Tag Archives: rakhi purnima

Jhulan Utsav: হারিয়ে যাওয়া ঝুলন সাজানো ফিরে এল বারাসতের ক্লাবে

আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের ঝুলন উৎসবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া দ্য অগ্রণী সংঘের
আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের ঝুলন উৎসবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অভিনব উদ্যোগ মধ্যমগ্রাম উদয়রাজপুর মধ্যপাড়া দ্য অগ্রণী সংঘের
নতুন প্রজন্মের শিশুরা বর্তমান সময়ে মোবাইলে আবদ্ধ হয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝুলন উৎসবের বিষয় তাদের কাছে অনেকটাই অজানা
নতুন প্রজন্মের শিশুরা বর্তমান সময়ে মোবাইলে আবদ্ধ হয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝুলন উৎসবের বিষয় তাদের কাছে অনেকটাই অজানা
গ্রামবাংলায় এখনও তাও কিছুটা এই উৎসব দেখা গেলেও শহরাঞ্চলে এখন আর দেখা মেলে না ছোট ছোট পুতুল ও খেলনা ব্যবহার করে সাজিয়ে তোলা এই কল্পনার জগতের
গ্রামবাংলায় এখনও তাও কিছুটা এই উৎসব দেখা গেলেও শহরাঞ্চলে এখন আর দেখা মেলে না ছোট ছোট পুতুল ও খেলনা ব্যবহার করে সাজিয়ে তোলা এই কল্পনার জগতের
সাতদিনের এই বিশেষ ঝুলন উৎসব সম্বন্ধে এলাকার তরুণ প্রজন্মকে জানাতে ক্লাবের মধ্যেই তাই বেশ কিছুটা জায়গা জুড়ে কাঠের গুঁড়ো, বালি, রং ও নানা ধরনের খেলনা দিয়ে স্বাধীনতা দিবসের দিন থেকে চলছে এই ঐতিহ্যের উৎসব পালন
সাতদিনের এই বিশেষ ঝুলন উৎসব সম্বন্ধে এলাকার তরুণ প্রজন্মকে জানাতে ক্লাবের মধ্যেই তাই বেশ কিছুটা জায়গা জুড়ে কাঠের গুঁড়ো, বালি, রং ও নানা ধরনের খেলনা দিয়ে স্বাধীনতা দিবসের দিন থেকে চলছে এই ঐতিহ্যের উৎসব পালন
মধ্যমগ্রাম এলাকার কচিকাঁচারাও ভিড় জমিয়েছে এই ঝুলন দেখতে। শিল্পী অমিত ঘোষ তার হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন গোটা এই খেলনার দুনিয়া
মধ্যমগ্রাম এলাকার কচিকাঁচারাও ভিড় জমিয়েছে এই ঝুলন দেখতে। শিল্পী অমিত ঘোষ তার হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন গোটা এই খেলনার দুনিয়া
আগামী দিনে বাংলার ঐতিহ্যবাহী এই ঝুলন উৎসবকে নতুন প্রজন্মের সামনে আকর্ষণীয় করে তুলতে প্রচেষ্টা চালানো হবে বলেও ক্লাবের তরফ থেকে জানান দিবাকর মজুমদার। শেষ দিনে খিচুড়ি ভোগেরও আয়োজন ছিল এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে
আগামী দিনে বাংলার ঐতিহ্যবাহী এই ঝুলন উৎসবকে নতুন প্রজন্মের সামনে আকর্ষণীয় করে তুলতে প্রচেষ্টা চালানো হবে বলেও ক্লাবের তরফ থেকে জানান দিবাকর মজুমদার। শেষ দিনে খিচুড়ি ভোগেরও আয়োজন ছিল এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে

Rakhi Purnima: ৯০ বছর পর দুর্লভ যোগ…! রাখি বাঁধার আগে ভাইকে দিন এই ‘রক্ষাকবচ’, দূর হবে সঙ্কট! ভাই-বোনের সম্পর্কে পড়বে না ভাদ্রের অশুভ কালো ছায়া

