Tag Archives: Rakhi Bandhan

Rakhi Bandhan News: সামাজিক বার্তার পাশাপাশি স্বনির্ভরতার লক্ষ্যে রাখি তৈরি করছেন বিশেষভাবে সক্ষমরা

তমলুক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর রাখিবন্ধন উৎসবে মাতবেন আপামর সাধারণ মানুষ। সেই সমস্ত সাধারণ মানুষের হাতে রাখি তুলে দিতে রাতদিন এক করে রাখি তৈরির কাজে নেমে পড়েছেন তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আবাসিক প্রতিবন্ধীরা। বিভিন্ন সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশবান্ধব পাটকে কাজে লাগিয়ে নানা রকমের রাখি প্রস্তুত করতে ব্যস্ত আবাসিক প্রতিবন্ধীরা। আর এই পাটের রাখী তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে তাঁরা।

আরও পড়ুন: স্ত্রীকে মারধর করে খুন! গোপনাঙ্গে বেলন ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

হোমের আবাসিক প্রতিবন্ধীদের রাখিতে বাংলা ভাগ বিরোধী বার্তা তুলে ধরার পাশাপাশি, সেফ ড্রাইভ সেভ লাইফ, পরিবেশ রক্ষায় জলসংরক্ষণের মতো বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। আসন্ন শারদীয়ার আগাম শুভেচ্ছাও ফুটিয়ে তোলা হয়েছে পাটের রাখিতে। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ আবার দৃষ্টিহীন। কারও দৈহিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটেনি। আবার এমনও কেউ কেউ এখানে আছেন, যাঁদের দুটো হাতের একটিও নেই। নিজের পা সম্বল করে মনের জোরেই তাঁরা কাজ করে চলেছেন। তমলুকের নিমতৌড়ী হোমের আবাসিকরা রাখি তৈরিতে ভীষণ ব্যস্ত।

নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগেশ সামন্ত জানান, হোমের বিশেষভাবে সক্ষম আবাসিকেরা এখানেই পাটের নানান কাজ শিখে রাখি-সহ বিভিন্ন সামগ্রী তৈরি করছে। আর এইসব রাখি ও বিভিন্ন সামগ্রী বিক্রি করে লভ্যাংশ তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। একদিকে যেমন সামাজিক বার্তা ফুটে উঠেছে অন্যদিকে স্বনির্ভর হচ্ছে এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা।

সকলেই ব্যস্ত রং, তুলি, পাট, লেশ, দড়ি দিয়ে সুন্দর সুন্দর রাখি তৈরি করতে। তাঁদের তৈরি রাখি সকলের হাতে হাতে ঘুরবে ভেবে দারুণ খুশি বিশেষভাবে সক্ষম এইসব শিল্পীরা। রাখীগুলি দেখতে যেমন সুন্দর তেমনই সমাজ সচেতনতার বার্তাও লেখা রয়েছে সেগুলিতে। সম্প্রীতির সামাজিক বার্তা বহনকারী এই রাখী সবার কাছেই বাড়তি গুরুত্বের হয়ে উঠছে।

এখনও পর্যন্ত এখানে কয়েক হাজার রাখী তৈরি হয়েছে। ভ্রাতৃত্ববোধ আর সম্প্রতির উৎসব উদযাপনের জোরদার প্রস্তুতি চলছে নিমতৌড়ির এই আবাসিক হোমে, আর রাখী তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে হোমের প্রতিবন্ধী আবাসিকেরা।

Rakhi Purnima 2024: ৯০ বছর পর রাখি পূর্ণিমায় বিরল ৬ কাকতালীয় যোগ! ভাদ্রের অশুভ ছায়ায় ভুলেও ‘এই’ কাজ নয়, ভাইয়ের জীবন সঙ্কটে, পরিণতি ভয়ঙ্কর…!

হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি বন্ধনের উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, ভাদ্র ব্যতীত শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন উদযাপন করা ভাল। এই সময়ে বোনদের তাদের ভাইদের রাখি বাঁধতে হবে।
হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি বন্ধনের উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, ভাদ্র ব্যতীত শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন উদযাপন করা ভাল। এই সময়ে বোনদের তাদের ভাইদের রাখি বাঁধতে হবে।
এই বছর  রাখি পূর্ণিমার দিন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, তবে সেই দিন ভাদ্রের অশুভ ছায়া রয়েছে৷ যা রাখির  পুরো মজাটাই নষ্ট করতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ।
এই বছর রাখি পূর্ণিমার দিন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, তবে সেই দিন ভাদ্রের অশুভ ছায়া রয়েছে৷ যা রাখির পুরো মজাটাই নষ্ট করতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ।
এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
 কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের কাছ থেকে জেনে নিন এবছর রাখি পূর্ণিমায় কোন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে৷ রাখি বাঁধার শুভ সময় কি? ক্যালেন্ডার অনুসারে, এইবার শ্রাবণ পূর্ণিমা তিথি ১৯ আগস্ট সোমবার সকাল ৩:০৪ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ই আগস্ট রাত ১১:৫৫ মিনিটে শেষ হবে।
কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের কাছ থেকে জেনে নিন এবছর রাখি পূর্ণিমায় কোন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে৷ রাখি বাঁধার শুভ সময় কি? ক্যালেন্ডার অনুসারে, এইবার শ্রাবণ পূর্ণিমা তিথি ১৯ আগস্ট সোমবার সকাল ৩:০৪ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ই আগস্ট রাত ১১:৫৫ মিনিটে শেষ হবে।
এই বছর, রাখি  বন্ধনে ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যার কারণে রাখির উৎসবটি খুব শুভ হবে৷
এই বছর, রাখি বন্ধনে ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যার কারণে রাখির উৎসবটি খুব শুভ হবে৷
রাখির দিন, রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমা উপবাস ও স্নান, অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে। এই ৬টি শুভ কাকতালীয় যোগের কারণে এই বছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে।
রাখির দিন, রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমা উপবাস ও স্নান, অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে। এই ৬টি শুভ কাকতালীয় যোগের কারণে এই বছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে।
রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১:৩২ থেকে ৯:০৮  পর্যন্ত। সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টার বেশি।
রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১:৩২ থেকে ৯:০৮ পর্যন্ত। সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টার বেশি।

Rakhi Purnima 2024: ৯০ বছর পর রাখি পূর্ণিমায় ঘটছে ৪টি বিরল কাকতালীয় ঘটনা, এই সময় রাখি বাঁধলেই সর্বনাশ! ভাই-বোনের সম্পর্কে ফাটল, হবে বিরাট ক্ষতি!

হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে  একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।