Tag Archives: Rahul Dravid

রাহুল শরদ দ্রাবিড়: জীবন, পুরস্কার, কেরিয়ার এক ঝলকে

পুরো নাম

রাহুল শরদ দ্রাবিড়

জন্ম

১১ জানুয়ারি, ১৯৭৩

উচ্চতা

৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)

জাতীয়তা

ভারতীয়

ক্রীড়াবিদ

প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি অফ-স্পিন, উইকেট-রক্ষক, জাতীয় দলের কোচ

পরিবার

বাবা: শরদ দ্রাবিড়

মা:  পুষ্পা দ্রাবিড়

স্ত্রী: বিজেতা পেনধারকর

কেরিয়ারের সূচনা

তিনি অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলে কর্নাটক রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এরপরই তিনি রঞ্জি ট্রফি দলে জায়গা করে নেন। ১৯৯১-৯২ মৌসুমে কর্নাটকের হয়ে রঞ্জিতে অভিষেক করেন। দুর্দান্ত প্রথম সিজনে তিনি ৬৩.৩ গড় রেটে মোট ৩৮০ রান করেছিলেন। এর মধ্যে কয়েক শতাধিক রানও রয়েছে। এরপর তিনি দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের হয়ে খেলার জন্য নির্বাচিত হন।

খেলার প্রেক্ষাপট

রাহুল দ্রাবিড় ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। ‘দ্য ওয়াল’, ‘জ্যামি’ এবং ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে পরিচিত রাহুলের জন্ম ১১ জানুয়ারি, ১৯৭৩ সালে ইন্দোরে।

পরবর্তীতে তিনি বেঙ্গালুরুতে চলে আসেন। লেখাপড়ায় তিনি বরাবরই বেশ ভাল। তাঁর বাবা ছিলেন ক্রিকেটের ভক্ত। রাহুল ও তাঁর ছোট ভাইকে নিয়ে নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখতে যেতেন। সেখানেই রাহুলের ক্রিকেটের প্রতি ভালো লাগা তৈরি হয়। রাহুল ১২ বছর বয়স থেকে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন।

অভিষেক

রাহুল তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে এক দিবসীয় সিরিজে। কয়েক মাস পরে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। অভিষেক ইনিংসে তিনি ৯৫ রান করেন।

উত্থান

একদিনের আন্তর্জাতিক ম্যাচে রাহুলকে ‘স্লো মোশন ব্যাটসম্যান’ বলে আখ্যা দেওয়া হয়। আর এই কারণেই একদিনের দলে জায়গা পেতে তাঁকে অনেক লড়াই করতে হয়েছিল। কিন্তু অচিরেই এই সমালোচনা কাটিয়ে উঠে তিনি একদিনের ক্রিকেটে উন্নতি করেছিলেন। ভারতীয় জাতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যায়। অভিষেকের তিন বছর পর ১৯৯৯ বিশ্বকাপে তিনি শীর্ষ ফর্মে ছিলেন। ৪৬১ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন।

ব্যাটিং ছাড়াও, তিনি ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘদিন উইকেট রক্ষক হিসেবে খেলেছেব। ৭১টি ক্যাচ ও ১৩টি স্টাম্পিং-সহ উইকেটরক্ষক হিসেবে তিনি ৮৪ জন ব্যাটারকে প্যাভিলিওয়নে ফেরত পাঠিয়েছেন। অন্যদিকে টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাচ (২১০) লোফার বিশ্ব রেকর্ড রয়েছে তাঁর, তাও উইকেট রক্ষণ ব্যতিরেকে।

তার একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ৩৪৪ ম্যাচে ৩৯.১৭ গড় রান করেছেন। মোট ১০,৮৮৯ রান রয়েছে তাঁর সংগ্রহে। এর মধ্যে রয়েছে ১২টি শতক এবং ৮৩টি অর্ধশতক। ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

১৬৪ টেস্টে তিনি ৫২.৩১ গড় তাঁর। সংগৃহীত রান ১৩২৮৮। তিনি তাঁর টেস্ট কেরিয়ারে ৩৬টি শতক এবং ৬৩টি অর্ধশতক করেছেন। এ ছাড়াও তিনি টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

রাহুলকে ভারতীয় জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। তাঁর অধীনে ভারত-১৯ দল ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ২০১৬ এডিশনে রানার্স আপ হয়। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার এবং সঞ্জু স্যামসন তাঁরই অসাধারণ আবিষ্কার।

