Tag Archives: parking

Car Parking: গাড়ি পার্কিং নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের! আগে যা কোনও দিন হয়নি

উত্তর ২৪ পরগনা: শহরে গজিয়ে ওঠা অবৈধ কার পার্কিং নিয়ে নবান্নের বৈঠক থেকে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর তিলোত্তমার পাশাপাশি অবশেষে তথ্যপ্রযুক্তিনগরীতে কার পার্কিং নিয়ে দীর্ঘ দিনের সমস্যার সমাধান হতে চলেছে অতি দ্রুত। তৈরি হচ্ছে আট তলা বিশিষ্ট অত্যাধুনিক পার্কিং লট। যেখানে প্রতিটি তলে ১৮৯ টি করে গাড়ি পার্ক করা যাবে। সব মিলিয়ে ১৫১২ টি গাড়ি এবং ৩৮ টি বাসও পার্ক করা যাবে বলে জানা গিয়েছে।

তবে শুধু গাড়ি পার্কিংই নয়, চালকদের জন্য ক্যাফেটেরিয়া থেকে রেস্ট রুম, শৌচালয় সব কিছুরই সুবিধা থাকবে এই অত্যাধুনিক পার্কিং লটে। নিউ টাউন এলাকায় আন্তর্জাতিক সেমিনার থেকে শুরু করে বড় ইভেন্ট মেলা কিংবা বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। রয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারও। এহেন অনুষ্ঠানে আসা অতিথিদের গাড়ি রাখার ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখেই, গাড়ি পার্কিংয়ের জন্য বহুতল কার পার্কিং তৈরির সিদ্ধান্ত নেয় হিডকো কর্তৃপক্ষ।

বিশ্ববাংলা সরণি লাগোয়া যাত্রাগাছি ব্রিজের কাছে এই পার্কিং লট তৈরি করা হচ্ছে। যার কাজও প্রায় শেষ পর্যায়ে বলেই জানা গিয়েছে। এই পার্কিং লটে গাড়ির পাশাপাশি বাইক এবং বাসের পার্কিংয়ের সুবিধাও থাকবে। হিটকোর তরফ থেকে জানানো হয়েছে, নিউ টাউনে বিভিন্ন সময় বড় অনুষ্ঠান থেকে শুরু করে সেমিনার এমনকি মেলার আয়োজন করা হয়। সেখানে বহু মানুষ আসেন। ফলে গাড়ি রাখা নিয়ে সমস্যা তৈরি হয়, যার জেরে তীব্র যানজট হয় বিশ্ববাংলা সরণি জুড়ে।

আরও পড়ুনঃ Team India: টিম ইন্ডিয়ার জন্য বড় সুখবর! শীঘ্রই শক্তি বাড়ছে দলের! চিন্তা বাড়বে প্রতিপক্ষের

এই সমস্যা সমাধানেই এই আধুনিক পার্কিং লট তৈরি করা হচ্ছে। অতি দ্রুত এই পার্কিং লটের উদ্বোধন করা হবে রাজ্য সরকারের তরফ থেকে বলেই খবর। ফলে তথ্যপ্রযুক্তিনগরীতে প্রয়োজনে আসা অতিথিদের গাড়ি রাখতে আর হতে হবে না হয়রানির শিকার। এই উদ্যোগে খুশি সকলেই।

Rudra Narayan Roy

Illegal Parking: বারবার দুর্ঘটনা! জাতীয় সড়কে এরকম ঘটনার কারণ জানলে আঁৎকে উঠবেন

হাওড়া: জাতীয় সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এটি! একশ্রেণীর ব্যবসায়ী ও চালকের উদাসীনতার ফলেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে জাতীয় সড়কে। এমনটাই বিস্ফোরক মন্তব্য জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজারের। ব্যস্ততম জাতীয় সড়কে ছোট বড় দুর্ঘটনা লেগে রয়েছে। চেষ্টা করে দুর্ঘটনা কিছুটা কম হয়েছে, বলেই জানাচ্ছেন সড়ক কর্তৃপক্ষ। যদিও এই দুর্ঘটনা ঘটার বেশ কিছু কারণ রয়েছে। জাতীয় সড়ক দুর্ঘটনা ঘটার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এক শ্রেণীর চালক ও কিছু ব্যবসায়ী। জাতীয় সড়কের সার্ভিস রোড বা মেন রোড দখল করে পার্কিং দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ। এর ফলে বহু দুর্ঘটনা জাতীয় সড়কে।

জাতীয় সড়কের ফুটপাত দখল করে দোকানপাট। অবৈধ পার্কিং সহ বেশ কিছু বিষয় রয়েছে যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ হল অবৈধ পার্কিং। হাওড়া জেলা জুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড প্রায় সর্বত্র দখল করে রয়েছে বড় বড় যানবাহন। এমন কি মেন রোডেও দেখা যায় রোডের একপাশে দাঁড়িয়ে রয়েছে ট্রাক । খুব সাধারন ঘটনা হলেও, এই ঘটনার জেরে অকালে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে।

আরও পড়ুনRath Yatra: মুর্শিদাবাদের জগন্নাথ পাড়ি দিচ্ছেন বিদেশে! অবাক করা সৃষ্টি জেলার শিল্পীর

এ প্রসঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ক ইন্সিডেন্ট ম্যানেজার অশোক পয়রা জানান, রাস্তার উপর পার্কিং মারাত্মক বিপজ্জনক। কিছু কারখানা মালিক এবং একশ্রেণীর চালক এই সমস্যার সৃষ্টি করছে। যার ফলে অল্পতেই ঘটছে দুর্ঘটনা। যদিও হাওড়া এবং উলুবেড়িয়াতে পার্কিং করার নির্দিষ্ট স্থান রয়েছে।দুর্ঘটনা মুক্ত জাতীয় সড়ক করতে হলে বন্ধ করতে হবে অবৈধ পার্কিং। তিনি আরও বলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দুর্ঘটনা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তবে এই কাজে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।

রাকেশ মাইতি