ভাই ও বোনের মধ্যে পবিত্র ভালবাসার উৎসব হল রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এবার  রাখি বন্ধন উৎসব ১৯ অগাস্ট ২০২৪ সোমবার পড়েছে। এদিন দুপুর ০১:৩২থেকে ০৯: ০৮ পর্যন্ত রাখি বাঁধা যাবে। এই শুভ সময়ে রাখি বাঁধলে শুভ ফল পাওয়া যায়।
ভাই ও বোনের মধ্যে পবিত্র ভালবাসার উৎসব হল রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এবার রাখি বন্ধন উৎসব ১৯ অগাস্ট ২০২৪ সোমবার পড়েছে। এদিন দুপুর ০১:৩২থেকে ০৯: ০৮ পর্যন্ত রাখি বাঁধা যাবে। এই শুভ সময়ে রাখি বাঁধলে শুভ ফল পাওয়া যায়।
তবে রাখির দিন শুভ ফল পেতে কিছু ব্যবস্থা নিতে ভুলবেন না। এই ব্যবস্থাগুলি মেনে চললে ভাইয়ের জীবনে আসা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ভাই-বোনের মধ্যে পবিত্র সম্পর্ককে আরও মজবুত করবে। উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন৷
তবে রাখির দিন শুভ ফল পেতে কিছু ব্যবস্থা নিতে ভুলবেন না। এই ব্যবস্থাগুলি মেনে চললে ভাইয়ের জীবনে আসা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ভাই-বোনের মধ্যে পবিত্র সম্পর্ককে আরও মজবুত করবে। উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর থেকে জেনে নিন৷
জ্যোতিষীর মতে, রাখি বন্ধনের দিন পুজোর থালায় এক টুকরো ফিটকারি রাখুন। তারপর, ভাইকে রাখি বাঁধার পর, ৭ বার উল্টো দিকে ঘুরিয়ে তার মাথা থেকে ফিটকির টুকরোটি ফেলে দিন। এতে করে ভাইয়ের জীবন থেকে নেতিবাচকতা দূর হবে। ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন থেকেও মুক্তি পেতে পারেন।
জ্যোতিষীর মতে, রাখি বন্ধনের দিন পুজোর থালায় এক টুকরো ফিটকারি রাখুন। তারপর, ভাইকে রাখি বাঁধার পর, ৭ বার উল্টো দিকে ঘুরিয়ে তার মাথা থেকে ফিটকির টুকরোটি ফেলে দিন। এতে করে ভাইয়ের জীবন থেকে নেতিবাচকতা দূর হবে। ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন থেকেও মুক্তি পেতে পারেন।
যদি আপনার ভাই সমস্যায় পড়ে,তবে কিছু প্রতিকার রাখি বন্ধনে কার্যকর হতে পারে। এর জন্য বোনকে চাল, ১ টাকা ও ১টি সুপারি একটি গোলাপি কাপড়ে বেঁধে ভাইকে দিতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সঙ্কট সমাধান করা যেতে পারে।
যদি আপনার ভাই সমস্যায় পড়ে,তবে কিছু প্রতিকার রাখি বন্ধনে কার্যকর হতে পারে। এর জন্য বোনকে চাল, ১ টাকা ও ১টি সুপারি একটি গোলাপি কাপড়ে বেঁধে ভাইকে দিতে হবে। এই ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সঙ্কট সমাধান করা যেতে পারে।
রাখি বন্ধনের দিন ভাই বোন উভয়েরই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে এবং নতুন পোশাক পরতে হবে। তারপর ভাইয়ের কপালে কুমকুম তিলক এবং সবুত অক্ষত লাগান। মনে রাখবেন তিলক করার সময় উভয়ের মাথা যেন ঢেকে রাখা হয়। সেই সঙ্গে রাখি বাঁধার সময় হাতে কিছু টাকা ও অক্ষত রাখুন। এতে করে ঘরে সম্পদ থাকবে।
রাখি বন্ধনের দিন ভাই বোন উভয়েরই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে এবং নতুন পোশাক পরতে হবে। তারপর ভাইয়ের কপালে কুমকুম তিলক এবং সবুত অক্ষত লাগান। মনে রাখবেন তিলক করার সময় উভয়ের মাথা যেন ঢেকে রাখা হয়। সেই সঙ্গে রাখি বাঁধার সময় হাতে কিছু টাকা ও অক্ষত রাখুন। এতে করে ঘরে সম্পদ থাকবে।
রাখি বাঁধার পর ভাই বোনকে কিছু উপহার দেবেন। এমনটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাদ্র কালের সময় ভুল করেও রাখি বাঁধা উচিত নয়, এটি ভাইয়ের জীবনে খারাপ প্রভাব ফেলে।
রাখি বাঁধার পর ভাই বোনকে কিছু উপহার দেবেন। এমনটি করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাদ্র কালের সময় ভুল করেও রাখি বাঁধা উচিত নয়, এটি ভাইয়ের জীবনে খারাপ প্রভাব ফেলে।
জ্যোতিষীর মতে, রাখি বাঁধার সময় মনে রাখবেন মাত্র ৩টি গিঁট বাঁধতে হবে। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া রাখি কেনার সময় খেয়াল রাখবেন কালো রাখি কিনবেন না। আসলে কালো রঙের রাখি অশুভের প্রতীক।
জ্যোতিষীর মতে, রাখি বাঁধার সময় মনে রাখবেন মাত্র ৩টি গিঁট বাঁধতে হবে। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া রাখি কেনার সময় খেয়াল রাখবেন কালো রাখি কিনবেন না। আসলে কালো রঙের রাখি অশুভের প্রতীক।