২০১৭ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি, দিল্লি ডেয়ারডেভিলসের পরামর্শদাতা হিসাবেও কাজ করেছেন। ভারত-সহ বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালে তাঁর উজ্জ্বল উপস্থিতি।

Rahul Dravid: ‘এখনও চুক্তি সই করিনি’, টিম ইন্ডিয়ার কোচ হওয়া নিয়ে বড় মন্তব্য রাহুল দ্রাবিড়ের

মুম্বই: বিশ্বকাপ ফাইনাল হারের পর ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবে তা নিয়ে বিগত কয়েক দিনে কম জলঘোলা হয়নি। কারণ বিশ্বকাপই কোচ হিসেবে মেয়াদ শেষ হয়ে যায় রাহুলের। তবে অবশেষে রাহুল দ্রাবিড়কেই আরও একবার রাজি করাতে পেরেছে বিসিসিআই। আরও ২ বছরের জন্য টিম ইন্ডিয়াক কোচ থাকতে চলেছেন দ্রাবিড়।

কিন্তু ফের একবার টিম ইন্ডিয়ার কোচের হট সিটে বসার আগে বড় মন্তব্য় করলেন রাহুল দ্রাবিড়। স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে কথা হলেও এখনও চুক্তি সই হয়নি। বিশ্বকাপ ও চুক্তি পর্যালোচনা বৈঠকের পর রাহুল দ্রাবিড় বেরোনোর সময় বলেন,”আমি এখনও বিসিসিআইয়ের সাথে চুক্তি করিনি তবে মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। কাগজপত্র পেলে আমি সই করব।”

প্রসঙ্গত, প্রাথমিকভাবে বিশ্বকাপের পর কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষের পর আর কোচ হওয়ার কোনও ইচ্ছে ছিল না। পরবর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম একপ্রকার পাকাই ছিল। কিন্তু বোর্ড রাহুল দ্রাবিড়কে রাজি করা শেষ চেষ্টা করে। কারণ, পরের বছর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে নতুন কোচের পক্ষে দলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। সেখানে রাহুল হাতের তালুর মত চেনে এই দলটাকে।

আরও পড়ুনঃ Rohit Sharma: ওডিআই-তে খেলবেন না রোহিত! পরিবর্তে কে হতে পারেন ভারত অধিনায়ক? দৌড়ে ৩ জন

এছাড়া রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বিগত ২ বছরে ভারতীয় দল ভাল ক্রিকেট খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছ ভারত দ্রাবিড়ের কোচিংয়ে। ফলে আরও একবার মিস্টার ডিপেন্ডবলের উপরই আস্থা রাখল ভারতীয় বোর্ড।

দ্রাবিড়কে চায়নি বোর্ড! কোচ হওয়ার অফার ছিল আরেক ক্রিকেটারের কাছে! হাঁড়ির খবর

মুম্বই: টিম ইন্ডিয়ার নতুন কোচের খোঁজে ব্যস্ত হয়েছিল বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়কেই রাজি করাল ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে।

বোর্ড নতুন কোচের খোঁজ করেছিল। এক প্রাক্তন ক্রিকেটারের কাছে প্রস্তাবও যায়। কিন্তু সেই প্রাক্তন তারকা রাজি হননি। তিনি সাফ জানিয়ে দেন, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য তিনি আগ্রহী নন। ফলে শেষ পর্যন্ত দ্রাবিড়ে ফের আস্থা রাখলেন জয় শাহরা।

আরও পড়ুন- Ind vs Aus T20: ম্যাক্সওয়েলের মেগা শতরান, জলে গেল রুতুরাজের লড়াই, সিরিজ ২-১

ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার আশিস নেহরাকে টি-টোয়েন্টি দলের কোচ হওয়ার প্রস্তাব দিলেও নেহরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ তিনি। প্রথমবার কোচ হয়েই সাফল্যও পেয়েছেন। আবার ধারাভাষ্যকার হিসেবেও এখন তাঁর নামডাক হয়েছে।

গুজরাত ২০২২ সালে প্রথম মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল। তার পর ২০২৩ সালে তারা রানার আপ হয়। নেহেরার উপর যথেষ্ট ভরসা রয়েছে গুজরাত টিম ম্যানেজমেন্টের।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন ফরম্যাটেই দলকে কোচিং করছিলেন দ্রাবিড়। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় যৌথভাবে খেলা হবে।

