Tag Archives: Fight

Child Theft Rumor: বাচ্চা চুরির গুজবে রণক্ষেত্র বারাসত, মারধর-পুলিশের গাড়ি ভাঙচুর

উত্তর ২৪ পরগনা: ছেলেধরা এসে এলাকা থেকে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে, এই আতঙ্ককে রণক্ষেত্রের চেহারা নিল বারাসত। স্রেফ সন্দেহের জেরে বাচ্চা চোর ভেবে বেধড়ক মারধর করল এক মহিলাকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে এলাকাবাসীদের ক্ষোভের আগুন গিয়ে পড়ে পুলিশের উপর। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

বারাসতের কাজীপাড়ায় শিশু মৃত্যুর ঘটনার পর সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে এক মহিলার ছবি দিয়ে দাবি করা হয়, বারাসতে নিত্যদিন তিনি বাচ্চা চুরি করে বেড়াচ্ছেন। তারপর থেকেই এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়েছিল। এদিন বারাসত সেন্ট্রাল মডেল স্কুল এবং বারাসত তেঁতুলতলায় দুটি বাচ্চার নিখোঁজ হওয়ার খবর আসে। তারপর থেকেই ভেতরে ভেতরে উত্তেজনা বাড়ছিল। সেই সময় এক মহিলাকে বাচ্চা নিয়ে উঠতে দেখে তাঁকে ছেলে ধরা ভেবে বসে এলাকার মানুষ।

আর‌ও পড়ুন: দেশের বৃহত্তম হিজল বন বাংলায়, সার্ভের পরই হবে সংরক্ষণ

এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সেখানে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে স্থানীয়দের। সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের বিষয়টি নজরে আসার পর থেকেই পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে প্রচার চালানো হচ্ছিল। কিন্তু তাতে যে কাজের কাজ কিছু হয়নি এদিনের ঘটনাই তার প্রমাণ। এদিনের ঘটনাকে গুজবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন।

এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের একাংশের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তাতে কিছু পুলিশকর্মী আহত‌ও হন। বারাসাত থানার দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এক সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় বারাসত জেলা পুলিশের এসডিপিও সহ বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনীকে। জনরোষ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। এদিকে গুজব ছড়ানোর অপরাধে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীকে কোন‌ওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

রুদ্রনারায়ণ রায়

Kohli Gambhir Fight: কোহলির নাম শুনেই রেগে আগুন গম্ভীর! নতুন ভিডিও ঘিরে তোলপাড়

বিরাট কোহলি ও গৌতম গম্ভারের মধ্যে নজিরবিহিন ঝামেলার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু তার রেশ যেন কিছুতেই কাটতে চাইছে। ভারতীয় ক্রিকেট মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে কোহলি ও গম্ভীরের বিবাদ। সোশ্যাল মিডিয়াও তোলপার বিরাট-গম্ভীর ‘যুদ্ধ’ নিয়ে। ম্যাচের পর ড্রেসিং রুমে নাম না করে গম্ভীরের উদ্দেশ্যে কোহলি বলেছিলেন,’ইট মারলে পাটকেল খেতে হবে’। বুধবার রাতে ট্যুইটে নাম না করে কোহলিকেও কটাক্ষ করেন গম্ভীর। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। যেখানে কোহলির নাম শুনেই রেগে আগুন গম্ভীর।

সোমবার আরসিবি বনাম লখনউ ম্যাচ শেষে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তুমুল ঝামেলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার বুধবার সিএসকে বনাম এলএসজি ম্যাচের সময়কার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যায়, গৌতম গম্ভীর, অমিত মিশ্রা ও লখনউ এক সাপোর্টিং স্টাফ সিঁড়ি দিয়ে উঠে আসছেন। সেই সময় একদল দর্শক গম্ভীরকে দেখে কোহলি কোহলি বলতে থাকেন। গম্ভীর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেন কারা আওয়াজ দিচ্ছেন। সেই সময় গম্ভীরের চোখ-মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা বিরক্ত তিনি।

আরও পড়ুনঃ Virat Kohli: এবার আসরে পাকিস্তান! নবীনের পাশে দাঁড়িয়ে কোহলিকে ‘আক্রমণ’ আফ্রিদির

