Tag Archives: portrait

Bankura Artist: হাতের বদলে তুলি ধরা মুখে! রঙের আঁচড়ে ৫ মিনিটে ফুটে উঠল কবিগুরুর প্রতিকৃতি, বাহবা শিল্পীর মুন্সিয়ানাকে

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়,  বাঁকুড়া: হাতে নয়! মুখে করে তুলি ধরে পাঁচ মিনিটের মধ্যে এঁকে ফেললেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। হাতেও বোধ হয় এত সুন্দর ভাবে কবিগুরুকে ফুটিয়ে তোলা সহজ নয় মাত্র ৫ মিনিটের মধ্যে। এছাড়াও নিজের মাকে সামনে বসিয়ে মুখে করে খুব কম সময়ের মধ্যেই মায়ের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন বাঁকুড়া শিল্পী অমিতায়ু দাস। দু’ হাত ব্যবহার করেও দুর্দান্ত ছবি আঁকতে পারেন তিনি। তবে সাম্প্রতিক এক মাস যাবৎ তার নতুন শখ মুখে করে ছবি আঁকার, বিশেষ করে প্রতিকৃতি আঁকার।

যেমন ভাবা তেমনই কাজ, মাত্র কয়েক দিনের চেষ্টাতেই চমকপ্রদ সাফল্য। মুখে করে তুলি নিয়ে ৫ মিনিটের মধ্যে একে ফেললেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গে এঁকে ফেললেন নিজের মাকেও।ছোট থেকেই শুরু হয়েছে ছবি আঁকা। শিল্পী অমিতায়ু তার বাবার কাছে প্রথম তুলি ধরা শেখেন। এর পর ধীরে ধীরে ভালবাসা জন্মায় চিত্রশিল্পের প্রতি। বর্ধমান আর্ট কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেন তিনি। বর্তমানে বাঁকুড়ার একটি বেসরকারি বাচ্চাদের স্কুলে শিক্ষকতা করছেন অমিতায়ু। সঙ্গে তাঁর বাবার আঁকার স্কুলও দেখাশোনা করেন তিনি।

এতকিছুর মধ্যেও, দুই হাত ছাড়া মুখে করে এমনকি পায়ে করেও দুর্দান্ত ছবি আঁকতে পারেন অমিতায়ু। প্রায় ২৫-২৬ বছর শিল্পচর্চা করার পর আমিতায়ু বলেন, “ছবি এঁকে কী অর্থ উপার্জন করলাম সেটা বড় কথা নয়। মানুষ ভালবাসা দিচ্ছেন, মানুষ আমার ছবি গ্রহণ করছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওনা।”

আরও পড়ুন : প্রেমের টানে ব্রাজিল থেকে নবদ্বীপে! ভাষা বুঝতে ভরসা গুগল ট্রান্সলেটর…বাঙালি যুবক বিয়ে করবেন বিদেশিনীকে

মুখে করে ছবি আঁকা ছাড়াও, বর্তমানে, রিকশাচালকদের নিয়ে একটি প্রজেক্ট করছেন শিল্পী অমিতয়ু দাস। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রিকশা পরিষেবা। টোটো এবং আধুনিকতার যুগে, সময় সাপেক্ষ রিকশায় চাপতে চাইছেন না সাধারণ মানুষ। সে কারণে তাদের নিয়ে ছবি আঁকছেন তিনি, যাতে তার ছবির মাধ্যমে, মানুষের কাছে একটি বার্তা পৌঁছতে পারে।