আরও পড়ুন- সুন্দরী এক সময়ে রিং কাঁপাতেন, আজ তিনি মানুষ মারার দায়ে ১৭ বছরের জন্য জেলে

অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকার মনে করেন, রাহুল দ্রাবিড়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দলের সাথে থাকা উচিত।

টিম ইন্ডিয়া তিনটি ফরম্যাটেই ভাল পারফর্ম করছে। র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ভারত। কিন্তু গত ১০ বছরে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া।

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এমএস ধোনির অধিনায়কত্বে। রাহুল দ্রাবিড়ের কোচিং ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে উঠতে সফল হয়েছিল। কিন্তু দুবারই রানার্সআপ থাকতে হয়েছিল।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rahul Dravid: রাহুলকেই ফের রাজি করাল বোর্ড, বিশ্বকাপে শেষ হলেও আবার ২ বছরের জন্য চুক্তি

মুম্বই: ভারতীয় দলের কোচ থাকছেনই রাহুল দ্রাবিড়ই৷  বিশ্বকাপের পরেই কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে গিয়েছিল দ্য ওয়ালের৷ শোনা যাচ্ছিল কোনও আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা চলছে , কিন্তু বাজি মেরে দিল বোর্ডই৷ তারা আগামী ২ বছরের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গেই চুক্তি করে নিল৷ শুধু দ্রাবিড় নয়, সাপোর্ট স্টাফদেরও চুক্তিবৃদ্ধি করা হয়েছে৷

প্রাক্তন ভারত অধিনায়ক বিভিন্ন আইপিএল দলের থেকে অফার পেয়েছিলেন৷ কিন্তু রাহুলও শেষ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব নিতেই রাজি হয়ে গেলেন৷ নতুন ভাবে দায়িত্ব পাওয়ার পর রাহুল দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে দক্ষিণ আফ্রিকা৷

আরও পড়ুন – Mukesh Kumar Wedding : সিরিজের মধ্যেই বিয়ের সানাই, কোন লাকি গার্লকে স্ত্রী হিসেবে বরণ করলেন ভারতীয় পেসার

বিসিসিআই বলেছে, ‘‘দ্য বোর্ড অফ কন্ট্রোল মিস্টার রাহুল দ্রাবিড়কেই হেড কোচ হিসেবে এক্সটেনশন দিচ্ছে, পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও চুক্তি বাড়াচ্ছে৷ বিসিসিআই রাহুল দ্রাবিড়ের সঙ্গে সফল কথা বলেছে সেখানেই বিশ্বকাপের পরেও ফের তাঁর সঙ্গেই চুক্তিবৃদ্ধি হয়েছে৷ সকলেই সর্বসম্মতভাবে এই চুক্তিবৃদ্ধি নিয়ে আগ্রহী হয়েছে৷’’

 

ভারতীয় ক্রিকেট দলকে দ্রাবিড় যেভাবে পরিচালনা করেছেন তা বোর্ড প্রশংসা করে৷ তাঁর দারুণ পেশাদারিত্ব দারুণ৷ বোর্ড শুধু রাহুল দ্রাবিড় নয়, তার পাশাপাশি ভিভিএস লক্ষ্মণকেও তাঁর অসাধারণ দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছে৷ তিনি এই মুহূর্তে এনসিএ-র প্রধান এবং ভারতের স্ট্যান্ড ইন কোচ৷

বিসিসিআই জানিয়েছে, ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্রাবিড় ও লক্ষ্মণের জুটি কাছাকাছি থেকে কাজ করছেন ঠিক আগেকার ক্রিকেটারদের মতোই৷

Rahul Dravid: মত বদল রাহুল দ্রাবিড়ের! থেকে যাবেন কোচের পদে? আদা-জল খেয়ে ময়দানে বিসিসিআই

মুম্বই: বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিসিআইয়ের। আর রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেডস্যারের দায়িত্ব নিতে রাজি নয় বলে বিসিসিআইকে দ্রাবিড় জানিয়ে দিয়েছিলেন। পরবর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নামও একপ্রকার চূড়ান্ত বলে জানা গিয়েছিল। তবে রাহুল দ্রাবিড়কে ধরে রাখার একটা শেষ চেষ্টা চালাচ্ছে বিসিসিআই কর্তারা।

