Tag Archives: paschim midnapore news

Paschim Medinipur News: ভয়ঙ্কর ডেবরার বন্যা পরিস্থিতি, প্রাণ বাঁচাতে গবাদি পশু-সহ ত্রাণ শিবিরে স্থানীয়রা

পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েকদিন ধরে উন্নতি হয়েছে আবহাওয়ার। ধীরে ধীরে বন্যা পরিস্থিতিও উন্নতির পথে। তবে দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না জেলা জুড়ে। একাধিক জলধার থেকে জল ছাড়ার কারণে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা।

বেশ কয়েকদিন ধরে একাধিক নদীতে বিপদসীমা উপর দিয়ে জল বইছে। বাড়ি ঘরের মধ্য দিয়ে হু হু করে ঢুকছে বন্যার জল। বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন: ফেসবুকে লাইভস্ট্রিমিং, তারপরই রহস্যমৃত্যু ১ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের, শুরু পুলিশি তদন্ত

শুধু ঘাটাল নয়, ঘাটালের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক ব্লক প্লাবিত হয়েছে। ডেবরা ব্লকের একাধিক গ্রাম এখনও জলমগ্ন হয়ে রয়েছে। খড়গপুর মহকুমা শাসক-সহ প্রশাসনের একাধিক অধিকর্তারা এলাকা পরিদর্শন করেছেন । নজর রেখেছেন এলাকার বিধায়ক থেকে ব্লক প্রশাসনের আধিকারিকেরা।

আরও পড়ুন:ভয়াবহ পথ দুর্ঘটনা, এসইউভি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১, ভাইরাল ভিডিও

ডেবরার এক প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে কংসাবতী নদী। সম্প্রতি কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে ডেবরার একাধিক ব্লক। এখনও বিভিন্ন গ্রামে নিজেদের বাড়িতে ঢুকতে পারেনি সাধারণ মানুষ। বাড়ির মধ্য দিয়ে বইছে জলের স্রোত।

একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে ব্লক জুড়ে, সেখানে নিজেদের গবাদি পশুকে নিয়ে আশ্রয় নিয়েছে শিশু থেকে বৃদ্ধ সকলে। ইতিমধ্যেই একাধিক ত্রান শিবির পর্যবেক্ষণ করেছেন প্রশাসনের আধিকারিকেরা। মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেদিকেও সচেষ্ট রয়েছেন তাঁরা।

প্রসঙ্গত টানা বেশ কয়েকদিনের নিম্ন চাপের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। পুজোর আগেই এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নাজেহাল হয়ে গিয়েছেন সাধারণ মানুষ।

একাধিক জলধার থেকে জল ছাড়ার কারণে বিভিন্ন নদীতে জলস্তর ক্রমশ বৃদ্ধি পেয়েছে। যার ফলস্বরূপ প্লাবিত হয়েছে একাধিক বসতি। গ্রামের পর গ্রামে জল ঢুকছে হু হু করে।

আর মাত্র কয়েকদিন পরেই শুরু দেবীপক্ষের আবাহন। দুর্গাপুজোর ভাবনা তো দূর! নিজেদের জীবন কীভাবে বাঁচাবেন তাই ভেবে পাচ্ছেন না স্থানীয়রা।

রঞ্জন চন্দ