Rakhi Purnima 2024: খবরদার…! রাখি পরানোর আগে এটা করলেই ভয়ঙ্কর সর্বনাশ! ৯৯% বোনেরা এই ভুলটাই করে, আপনি করছেন না তো?

শ্রাবণ মাস চলছে এবং এটি রাখি পূর্ণিমার পবিত্র উৎসব দিয়ে শেষ হবে। প্রতি বছর এই উৎসবটি শ্রাবণ পূর্ণিমার দিনে উদযাপিত হয়, যা এই বছর সোমবার, ১৯  অগাস্টে পড়ছে। এই উৎসবের জন্য ভাই-বোনেরা সারা বছর ধরে অপেক্ষা করে। এই বিশেষ দিনটি যখন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে সুখী জীবন কামনা করে।
শ্রাবণ মাস চলছে এবং এটি রাখি পূর্ণিমার পবিত্র উৎসব দিয়ে শেষ হবে। প্রতি বছর এই উৎসবটি শ্রাবণ পূর্ণিমার দিনে উদযাপিত হয়, যা এই বছর সোমবার, ১৯ অগাস্টে পড়ছে। এই উৎসবের জন্য ভাই-বোনেরা সারা বছর ধরে অপেক্ষা করে। এই বিশেষ দিনটি যখন একজন বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে সুখী জীবন কামনা করে।
রাখি বাঁধার আগে, একজন বোন তার ভাইয়ের কপালে তিলক লাগান, কিন্তু অনেক বোনই ভুল ভাবে ভুলভাবে তিলক লাগান। তিলক লাগানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি। এছাড়াও, আপনি কোন আঙুল দিয়ে তিলক পরাচ্ছেন সেটা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ।  ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে থেকে তিলক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন৷
রাখি বাঁধার আগে, একজন বোন তার ভাইয়ের কপালে তিলক লাগান, কিন্তু অনেক বোনই ভুল ভাবে ভুলভাবে তিলক লাগান। তিলক লাগানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি। এছাড়াও, আপনি কোন আঙুল দিয়ে তিলক পরাচ্ছেন সেটা জেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে থেকে তিলক সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন৷
জ্যোতিষীর মতে, ভাইয়ের কপালে তিলক দেওয়ার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি তিলকের জন্য কোন আঙুলটি বেছে নিচ্ছেন। ভাই বড় হলে বোন ছোট হলে কনিষ্ঠা আঙুলে তিলক পরাতে হবে। এটি একই আঙুল যা অনামিকা হিসাবে পরিচিত। ভাই ছোট হলে বোন বড় হলে বোনের বুড়ো আঙুল দিয়ে তিলক পরানো উচিত।
জ্যোতিষীর মতে, ভাইয়ের কপালে তিলক দেওয়ার সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি তিলকের জন্য কোন আঙুলটি বেছে নিচ্ছেন। ভাই বড় হলে বোন ছোট হলে কনিষ্ঠা আঙুলে তিলক পরাতে হবে। এটি একই আঙুল যা অনামিকা হিসাবে পরিচিত। ভাই ছোট হলে বোন বড় হলে বোনের বুড়ো আঙুল দিয়ে তিলক পরানো উচিত।
শাস্ত্র অনুসারে, যখন কোনও বোন রাখির দিন তিলকের জন্য ডান আঙুল বেছে নেন, তখন তার ভাইয়ের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। ছোট বোন যখন তার কনিষ্ঠ আঙুল দিয়ে বড় ভাইকে তিলক দেয়, তখন তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
শাস্ত্র অনুসারে, যখন কোনও বোন রাখির দিন তিলকের জন্য ডান আঙুল বেছে নেন, তখন তার ভাইয়ের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। ছোট বোন যখন তার কনিষ্ঠ আঙুল দিয়ে বড় ভাইকে তিলক দেয়, তখন তার জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
যখন একজন বড় বোন তার ছোট ভাইকে তাঁর বুড়ো আঙুল দিয়ে তিলক পরান, তখন তার জীবনে উন্নতি হয়। তিনি প্রতিটি কাজে সফলতা অর্জন করেন এবং নির্ভীকও হন।
যখন একজন বড় বোন তার ছোট ভাইকে তাঁর বুড়ো আঙুল দিয়ে তিলক পরান, তখন তার জীবনে উন্নতি হয়। তিনি প্রতিটি কাজে সফলতা অর্জন করেন এবং নির্ভীকও হন।
এর পাশাপাশি, এটিও মনে রাখবেন যে তিলক সবসময় একটি সরল রেখায় লাগাতে হবে, বাঁকা পদ্ধতিতে নয়। এছাড়াও, তিলকের পরে ভাত লাগান কারণ এটি ছাড়া তিলক অসম্পূর্ণ বলে মনে করা হয়।
এর পাশাপাশি, এটিও মনে রাখবেন যে তিলক সবসময় একটি সরল রেখায় লাগাতে হবে, বাঁকা পদ্ধতিতে নয়। এছাড়াও, তিলকের পরে ভাত লাগান কারণ এটি ছাড়া তিলক অসম্পূর্ণ বলে মনে করা হয়।

Raksha Bandhan 2024: রাখি পরান এই সময়, প্রচুর উপকার পাবে ভাই-বোনরা! রাখি বন্ধনের শুভ সময় জানুন