ইতিমধ্যেই আরসিবি ও এলএসজি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।

Kohli Gambhir Fight: কোহলি সম্পর্কে তাঁর কী ধারণা, পুরনো ভিডিওতে গম্ভীরের মন্তব্য ঘিরে তোলপার নেট দুনিয়া

এক দশকেরও বেশি পুরনো বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু এই গম্ভীরই এক সময় তিনি যখন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার নিজের ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দিয়েছিলেন তরুণ কোহলির হাতে। দুজনের সম্পর্কের শুরুটা খারাপ দিয়ে হয়নি। কিন্তু ২০১৩ সালের আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচে প্রথম ঝামেলায় জড়ানোর পর থেকে আর দুই দিল্লির ক্রিকেটারের সম্পর্কের বাঁধনটা ক্রমেই আলগা হতে থাকে। আর বর্তমানে একে অপরের চরম শত্রু বললেও কম হবে। বিশেষ করে আইপিএল ২০২৩-এর আরসিবি বনাম এলএসজি ম্যাচ শেষে যে বেনজির ঝামেলায় জড়িয়েছেন কোহলি-গম্ভীর।

এক জন প্রাক্তন, অপর জন বর্তমান, দুই তারকার ক্রিকেটারের ঝামেলা নিয়ে উত্তাল নেট দুনিয়া। কোহলি ও গম্ভীর সমর্থকরা উভয়ই তাদের প্রিয় তারকার সমর্থনে নানা যুক্তি দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সামনে উঠে আসছে একের পর এক পুরনো ভিডিও। এমনই একটি ভিডিও ফের নেট দুনিয়ায় ঝড় তুলেছে।  একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে গৌতম গম্ভাীরের দেওয়া সাক্ষাৎকারের ওই ভিডিও। যেখানে গৌতম গম্ভীরকে দেখা গিয়েছে বিরাট কোহলি সম্পর্কে তাঁর কী ধারণা, নিজের সম্পর্কেও কী মনে করেন, এছাড়া কোহলির সঙ্গে তার সম্পর্ক নানা বিষয়ে মতামত ব্যক্ত করেছেন গম্ভীর।

ভিডিওতে গম্ভীর কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে প্রশ্নে অকপট উত্তর দেন। বলেন,”আমি শুধু একটা জিনিস পরিষ্কার করতে চাই। আপনি যখন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছেন, যখন আপনি একে অপরের বিরুদ্ধে খেলছেন তখন আপনাকে আপনার দলের জন্য আক্রমণাত্মক হতে হবে। একজন নেতা হিসেবে আপনি যদি চান আপনার দল আক্রমণাত্মক হোক, আপনাকেও আক্রমণাত্মক হতে হবে। আমরা সকলেই চাই আমাদের দলও মাঠে সেইভাবেই পারফর্ম করবে যেভাবে আমি করি। আমরা দুজনেই আক্রমণাত্মক ব্যক্তি। এবং উত্সাহী ব্যক্তি। দুজনেই আবেগতাড়িত। কারণ আমরা আমাদের নিজ নিজ দলের জন্যও ভাল করতে চাই।”

এছাড়াও গৌতম গম্ভীর ওই ভিডিওতে বলতে শোনা যায়,”আবার…আগামীকাল যদি আমি বিরাটের বিরুদ্ধে খেলি, এবং যদি আমাকে আক্রমণাত্মক হতে হয়, আমি আক্রমণাত্মক হব। এটাই আমার ব্যক্তিত্বের ধরন, এবং সেইভাবেই আমি খেলতে চাই। আমি তার কাছ থেকেও তাই আশা করি”। তবে মাঠের বাইরে তাদের সম্পর্ক নিয়ে গম্ভীর বলেছেন,”আমরা বেশ ভালো বন্ধু। আমরাও বেশ ভালো বন্ধু থাকতেও চাই, কিন্তু ক্রিকেট মাঠে নয়। মাঠের বাইরে, আমরা অনেক কিছু নিয়ে আড্ডা দিতে পারি এবং অন্যান্য অনেক বিষয়েও আলোচনা করতে। কিন্তু ক্রিকেট মাঠে বিষয়টি সিরিয়াস।” গৌতম গম্ভীররের এই পুরনো ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সেখানে নেটিজেনরা নানা রকম মন্তব্যও করেছেন। “আশা করি তেমনটাই হবে”, অপর একজন নেটাগরিক লিখেছেন “কিন্তু গতকাল বিষযটি উল্টো ছিল । ম্যাচ হারার পর গম্ভীর তার ঠাণ্ডা মেজাজ হারান”।

