Tag Archives: Ram Nath Kovind

Tokyo Olympics 2020: ভালোভাবে আয়োজিত হোক টোকিও অলিম্পিক্স, জাপানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদির

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোকিও অলিম্পিক্সের শুরুতে জাপানি প্রধানমন্ত্রী সুগাকে শুভেচ্ছা জানিয়েছেন৷ টোকিও অলিম্পিক্স যাতে সফলভাবে আয়োজন করা যায় তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন বিশ্বের সেরা ক্রীড়াবিদরা অলিম্পিক্সের মঞ্চে নিজেদের সেরা পারফরম্যান্স দেবেন৷ ২০১২ অলিম্পক গেমসে ভারত সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করেছিল, সেবার তারা ৬টি পদক জিতেছিল৷ তারমধ্যে অবশ্য কোনও স্বর্ণ পদক ছিল না৷

টোকিও অলিম্পিক্সের (tokyo olympics 2020) সূচনা হল ২৩ জুলাই৷ সারা পৃথিবী থেকে অ্যাথলিটরা এতে অংশ নিতে এসেছেন৷ টোকিও অলিম্পিক্সে ভারতের ১২৫ ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন৷ এই অবস্থায় ভারতীয়রা ক্রীড়াবিদদের থেকে অনেক প্রত্যাশা করছেন৷

নরেন্দ্র মোদি (Narendra Modi)  টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণকারী ‘‘Wishing PM @sugawitter and japan the very best for Tokyo 2020 Olympics and Para Olympics We look forward to a season of incredible performances by the world’s best sportspersons!’’ অর্থাৎ , ‘‘জাপান ও তার প্রধানমন্ত্রী সুগাকে শুভেচ্ছা টোকিও ২০২০ অলিম্পিক্স ও প্যারা অলিম্পিক্সের জন্য৷ পৃথিবীর সেরা ক্রীড়াবিদদের সেরা পারফরম্যান্সের জন্য আমরা সামনের দিকে চেয়ে আছি৷ ’’

এদিকে একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও৷ তিনি নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, ‘‘ An entire nation’s hopes and prayers are with the Indian contingent at the #TokyoOlympics. I convey best wishes to you all on behalf of all Indians. I am confident that you all will excel, win laurels and make our country proud. #Cheer4India’’- অর্থাৎ ‘‘ গোটা দেশ আশা ও প্রার্থণা করছে টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের জন্য , আমি আত্মবিশ্বাসী তোমরা সকলেই ভালো করবে আমাদের দেশের জন্য সম্মান আনবে ও দেশকে গর্বিত করবে৷ ’’ 


প্রথম দিন থেকেই ভারতীয় অ্যাথলিটদের নানা বিভাগে ইভেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