বিশ্বকাপের পর বিশ্রামে রয়েছেন রাহুল দ্রাবিড়। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা রাহুল দ্রাবিড়ের সঙ্গে দফায় দফায় কথা বলছে বলে সূত্রের খবর। দ্রাবিড়ের মত পরিবর্তনের জন্য় আদা-জল খেলে ময়দানে নেমেছে বিসিসিআই কর্তারা। দীর্ঘ সময় না হোক, আর কয়েকটা মাস অন্তত রাহুল দ্রাবিড় ও তাঁর কোচিং স্টাফকে ভারতীয় দলের দায়িত্বে দেখতে চাইছে বোর্ড।

পরবর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণ চূড়ান্ত। তারপরও কেন আগামী কয়েক মাস রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পাওয়ার জন্য বিসিসিআই? তার পিছনে যুক্তিসঙ্গত কারণও রয়েছে। আগামী ৭ থেকে ৮ মাস মধ্যে টি-২০ বিশ্বকাপ রয়েছে। রাহুল এই দলটার সঙ্গে বিগত ২ বছর ধরে কাজ করছেন। হাতের তালুর মতন চেনেনে-জানেন সব কিছু। তাই টি-২০ বিশ্বকাপের কয়েক মাস আগে নতুন কোচকে দায়িত্ব না দিয়ে দ্রাবিড়কেই চাইছে বোর্ড। তাতে নতুন কোচের উপরও চাপ কমবে। আর টি-২০ বিশ্বকাপের পর লক্ষ্মণ অনেকটা সময় পাবেন নিজের মতন করে দল গুছিয়ে নেওয়ার।

আরও পড়ুনঃ IPL 2024 Auction: অধিনায়কত্ব ছাড়ছেন ধোনি! ঠিক হয়ে গিয়েছে সিএসকের পরবর্তী অধিনায়ক! রয়েছে মহাচমক

তবে এখনও নিজের সিদ্ধান্তের কোনও বদল করেননি রাহুল দ্রাবিড়। বিসিসিআই কর্তারা তাকে একাধিকবার বোঝানের চেষ্টা করছেন। অপরদিকে, ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে কোচের দায়িত্ব পালন করছেন। শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের সিদ্ধান্তের পরিবর্তন হয় কিনা এখন সেটাই দেখার।

Rahul Dravid: জাতীয় দলে আর কাজ নয়, আইপিএল ফ্রাঞ্চাইজির মোটা টাকার অফার, দ্রাবিড় এবার কোথায়