ধর্মে সংঘটিত সকল উৎসবেরই নিজস্ব তাৎপর্য রয়েছে। একই ভাবে, ২০২৪-এর শ্রাবণের পূর্ণিমা তিথিতে, ভাই-বোনের সম্পর্কের এই উৎসবকেও ব্যাপক উৎসাহ এবং রীতিনীতির সঙ্গে পালন করা হয়।
ধর্মে সংঘটিত সকল উৎসবেরই নিজস্ব তাৎপর্য রয়েছে। একই ভাবে, ২০২৪-এর শ্রাবণের পূর্ণিমা তিথিতে, ভাই-বোনের সম্পর্কের এই উৎসবকেও ব্যাপক উৎসাহ এবং রীতিনীতির সঙ্গে পালন করা হয়।
শুধু দেশেই নয়, বিদেশেও বসবাসকারী অনেকেই এই উৎসব পালন করেন। ২০২৪-এর রাখিবন্ধন উৎসব আসছে শ্রাবণ মাসের শেষ সোমবারে।
শুধু দেশেই নয়, বিদেশেও বসবাসকারী অনেকেই এই উৎসব পালন করেন। ২০২৪-এর রাখিবন্ধন উৎসব আসছে শ্রাবণ মাসের শেষ সোমবারে।
রাখিবন্ধনের এই উৎসব একটি প্রাচীন উৎসব। ক্যালেন্ডার অনুসারে, ২০২৪-এর রাখিবন্ধন উৎসব পালিত হবে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং ১৯ অগাস্ট শ্রাবণের পূর্ণিমার দিন। হিন্দু ধর্মে, রাখিবন্ধনের এই উৎসবটি ভাই এবং বোনদের জন্য উৎসর্গীকৃত যা সম্পর্ককে আরও প্রেমময় ও সুন্দর করার জন্য উদযাপন করা হয়।
রাখিবন্ধনের এই উৎসব একটি প্রাচীন উৎসব। ক্যালেন্ডার অনুসারে, ২০২৪-এর রাখিবন্ধন উৎসব পালিত হবে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং ১৯ অগাস্ট শ্রাবণের পূর্ণিমার দিন। হিন্দু ধর্মে, রাখিবন্ধনের এই উৎসবটি ভাই এবং বোনদের জন্য উৎসর্গীকৃত যা সম্পর্ককে আরও প্রেমময় ও সুন্দর করার জন্য উদযাপন করা হয়।
২০২৪-এর রাখিবন্ধনের উৎসবে ভদ্রা নক্ষত্রের কালে পড়ার কারণে এটি উদযাপনের সময় পরিবর্তন হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভদ্রা কালে কোনও উৎসব পড়লে তা অতিক্রান্ত হওয়ার পরেই সেই উৎসব পালনের নিয়ম রয়েছে। জ্যোতিষশাস্ত্রে, ভদ্রা কালকে অশুভ বলে মনে করা হয়, আমাদের এই ধর্মীয় বিশ্বাস রয়েছে যে, এই সময় কোনও শুভ কাজ করলেও তাতে দোষ দেখা দেয়।
২০২৪-এর রাখিবন্ধনের উৎসবে ভদ্রা নক্ষত্রের কালে পড়ার কারণে এটি উদযাপনের সময় পরিবর্তন হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভদ্রা কালে কোনও উৎসব পড়লে তা অতিক্রান্ত হওয়ার পরেই সেই উৎসব পালনের নিয়ম রয়েছে। জ্যোতিষশাস্ত্রে, ভদ্রা কালকে অশুভ বলে মনে করা হয়, আমাদের এই ধর্মীয় বিশ্বাস রয়েছে যে, এই সময় কোনও শুভ কাজ করলেও তাতে দোষ দেখা দেয়।