আরও পড়ুনঃ পরিবারকে আক্রমণ! অকথ্য গালি! কোহলি-গম্ভীর ‘লড়াই’-এর সময় কী বলেছিলেন একে অপরকে, ফাঁস হল রহস্য

আরও পড়ুনঃ Lionel Messi Suspended: মেসিকে চরম শাস্তি দিল পিএসজি, তাহলে কী ফরাসী ক্লাবের সঙ্গে এবার সম্পর্ক শেষ!

প্রসঙ্গত, ইতিমধ্যেই আরসিবি ও এলএসডি ম্যাচ শেষে ঝামেলার ঘটনায় বিরাট কোহলি, গৌতম গম্ভীর ও নবীন উলল হককে শাস্তি দিয়েছেন বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। বিরাট এবং গম্ভীরের পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে নবীন উল হকের। ভবিষ্যতে এমন ঝামেলায় ফের জড়াল আরও কঠিন শাস্তিও হতে পারে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। দুই সিনিয়র ক্রিকেটারের এমন আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।

Kohli vs Gambhir: শুধু কোহলি-গম্ভীর ‘যুদ্ধ’ নয়, আরও ২ লখনউ ক্রিকেটারের সঙ্গে তুমুল বিবাদ বিরাটের

লখনউ: আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ শেষে সোমবার আরও একবার ক্রিকেট বিশ্ব দেখল বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের তুমুল বাদানুবাদ। যা সচরাচর ক্রিকেট মাঠে দেখা যায় না। একে অপরের দিকে তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ করতে দেখা যায় কোহলি-গম্ভীরকে। এই দুই তারকার মধ্যে যে একটা ঠান্ডা-গরম যুদ্ধ বিগত এক দশকের বেশি সময় ধরে চলে আসছে তা আমাদের সকলেরই জানা। কিন্তু সোমবার ম্যাচে প্রথমেই গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা লাগেনি বিরাট কোহলির। কোহলির সঙ্গে বিবাদের সূত্রপাত অন্য কারও সঙ্গে। কিন্তু শেষে তা রূপ পায় কোহলি-গম্ভীর ‘যুদ্ধের।’

লখনউয়ের লো স্কোরিং ম্যাচে আরসিবির দেওয়া ১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেেক পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল এলএসজি। এমনিতেও এই ম্যাচ ছিল চিন্নাস্বামীতে আরসিবির হোমে লখনউয়ের বিরুদ্ধে হারের প্রতিশোধ ম্যাচ। তাই গরমাগরম পরিস্থিতি প্রথম থেকেই ছিল। কোহলির সেই মেজাজ ও অ্যাগ্রেশন ফিল্ডিং করতে নেমে প্রথন থেকেই দেখা যাচ্ছিল। একটা সময় যখন ক্রিজে ছিলেন অমিত মিশ্রা ও নবীন উল হক। তখনই প্রথম নবীন উল হকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। তারপর সেই বিবাদ থামাতে গিয়ে অমিত মিশ্রার সঙ্গেও কোহলিরও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

আরও পড়ুনঃ Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে বিরাট কোহলিকে কিছু একটা বলেন নবীন উল হক। সেই সময়ই তেড়ে গিয়ে পাল্টা তার প্রতিক্রিয়া দেন বিরাট কোহলি। উত্তপ্ত পরিস্থতির সৃষ্টি হয়। চলে বাদানুবাদ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অমিত মিশ্রা। দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে দূরে নিয়ে আসেন ম্যাচ আম্পায়ারও। মিশ্রার সঙ্গেও অল্প বিস্তর বাদানুবাদ হয় কোহলির। বিরাট বোঝানোর চেষ্টা করেন ঝামেলার শুরু নবীন উল হক করেছেন। কোনও ক্রমে পরিস্থিতি শান্ত করা যায়। কিন্তু ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের নবীন উল হকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সেখান কাইল মেয়ার্স এসে কোহলিকে কিছু বলার চেষ্টা করেন। তারপর আসেন গম্ভীর। শেষে নজিরবিহীন ঝামেলা শুরু হয় কোহলি-গম্ভীরের।

