Tag Archives: Poland

দল জিতলেও বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড মেসির, কী করলেন আর্জেন্টাইন মহাতারকা

#স্টেডিয়াম ৯৭৪: প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে পরপর দু ম্যাচে জয়। মেক্সিকোর পর পোল্যান্ডকেও ২-০ গোলে হারিয়ে গ্রুপ সি-র চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো রাউন্ডে পৌছে গেল নীল-সাদা ব্রিগেড। পোলিশদের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করলেন ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজ। দলের জয়ে খুশি থাকলেও একটু আক্ষেপ রয়ে গেল লিওনেল মেসির। কারণ ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার কিছু সময় আগে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে বাড়ানো ক্রসে হেড করতে যান মেসি। পোলিশ গোলরক্ষকের সঙ্গে তার ধাক্কা লাগে। রেফারির ভার পদ্ধতির মাধ্যমে দেখে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইম মহতারকা। দুরন্ত সেভ করেন পোল্যান্ডের গোলকিপার।

এই পেনাল্টি মিসের সৌজন্য লজ্জার লজ্জার রেকর্ড বুকে নাম লেখালেন লিওনেল মেসি। কারণ তিনিই হলেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম প্লেয়ার যিনি বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছেন। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। এবার পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে অচাওযা রেকর্ডের মালিক হলেন লিও।

 

আরও পড়ুনঃ চাবুক ফিগারে যেন মাখনের প্রলেপ, ব্রাজিল তারকার স্ত্রীকে দেখলে সন্মোহিত হবেন আপনিও

 

প্রসঙ্গত, এদিন ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ খোলে আর্জেন্টিনা। ম্যাচের ৪৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোল এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। তারপর আক্রমণের ঝড় বজায় রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬৭ মিনিটে দলের দ্বিতীয় গো করেন জুলিয়ান অ্যালভারেজ। এই জয়ের ফলে রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

পুলিশ ইন্সপেক্টর যখন রেফারি! আজ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে ভয়ে কাঁপছেন ফুটবলাররা

#দোহা: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এক পুলিশ ইন্সপেক্টরের কড়া নজরে থাকতে চলেছেন লিওনেল মেসি, মার্টিনেজ এবং পোল্যান্ডের ফুটবল দল। একটু এদিক থেকে ওদিক হলেই লাগতে পারে হাতকরি। বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি-লেওয়ান্ডস্কিদের দায়িত্বভার এসে পড়েছে এক পুলিশ ইন্সপেক্টরের কাঁধে।

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রেফারি হিসেবে থাকবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে। ড্যানি মেকেলিয়ে ছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। ড্যানি মেকেলিয়ের রটারড্যাম প্রদেশের পুলিশ ইন্সপেক্টরের দায়িত্ব পালন করছেন, এর পাশাপাশি তিনি রিয়েল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন।

১৬ বছর বয়সেই তিনি রেফারি হিসেবে কাজ করে চলেছেন এই ভদ্রলোক। নিজেও তৃতীয় ডিভিশনে ফুটবল খেলেছেন। চোটের কারণে সেই ক্যারিয়ার বেশি দূর এগোয়নি। ক্যারিয়ারে তিনি ৫৮৯টি ম্যাচ পরিচালনা করে হলুদ কার্ড দিয়েছেন ১৮৫৪টি ও লাল কার্ড দিয়েছেন ৭৫টি।

ফিফার প্রতিযোগিতায় তার আনুষ্ঠানিকভাবে অভিষেক হয় ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেন মেকেলিয়ে।

তবে পেশায় পুলিশ এবং রেফারি হলেও ফুটবলকে প্রাণ দিয়ে ভালোবাসেন মেকেলিয়ে। মেসি তার অন্যতম পছন্দের ফুটবলার। কিন্তু তাই বলে নিজের দায়িত্ব পালন করার সময় মেসিকে বাড়তি সুবিধে দিতে নারাজ ডাচ রেফারি। তার চোখে সবাই সমান।

ফাউল করলে মেসিকেও শাস্তি দিতে এক সেকেন্ড লাগবে তার। একই কথা প্রযোজ্য পোল্যান্ডের ক্ষেত্রে। তাই আজ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচে পুলিশ ইন্সপেক্টর রেফারির নজরবন্দী থাকবেন ২২ জন ফুটবলার।

রুশ হামলার আশঙ্কা! আকাশ পথে লেওয়ানডোস্কির পোল্যান্ডের পাহারাদার এফ ১৬ যুদ্ধবিমান

#ওয়ারশ: ফুটবল বিশ্বকাপ খেলতে কাতারে উড়ে গেল পোল্যান্ডের জাতীয় ফুটবল দল। তবে যে বিমানে করে পোলিশ ফুটবলাররা উড়ে গিয়েছেন তাকে এসকর্ট করে নিয়ে গিয়েছে এফ-১৬ ফাইটার জেট। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আঁচ পড়েছে পোল্যান্ড সীমান্তেও। সম্প্রতি পোল্যান্ডে ইউক্রেন সীমান্ত থেকে উড়ে যাওয়া মিসাইলে মৃত্যু হয়েছে পোল্যান্ডের দুই নাগরিকের।

এই পরিস্থিতির জন্যই ঝুঁকি নিতে রাজি নন পোল্যান্ড কর্তৃপক্ষ। সে জন্যই যুদ্ধবিমানের নিরাপত্তায় কাতার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ফুটবলারদের। মূলত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে এমনটা করতে হয়েছে পোল্যান্ড সরকারকে। এ যুদ্ধের আঁচ পড়েছে পোল্যান্ড সীমান্তেও।

আরও পড়ুন – বিরাট সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে, ছাঁটাই হয়ে গেল পুরো চেতন শর্মার নির্বাচক কমিটি

কয়েকদিন আগেই পোল্যান্ডে ইউক্রেন সীমান্তে হওয়া দুর্ঘটনা হওয়ায় এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি হয়নি পোল্যান্ড কর্তৃপক্ষ। তাই যুদ্ধবিমানের নিরাপত্তায় কাতার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ফুটবলারদের। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া মাধ্যমে এক ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছে পোলিশ স্পোর্টস নেটওয়াক।

ভিডিওটিতে দেখা যায় দুটি এফ-১৬ ফাইটার জেট বিমানের দুই পাশে উড়ছে। খেলোয়াড়রাও ছবি তুলে সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করেছেন। যুদ্ধবিমান দুটি ততক্ষণ পর্যন্ত জাতীয় দলের বিমানকে অনুসরণ করে যতক্ষণ না এটি পোলিশ আকাশসীমা ত্যাগ করে। পরে অবশ্য নিরাপদে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে দলটি।

আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে পোল্যান্ডের বিশ্বকাপ মিশন। ‘সি’ গ্রুপের সেই ম্যাচে পোল্যান্ড খেলবে মেক্সিকোর বিপক্ষে। এরপর সৌদি আরবের বিপক্ষে লড়বে ২৬ নভেম্বর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩০ নভেম্বর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট আমেরিকার তৈরি এফ ১৬ সঙ্গে থাকায় পোলিশ ফুটবলারদের ভয়ের ব্যাপার ছিল না।