রাখি বাঁধার শুভ সময়রাখিবন্ধন উৎসব সম্পর্কে হরিদ্বারের জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন যে, ২০২৪-এর ১৯ অগাস্ট সোমবার, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তা পালিত হবে। এই বছর রাখিবন্ধনের দিন ভদ্রা কাল সকালে শুরু হওয়ার কারণে বিকেলে এই উৎসবটি উদযাপন করা শুভ হবে। দুপুর ১টা বেজে ৩১ মিনিটের পরে এই উৎসব উদযাপন করাই অতএব পঞ্জিকা মতে প্রশস্ত হবে।
রাখি বাঁধার শুভ সময়
রাখিবন্ধন উৎসব সম্পর্কে হরিদ্বারের জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রী বলেছেন যে, ২০২৪-এর ১৯ অগাস্ট সোমবার, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তা পালিত হবে। এই বছর রাখিবন্ধনের দিন ভদ্রা কাল সকালে শুরু হওয়ার কারণে বিকেলে এই উৎসবটি উদযাপন করা শুভ হবে। দুপুর ১টা বেজে ৩১ মিনিটের পরে এই উৎসব উদযাপন করাই অতএব পঞ্জিকা মতে প্রশস্ত হবে।
ভদ্রা কালে রাখি বাঁধলে তা অশুভ ফল দেয়তিনি আরও ব্যাখ্যা করেন যে, ভদ্রা কালে উৎসব পালন করলে ব্যক্তি যে কোনও ত্রুটির সম্মুখীন হতে পারেন, যা সারা জীবনেও দূর হয় না। এই ত্রুটির কারণে ব্যক্তিকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। অতএব, এই সময় অতিক্রান্ত না হলে বোনেদের তাঁদের ভাইয়ের হাতে রাখি বাঁধা উচিত হবে না। ( Disclaimer: প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)
ভদ্রা কালে রাখি বাঁধলে তা অশুভ ফল দেয়
তিনি আরও ব্যাখ্যা করেন যে, ভদ্রা কালে উৎসব পালন করলে ব্যক্তি যে কোনও ত্রুটির সম্মুখীন হতে পারেন, যা সারা জীবনেও দূর হয় না। এই ত্রুটির কারণে ব্যক্তিকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। অতএব, এই সময় অতিক্রান্ত না হলে বোনেদের তাঁদের ভাইয়ের হাতে রাখি বাঁধা উচিত হবে না। ( Disclaimer: প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)

Rakhi Purnima 2024: ৯০ বছর পর বিরল সংযোগ! রাখি বাঁধার আগে এই কাজ করলেই লাগবে ‘লটারি’, রাতারাতি ধনী হবে ভাইয়েরা…

হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে  একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
হিন্দু ধর্মে রাখি পূর্ণিমার গুরুত্ব অত্যন্ত বিশেষ। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুখ ও সমৃদ্ধি কামনা করে। বিনিময়ে, ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
হিন্দু ধর্মে রাখি পূর্ণিমার গুরুত্ব অত্যন্ত বিশেষ। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুখ ও সমৃদ্ধি কামনা করে। বিনিময়ে, ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
রাখি বাঁধার সময় কিছু ব্যবস্থা নিলে ভাই-বোনের সম্পর্ক মধুর হবে এবং ভাইয়ের সুখ-সমৃদ্ধি বাড়বে। দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন বিশেষ প্রতিকার৷
রাখি বাঁধার সময় কিছু ব্যবস্থা নিলে ভাই-বোনের সম্পর্ক মধুর হবে এবং ভাইয়ের সুখ-সমৃদ্ধি বাড়বে। দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নিন বিশেষ প্রতিকার৷
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্রের ছায়া পড়তে চলেছে। ভাদ্রে রাখি বাঁধা অশুভ বলে বিবেচিত হয়, তাই ভাদ্র শেষ হলেই বোন ও ভাইয়ের হাতে রাখি বাঁধুন। রাখি বাঁধার পাশাপাশি কিছু কাজ আছে যা বোনদের করতে হবে। এতে ভাইদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্রের ছায়া পড়তে চলেছে। ভাদ্রে রাখি বাঁধা অশুভ বলে বিবেচিত হয়, তাই ভাদ্র শেষ হলেই বোন ও ভাইয়ের হাতে রাখি বাঁধুন। রাখি বাঁধার পাশাপাশি কিছু কাজ আছে যা বোনদের করতে হবে। এতে ভাইদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
রোলি, অক্ষত এবং একটি কয়েন একটি লাল কাপড়ে মুড়ে ভাইকে আশীর্বাদ হিসাবে দিলে বান্ডিলটি নিরাপদে জায়গায় রাখবেন। এতে ভাইকে আর কখনও আর্থিক সমস্যায় পড়তে হবে না।
রোলি, অক্ষত এবং একটি কয়েন একটি লাল কাপড়ে মুড়ে ভাইকে আশীর্বাদ হিসাবে দিলে বান্ডিলটি নিরাপদে জায়গায় রাখবেন। এতে ভাইকে আর কখনও আর্থিক সমস্যায় পড়তে হবে না।
প্রতি বছর রাখি পূর্ণিমার দিনে ভাদ্রের ছায়া থাকে এবং ভাদ্রে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয় না। একই সময়ে, ১৮ অগাস্ট রবিবার দুপুর ২:২১ থেকে ভাদ্র ছায়া পড়তে চলেছে। এটি পরের দিন ১৯ অগাস্ট দুপুর ১:২৫ মিনিটে শেষ হবে, তাই ১৯ অগাস্ট দুপুর ১:২৫ মিনিটের পরেই রাখি বাঁধবেন।
প্রতি বছর রাখি পূর্ণিমার দিনে ভাদ্রের ছায়া থাকে এবং ভাদ্রে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয় না। একই সময়ে, ১৮ অগাস্ট রবিবার দুপুর ২:২১ থেকে ভাদ্র ছায়া পড়তে চলেছে। এটি পরের দিন ১৯ অগাস্ট দুপুর ১:২৫ মিনিটে শেষ হবে, তাই ১৯ অগাস্ট দুপুর ১:২৫ মিনিটের পরেই রাখি বাঁধবেন।
সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন। পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন। পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।

