Tag Archives: RBI

RBI: ফের ৫টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল RBI! অ্যাকাউন্ট আছে আপনার?

নয়া দিল্লি: নিয়ম না মানা ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েই চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। এবার আরও পাঁচ ব্যাঙ্ককে শাস্তি দিয়েছে আরবিআই। এগুলো সবই সমবায় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

আরবিআই যে ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে রয়েছে ইন্দাপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, দ্য পাটন আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, পুনে মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, জনকল্যাণ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন সার্ভেন্টস কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য এই ব্যাঙ্কগুলিকে জরিমানা করেছে।

কোন ব্যাঙ্ককে কত টাকা জরিমানা করা হয়েছে?
পুনের ইন্দাপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক জমা অ্যাকাউন্ট এবং ন্যূনতম ব্যালেন্স রক্ষণাবেক্ষণের নিয়ম উপেক্ষা করার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা করেছে। মুম্বাই-ভিত্তিক জনকল্যাণ সহকারী ব্যাঙ্ক লিমিটেডকে ক্রেডিট তথ্যের নিয়ম না মেনে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কারণে RBI এই ব্যাঙ্ককে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছে।

ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর নিয়ম উপেক্ষা করার জন্য মহারাষ্ট্রের সাতারার পাটন আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আমানত অ্যাকাউন্ট সম্পর্কে পর্যাপ্ত তথ্য না রাখার জন্য পুনে মার্চেন্টস কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সঠিক তথ্য শেয়ার না করার জন্য পুনে মিউনিসিপ্যাল​​কর্পোরেশন সার্ভেন্টস কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন,  তার ডেরাতেই লুকিয়েছিল মূল অভিযুক্ত ললিত, সংসদ হামলা কাণ্ডে ধৃত ষষ্ঠ অভিযুক্ত মহেশ

আরও পড়ুন, গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি, জগন্নাথের ধ্বজা দিয়ে হল খুঁটি পুজো! লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি শুরু ময়দানে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্ট করে বলেছে সমবায় ব্যাঙ্কগুলির কাজকর্মে হস্তক্ষেপ করার কোনও ইচ্ছা নেই। কিন্তু নিয়ম উপেক্ষা করায় এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এতে গ্রাহকদের উপর প্রভাব পড়বে না। পাঁচটি ব্যাঙ্কের কাজ স্বাভাবিকভাবে চলবে।

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের সীতাপুরে অবস্থিত আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ৭ ডিসেম্বর থেকে ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ব্যাঙ্কটির আর্থিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Bandhan Bank: রেলের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্টনে এবার বন্ধন ব্যাঙ্ক, অনুমোদন RBI-এর, শীঘ্রই শুরু হবে প্রক্রিয়া

কলকাতা: রেল মন্ত্রকের পক্ষ থেকে বন্ধন ব্যাঙ্ককে ই-পিপিও-এর মাধ্যমে পেনশন দেওয়ার অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, পেনশন বিতরণ প্রক্রিয়া পরিচালনার জন্য ব্যাঙ্ক শীঘ্রই রেল মন্ত্রকের সঙ্গে একযোগে কাজ শুরু করবে।

এই অনুমোদনের ফলে বন্ধন ব্যাঙ্ক রেল মন্ত্রকের সমস্ত প্রাক্তন কর্মচারীদের পেনশন দিতে পারবে। ১৭টি জোনাল রেলওয়ে এবং ৮টি উৎপাদন ইউনিট-সহ ভারতীয় রেলে প্রতি বছর ৫০ হাজার কর্মী অবসর নেন। তাঁদের সমস্ত নথির অ্যাক্সেস পাবে বন্ধন ব্যাঙ্ক। একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্যাঙ্ক।

আরও পড়ুন– ‘দেশে একটাই গ্যারান্টি, মোদিজীর গ্যারান্টি…’ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল বঙ্গ বিজেপি

ভারতীয় রেল দেশের সবচেয়ে বড় নিয়োগ প্রতিষ্ঠান। বর্তমানে ১.২ মিলিয়ন মানুষ কর্মরত। পেনশন দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বন্ধন ব্যাঙ্ক শীঘ্রই রেল মন্ত্রকের সঙ্গে একত্রে কাজ চালু করবে।

এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের হেড অফ গভর্নমেন্ট বিজনেস দেবরাজ সাহা বলেন, ‘‘এই অনুমোদন ব্যাঙ্কের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রমাণ। ভারতীয় রেলওয়ে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং বৃহত্তম নিয়োগ প্রতিষ্ঠান। এটি পেনশনভোগীদের প্রতিযোগিতামূলক হার এবং ব্যাঙ্কের দেওয়া অন্যান্য সুবিধা পেতে সাহায্য করবে।’’ পাশাপাশি ব্যাঙ্ক প্রদত্ত সিনিয়র সিটিজেনদের প্রাপ্য সুবিধাগুলি পাওয়ার সুযোগ দেবে। পেনশনভোগীরা বন্ধন ব্যাঙ্কের ১৬৪০টি-র বেশি শাখা থেকে পেনশন তুলতে পারবেন। এছাড়া ব্যবহার করতে পারবেন ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মও।

আরও পড়ুন-পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ! জেনে রাখা প্রয়োজন

২০২৩ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা তিন গুণেরও বেশি বেড়ে ৭২১ কোটি টাকা হয়েছে। গত বছর একই সময় ২০৯ কোটি টাকার তুলনায় নিট মুনাফা ২৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি ত্রৈমাসিকে ব্যাঙ্কের সঙ্গে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। এতে ব্যাঙ্ক গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৭ লাখ। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, ব্যাঙ্কের ৬২০০ টিরও বেশি আউটলেট ছিল। ব্যাঙ্কিং নেটওয়ার্কে ১৬২১টি শাখা এবং ৪৫৯৮টি ব্যাঙ্কিং ইউনিট রয়েছে।

প্রসঙ্গত বলে রাখা ভাল, বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে যে এই স্কিমে প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন প্রদান এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিদের পেনশন এবং অন্যান্য সুবিধা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

RBI: ‘ঋণ লাগবে না!’ এমন বিজ্ঞাপন দেখার আগেই সতর্ক হয়ে যান, বলছে RBI

নিউ দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সোমবার প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ঋণ মকুবের অফার সম্পর্কিত বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় যে ঋণ মকুবের প্রচারণা চালানো হচ্ছে। বলা হচ্ছে যে এটা বেআইনি। এ ধরনের ঋণ মকুবের প্রচারণা চালিয়ে কিছু সংস্থা গ্রাহকদের বিভ্রান্ত করছে।

RBI একটি বিবৃতিতে জানিয়েছে, ঋণ ছাড় দেওয়ার প্রস্তাব দেয় এমন বিজ্ঞাপনগুলিকে নোট দেওয়া হয়েছে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সক্রিয়ভাবে এই জাতীয় অনেক প্রচার করছে।
আরবিআই জানিয়েছে, এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ওয়েব ব্যাঙ্কিং সেক্টরের ক্ষতি করছে। ভুয়ো বিজ্ঞাপনদাতারা ভুয়ো ঋণ মকুবের সার্টিফিকেটের জন্য সার্ভিস ফি আদায় করে লুটপাট করছে।

আরও পড়ুন, পুরীর সমুদ্রে সাংঘাতিক কাণ্ড! জলে নামতেই টেনে নিল গোটা মানুষকে, পরের কাণ্ড মারাত্মক

আরও পড়ুন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায় ! চলতি সপ্তাহ থেকেই পুলিশি নজরদারি বাড়ছে শহরের দর্শনীয় স্থানে

আরবিআই জানিয়েছে, “এই ধরনের প্রতিষ্ঠান ভুলভাবে উপস্থাপন করছে, যে ব্যাঙ্ক সহ আর্থিক প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করার দরকার নেই।”
আরবিআই সতর্ক করেছে যে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলে সরাসরি আর্থিক ক্ষতি হতে পারে।

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, সাধারণ মানুষকে এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণার শিকার না হওয়ার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এই ধরনের ঘটনা রিপোর্ট করার জন্য সতর্ক করা হচ্ছে।

RBI: বছর শেষের আগেই ফের একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI, টাকা আদৌ ফেরত মিলবে?

