Tag Archives: Randeep Hooda

Randeep Hooda Wedding: বিয়েতে ভেঙেছেন বলিউডের ছক, বিয়ের পর প্রথমবার জনসমক্ষেও রণদীপ হুডা সাদামাটা… এয়ারপোর্টে এলেন কী পরে?

বিয়ের চেনা গত ছেড়ে রণদীপ হুডা বিয়ে করলেন একটু আলাদাভাবে। মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়ক।
বিয়ের চেনা গত ছেড়ে রণদীপ হুডা বিয়ে করলেন একটু আলাদাভাবে। মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়ক।
মণিপুরী সংস্কৃতি অনুযায়ী বিয়ের পোশাক হিসেবে রণদীপ পরেছিলেন কোকয়েত, পায়জামা এবং ফেইজোম বা ধুতি। কনে লিনের পরনে ছিল সাবেক মণিপুরী পোশাক পটলোই। মেরুন আর সোনালি কম্বিনেশনের পটলোইয়ের সঙ্গে ছিল মানানসই সোনার গয়না।
মণিপুরী সংস্কৃতি অনুযায়ী বিয়ের পোশাক হিসেবে রণদীপ পরেছিলেন কোকয়েত, পায়জামা এবং ফেইজোম বা ধুতি। কনে লিনের পরনে ছিল সাবেক মণিপুরী পোশাক পটলোই। মেরুন আর সোনালি কম্বিনেশনের পটলোইয়ের সঙ্গে ছিল মানানসই সোনার গয়না।
মণিপুরী রীতি রেওয়াজ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শুরু হয় ‘বরযাত্রা’ দিয়ে। এই যাত্রার অগ্রভাগে ছিলেন রণদীপ। জলজ উদ্ভিদে বোনা আসন ‘কৌনা ফক’-এ তিনি বসেছিলেন পূর্বদিকে মুখ করে। এর পর প্রার্থনা ও অভিভাবকদের আশীর্বাদ গ্রহণের পর শুরু হয় অনুষ্ঠান।
মণিপুরী রীতি রেওয়াজ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শুরু হয় ‘বরযাত্রা’ দিয়ে। এই যাত্রার অগ্রভাগে ছিলেন রণদীপ। জলজ উদ্ভিদে বোনা আসন ‘কৌনা ফক’-এ তিনি বসেছিলেন পূর্বদিকে মুখ করে। এর পর প্রার্থনা ও অভিভাবকদের আশীর্বাদ গ্রহণের পর শুরু হয় অনুষ্ঠান।
সাবেক বিয়ের রীতি অনুযায়ী কনে লিম বসেছিলেন। বর রণদীপ তাঁকে ঘিরে সাতপাক ঘোরেন। আগুনের পরিবর্তে প্রকৃতির প্রতীক স্বরূপ ফুলের চারপাশে ঘোরা হয়। বিয়ের আবহ হিসেবে ছিল মৃদঙ্গধ্বনি এবং বৈষ্ণব মন্ত্রপাঠ।
সাবেক বিয়ের রীতি অনুযায়ী কনে লিম বসেছিলেন। বর রণদীপ তাঁকে ঘিরে সাতপাক ঘোরেন। আগুনের পরিবর্তে প্রকৃতির প্রতীক স্বরূপ ফুলের চারপাশে ঘোরা হয়। বিয়ের আবহ হিসেবে ছিল মৃদঙ্গধ্বনি এবং বৈষ্ণব মন্ত্রপাঠ।
৪ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করলেন ৪৭ বছর বয়সি রণদীপ এবং ৩৭ বছরের লিন।
৪ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করলেন ৪৭ বছর বয়সি রণদীপ এবং ৩৭ বছরের লিন।
সাদা পোশাকে এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্য়ামেরাবন্দি হলেন রণদীপ। লিনের পরনে ছিল লাল সালোয়ার।
সাদা পোশাকে এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্য়ামেরাবন্দি হলেন রণদীপ। লিনের পরনে ছিল লাল সালোয়ার।

Randeep Hooda Wife Lin Laishram: রণদীপের নববধূ লিন লাইশরাম, করিনার সঙ্গে পাল্লা দেওয়া অভিনেত্রীকে চিনতে পারলেন?