Rakhi Purnima 2024: ৯০ বছর পর রাখি পূর্ণিমায় বিরল ৬ কাকতালীয় যোগ! ভাদ্রের অশুভ ছায়ায় ভুলেও ‘এই’ কাজ নয়, ভাইয়ের জীবন সঙ্কটে, পরিণতি ভয়ঙ্কর…!

হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি বন্ধনের উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, ভাদ্র ব্যতীত শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন উদযাপন করা ভাল। এই সময়ে বোনদের তাদের ভাইদের রাখি বাঁধতে হবে।
হিন্দুদের বারো মাসে তেরো পার্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি বন্ধনের উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, ভাদ্র ব্যতীত শুভ সময়ে শ্রাবণ পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন উদযাপন করা ভাল। এই সময়ে বোনদের তাদের ভাইদের রাখি বাঁধতে হবে।
এই বছর  রাখি পূর্ণিমার দিন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, তবে সেই দিন ভাদ্রের অশুভ ছায়া রয়েছে৷ যা রাখির  পুরো মজাটাই নষ্ট করতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ।
এই বছর রাখি পূর্ণিমার দিন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, তবে সেই দিন ভাদ্রের অশুভ ছায়া রয়েছে৷ যা রাখির পুরো মজাটাই নষ্ট করতে পারে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ।
এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
 কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের কাছ থেকে জেনে নিন এবছর রাখি পূর্ণিমায় কোন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে৷ রাখি বাঁধার শুভ সময় কি? ক্যালেন্ডার অনুসারে, এইবার শ্রাবণ পূর্ণিমা তিথি ১৯ আগস্ট সোমবার সকাল ৩:০৪ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ই আগস্ট রাত ১১:৫৫ মিনিটে শেষ হবে।
কাশীর জ্যোতিষী চক্রপাণি ভট্টের কাছ থেকে জেনে নিন এবছর রাখি পূর্ণিমায় কোন ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে৷ রাখি বাঁধার শুভ সময় কি? ক্যালেন্ডার অনুসারে, এইবার শ্রাবণ পূর্ণিমা তিথি ১৯ আগস্ট সোমবার সকাল ৩:০৪ মিনিট থেকে শুরু হবে এবং ১৯ই আগস্ট রাত ১১:৫৫ মিনিটে শেষ হবে।
এই বছর, রাখি  বন্ধনে ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যার কারণে রাখির উৎসবটি খুব শুভ হবে৷
এই বছর, রাখি বন্ধনে ৬টি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে, যার কারণে রাখির উৎসবটি খুব শুভ হবে৷
রাখির দিন, রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমা উপবাস ও স্নান, অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে। এই ৬টি শুভ কাকতালীয় যোগের কারণে এই বছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে।
রাখির দিন, রাজ পঞ্চক, শ্রাবণ সোমবার, শ্রাবণ পূর্ণিমা উপবাস ও স্নান, অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং শোভন যোগ গঠিত হচ্ছে। এই ৬টি শুভ কাকতালীয় যোগের কারণে এই বছর রাখি বন্ধন উৎসব বিশেষ হয়ে উঠতে চলেছে।
রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১:৩২ থেকে ৯:০৮  পর্যন্ত। সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টার বেশি।
রাখি বন্ধনের দিন রাখি বাঁধার শুভ সময় হল দুপুর ১:৩২ থেকে ৯:০৮ পর্যন্ত। সেই ভিত্তিতে এবছর রাখি বন্ধনের শুভ সময় হবে সাড়ে ৭ ঘণ্টার বেশি।

