Tag Archives: Ranchi

Jharkhand News : গোটা গ্রামে বাস শুধুমাত্র একটি পরিবারের, পিছনে কোন কারণ? বিস্তারিত জানুন

ঝাড়খণ্ড: একটি গোটা গ্রামে মাত্র একটি বাড়িতেই রাতে আলো জ্বলে! গোটা জায়গায় মাত্র একটি পরিবারই বসবাস করে। গল্প নয় সত্যি ঘটনা৷

রাঁচি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে খুন্তির রানিয়া ব্লকে একটি গ্রামের কথা বলা হয়েছে৷ গ্রামের নাম চেংরে, যার মোট আয়তন ৮৭ হেক্টর৷ অবাক করার মতো বিষয় এটাই যে, এই গ্রামে মাত্র একটি পরিবারই বসবাস করে। এখানে বাড়ির সংখ্যা একাধিক৷ কিন্তু সেখানে মানুষ এখন আর থাকে না৷ দিনের পর দিন সেগুলি ফাঁকাই পরে থাকে৷

আরও পড়ুন : জন্মানোর কুড়ি ঘণ্টার মধ্যেই চুরি গেল শিশু! বিহারের সরকারি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য, ভাইরাল সিসিটিভি ফুটেজ…

এমন একটা গ্রাম দেখলে প্রশ্ন উঠতে বাধ্য, কেন এখানে আর কেউ থাকে না? সবাই বাড়িঘর ছেড়ে গেলেনই বা কোথায়?

বর্তমানে গ্রামে একটি মাত্র পরিবার বাস করে৷ যেখানে সবমিলিয়ে প্রায় নয়জন রয়েছে। পাঁচজন পুরুষ ও চারজন নারী। জীবিকা নির্বাহে তাদের অনেক অসুবিধা হয়, তবুও তারা এখানে থাকেন। ফাঁকা গ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করতেই আসল কারণটি জানা যায়৷

আরও পড়ুন : স্নান করেন না স্বামী, গন্ধে অতিষ্ঠ হয়ে বিবাহ বিচ্ছেদ চাইলেন স্ত্রী! তারপর কী হল? আগ্রার ঘটনা শুনলে অবাক হবেন আপনিও…

ওই পরিবারের সদস্য মনীশ বলছিলেন, ২০ বছর আগে ছবিটা এমন ছিল না৷ গ্রামে আরও ১২ থেকে ১৪টি পরিবার বাস করত। কিন্তু, খাবার ও আয়ের অভাবে ভিটে মাটি ছেড়ে চলে গিয়েছে তারা৷ তারা এখন অন্যত্র বসবাস করছেন৷

মনীশের কথায়, “ধীরে ধীরে সবাই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, এখন শুধু আমাদের এখানে থাকি। এখানে জীবিকা নির্বাহ করা খুবই কঠিন। ছাগল আর গরু চড়িয়ে কত আর আয় হয়? জীবিকার প্রয়োজনে অনেক সময় আমরা এদের বিক্রিও করে দিই।”

গ্রামের একমাত্র পরিবারের ওই সদস্য বলছিলেন, আগে এখানে যারা থাকত, তাদের ছেলেমেয়েরা পড়াশোনার জন্য রাঁচিতে থাকত। তারা ভালো চাকরি পেলে অভিভাবকদেরও এরপর সেখানে নিয়ে চলে যায়। ফেলে রেখে  জমি, বাড়ি৷

Viral Video: ‘মদ দিবি কি না?’, বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড

রাঁচি: বারে ঢুকে ডিস্ক জকিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক্সট্রিম স্পোর্টস বারে মদ না পেয়ে গুলি চলে। মৃতের নাম সন্দীপ।

ক্যামেরায় দেখা গিয়েছে এক ব্যক্তি হাফ প্যান্ট পরে বারে ঢুকেছেন। টি-শার্ট দিয়ে মুখটা ঢেকে বাঁধা রয়েছে। হাতে বন্দুক তাক করে রয়েছেন ওই ডিজের দিকে। সাদা টি-শার্ট ও প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ওই ডিজে।

আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি

পুলিশের দাবি, ওই বার বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অভিযুক্ত চারজন পৌঁছেছিলেন। সেখানে গিয়ে মদ খেতে চায় তারা। কিন্তু বার বন্ধ হয়ে যাওয়ায় মদ দিতে রাজি হননি বারের কর্মী। তখনই কর্মীর সঙ্গে অশান্তি শুরু হয় ওই চার অভিযুক্তর। তাদের একজনের কাছে বন্দুক ছিল। উপস্থিত ডিজের বুকের উপর বন্দুক ঠেকিয়ে গুলি করে সে।

আরও পড়ুন: বিরিয়ানি তো খান, কাচ্চি-পাক্কি-দম পুখত বিরিয়ানির পার্থক্য কি জানেন? কোনটা কেন জনপ্রিয় জানুন

গুলি চালিয়েই ওই চার অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত ওই কর্মীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাঁচির পুলিশ সুপার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সোমবার সকালে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রাম-থানার নাম ‘চুটিয়া’, সম্মান নিয়ে টানাটানি হচ্ছে বাসিন্দাদের! অবিলম্বে বদলের দাবি

#রাঁচি: শেক্সপিয়র বলেছিলেন, ‘নামে কী যায় আসে?’ কিন্তু ঝাড়খণ্ডের রাঁচির গ্রামবাসীদের এই প্রশ্ন করে দেখুন, তাঁরা হয়তো সকলে মিলে বলবেন, ‘অনেক কিছু আসে যায়’। রাঁচির এই এলাকার নাম ‘চুটিয়া’। অশ্রাব্য গালিগালাজের সঙ্গে এই নামের প্রবল মিল থাকায়, অস্বস্তিতে গোটা গ্রামের বাসিন্দারা। লোকে মস্করা করেন তাঁদের গ্রামের নাম ও পুলিশ স্টেশন নিয়ে। তা যথেষ্ট আত্মসম্মানেরও গ্রামবাসীদের কাছে।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জেরে এবার গ্রাম ও পুলিশ স্টেশনের নাম বদলের দাবি তুলেছেন। প্রশাসনের কর্তারা গ্রাম ও থানার নাম বদলাবেন কিনা, তা জানা যায়নি এখনও। তবে এলাকার এমন নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। এলাকার নাম এমন, যে লজ্জায় বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারেন না কেউ। হাজারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েও লাভ হয়নি কিছুই। নাম বদলায়নি।

আরও পড়ুন: ‘জীবনের পথে উজ্জ্বল হোক যাত্রা’, বাংলার ‘কন্যাশ্রী’দের স্বপ্ন দেখার সাহস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: ‘তদন্তে নয়, সম্মানহানিতেই ভয়’, ফিরহাদ হাকিমের মন্তব্যে তুমুল শোরগোল

খবরের কাগজেও এই সমস্যা নিয়ে রিপোর্ট বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেগুলি শেয়ার করে ঠাট্টা-তামাশা করছেন নেটিজেনের একাংশ। কেউ আবার সহমর্মী গ্রামবাসীদের সঙ্গে। তাঁরাও এই নাম, যার সঙ্গে গালাগালির মিল রয়েছে তা বদলের দাবি তুলেছেন।