গঙ্গাসাগর: শুরু হয়ে গিয়েছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। চারিদিকে খুশির আমেজ। সেই খুশির আমেজ ধরে রাখতে সাগরে তৈরি হল ডিজনি ল্যান্ড। যা দেখতে প্রচুর মানুষজন সেখানে যাচ্ছেন।
প্যারিসের ডিজনি ল্যান্ডের আদলে তৈরি এই পুজো মন্ডপ দেখতে আপনাকে যেতে হবে সাগরের জয়গুরু আশ্রম মোড়ে। সেখানে ৬২ তম বৎসরে এবছর পুজোর থিমে উঠে এসেছে এই ডিজনি ল্যান্ড।
গত বছর তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার করে তাক লাগিয়ে দিয়েছিল। এবছর আবার ডিজনি ল্যান্ড করেছে তারা। ডিজনি ল্যান্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ডপের গায়ে লাইট শো করা হয়েছে।এই পুজো দেখে খুশি স্থানীয়রা। আসলে সাগরদ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এই এলাকার মানুষজন ঠাকুর দেখতে দূরে যেতে পারেন না খুব একটা। তাদের জন্য ঘরের কাছে এই থিম করে সকলকে কাছে পেতে চাইছে উদ্যোক্তারা।
এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে মানস কুমার জানা জানিয়েছেন, এখনও পর্যন্ত মানুষজনের কাছ থেকে যা সাড়া পাচ্ছি, তা খুবই ভাল। প্রতি বছর বিভিন্ন রকম থিম করা হয়। সব মিলিয়ে এই পুজো খুশির আমেজ নিয়ে আসে সাগরদ্বীপবাসির কাছে। এবছরও তার কোনও ব্যতিক্রম হয়নি।
নবাব মল্লিক