Rakhi Purnima 2024: ৯০ বছর পর রাখি পূর্ণিমায় ঘটছে ৪টি বিরল কাকতালীয় ঘটনা, এই সময় রাখি বাঁধলেই সর্বনাশ! ভাই-বোনের সম্পর্কে ফাটল, হবে বিরাট ক্ষতি!

হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব৷ প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়৷ ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পড়িয়ে দেন৷
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে  একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
চলতি বছর ১৯ আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে৷ এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনে একটি নয়, বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
এবছর গ্রহের এমনই অপূর্ব মিলন ঘটছে রাখি পূর্ণিমার দিনে। কাশীর জ্যোতিষীদের দাবি, প্রায় ৯০ বছর পর রাখির দিনে চারটি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ-নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই-বোনের সম্পর্ককে আরও মজবুত করবে।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এবার রাখির দিনে চারটি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে।এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, এই দুটি যোগ হবে রাত ৮.৪০ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় বলেছেন যে রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনও শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্র কালের প্রকোপ পড়বে। ভাদ্র কাল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্র কালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।

 

Rakhi Purnima: বাজার মাতাচ্ছে হাতে তৈরি রাখি! দামও একদম কম, ভাই-দাদার দিনটি বিশেষ করে তুলুন   

রাখি উৎসবে ট্রেন্ডিং সৌখিন সব রাখি। আট থেকে আশি সকলেরই নজর কেড়েছে।
রাখি উৎসবে ট্রেন্ডিং সৌখিন সব রাখি। আট থেকে আশি সকলেরই নজর কেড়েছে।
যেমন পছন্দসই, তেমনই সাশ্রয়ী এই রাখি। আবার পছন্দ সই অর্ডার করলেই হাতে পাচ্ছেন ক্রেতারা।
যেমন পছন্দসই, তেমনই সাশ্রয়ী এই রাখি। আবার পছন্দ সই অর্ডার করলেই হাতে পাচ্ছেন ক্রেতারা।
রাখিগুলি আকর্ষণীয় রঙ এবং বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। দাম ২০ -৪০ টাকার মধ্যে। রয়েছে বিভিন্ন ডিজাইন।
রাখিগুলি আকর্ষণীয় রঙ এবং বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। দাম ২০ -৪০ টাকার মধ্যে। রয়েছে বিভিন্ন ডিজাইন।
পেপার বোর্ড, উল, সুতো, সুতির কাপড়, পমপম, লেস, আঠা এবং রঙ তুলির সাহায্যে তৈরি হচ্ছে রাখী।
পেপার বোর্ড, উল, সুতো, সুতির কাপড়, পমপম, লেস, আঠা এবং রঙ তুলির সাহায্যে তৈরি হচ্ছে রাখী।
গত বছর দারুণ চাহিদা ছিল। এই বছরও তা রয়েছে। গত বছরের থেকেও বেশি বাজার হতে পারে বলে মনে করছেন রাখি প্রস্তুতকারক সুমনা জানা (গিরি)।
গত বছর দারুণ চাহিদা ছিল। এই বছরও তা রয়েছে। গত বছরের থেকেও বেশি বাজার হতে পারে বলে মনে করছেন রাখি প্রস্তুতকারক সুমনা জানা (গিরি)।