বছর শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। এর মধ্যেই ফের একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই।
বছর শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। এর মধ্যেই ফের একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপর্যাপ্ত মূলধন এবং নিয়ম না মেনে চলার জন্য সম্প্রতি বেশ কিছু ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। এবার ফের একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপর্যাপ্ত মূলধন এবং নিয়ম না মেনে চলার জন্য সম্প্রতি বেশ কিছু ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে। এবার ফের একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই।
৭ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে আরবিআই। আরবিআই জানিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুর ইউপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে।
৭ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে আরবিআই। আরবিআই জানিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুর ইউপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে।
আরবিআই উত্তরপ্রদেশের সমবায় কমিশনার এবং রেজিস্ট্রারকে ব্যাঙ্ক বন্ধ করার এবং ব্যাঙ্কের জন্য একটি লিকুইডেটর নিয়োগ করার জন্য একটি আদেশ জারি করেছে।
আরবিআই উত্তরপ্রদেশের সমবায় কমিশনার এবং রেজিস্ট্রারকে ব্যাঙ্ক বন্ধ করার এবং ব্যাঙ্কের জন্য একটি লিকুইডেটর নিয়োগ করার জন্য একটি আদেশ জারি করেছে।
এই সমবায় ব্যাঙ্কটি ৭ ডিসেম্বর থেকে ব্যাঙ্কিং কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পরে আমানতকারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবেন।
এই সমবায় ব্যাঙ্কটি ৭ ডিসেম্বর থেকে ব্যাঙ্কিং কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পরে আমানতকারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবেন।
এই টাকা ডিআইসিজিসি কভারের অধীনে দেওয়া হবে। এর আওতায় ৯৮.৩২ শতাংশ আমানতকারী তাদের পুরো টাকা পাবেন।
এই টাকা ডিআইসিজিসি কভারের অধীনে দেওয়া হবে। এর আওতায় ৯৮.৩২ শতাংশ আমানতকারী তাদের পুরো টাকা পাবেন।
আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কে অপর্যাপ্ত মূলধন রয়েছে। তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। ব্যাঙ্কটিকে রাখা হলে আমানতকারীদের স্বার্থের ক্ষতি হতে পারত।
আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কে অপর্যাপ্ত মূলধন রয়েছে। তাই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। ব্যাঙ্কটিকে রাখা হলে আমানতকারীদের স্বার্থের ক্ষতি হতে পারত।

 

এর আগে ৪ ডিসেম্বর কোলহাপুরের অবস্থিত শঙ্কররাও পূজারি নতুন নাগরী সহকারী ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছিল RBI।
এর আগে ৪ ডিসেম্বর কোলহাপুরের অবস্থিত শঙ্কররাও পূজারি নতুন নাগরী সহকারী ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছিল RBI।

আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! দেখে নিন কত টাকা ফেরত পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা

সোমবার ফের আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ জানানো হয়েছে শঙ্কররাও পূজারি নূতন নগরী সহকারী ব্যাঙ্ক (Shankarrao Pujari Nutan Nagari Sahakari Bank) লিমিটেডের লাইসেন্স বাতিল করা হল ৷ ৪ ডিসেম্বর ২০২৩ ব্যবসা বন্ধ হওয়ার প্রভাবে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ করা হয়েছে ৷
সোমবার ফের আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ জানানো হয়েছে শঙ্কররাও পূজারি নূতন নগরী সহকারী ব্যাঙ্ক (Shankarrao Pujari Nutan Nagari Sahakari Bank) লিমিটেডের লাইসেন্স বাতিল করা হল ৷ ৪ ডিসেম্বর ২০২৩ ব্যবসা বন্ধ হওয়ার প্রভাবে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ করা হয়েছে ৷
আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত মূলধন এবং আয়ের সম্ভাবনা প্রায় নেই ৷ এর জেরেই লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই গ্রাহকদের মাথায় এখন একাধিক প্রশ্ন ঘুরছে ৷
আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত মূলধন এবং আয়ের সম্ভাবনা প্রায় নেই ৷ এর জেরেই লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই গ্রাহকদের মাথায় এখন একাধিক প্রশ্ন ঘুরছে ৷
সকলেই ব্যাঙ্কে জমা রাখা টাকা নিয়ে বেশ চিন্তিত ৷ কী হবে তাঁদের টাকার ? আদৌ কি ফেরত পাবেন কোনও টাকা ? পেলে কত টাকা পাবেন ?
সকলেই ব্যাঙ্কে জমা রাখা টাকা নিয়ে বেশ চিন্তিত ৷ কী হবে তাঁদের টাকার ? আদৌ কি ফেরত পাবেন কোনও টাকা ? পেলে কত টাকা পাবেন ?
ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ৯৯.৮৫ শতাংশ গ্রাহক ডিপোজিট ইনস্যুরেন্স ও ক্রেডিট গ্যারেন্টি নিগম (DICGC) থেকে ব্যাঙ্কে জমা পুরো টাকা ফেরত পাবেন ৷
ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ৯৯.৮৫ শতাংশ গ্রাহক ডিপোজিট ইনস্যুরেন্স ও ক্রেডিট গ্যারেন্টি নিগম (DICGC) থেকে ব্যাঙ্কে জমা পুরো টাকা ফেরত পাবেন ৷
আরবিআই আরও জানিয়েছে, কো-অপারেটিভ ব্যাঙ্ক তাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে ডিপোজিটারদের পুরো টাকা ফেরত দিতে পারবে না ৷ কোঅপারেশন কমিশনার ও রেজিস্ট্রার কোঅপারেটিভ সোসাইটি, মহারাষ্ট্র থেকে ব্যাঙ্ক বন্ধ করতে এবং ব্যাঙ্কের জন্য লিক্যুয়িডিটার নিযুক্ত করার নির্দেশ জারি করার অনুরোধ করেছে ৷
আরবিআই আরও জানিয়েছে, কো-অপারেটিভ ব্যাঙ্ক তাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে ডিপোজিটারদের পুরো টাকা ফেরত দিতে পারবে না ৷ কোঅপারেশন কমিশনার ও রেজিস্ট্রার কোঅপারেটিভ সোসাইটি, মহারাষ্ট্র থেকে ব্যাঙ্ক বন্ধ করতে এবং ব্যাঙ্কের জন্য লিক্যুয়িডিটার নিযুক্ত করার নির্দেশ জারি করার অনুরোধ করেছে ৷
লিক্যুয়িডেশন প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডার DICGC থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স ক্লেম করতে পারবেন ৷

লিক্যুয়িডেশন প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডার DICGC থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স ক্লেম করতে পারবেন ৷

এই ব্যাঙ্ক নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র ! আপনার অ্যাকাউন্ট রয়েছে এখানে ?