 : ভারতীয় ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপের পর এখন বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে৷ তাঁরা দলের জন্য নতুন কোচ খুঁজছে৷ বিসিসিআইয়ের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষের পরে ভারতীয় দল নতুন হেডস্যার খুঁজছে৷ কারণ দ্রাবিড় আর ভারতীয় দলের সঙ্গে চুক্তিবৃদ্ধিতে নাকি সেভাবে আগ্রহী নন৷ তাঁর দিক থেকে কোনও কিছুতেই আগ্রহ দেখা যায়নি৷ অস্ট্রেলিয়া সিরিজে এনসিএ প্রধান দায়িত্ব সামলে দিচ্ছেন৷ Photo- AP
: ভারতীয় ক্রিকেট দল আইসিসি বিশ্বকাপের পর এখন বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে৷ তাঁরা দলের জন্য নতুন কোচ খুঁজছে৷ বিসিসিআইয়ের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষের পরে ভারতীয় দল নতুন হেডস্যার খুঁজছে৷ কারণ দ্রাবিড় আর ভারতীয় দলের সঙ্গে চুক্তিবৃদ্ধিতে নাকি সেভাবে আগ্রহী নন৷ তাঁর দিক থেকে কোনও কিছুতেই আগ্রহ দেখা যায়নি৷ অস্ট্রেলিয়া সিরিজে এনসিএ প্রধান দায়িত্ব সামলে দিচ্ছেন৷ Photo- AP
অস্ট্রেলিয়া বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে হেরেছে টিম ইন্ডিয়া৷ এই টুর্নামেন্ট শেষের সঙ্গে সঙ্গেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে৷ রোহিতের অধিনায়কত্ব এবং দ্রাবিড়ের কোচিংয়ে ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল৷ পাশাপাশি ফাইনালের আগে পর্যন্ত টিম ইন্ডিয়া অপরাজিত ছিল৷ খেতাব জিততে না পারার আক্ষেপ তার মধ্যে চিরকাল থাকবে৷
অস্ট্রেলিয়া বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে হেরেছে টিম ইন্ডিয়া৷ এই টুর্নামেন্ট শেষের সঙ্গে সঙ্গেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে৷ রোহিতের অধিনায়কত্ব এবং দ্রাবিড়ের কোচিংয়ে ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল৷ পাশাপাশি ফাইনালের আগে পর্যন্ত টিম ইন্ডিয়া অপরাজিত ছিল৷ খেতাব জিততে না পারার আক্ষেপ তার মধ্যে চিরকাল থাকবে৷
ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় জমানা শেষ হওয়ার পরে এই মুহূর্তে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ তাঁর দায়িত্ব সামলেছেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের পরে শুরু হওয়া টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জিতেছে ভারত৷ এবার বিসিসিআইয়ের কোর্টে বল তাঁকে আগামী দিনে ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে রাখা হবে নাকি আরও কাউকে প্রধান কোচ করা হবে৷
ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় জমানা শেষ হওয়ার পরে এই মুহূর্তে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ তাঁর দায়িত্ব সামলেছেন৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের পরে শুরু হওয়া টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জিতেছে ভারত৷ এবার বিসিসিআইয়ের কোর্টে বল তাঁকে আগামী দিনে ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে রাখা হবে নাকি আরও কাউকে প্রধান কোচ করা হবে৷
আইপিএল দলের সঙ্গে এবার যোগ দিতে পারেন রাহুল দ্রাবিড়ভারতীয় দলের সঙ্গে ২ বছরের মেয়াদ খতম হয়েছে দ্রাবিড়ের৷ এবার জোর খবর আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে কাজ করবেন দ্য ওয়াল৷ একটি সর্বভারতীয় সংস্থার মতে লখনউ সুপার জায়ন্টসের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করতে পারেন দ্রাবিড়৷ এর আগের মেন্টর গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হয়েছেন আইপিএল ২০২৪-এ৷
আইপিএল দলের সঙ্গে এবার যোগ দিতে পারেন রাহুল দ্রাবিড়
ভারতীয় দলের সঙ্গে ২ বছরের মেয়াদ খতম হয়েছে দ্রাবিড়ের৷ এবার জোর খবর আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে কাজ করবেন দ্য ওয়াল৷ একটি সর্বভারতীয় সংস্থার মতে লখনউ সুপার জায়ন্টসের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করতে পারেন দ্রাবিড়৷ এর আগের মেন্টর গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হয়েছেন আইপিএল ২০২৪-এ৷

 

 

দ্রাবিড় আবার আইপিএলে! ভারতের নতুন কোচ তা হলে কে? সবার আগে জেনে নিন

মুম্বই: আইসিসি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দল এবার নতুন কোচ পেতে চলেছে। বিসিসিআই-এর চুক্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে শেষ। দ্রাবিড় আর টিম ইন্ডিয়ার সাথে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন না। ফলে বিশ্বকাপের পর নতুন কোচ খুঁজছে ভারতীয় বোর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দ্রাবিড়ের জায়গায় দলের দায়িত্ব নিতে পারেন আরেক এনসিএ প্রধান। ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি ছিল ভারতীয় বোর্ডের।

আরও পড়ুন- ‘‘আপনি নিরাশ আর প্রধানমন্ত্রী যদি মনোবল বাড়ান’’- মোদিকে নিয়ে আবেগে ভাসলেন শামি

রোহিত শর্মার নেতৃত্বে এবং দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল বিশ্বকাপ ফাইনালের আগে পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছিল। শিরোপা জিততে না পারায় আফসোস করেছেন রোহিত ও দ্রাবিড়।

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পরে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ নতুন কোচ হতে পারেন। বিশ্বকাপের ঠিক পরেই শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষ হলেই লক্ষ্মণের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই।

আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ রোহিত শর্মা! আইপিএলে নতুন দলে খেলতে পারেন হিটম্যান

