যকর্মীদের সেবাযত্নে আমি এক দু’দিনেই ভাল হয়ে বাড়ি ফিরব।” সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।


সদ্য ৬১ তে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই জন্মদিন ঘরোয়া ভাবেই পালিত হয়। শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন, অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের তরফ থেকেও জানানো হয়েছে আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল।

ফের অঘটন বলিউডে! হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত

#মুম্বই: আরও এক দুঃসংবাদ। এবার হাসপাতালে ভর্তি করতে হল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন।

এদিন করোনা পরীক্ষা করান সঞ্জয় দত্ত। তাঁর অ্যান্টিজেন টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু শ্বাসকষ্টের সমস্যা কমেনি। চিকিৎসকরা তাঁর লালারসের নমুনাও সংগ্রহ করেছেন।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্যপরিস্থিতি খতিয়ে দেখছেন।

সদ্য ৬১ তে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই জন্মদিন ঘরোয়া ভাবেই পালিত হয়। শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন, অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

দিন কয়েক আগেই করোনা জয় করে বাড়ি ফেরেন অমিতাভ বচ্চন। এদিন বিকেলে করোনা জয় করে ফেরেন অমিতাভপুত্র অভিষেকও। অভিষেকের ঘরে ফেরায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেল‌েছিল বি-টাউন। কিন্তু দিনের শেষে ফের প্রিয় তারকা অসুস্থ হওয়ায় মন ভার মুম্বইয়ের।

করোনায় আক্রান্ত অভিষেক বচ্চনও! আরোগ্য কামনায় গোটা বলিউড

#মুম্বই: শুধু অমিতাভ বচ্চনই নয়, করোনায় আক্রান্ত অমিতাভ-পুত্র তথা বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও। তাঁকেও শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন অভিষেক।

অভিষেক ট্যুইটারে লিখেছেন, “আমি এবং আমার বাবা দু’জনেই করোনায় আক্রান্ত। আমাদের দু’জনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।”

তিনি আরও জানান, “আমরা জানতে পেরেছি আমাদের পরিবারের সকলের এবং সংশ্লিষ্ট কর্মীদের করোনা পরীক্ষা হয়েছে। আমি সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি। কেউ অযথা ভয় পাবেন না।”

এ দিন অমিতাভ এবং অভিষেক বচ্চন ট্যুইট করার পরই তাঁদের আরোগ্য কামনা করে বার্তা আসতে শুরু করে গোটা বলিউড থেকে । পিতা-পুত্রের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দেন সঞ্জয় দত্ত, রাজকুমার রাও, কঙ্গনা রানওয়াত, সোনু সুদ, সোনম কাপুর, কৃতি শ্যাননরা।

শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অমিতাভ করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর গোটা পরিবার ও কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। শেষ দশ দিনে সংসর্গে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানান অমিতাভ বচ্চন।