বেশ কিছু সময় ধরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) একাধিক কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে । কিছু ব্যাঙ্কের উপর জরিমানা লাগু করা হয়েছে তো আবার কিছু ব্যাঙ্কের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এবার এই লিস্টে নাম যোগ হল আরও একটি ব্যাঙ্কের । প্রশাসনিক ব্যর্থতার কারণে এবার অভ্যুদয় কোঅপারেটিভ ব্যাঙ্কের বোর্ড প্রায় এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ সত্য প্রকাশ পাঠককে প্রশাসক নিযুক্ত করা হয়েছে ৷
বেশ কিছু সময় ধরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) একাধিক কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে । কিছু ব্যাঙ্কের উপর জরিমানা লাগু করা হয়েছে তো আবার কিছু ব্যাঙ্কের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এবার এই লিস্টে নাম যোগ হল আরও একটি ব্যাঙ্কের । প্রশাসনিক ব্যর্থতার কারণে এবার অভ্যুদয় কোঅপারেটিভ ব্যাঙ্কের বোর্ড প্রায় এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ৷ সত্য প্রকাশ পাঠককে প্রশাসক নিযুক্ত করা হয়েছে ৷
তবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷  ABHYUDAYA COOPERATIVE BANK এর কোনও পরিষেবা বা কাজ এর জন্য প্রভাবিত হবে না ৷
তবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷ ABHYUDAYA COOPERATIVE BANK এর কোনও পরিষেবা বা কাজ এর জন্য প্রভাবিত হবে না ৷
এবার গ্রাহকদের কী হবে ? আরবিআই জানিয়েছে, গ্রাহকরা আগের মতোই পরিষেবা পাবেন ৷ ১৯৬৪ সালে ABHYUDAYA COOPERATIVE BANK এর পরিষেবার শুরু হয়েছিল ৷ মাত্র ৫০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল ABHYUDAYA COOPERATIVE BANK ৷
এবার গ্রাহকদের কী হবে ? আরবিআই জানিয়েছে, গ্রাহকরা আগের মতোই পরিষেবা পাবেন ৷ ১৯৬৪ সালে ABHYUDAYA COOPERATIVE BANK এর পরিষেবার শুরু হয়েছিল ৷ মাত্র ৫০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল ABHYUDAYA COOPERATIVE BANK ৷
শুরুতে ছোট ব্যবসায়ীদের জন্য এই ব্যাঙ্ক শুরু হয়েছিল ৷ এরপর ১৯৬৫ সালে Abhyudaya Co-op. Bank শুরু হয় ৷
শুরুতে ছোট ব্যবসায়ীদের জন্য এই ব্যাঙ্ক শুরু হয়েছিল ৷ এরপর ১৯৬৫ সালে Abhyudaya Co-op. Bank শুরু হয় ৷
১৯৮৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্ককে সিডিউল ব্যাঙ্কের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে ৷ এরপর ব্যাঙ্কের শাখা মুম্বই-সহ একাধিক বড় শহরে খোলা হয় ৷

১৯৮৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্ককে সিডিউল ব্যাঙ্কের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে ৷ এরপর ব্যাঙ্কের শাখা মুম্বই-সহ একাধিক বড় শহরে খোলা হয় ৷
অভ্যুদয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে, মুম্বইয়ের এই কোঅপারেটিভ ব্যাঙ্কের মোট ১০৯টি শাখা রয়েছে। এর মধ্যে ১৮টি শাখা তো সপ্তাহে ৭ দিন পরিষেবা প্রদান করছে।
অভ্যুদয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে, মুম্বইয়ের এই কোঅপারেটিভ ব্যাঙ্কের মোট ১০৯টি শাখা রয়েছে। এর মধ্যে ১৮টি শাখা তো সপ্তাহে ৭ দিন পরিষেবা প্রদান করছে।
আর অভ্যুদয় কোঅপারেটিভ ব্যাঙ্কের মোট ১১৩টি এটিএম রয়েছে। ওই ওয়েবসাইট থেকে আরও জানা গিয়েছে যে, ২০২১ সালের ৩১ মার্চের হিসেব অনুযায়ী, ওই ব্যাঙ্কের ডিপোজিটের পরিমাণ ১০৯৫২ টাকা। যা তার আগের অর্থবর্ষে ছিল ১০৮৩৮ কোটি টাকা।

আর অভ্যুদয় কোঅপারেটিভ ব্যাঙ্কের মোট ১১৩টি এটিএম রয়েছে। ওই ওয়েবসাইট থেকে আরও জানা গিয়েছে যে, ২০২১ সালের ৩১ মার্চের হিসেব অনুযায়ী, ওই ব্যাঙ্কের ডিপোজিটের পরিমাণ ১০৯৫২ টাকা। যা তার আগের অর্থবর্ষে ছিল ১০৮৩৮ কোটি টাকা।

RBI-এর বড় সিদ্ধান্ত! ১ বছরের জন্য সাসপেন্ড হল এই ব্যাঙ্কের বোর্ড, অ্যাকাউন্ট হোল্ডাররা কী সমস্যায় পড়বেন ?

