Tag Archives: Priyanka Gandhi Vadra

Rahul Gandhi Birthday: ‘আমার বন্ধু, আমার সহযাত্রী…তোমায় ভীষণ ভালবাসি’, রাহুলের জন্মদিনে আবেগাপ্লুত পোস্ট প্রিয়াঙ্কার

নয়াদিল্লি: বুধবার ৫৪ বছরের জন্মদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির। সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কংগ্রেস যুবরাজ। অনেকেই রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও। এক্স হ্যান্ডেলে রাহুলকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখছেন, “আমার মিষ্টি দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। যার বিশ্বের সবকিছুর প্রতি অনন্য দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের পথকে আলোকিত করে। আমার বন্ধু, আমার সহযাত্রী, যুক্তিবাদী উপদেষ্টা, দার্শনিক এবং নেতা, তোমায় ভীষণ ভালবাসি।”

আরও পড়ুন: আপনার শরীরে আঁচিল আছে? আঁচিল কেন হয় জানেন? মারণরোগের লক্ষণ হতে পারে এটি, সাবধান!

জন্মদিনে বিশেষ আড়ম্বর পছন্দ নয় রাহুলের, আজ তাই বিশেষ দিনে দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে ছোটখাটো আয়োজন করা হয়। কেকে কেটে এবং লাড্ডু খাইয়ে জন্মদিন উদযাপন করেন তিনি।

আরও পড়ুন: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন

এদিন রাহুলকে এক্স হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে রাহুল সংবিধানের প্রতি তাঁর দায়বদ্ধতা দেখিয়েছেন ও যেভাবে তিনি দেশের লক্ষ লক্ষ মানুষের হয়ে অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটাই তাঁকে অন্য নেতাদের থেকে আলাদা করে।’

Priyanka Gandhi Vadra: ‘প্রিয়ঙ্কা-রাহুল ওয়ানাডের দুই চোখ…’, সনিয়া-কন্যাকে প্রার্থী করার নেপথ্যে কৌশলী পদক্ষেপ? যা বলছে কংগ্রেস

নয়াদিল্লি: নির্বাচনী রাজনীতিতে কেন নামছেন না প্রিয়ঙ্কা? দীর্ঘ দিন ধরেই কংগ্রেসের ভিতরে, বাইরে উঠছিল প্রশ্ন। অবশেষে লোকসভা ভোটের পর্ব চুকতেই কংগ্রেসের নয়া রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে ফের সরগরম দেশের রাজনৈতিক মহল। কেরলের ওয়েনাড থেকে প্রিয়ঙ্কা গান্ধির নির্বাচনী অভিষেক এবং রাহুল গান্ধির দক্ষিণ ভারতের এই আসনটি ছেড়ে রায়বরেলিকে বেছে নেওয়াকে কার্যত একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল হিসাবেই দেখা হচ্ছে।

গোটা ঘটনাকে কী ভাবে দেখছে কেরলের কংগ্রেস নেতৃত্ব? সূত্রের খবর, কেরল কংগ্রেস মনে করছে, প্রিয়ঙ্কার প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে এই আসনে যেমন গান্ধিদের উত্তরাধিকার অব্যাহত থাকবে অন্যদিকে ওয়েনাডের মানুষও সহজেই রাহুলের মতোই স্বাগত জানাবেন প্রিয়াঙ্কাকে।

কেরলের কুন্দারার বিধায়ক ও কংগ্রেস সচিব পিসি বিষ্ণুনাধ বলেন, “প্রিয়ঙ্কা গান্ধি এবং রাহুল গান্ধি ওয়ানাডের দুটি চোখের মতো। তাঁরা আগামী দিনে এলাকার মানুষের বিশ্বাস এবং ভালবাসাকে অক্ষুণ্ণ রেখে জনগণকে উন্নয়নের একটি নতুন যুগ দেখতে সহায়তা করবেন বলেই বিশ্বাস।” বিষ্ণুনাধ আরও বলেন, প্রিয়াঙ্কা গান্ধি রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের জন্য ওয়েনাডকে বেছে নিচ্ছেন, তাঁকে সর্বান্তকরণে স্বাগত জানাচ্ছেন ওয়ানাডের জনসাধারণ।

আরও পড়ুন: অভিষেকের প্রশংসার পর এবার তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম…! ফুল বদলের পথে বিজেপির সৌমিত্র খাঁ? জল্পনা তুঙ্গে

নিউজ 18 কে দেওয়া সাক্ষাৎকারে বিষ্ণুনাধ বলেন, “গান্ধিদের উত্তরাধিকার অক্ষুন্ন থাকছে ওয়ানাডে, তা রাহুল জি হোক বা প্রিয়ঙ্কা জি। মানুষ জানে যে কংগ্রেস এই আসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং রাহুল জিকে দেওয়া ৩ লক্ষেরও বেশি ব্যবধানে জয়ই তার প্রমাণ। ওয়ানাডের মানুষ এই সিদ্ধান্তে খুব খুশি”।