আরও পড়ুনঃ Kohli vs Gambhir: গম্ভীরের কাটা ঘায়ে নুনের ছিটে, ম্যাচ জয় ও ঝামেলার পর সোশ্যাল মিডিয়ায় যা করলেন কোহলি

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’

প্রসঙ্গত, এদিন লখনউের বিরুদ্ধে জিতে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল আরসিবি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। ফাফ ডুপ্লেসি ৪৪, বিরাট কোহলি ৩১ রান করেন। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লখনউ। ১৮ রানের ম্যাচ জেতে ব্যাঙ্গালোর। এলএসজির হয়ে সর্বোচ্চ ২৩ রান তরেন কৃষ্ণাপ্পা গৌতম। আরসিবির সর্বোচ্চ ২টি করে উইকেট নেন করণ শর্মা ও জস হ্যাজেলউড। এছাড়া একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরঙ্গা ও হার্শল প্যাটেল।

Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল

লখনউ: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের ‘শত্রুতার’ যেন কেনও শেষ নেই। শুরুটা হয়েছিল সেই ২০১৩ সালের আইপিএলে। কেকেআর বনাম আরসিবি ম্যাচে। এরপরও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। আইপিএল ২০২৩-এ আরসিবির বনাম লখনউ সুপার জায়ান্টসের প্রথম পর্বের সাক্ষাতে চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীর। আবেগের বিস্ফোরণে করেছিলেন নানা অঙ্গভঙ্গি। সেখান থেকেই যেন বিরাট-গম্ভীর দ্বন্দের আগেুনে ফের ঘি পড়েছিল। কিন্তু লখনউয়ের মাঠে আরসিবি বদলার ম্যাচ জেতার পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে যেটা ঘটল তা ছাপিয়ে গেল অতীতে সব কিছুকে।

ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন। প্রথম পর্বের হারের পাল্টা জবাব দিতে গিয়ে মাঠে নিজের চেনা মেজাজে দেখা যায় বিরাট কোহলিকে। এক একটি করে লখনউয়ের উইকেট পড়েছে আর কোহলির আবেগতাড়িত সেলিব্রেশন দেখেছে সকলে। একটা সময় তো এলএসজির উইকেট পড়ার পর লখনউয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান কোহলি। আসলে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখে আঙুল নিয়ে দর্শকদের চুপ করিয়েছিলেন গৌতম গম্ভীর। আর বিরাট তার পাল্টা দেওয়ার পর গম্ভীরকে ক্ষুব্ধ দেখিয়েছিল। ম্যাচ চলাকালীন লখনউয়ের নবীন উল হকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কোহলি।

ঘটনা এখানেই শেষ নয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের কথা কাটাকাটি শুরু হয়ে কোহলি ও নবীন উল হকের। সেই সময় সেখানে উপস্থিত হন গৌতম গম্ভীর। কোহলি ও গম্ভীর হাত মেলানোর সময় এক ঝটকায় হাত ছাড়িয়ে দেন। তারপরই বাদানুবাদ শুরু হয় দু জনের মধ্যে। ছুটে আসেন দুই দলের প্লেয়ার ও কোচিং স্টাফরা। সাময়ীকভাবে পরিস্থিতি ঠান্ডা করা হয়। কিন্তু কিছু সময় পর কোহলি ও গম্ভীর দূর থেকে কিছু বলেন। তখন ফের একে অপরের দিকে তেড়ে যান। একে অপরের দিকে আঙুল তুলে চলে তুমুল বিবাদ। দুই দিল্লির ক্রিকেটারের ঝামেলা থামাতে ময়দানে নামেন অমিত মিশ্রা ও বিজয় দাহিয়া। তাদের চেষ্টায় কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যেখান স্পষ্ট দেখা যায় মাঠের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়েছিল। পরে কেএল রাহুলের সঙ্গেও আলাদা করে কথা বলেন বিরাট কোহলি। তখন অবশ্য পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার।