Tag Archives: PM Narednra Modi

Lok Sabha Elections 2024: ‘মেদিনীপুর শুভেন্দু -দিলীপের কর্মভূমি…’, দুই ‘ভূমিপুত্রের’ প্রশংসায় পঞ্চমুখ মোদি

খড়্গপুর: পঞ্চম দফা ভোটের আগের রবিবাসরীয় প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়া, বাঁকুড়ার পর মেদিনীপুরের খড়্গপুরের সভা করলেন মোদি। দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মোদি। আর সেই সভা থেকেই মেদিনীপুরের দুই ভূমিপুত্রের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

মোদি বলেন, “মেদিনীপুর আমার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের কর্মভূমি। দিলীপ ঘোষকে রাজনীতির প্রথম থেকে জানি। ও অসম্ভব খাটে। বসে থাকতে পারে না। শুভেন্দু অধিকারী এখানে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। তাই, মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পাল এবং ঘাটাল থেকে হিরণ চট্টোপাধ্যায়কে বেশি ভোটে জিতিয়ে আনুন।”

একইসঙ্গে মোদির ভাষণে উঠে আসে কেন্দ্রের বিজেপি সরকারের গ্যারান্টির দাবি। প্রধানমন্ত্রী বলেন, “পুরো বাংলা বিকশিত ভারতের জন্য সংকল্প নিয়ে ফেলেছে। এবারও কেন্দ্রে শক্তিশালী সরকার গড়তে হবে। বাংলার সমস্ত কোণ থেকে শোনা যাচ্ছে, আরেকবার মোদি সরকার।”

তৃণমূলকে নিশানা করে মোদির তুমুল কটাক্ষ, “তৃণমূলের সব অপকর্ম শেষ করে দিচ্ছে বিজেপি। তাই ওরা ভয় পেয়ে আছে। ২৫ মে আরেকটা চরম আঘাতের প্রয়োজন। বাংলায় ফের TMC-র আতঙ্ক, অত্যাচার, দুর্নীতি শেষ হতে সময় লাগবে না। তৃণমূল গণতান্ত্রিক লড়াই হেরে গিয়েছে। তাই, গুণ্ডাদের সঙ্গে মিলে এটা জিততে চাইছে। বাংলার সকলকে বলছি, ভয় পাবেন না। মেদিনীপুর বীরের মাটি। TMC-র সিন্ডিকেট, তোলাবাজের কী ক্ষমতা আছে? এরা ভয় পেয়ে আছে। কারণ, ৪ জুন ফের একবার প্রতিষ্ঠিত হবে মোদি সরকার। বাংলায় TMC মানে আতঙ্ক, তুষ্টিকরণ, পরিবারবাদ, দুর্নীতি। মুখ্যমন্ত্রীর বয়ানে শুধু বাংলাই নয়, দেশ, জগতের মানুষ ক্ষুব্ধ।
ইসকন, ভারত সেবা সংঘ-সহ অনেকের বিরুদ্ধে কথা বলেছে তৃণমূল। অপমান করেছে।সন্দেশখালির অপরাধী শাহজাহানকে বাঁচানোর জন্য রাত-দিন এক করে দিচ্ছে। এই লোকগুলো রাম নবমী পালন করতে দেবে না। মোদির বিরুদ্ধে ভোটের আপিল করবে। এটাই তৃণমূল এবং ইন্ডিয়া জোটের ষড়যন্ত্র।”

Modi Vs Mamata: মোদিকে পাল্টা মমতার! ২৪ ঘণ্টার মধ্যে ‘একই মাঠে’ তৃণমূল সুপ্রিমো? জল্পনা তুঙ্গে

বাঁকুড়া: রবিবার পঞ্চম দফা নির্বাচনের ঠিক আগের দিন সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার মোদির পাল্টা সভা মমতার? তেমনই ইঙ্গিত মিলছে তৃণমূল শিবির থেকে। সূত্রের খবর, সোমবারই বাঁকুড়ার ওন্দাতে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর পালটা সভা করবেন মুখ্যমন্ত্রী।

আর তারই জেরে মুখ্যমন্ত্রীর সফরসূচি বদল হচ্ছে বলেও জানা যাচ্ছে। যে মাঠে রবিবার সভা করছেন প্রধানমন্ত্রী সেই মাঠেই সোমবার ঝাঁঝালো ভাষণ দেবেন তৃণমূল সভানেত্রী? অন্তত এমনটাই ইঙ্গিত। সূত্রের খবর, ইতিমধ্যেই সভা করতে চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে।তবে প্রধানমন্ত্রীর সভার পর সেই মাঠেই সোমবার সভা করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছে বাঁকুড়া জেলা প্রশাসন, সেরকমই সূত্রের খবর।

প্রসঙ্গত, পঞ্চম দফা ভোটের আগে রবিবারই পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচারসভা সেরেছেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতে শোনা যায় তাঁকে৷

মোদি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে এরা সিএএ নিয়ে বিরোধিতা করছে৷ তৃণমূল মা মাটি মানুষের রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছিল। এখন মা মাটি মানুষের ভক্ষণ করছে টিএমসি৷’’

জেলার পাশাপাশি সপ্তম দফা ভোটের আগেই ভোট প্রচারে কলকাতায় রোড শো-ও করবেন প্রধানমন্ত্রী। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে কলকাতায় মেগা রোড শো হওয়ার কথা মোদির। এমনটাই ইঙ্গিত বিজেপি সূত্রে। প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহও রোড শো করবেন বলে খবর।

ক্রিকেট প্রেম! আকাশপথে চিপকের ছবি পোস্ট করলেন মোদি

#চেন্নাই: রবিবার চেন্নাইয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সেনার হাতে অর্জুন ট্যাঙ্ক তুলে দেওয়া ছাড়াও বিভিন্ন সরকারি কাজে ব্যস্ত ছিলেন তিনি। তামিলনাড়ুতে কয়েক মাস পরই নির্বাচন। কিন্তু ব্যস্ততার মধ্যেও ক্রিকেট নিয়ে তাঁর আগ্রহের ঘাটতি নেই। হাজার ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেন ভারতের স্কোর জানার জন্য। সোশ্যাল মিডিয়ায় ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের আয়োজক চিপক স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আকাশপথে ছবিটি তোলা হয়েছে। ক্রিকেট স্টেডিয়ামের এরিয়াল ভিউ স্পষ্ট প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবিতে। নীচে লিখেছেন অল্প সময়ের জন্য চেন্নাইয়ের উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচের সান্নিধ্যে এলাম। ভারত এবং ইংল্যান্ড দুই দেশের জাতীয় পতাকা পোস্ট করেছেন তিনি।

দেশের মাটিতে এই প্রথম মাঠে দর্শক ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টে। করোনাকালে মাঠে দর্শক ফেরা নিশ্চিতভাবেই একটা ঐতিহাসিক ব্যাপার। প্রধানমন্ত্রী টিম ইন্ডিয়ার খেলা নিয়মিত খোঁজ রাখেন। তিনি নিজেও ক্রিকেটের বড় ভক্ত। অতীতে অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফেরার পর ভারতীয় দলের সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নিজের ‘মন কি বাত’ অনুষ্ঠানেও দেশের মানুষের সামনে টিম ইন্ডিয়ার বিজয়গাথা তুলে ধরেছিলেন তিনি। অসম্ভবকে সম্ভব করা এবং শেষমুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া, ভারতের জয় থেকে দেশবাসীকে শিক্ষা নিতে বলেছিলেন তিনি।

এমনকি তিনি নিজেও এই ধরণের লড়াই থেকে অনুপ্রেরণা পান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য ঘটনা, কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়অর্থমন্ত্রীর গলাতেও ছিল ভারতীয় দলের কথা। এদিন আবার চেন্নাই সফরে গিয়ে প্রধানমন্ত্রীর ক্রিকেট মাঠের ছবি পোস্ট তাঁর গভীর ক্রিকেট প্রেমের কথা স্মরণ করিয়ে দিল। তাঁর এই ছবি পোস্ট ভারতীয় দলকে নিশ্চয় ভাল পারফর্ম করতে প্রেরনা দেবে।