ইম্ফল: টলিউড থেকে বলিউড একের পর এক তারকার বিয়ে। ২৯ নভেম্বর মণিপুরের মেয়ে লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা রণদীপ হুডা। বার বার বাঙালি অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে রণদীপের। কখনও সুস্মিতা সেন, কখনও আবার নন্দনা সেনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে ৪৭-এর রণদীপের স্ত্রী হলেন লিন লাইশরাম।

লিনকে আপনি চিনতে পারলেন? কী করেন রণদীপের স্ত্রী লিন? রণদীপ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। লিন প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ খানের ছবি দিয়ে। ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি সুজয় ঘোষ পরিচালিত করিনা কাপুর, জয়দীপ আহলাওয়াত ও বিজয় ভার্মার জানে জান ছবিতে দেখা গিয়েছে। প্রেমার চরিত্রে অভিনয় করেছেন লিন।

 

View this post on Instagram

 

A post shared by Randeep Hooda (@randeephooda)

আরও পড়ুন: আন্ডারওয়ার্ল্ড যোগ-জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা-IPL ম্যাচে হাতাহাতি! প্রীতির জীবনের এই ঘটনা জানলে শিউরে উঠবেন

অভিনয়ের পাশাপাশি, একটি জুয়েলারি ব্র্যান্ডেরও প্রতিষ্ঠাতা এই লিন। সেই ব্র্যান্ডের নাম শামু সানা। মণিপুরে জন্মের পর মুম্বইতে চলে এসেছিলেন লিন। মুম্বই বিশ্ববিদ্যালয়ের সোফি কলেজ থেকে স্নাতক করেন। এরপর নিউ ইয়র্কে অভিনয় শিক্ষার কাজে যান তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মেরি কম ছবিতেও কাজ করেছিলেন লিন। বুধবার সেই লিনের সঙ্গেই বিয়ে হল রণদীপ হুডার।

 

View this post on Instagram

 

A post shared by Lin Laishram (@linlaishram)

আরও পড়ুন: বিয়ের পরই বদল, ফেসবুকের ডিপি পাল্টে কার ছবি রাখলেন পরমব্রতর স্ত্রী পিয়া? দেখুন

সাবেকি মেইতেই রীতি মেনে চার হাত এক হয় রণবীর ও লিনের। রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নেন অভিনেতা। সাদা ধুতী ও কুর্তা পরে বিয়ের আসরে পৌঁছন বর, রণদীপ হুডা। মাথায় ছিল ঐতিহ্যবাহী সাদা ও সোনালি পাগড়ি এবং কাঁধে ছিল সাদা উত্তরীয়। একেবারে সাবেকি মণিপুরি কনের বেশে সোনার গয়নায় মুড়ে অপরূপ সুন্দর দেখাচ্ছিল লিন লাইশরামকে। বিয়ের আগের ও বিয়ের সময়ের একাধিক ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Randeep Hooda and Lin Laishram wedding: ফুলসাক্ষী করে সাতপাক! চিত্রাঙ্গদার ভূমির মেয়ের সঙ্গে রণদীপের গাঁটছড়া মৃদঙ্গধ্বনি ও বৈষ্ণবমন্ত্রপাঠে, রইল সাবেকিয়ানার ছবি

চোখ ধাঁধাঁনো ডেস্টিনেশন ওয়েডিং নয়। রাজকীয় আয়োজন নয়। বলিউডি বিয়ের চেনা গত ছেড়ে রণদীপ হুডা বিয়ে করলেন সংস্কৃতির শিকড়ের গভীরে গিয়ে। মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টিনসেল টাউনের নায়ক। জীবনসঙ্গিনী যেখানকার ভূমিকন্যা সেই মণিপুরের সংস্কৃতিই জড়িয়ে ছিল তাঁদের বিয়ের প্রতি মুহূর্তে। রাবিন্দ্রিক চিত্রাঙ্গদার ভূমি মণিপুরে তাঁদের বিয়ের মণ্ডপ থেকে পোশাক-সব কিছুতেই শুভ্রতার মায়া। মহাভারতের যোগসূত্র, বৈষ্ণব সংস্কৃতির কথা মনে পড়বেই তাঁদের বিয়ের ছবি এবং ভিডিও দেখলে।

মণিপুরী সংস্কৃতি অনুযায়ী বিয়ের পোশাক হিসেবে রণদীপ পরেছিলেন কোকয়েত, পায়জামা এবং ফেইজোম বা ধুতি। কনে লিনের পরনে ছিল সাবেক মণিপুরী পোশাক পটলোই। মেরুন আর সোনালি কম্বিনেশনের পটলোইয়ের সঙ্গে ছিল মানানসই সোনার গয়না। মাথার মুকুট থেকে গলার সারি সারি হার-সোনার ঝিলিকে লিন হয়ে ওঠেন অপরূপা। দেখে মনে হচ্ছিল যেন মণিপুরী নৃত্যশিল্পীদের পোশাক। তাঁদের সাজ প্রশংসিত ও চর্চিত সোশ্যাল মিডিয়ায়।

মণিপুরী রীতি রেওয়াজ অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শুরু হয় ‘বরযাত্রা’ দিয়ে। এই যাত্রার অগ্রভাগে ছিলেন রণদীপ। জলজ উদ্ভিদে বোনা আসন ‘কৌনা ফক’-এ তিনি বসেছিলেন পূর্বদিকে মুখ করে। এর পর প্রার্থনা ও অভিভাবকদের আশীর্বাদ গ্রহণের পর শুরু হয় অনুষ্ঠান। কনের বাড়িতে প্রবেশের পর রণদীপকে স্বাগত জানানো হয় মণিপুরী বাঁশের তৈরি আলো, ফুল এবং ধূপ দিয়ে। এর পর ছিল লেই-কোইবা এবং কুন্ডো-হুকপা বা মালাবদলের অনুষ্ঠান।

সাবেক বিয়ের রীতি অনুযায়ী কনে লিম বসেছিলেন। বর রণদীপ তাঁকে ঘিরে সাতপাক ঘোরেন। আগুনের পরিবর্তে প্রকৃতির প্রতীক স্বরূপ ফুলের চারপাশে ঘোরা হয়। বিয়ের আবহ হিসেবে ছিল মৃদঙ্গধ্বনি এবং বৈষ্ণব মন্ত্রপাঠ।

 

৪ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করলেন ৪৭ বছর বয়সি রণদীপ এবং ৩৭ বছরের লিন। জীবনসঙ্গীর চিন্তাভাবনা ও সংস্কৃতিকে সম্মান জানাতেই এভাবে বিয়ে, জানিয়েছেন রণদীপ। শুভ্রতার আবহে তাঁদের বিয়েতে আড়ম্বরকে ছাপিয়ে উঠে এসেছে সংস্কৃতি এবং সাবেকিয়ানা।

Randeep Hooda Wedding: বিয়ে করছেন রণদীপ হুডা! নতুন অধ্যায় শুরুর আগে চেয়ে নিলেন আশীর্বাদ, শুভ দিনটি কবে

গুঞ্জনে শিলমোহর বসল। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণদীপ হুডা। দীর্ঘ দিনের প্রেমিকা লীন লৈশ্রমের সঙ্গে সাতপাক ঘুরবেন তিনি।
গুঞ্জনে শিলমোহর বসল। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণদীপ হুডা। দীর্ঘ দিনের প্রেমিকা লীন লৈশ্রমের সঙ্গে সাতপাক ঘুরবেন তিনি।
ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে রণদীপ জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে বিয়ে করছেন রণদীপ। মুম্বইয়ে হবে রিসেপশনের পার্টি।
ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে রণদীপ জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে বিয়ে করছেন রণদীপ। মুম্বইয়ে হবে রিসেপশনের পার্টি।
ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালবাসেন রণদীপ। তাই ধুমধাম না করে ছিমছাম ভাবে বিয়ে করার সিদ্ধান্ত তাঁর।
ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালবাসেন রণদীপ। তাই ধুমধাম না করে ছিমছাম ভাবে বিয়ে করার সিদ্ধান্ত তাঁর।
জীবনের নতুন অধ্যায়ের শুরুর জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন রণবীর। তাঁদের বিশেষ দিনের সাক্ষী থাকবেন পরিবার-পরিজন এবং আত্মীয়রা।
জীবনের নতুন অধ্যায়ের শুরুর জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছেন রণবীর। তাঁদের বিশেষ দিনের সাক্ষী থাকবেন পরিবার-পরিজন এবং আত্মীয়রা।
রণবীরের স্ত্রী লীন পেশায় একজন অভিনেতা এবং শিল্প উদ্যোক্তা। ২০২১ সালেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। আপাতত নতুন সংসার সাজানোর অপেক্ষায় লীন এবং রণবীর
রণবীরের স্ত্রী লীন পেশায় একজন অভিনেতা এবং শিল্প উদ্যোক্তা। ২০২১ সালেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। আপাতত নতুন সংসার সাজানোর অপেক্ষায় লীন এবং রণবীর

Viral Video : গভীর জঙ্গলে দু’টি জিপের মাঝে ৬ টি বাঘ একসঙ্গে! রণদীপ হুডার পোস্ট করা ভিডিও দেখে শিহরিত সোশ্যাল মিডিয়া

ছ’টি বাঘের একসঙ্গে হেঁটে যাওয়ার বিরল দৃশ্য কুর্নিশ আদায় করেছে নেটিজেনদের (6 tigers walking together) ৷ শুক্রবার সকালে ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রণদীপ হুডা ৷ সেখানে দেখা যাচ্ছে বনের শুঁড়িপথ বেয়ে এগিয়ে আসছে ছ’টি রয়্যাল বেঙ্গল টাইগার! কবে ভিডিওটি তোলা হয়েছে জানা যায়নি৷ তবে শোনা যাচ্ছে নাগপুরের কাছে আমরেদ-করহান্ডলা অভয়ারণ্যের ভিডিও এটি৷

ভিডিওতে দু’জনের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে৷ তাঁরাও কথা বলছেন এই বিরল ভিডিও নিয়েই৷ প্রসঙ্গত কণ্ঠস্বরের মালিক যাঁরা, তাঁরাই ভিডিও করেছেন৷ তাঁদের গাড়ির পিছন পিছন এগিয়ে আসছিল বাঘের দলটি৷ কিছু ক্ষণ পর বাঘের দলের পিছনে আরও একটি গাড়ি দেখা গেল৷ এ বার দু’টি গাড়ির মাঝে একপাল বাঘ!

আরও পড়ুন : তরুণের হাতেই বিস্ফোরণ স্মার্টফোনে! জ্বলে উঠল দাউদাউ আগুন, দেখুন রোমহর্ষক ভিডিও

পিছনের জাঙ্গলসাফারির জিপটি দেখে একটি বাঘ চলে গেল দল ছেড়ে৷ ঢুকে পড়ল বনের মধ্যে৷ বাকি পাঁচ জন অবশ্য ওই পথেই এগিয়ে চলল৷ দু’টি জিপ এ বার ধীরে ধীরে এগোতে লাগল৷ মাঝে বাঘের দলের গতিও মন্থর৷ তারাও যেন জরিপ করছে অভয়ারণ্যে আসা দু’ পেয়েদের! দলের প্রধান বাঘটি তো বেশ এগিয়ে এল জিপের দিকে৷ তার পর থেমে গেল৷ শার্দূলবাহিনীকে ওই অবস্থায় রেখেই জিপ এগোতে থাকল৷ ভিডিয়ো শেষ এখানেই৷

আরও পড়ুন : আকাশ থেকে নেমে এল বিশালাকার সাপ ! আতঙ্কে জনতা, ভাইরাল ভিডিও শিহরণ জাগাবে

ভিডিওটি ট্যুইটরে শেয়ার করে রণদীপ (Randeep Hooda) লিখেছেন, তিনি সেটি হোয়াটসঅ্যাপে পেয়েছেন৷ এই একই ভিডিয়ো শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার রমেশ পাণ্ডে (Ramesh Randey, Indian Forest Service Officer)৷ তিনি এই ভিডিওর বিশেষ দিকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তাঁর কথায়, বাঘ একা থাকতে ভালবাসে৷ কখনওই সে দল বেঁধে থাকে না৷ এখানে একসঙ্গে এতগুলি বাঘ বেশ অন্যরকমের দৃশ্য বলে মনে করেন তিনি৷

আরও পড়ুন : হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও

ট্যুইটারে রমেশ লিখেছেন, ‘‘এটা সত্যি আকর্ষণীয় কিছু ঘটছে৷ সাম্প্রতিক অতীতে আমরা পান্না, পেঞ্চ এবং দুধওয়ায় পাঁচটি বাঘের দল দেখেছি৷ কিন্তু এ বার ছ’টা বাঘ একসঙ্গে সত্যি অবিশ্বাস্য৷’’

বাঘ স্বভাবগত ভাবে একা থাকতে ভালবাসে৷ শাবক-সহ বাঘিনী ছাড়া বাঘ কখনওই দল বেঁধে থাকে না৷ ফলে সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া সাম্প্রতিক ভিডিওটি ট্যুইটারেত্তিরা ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখে ফেলেছেন৷