Tag Archives: Rail Accident

Rail Accident: ভয়াবহ ঘটনা পুরুলিয়ায়! বড়সড় দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেস, রক্তে ভাসল চারিদিক

পুরুলিয়া : অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নীলাচল এক্সপ্রেস। চলন্ত অবস্থায় ট্রেনের ওভার হেড তার ছিঁড়ে বিপত্তি। সুইসা স্টেশনের অদূরে নীলচল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লি -পুরী নীলাচল এক্সপ্রেস এদিন সকালে দিল্লি থেকে পুরীগামী ওই ট্রেন রাঁচি দিক থেকে টাটার দিকে যাচ্ছিল। সেই সময় রাঁচি রেল শাখার অন্তর্গত পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা রেল স্টেশনে ট্রেনটি পার হতেই চলন্ত ট্রেনের হঠাৎ ইঞ্জিনের পেন্টোগ্রাফ ভেঙে ওভার হেডের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে।

এই অবস্থায় ওই ট্রেনে থাকা দুই রেল যাত্রী ছেঁড়া তার থেকে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রক্তাক্ত হন তাঁরা। গোটা ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তাদের উদ্ধার করে জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ওভার হেড তার ছিঁড়ে পড়ায় ওই রেল পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।

আরও পড়ুন: টাকা কিন্তু টাকা নয়! ভোটের আগের রাতে বসিরহাটের আবাসনে ভয়ঙ্কর কাণ্ড! ভিন রাজ্য থেকে কারা এলেন?

এ বিষয়ে স্থানীয় এলাকার মানুষরা বলেন , তারা হঠাৎই বিকট শব্দ পেয়ে ছুটে আসেন। এসে দেখেন সবকিছু এভাবে লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। দুজন যাত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ‌এরপর তারা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ‌এই ঘটনার জন্য তারা রেলের গাফিলতিকে দায় করছেন।

এই দুর্ঘটনার জেরে আপাতত ট্রেন চলাচল স্থগিত রয়েছে।‌ ঘটনাকে ঘিরে রীতিমত আতঙ্কের মধ্যে রয়েছে ট্রেনের অন্যান্য যাত্রীরা। আহত যাত্রীদের চিকিৎসা চলছে। এইদিন যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজের পাশাপাশি ওভার হেড তার সারাই কাজ শুরু করেছে।

 

—– শমিষ্ঠা ব্যানার্জি

Murshidabad News: ছোট ছেলের সঙ্গে দেখা হলেও বাড়ি ফেরা হল না বাবার! ট্রেন থেকে পড়ে সব শেষ

মুর্শিদাবাদ: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশনে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম স্বপন দাস। বাড়ি মুর্শিদাবাদের সাদিকপুর গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কিউল এক্সপ্রেসে চেপে নিউ ফরাক্কা স্টেশনে ৩ নম্বর প্লাটফর্মে প্রবেশ করার সময় চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে নিউ ফরাক্কা জিআরপি ও আরপিএফ।

আরও পড়ুন: ফের মোদিই প্রধানমন্ত্রী? জিতেই বিরাট সিদ্ধান্ত নেবেন? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের

মৃত ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ থেকে তার পরিচয় পত্র পাওয়া য়ায়। তারপর রেল পুলিশের তরফে খবর দেওয়া হয় তাঁর পরিবারের লোকজনকে। খবর পেয়ে মৃতের ছেলে রেল পুলিশ কাছে ছুটে আসে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

রেল পুলিশ সুত্রে জানা যায়, স্বপন দাসের দুই ছেলে। ছোট ছেলে গয়াতে কর্মরত একটি বিস্কুট কারখানায়। স্বপন দাস তার ছোট ছেলের সঙ্গে দেখা করে গতকাল কুউল এক্সপ্রেসে ট্রেনে ধরে বাড়ি ফিরছিলেন। নিউ ফরাক্কা স্টেশনে ট্রেন থেকে নামার সময় হঠাৎ ট্রেনের নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় বলে জানা যায়। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে কান্নার রোল পরিবারে।

— কৌশিক অধিকারী