প্রসঙ্গত, আদ্যোপান্ত রাজনৈতিক পরিবারে জন্ম হলেও, সচেতন ভাবেই দীর্ঘদিন রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন প্রিয়ঙ্কা। মা এবং দাদার সঙ্গে মিটিং-মিছিলে কালেভদ্রে দেখা গেলেও, নির্বাচনী রাজনীতিতে পা রাখতে আগ্রহী নন বলে তিনি জানিয়েছিলেন গোড়াতেই। অবশেষে প্রিয়াঙ্কা দীর্ঘ ২০ বছরের সেই পণ ভাঙলেন। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি। প্রিয়ঙ্কার এই মত পরিবর্তনের নেপথ্যে কংগ্রেসের কৌশলই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু…! দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে ‘বর্ষামঙ্গল’ কবে শুরু? ‘দিন-তারিখ’ বলে দিল আলিপুর

মনে করা হচ্ছে নেহাতই আচমকা মত পাল্টাননি প্রিয়াঙ্কা, বরং এটি যথেষ্ট কৌশলী সিদ্ধান্ত। তাঁদের মতে, রায়বেরেলি গান্ধিদের পারিবারিক আসন। সনিয়ার পর রাহুল সেই আসন ধরে রাখবেন, সেটাই স্বাভাবিক। তাই বলে ওয়েনাডকে হেলাফেলা করতে চান না রাহুল। কারণ ২০১৯ সালে আমেঠি খালিহাতে ফেরালেও এই ওয়েনাডই তাঁর মুখরক্ষা করেছিল। তাই প্রিয়ঙ্কাকে ওয়েনাডে দাঁড় করিয়ে সেখানকার মানুষের পাশে থাকারই বার্তা দিলেন রাহুল। প্রিয়ঙ্কা যদি ওয়েনাডে জেতেন, সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ, দেশের দুই প্রান্তেই গান্ধি পরিবারের দুই সদস্যের উপস্থিতি বজায় থাকবে, যা আগামী নির্বাচনগুলিতে দলকে সাহায্য় করবে বলেই বিশ্বাস কংগ্রেস নেতৃত্বের।

Rahul Gandhi Retaining Raebareli: রায়বরেলিতেই থাকছেন রাহুল গান্ধি! এবার ওয়ানাদ থেকে ভোটে হাতেখড়ি আরেক গান্ধি প্রিয়ঙ্কার

নয়াদিল্লি: রায়বরেলি এবং ওয়ানাদ৷ চব্বিশের লোকসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকেই লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷ কিন্তু, ভোটের ফলাফল বেরনোর পর থেকেই রাজনৈতিক মহলে অন্যতম জল্পনা ছিল, তাহলে এই দুই কেন্দ্রের মধ্যে কোনটি ছাড়বেন রাহুল? আর কোনটিই বা রাখবেন হাতে? অবশেষে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকমিশন৷

সোমবার সাংবাদিক বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে পাশে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ঘোষণা করলেন, ওয়ানাদ ছাড়ছেন রাহুল৷ পরিবর্তে ওয়ানাদের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গান্ধি পরিবারেরই আরেক সদস্য প্রিয়ঙ্কা গান্ধি বঢরা৷ এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷

এদিন সাংবাদিক সম্মেলনে সব কিছু ঘোষণা হওয়ার পরে রাহুল বলেন, ‘‘রায়বরেলি, ওয়ানাদ আমায় যে ভালবাসা দিয়েছে, সারাজীবন মনে রাখব। প্রিয়ঙ্কা ওয়ানাদ থেকে নির্বাচনে লড়বে, তবে আমি মাঝেমধ্যেই ওখানে যাব। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে। কোন কেন্দ্র বাছব, তা নির্ণয় করা খুব কঠিন ছিল।’’

আরও পড়ুন: রায়বরেলি এবং ওয়ানাদ, দুই কেন্দ্রেই লক্ষাধিক ভোটে জয়ী রাহুল গান্ধি! কংগ্রেসে ফিরল অমেঠিও  

এরপরেই রাহুলের মন্তব্য, ‘‘পদে না থাকলেও ওয়ানাদের সঙ্গেই থাকব। আপনারা এবার থেকে ভাববেন, এখন থেকে আপনাদের দু’জন সাংসদ। প্রিয়ঙ্কা জিতবেই আমি আশাবাদী, সঙ্গে আমিও থাকব৷’’

দাদার কথার রেশ ধরেই প্রিয়ঙ্কাকে বলতে শোনা যায়, ‘‘ওয়ানাদকে রাহুলের না থাকাটা কখনওই বুঝতে দেব না। ভাই যেমন বলল, ওয়ানাদে থাকবে,  আমিও তেমন রায়বরেলির মানুষের সঙ্গে থাকব৷’’ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ জান-প্রাণ দিয়ে সংগঠন করতে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কাকে৷ তবে এবার তাঁর যাত্রা দক্ষিণমুখী৷

সবশেষে মজাচ্ছলে রাহুলকে এদিন বলতে শোনা যায়, ‘‘এবার থেকে ওয়ানাদ, রায়বরেলি দু’ জায়গাতেই দু’জন করে সাংসদ থাকবে৷’’