ভারতীয় দলের সাথে দুই বছরের মেয়াদ শেষ করার পর, কোচ রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসেবে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। টিভি টুডে-র রিপোর্ট অনুযায়ী, দ্রাবিড় লখনউ সুপার জায়ান্টস দলে মেন্টর হিসেবে যোগ দিতে পারেন। এই দলের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Viral Video: চাকরি গেল রাহুল দ্রাবিড়ের? তাঁর জায়গায় কোচ ঠিক বোর্ডের! রইল সব আপডেট

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর শেষ হয়েছে সেই চুক্তির মেয়াদ। এরপর আর টিম ইন্ডিয়ার কোচের হট সিটে রাহুল দ্রাবিড়কে আরদ দেখা যাবে কিনা তা নিয়ে একটি জল্পনা চলছিল। অবশেষে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হতে চলেছে তা একপ্রকার ঠিক করে ফেলল বিসিসিআই।

New Coach Of Indian Cricket Team: সরছেন রাহুল দ্রাবিড়! ঠিক হয়ে গেল টিম ইন্ডিয়ার নতুন কোচ

কলকাতা: রবি শাস্ত্রী পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২ বছরের চুক্তিতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেড স্যার হয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর শেষ হয়েছে সেই চুক্তির মেয়াদ। এরপর আর টিম ইন্ডিয়ার কোচের হট সিটে রাহুল দ্রাবিড়কে আর দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ কে হতে চলেছে তা একপ্রকার ঠিক করে ফেলেছে বিসিসিআই।

রাহুল দ্রাবিড়ের পর কে কোচ হতে পারে ভারতীয় দলের সেই তালিকায় উঠে আসছিল একাধিক নাম। ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগরা ছিল দৌড়ে। বোর্ড সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নয় বলে খবর। রাহুলের সঙ্গে কথা বলবে বিসিসিআই। তবে এখনও পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি নন রাহুল। ফলে ভিভিএস লক্ষ্মণের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ও কোচ হওয়ার আগে এনসিএ-র দায়িত্বে ছিলেন। বোর্ড সূত্রে যা খবর, তাতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে পূর্ণ সময়ের ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। তবে শেষবারের মত রাহুল দ্রাবিড়ের সঙ্গে আরও একবার কথা বলতে পারে বিসিসিআই।

আরও পড়ুনঃ 5 Indian Players May Announce retirement: শীঘ্রই অবসর নিতে চলেছেন ৫ ভারতীয় মহাতারকা! যারা সকলেই খেলেছেন বিশ্বকাপে

প্রসঙ্গত, রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন যখন বিশ্রামে গিয়েছেন তখন কোচোর দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ। আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ় এবং নিউ জ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার দ্রাবিড় যুগের পর ভারতীয় দলে শুরু হতে চলেছে লক্ষ্মণ জমানার।

