Tag Archives: West Bengal Flood

Suvendu Adhikari on flood situation: রাজ্যে বন্যার আশঙ্কা! সেনা এবং এনডিআরএফের সাহায্য নেওয়ার আবেদন বিরোধী দলনেতার

কলকাতা: রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে এবার রাজ্যকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছু জেলার মানুষকে উদ্ধার করতে অবিলম্বে সেনা এবং এনডিআরএফ-এর সাহায্য নেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার পরিস্থিতি ভয়াবহ। সেচ দফতর, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকেও নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, ‘গ্রাম বাংলার মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে না পুলিশ না কোনও প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।’

আরও পড়ুন: রোগীর পরিবারের থেকে ১ টাকা বেশি নেওয়ার শাস্তি! চাকরি গেল সরকারি হাসপাতালের কর্মীর

ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের একাধিক এলাকা। এই পরিস্থিতির জন্য সেচ দপ্তরকে দায়ী করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বর্ষাকাল আসার আগে শেচ দফতরের তরফে রক্ষণাবেক্ষণের জন্য কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁধ নির্মাণ থেকে গ্রামে গ্রামে জলমগ্ন পরিস্থিতি ঠেকাতে রাজ্য সরকার এ ব্যাপারে কোনও অর্থ বরাদ্দও করেনি।’

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

২০১৩ এবং ২০১৫ সালের কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের দৃষ্টি আকর্ষণ করে মানুষের প্রাণ এবং ঘরবাড়ি বাঁচাতে অবিলম্বে সেনা এবং এনডিআরএফ মোতায়েন করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ‌ নিজের সমাজমাধ্যমে হুগলির খানাকুল এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে কিভাবে জনবসতি এলাকায় হু হু করে জল ঢুকছে সেই ভিডিও তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।

IMD Alert Flash flood: পশ্চিমবঙ্গের ৭ জেলায় ভয়ঙ্কর হড়পা বানের আশঙ্কা! সতর্ক করল হাওয়া অফিস

অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খন্ড অভিমুখে। আগামী ৪৮ ঘণ্টায় এটি ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌছবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।
অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ড অভিমুখে। আগামী ৪৮ ঘণ্টায় এটি ঝাড়খন্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌছবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে।
আগামী ২৪ ঘণ্টায় হড়পা বাণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় হড়পা বানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় হড়পা বাণ আসতে পারে।
পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় হড়পা বান আসতে পারে।
এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি, জামতাড়া, দুমকা, বোকারো, ধানবাদ, হাজারীবাগ ও দেওঘরে হড়পা বাণ হতে পারে।
এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি, জামতাড়া, দুমকা, বোকারো, ধানবাদ, হাজারীবাগ ও দেওঘরে হড়পা বান হতে পারে।
দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শনিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ শনিবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। সেই সঙ্গে কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।