রিজার্ভ ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত ৷ এবার ABHYUDAYA COOPERATIVE ব্যাঙ্কের বোর্ড সাসপেন্ড করল আরবিআই ৷ ১ বছরের জন্য সাসপেন্ড করা হল ব্যাঙ্কের বোর্ড ৷ সত্য প্রকাশ পাঠককে অ্যাডমিনিস্ট্রেটার নিযুক্ত করা হয়েছে ৷ তবে এর কোনও প্রভাব গ্রাহকদের উপর পড়বে না ৷
রিজার্ভ ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত ৷ এবার ABHYUDAYA COOPERATIVE ব্যাঙ্কের বোর্ড সাসপেন্ড করল আরবিআই ৷ ১ বছরের জন্য সাসপেন্ড করা হল ব্যাঙ্কের বোর্ড ৷ সত্য প্রকাশ পাঠককে অ্যাডমিনিস্ট্রেটার নিযুক্ত করা হয়েছে ৷ তবে এর কোনও প্রভাব গ্রাহকদের উপর পড়বে না ৷
বোর্ডের প্রশাসনিক ব্যর্থতার জন্য বোর্ডকে স্থগিত করা হয়েছে ৷ তবে ABHYUDAYA COOPERATIVE BANK এর কোনও পরিষেবা বা কাজ এর জন্য প্রভাবিত হবে না ৷
বোর্ডের প্রশাসনিক ব্যর্থতার জন্য বোর্ডকে স্থগিত করা হয়েছে ৷ তবে ABHYUDAYA COOPERATIVE BANK এর কোনও পরিষেবা বা কাজ এর জন্য প্রভাবিত হবে না ৷
এবার গ্রাহকদের কী হবে ? আরবিআই জানিয়েছে, গ্রাহকরা আগের মতোই পরিষেবা পাবেন ৷ ১৯৬৪ সালে ABHYUDAYA COOPERATIVE BANK এর পরিষেবার শুরু হয়েছিল ৷ মাত্র ৫০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল ABHYUDAYA COOPERATIVE BANK ৷
এবার গ্রাহকদের কী হবে ? আরবিআই জানিয়েছে, গ্রাহকরা আগের মতোই পরিষেবা পাবেন ৷ ১৯৬৪ সালে ABHYUDAYA COOPERATIVE BANK এর পরিষেবার শুরু হয়েছিল ৷ মাত্র ৫০০০ টাকা দিয়ে শুরু হয়েছিল ABHYUDAYA COOPERATIVE BANK ৷
শুরু তে দুধের এবং ছোট ব্যবসায়ীদের জন্য এই ব্যাঙ্ক শুরু হয়েছিল ৷ এরপর ১৯৬৫ সালে Abhyudaya Co-op. Bank শুরু হয় ৷
শুরু তে দুধের এবং ছোট ব্যবসায়ীদের জন্য এই ব্যাঙ্ক শুরু হয়েছিল ৷ এরপর ১৯৬৫ সালে Abhyudaya Co-op. Bank শুরু হয় ৷
১৯৮৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্ককে সিডিউল ব্যাঙ্কের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে ৷ এরপর ব্যাঙ্কের শাখা মুম্বই-সহ একাধিক বড় শহরে খোলা হয় ৷

১৯৮৮ সালে রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্ককে সিডিউল ব্যাঙ্কের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে ৷ এরপর ব্যাঙ্কের শাখা মুম্বই-সহ একাধিক বড় শহরে খোলা হয় ৷

৪ সমবায় ব্যাঙ্ককে আর্থিক জরিমানা RBI-র, আপনার অ্যাকাউন্ট রয়েছে? গ্রাহকদের টাকার কী হবে?

চারটি সমবায় ব্যাঙ্ক এবং একটি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। সমবায় ব্যাঙ্কগুলি হল - নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মেহসানা আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড। এনবিএফসি হল স্যাপারস ফিনান্স অ্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড।
চারটি সমবায় ব্যাঙ্ক এবং একটি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। সমবায় ব্যাঙ্কগুলি হল – নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মেহসানা আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড। এনবিএফসি হল স্যাপারস ফিনান্স অ্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড।
ইউসিবি-তে জালিয়াতি: মনিটরিং এবং রিপোর্টিং মেকানিজমের পরিবর্তন' এবং 'রক্ষণাবেক্ষণ' সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর নির্দেশিকা না মানায় নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৪৮.৩০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি এই সমবায় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দেরিতে রিপোর্ট করেছে বলেও জানিয়েছে আরবিআই।
ইউসিবি-তে জালিয়াতি: মনিটরিং এবং রিপোর্টিং মেকানিজমের পরিবর্তন’ এবং ‘রক্ষণাবেক্ষণ’ সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর নির্দেশিকা না মানায় নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৪৮.৩০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি এই সমবায় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দেরিতে রিপোর্ট করেছে বলেও জানিয়েছে আরবিআই।
‘ডিপোজিটে সুদের হার’-এর উপর রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ না মানায় মেহসানা আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে, এই ব্যাঙ্ক এমন সব ট্রাস্টের সেভিংস অ্যাকাউন্ট খুলেছে যাঁদের সম্পূর্ণ আয় আয়কর আইন ১৯৬১-এর অধীনে আয়কর প্রদান থেকে ছাড় দেওয়া হয়নি।
‘ডিপোজিটে সুদের হার’-এর উপর রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ না মানায় মেহসানা আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছে, এই ব্যাঙ্ক এমন সব ট্রাস্টের সেভিংস অ্যাকাউন্ট খুলেছে যাঁদের সম্পূর্ণ আয় আয়কর আইন ১৯৬১-এর অধীনে আয়কর প্রদান থেকে ছাড় দেওয়া হয়নি।
সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড রিজার্ভ ব্যাঙ্কের ‘বোর্ড অফ ডিরেক্টরস-ইউসিবি’ নির্দেশিকা না মানায় ২ লাখ টাকা জরিমানার মুখে পড়েছে। পাশাপাশি ব্যাঙ্কিং রেগুলেটর জানিয়েছে, ব্যাঙ্কের পরিচালকের আত্মীয়কে দেওয়া ঋণ নবায়ন করেছে সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড।
সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড রিজার্ভ ব্যাঙ্কের ‘বোর্ড অফ ডিরেক্টরস-ইউসিবি’ নির্দেশিকা না মানায় ২ লাখ টাকা জরিমানার মুখে পড়েছে। পাশাপাশি ব্যাঙ্কিং রেগুলেটর জানিয়েছে, ব্যাঙ্কের পরিচালকের আত্মীয়কে দেওয়া ঋণ নবায়ন করেছে সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড।
পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ‘বোর্ড অফ ডিরেক্টরস – ইউসিবি’ সংক্রান্ত নির্দেশিকা না মানার জন্যই এই জরিমানা বলে জানা গিয়েছে। পাশাপাশি শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড ব্যাঙ্কিং নিয়মের বিপরীতে গিয়ে পরিচালকদের ঋণের পরিমাণ বাড়িয়েছে।
পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ‘বোর্ড অফ ডিরেক্টরস – ইউসিবি’ সংক্রান্ত নির্দেশিকা না মানার জন্যই এই জরিমানা বলে জানা গিয়েছে। পাশাপাশি শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড ব্যাঙ্কিং নিয়মের বিপরীতে গিয়ে পরিচালকদের ঋণের পরিমাণ বাড়িয়েছে।
নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান স্যাপারস ফিনান্স অ্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তাদের বিরুদ্ধে অধিগ্রহণ বা হস্তান্তরের ক্ষেত্রে আরবিআই-এর ‘পূর্বানুমোদন পাওয়ার প্রয়োজনীয়তা’ সংক্রান্ত নির্দেশিকা না মানার অভিযোগ রয়েছে।
নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান স্যাপারস ফিনান্স অ্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তাদের বিরুদ্ধে অধিগ্রহণ বা হস্তান্তরের ক্ষেত্রে আরবিআই-এর ‘পূর্বানুমোদন পাওয়ার প্রয়োজনীয়তা’ সংক্রান্ত নির্দেশিকা না মানার অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, প্রযোজ্য রিটার্ন সংক্রান্ত নির্দেশিকাও আরবিআই-তে জমা দেয়নি তারা। উল্লেখ্য, এই আর্থিক জরিমানার কারণে গ্রাহকদের কোনও অসুবিধার মুখে পড়তে হবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
শুধু তাই নয়, প্রযোজ্য রিটার্ন সংক্রান্ত নির্দেশিকাও আরবিআই-তে জমা দেয়নি তারা। উল্লেখ্য, এই আর্থিক জরিমানার কারণে গ্রাহকদের কোনও অসুবিধার মুখে পড়তে হবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Personal Loan: পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের নিয়ম আরও কঠোর করল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়তে পারে ঋণের হার

কলকাতা: ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট কার্ডের নিয়ম আরও আঁটোসাঁটো করল রিজার্ভ ব্যাঙ্ক। সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে এই নিয়ম লাগু হবে। পাশাপাশি কনজিউমার ক্রেডিট এক্সপোজারের রিস্ক ওয়েট ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে ঋণের হার বাড়বে বলে আশঙ্কা ঋণগ্রহীতাদের। প্রসঙ্গত, এতদিন কনজিউমার ক্রেডিট এক্সপোজারের রিস্ক ওয়েট ১০০ শতাংশ ছিল। এখন থেকে তা ১২৫ শতাংশ হল।

বৃহস্পতিবার এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, ‘পর্যালোচনার পর কনজিউমার ক্রেডিট এক্সপোজারের রিস্ক ওয়েট ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় আসবে ব্যক্তিগত ঋণ। তবে গৃহঋণ, শিক্ষাঋণ, যানবাহন ঋণ, সোনা এবং সোনার গয়নার ঋণ এর আওতায় পড়বে না’। উল্লেখ্য, ‘রিস্ক ওয়েট’ হল মূলধন যা ব্যাঙ্কগুলিকে প্রতিটা ঋণের জন্য আলাদা করে রাখতে হয়।

আরও পড়ুন: ছট পুজোর আগে বাজারে বিক্রি হচ্ছে মাখানা! কখনও খেয়েছেন? উপকার জানলে আজই কিনবেন

রিজার্ভ ব্যাঙ্ক বৃহস্পতিবার ক্রেডিট কার্ড এক্সপোজারে রিস্ক ওয়েটও ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে। এর ফলে ব্যাঙ্কগুলিতে ১৫০ শতাংশ এবং এনবিএফসি-তে ক্রেডিট কার্ডের রিস্ক ওয়েট ১২৫ শতাংশ হল। কার্তিক শ্রীনিবাসন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং গ্রুপ হেড (আর্থিক সেক্টর রেটিং), আইসিআরএ, বলেছেন, ‘কনজিউমার ক্রেডিট এক্সপোজারের রিস্ক ওয়েট বাড়ানো হতে পারে বলে আগেই অনুমান করা হয়েছিল। কিন্তু নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলিকে ঋণের জন্য রিস্ক ওয়েট বৃদ্ধি অপ্রত্যাশিত’।

আরও পড়ুন: রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, কতটা হাঁটবেন জানুন

রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে ঋণের হার বাড়বে বলে মনে করছেন কার্তিক শ্রীনিবাসন। তাঁর কথায়, ‘এই ঘোষণার ফলে ঋণদাতাদের উচ্চ মূলধনের প্রয়োজন হবে। ফলে ঋণগ্রহীতাদের জন্য ঋণের হার বৃদ্ধি পাবে। কর্পোরেট বন্ডগুলিতেও এর প্রভাব পড়তে পারে’। গত মাসে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, ‘ব্যক্তিগত ঋণ ক্যাটাগরিতে বেশ কিছু নতুন চাপের ক্ষেত্র তৈরি হচ্ছে। যা গভীরভাবে পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক’। চলতি বছরের জুলাই ও অগাস্ট মাসে দেশের বৃহত্তম ব্যাঙ্কগুলির এমডি, সিইও এবং এনবিএফসিগুলির সঙ্গে বৈঠকে কনজিউমার ক্রেডিট এক্সপোজারে উচ্চ প্রবৃদ্ধি এবং ব্যাঙ্ক ঋণের উপর এনবিএফসি-র ক্রমবর্ধমান নির্ভরতা নিয়েও আলোচনা হয়।