রাহুল দ্রাবিড়ের ডাকনাম কেন জ্যামি? অনেকেই জানেন না, লুকিয়ে বড় একটা কারণ

বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআই-এর সঙ্গে তাঁর চুক্তি ছিল। ফলে এর পর রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআই-এর সঙ্গে তাঁর চুক্তি ছিল। ফলে এর পর রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কী, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
গত প্রায় ২ বছর ধরে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচিং করালেন। তাঁর কোচিংয়ে ভারতীয় দল একাধিক সিরিজে সাফল্যের মুখ দেখেছে।
গত প্রায় ২ বছর ধরে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচিং করালেন। তাঁর কোচিংয়ে ভারতীয় দল একাধিক সিরিজে সাফল্যের মুখ দেখেছে।
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের প্রচুর ভক্ত। তাঁর জীবনী, ডাকনাম অনেকেরই জানা। রাহুল দ্রাবিড়ের ডাকনাম জ্যামি। সেটা অনেকেই জানেন হয়তোা!
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের প্রচুর ভক্ত। তাঁর জীবনী, ডাকনাম অনেকেরই জানা। রাহুল দ্রাবিড়ের ডাকনাম জ্যামি। সেটা অনেকেই জানেন হয়তোা!
রাহুল দ্রাবিড়ের ডাকনাম কেন জ্যামি, সেটা অনেকেই জানেন না হয়তো! আজ আমরা সেই কথাই বলব।
রাহুল দ্রাবিড়ের ডাকনাম কেন জ্যামি, সেটা অনেকেই জানেন না হয়তো! আজ আমরা সেই কথাই বলব।
২০১৬ সালে একটি অনুষ্ঠানে দ্রাবিড় বলেছিলেন, আমার বাবা একটি নামকরা জ্যাম প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন। ফলে আমি প্র্যাকটিসে যাওয়ার সময় মা আমার ব্যাগে একটা জ্যাম-এর জার রেখে দিত।
২০১৬ সালে একটি অনুষ্ঠানে দ্রাবিড় বলেছিলেন, আমার বাবা একটি নামকরা জ্যাম প্রস্তুতকারক সংস্থায় কাজ করতেন। ফলে আমি প্র্যাকটিসে যাওয়ার সময় মা আমার ব্যাগে একটা জ্যাম-এর জার রেখে দিত।
দ্রাবিড় আরও বলেন, আমি ট্রেনিংয়ে গেলেই সেই জ্যামের জার বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম। তার পর থেকে আমাকে ওরা সবাই জ্যামি বলে ডাকতে শুরু করল।
দ্রাবিড় আরও বলেন, আমি ট্রেনিংয়ে গেলেই সেই জ্যামের জার বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম। তার পর থেকে আমাকে ওরা সবাই জ্যামি বলে ডাকতে শুরু করল।
তিনি ছিলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার। বিদেশের মাঠে তাঁর দাঁতে দাঁত চেপে লড়াই অনেকেই ভোলেননি এখনও। তাই দ্রাবিড়কে অনেকেই দ্য ওয়াল বলে ডাকেন।
তিনি ছিলেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার। বিদেশের মাঠে তাঁর দাঁতে দাঁত চেপে লড়াই অনেকেই ভোলেননি এখনও। তাই দ্রাবিড়কে অনেকেই দ্য ওয়াল বলে ডাকেন।

চাকরি যাচ্ছে রাহুল দ্রাবিড়ের! এবার ভারতের কোচ কে? নামটা শুনলে চমকে যাবেন

একটা হারেই সব শেষ! ভারতীয় দলের অধিনায়ক বদল তো হয়েছে। এবার কোচবদলের পালা। শোনা যাচ্ছে, রাহুল দ্রাবিড়ের চাকরি যেতে পারে শীঘ্রই।
একটা হারেই সব শেষ! ভারতীয় দলের অধিনায়ক বদল তো হয়েছে। এবার কোচবদলের পালা। শোনা যাচ্ছে, রাহুল দ্রাবিড়ের চাকরি যেতে পারে শীঘ্রই।
আসলে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি ছিল একদিনের বিশ্বকাপ পর্যন্তই। প্রায় ২ বছর ধরে ভারতীয় দলের কোচ তিনি।
আসলে রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি ছিল একদিনের বিশ্বকাপ পর্যন্তই। প্রায় ২ বছর ধরে ভারতীয় দলের কোচ তিনি।
গোটা টুর্নামেন্ট ভাল খেলে ভারতীয় দল এবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। এই হার ভারতীয় সমর্থকরা মেনে নিতে পারছেন না।
গোটা টুর্নামেন্ট ভাল খেলে ভারতীয় দল এবার বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। এই হার ভারতীয় সমর্থকরা মেনে নিতে পারছেন না।
শোনা যাচ্ছে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক আর দেশের জার্সি গায়ে সাদা বলের ক্রিকেট খেলবেন না। ফলে তাঁর বদলে তিনজনের নাম উঠে আসছে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে।
শোনা যাচ্ছে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক আর দেশের জার্সি গায়ে সাদা বলের ক্রিকেট খেলবেন না। ফলে তাঁর বদলে তিনজনের নাম উঠে আসছে পরবর্তী ক্যাপ্টেন হিসেবে।
ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে নাম ভেসে উঠেছে ভিভিএস লক্ষ্মণের। অনেক প্রাক্তন নাকি তাঁকে কোচ হিসেবে দেখতে চান।
ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে নাম ভেসে উঠেছে ভিভিএস লক্ষ্মণের। অনেক প্রাক্তন নাকি তাঁকে কোচ হিসেবে দেখতে চান।
তবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে আরও একটি নাম ভেসে আসছে। বীরেন্দ্র শেহওয়াগ। তিনিও নাকি টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে রয়েছেন।
তবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে আরও একটি নাম ভেসে আসছে। বীরেন্দ্র শেহওয়াগ। তিনিও নাকি টিম ইন্ডিয়ার কোচ হওয়ার দৌড়ে রয়েছেন।