Tag Archives: RCB vs SRH

RCB vs SRH: অঘটন ঘটিয়ে হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল আরসিবি, আইপিএলে টিকে রইল কোহলি-ডুপ্লেসিরা

আইপিএলের টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল আরসিবি। একইসঙ্গে আইপিএলের লড়াইয়ে কোনওক্রমে জীবিত রাখলেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। সানরাইজার্স এই আইপিএলে যে বিধ্বংসী ফর্মে রয়েছে তাদের বিরুদ্ধে নামার আগে আরসিবিকে কেউ এগিয়ে রাখেনি। সেই দলকেই ৩৫ রানে হারিয়ে সহজে হারিয়ে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ওপেনিং জুটিতে ৪৮ রান করেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। ২৫ রান করে ডুপ্লেসি আউট হন। উইল জ্যাকস রান না পেলেও বিরাট কোহলি ও রজত পাতিদারের ঝড়ো ৬৫ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে আরসিবি। মারকাটারি ব্যাটিং করেন রজত পাতিদার। ২০ বলে ৫০ করে পাতিদার ও ৪৩ বলে ৫১ রান করে আউট হন কোহলি।

শেষের দিকে পরপর উইকেট হারানোয় রানের গতি কিছুটা কমে আরসিবির। মাহিপাল লোমরর ৭, দীনেশ কার্তিক ১১, স্বপ্ন সিং ১২ রাম করে আউট হন। শেষের দিকে একমাত্র ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। অপরাজিত থাকেন অজি তারকা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রান তাড়া করতে নেমে অনেকেই ভেবেছিল এই রান সহজেই করে ফেলবে এসআরএইচ। কিন্তু প্রতিদিন সবার এক যায় না। যে ব্যাটিং লাইন প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল, সেই তারকারাই এদিন ডাহা ফেল করে। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ট্রেভিস হেড ১, এডেন মার্করাম ৭, হেনরিক ক্লানসেন ৭, নীতিশ কুমার রেড্ডি ১৩ রান করেন।

আরও পড়ুনঃ KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

হায়দরাবাদের ইনিংসে অভিষেক শর্মা ৩১, শাহবাজ আহমেদ ৪০ ও প্যাট কামিন্স ৩১ রানের ইনিংস না খেললে আরও বড় ব্যবধানে হারের সম্মুখীন হতে হত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবির হয়ে ২টি করে উইকেট নেন স্বপ্ননীল সিং, করণ শর্মা ও ক্যামেরন গ্রিন। ৩৫ রানে ম্যাচ জেতে আরিসিবি।

RCB vs SRH: ৪০ ওভারে হল ৫৪৯ রান! আরসিবির বিরুদ্ধে ২৫ রানে জিতল সানরাইজার্স

বেঙ্গালুরু: আইপিএলের ইতিহাসে আরও এক হাইস্কোরিং রেকর্ডধারী ম্যাচ দেখল ক্রিকেট প্রেমিরা। চিন্নাস্বামী ফের দেখল ব্যাটারদের তাণ্ডব কাকে বলে। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে দুই দল ৪০ ওভারে করল ৫৪৯ রান। যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড। তবে শেষ হাসি হাসল হায়দরাবাদ। আরসিবিকে ২৫ রানে হারাল প্যাট কামিন্সের দল।

গত ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭৭ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের মাত্র ১০ দিনের মাথায় নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল এসআরএইচ। আরসিবির ঘরের মাঠে গিয়ে বেঙ্গালুরুর বোলারদের নিয়ে ছেলাখেলা করল সানরাইজার্স। ট্রেভিস হেডের বিধ্বংসী ১০২ রানের ইনিংস ও হেনরিক ক্লাসেনের ঝোড়ো ৬৭ রানের ইনিংসের সৌজন্যে ২৮৭ রান করে হায়দরাবাদ। যা আইপিলের ইতিহাসে সবথেকে বড় স্কোর। হেড ও ক্লাসেন ছাড়াও আবদুল সামাদ ৩৭, অভিষেক শর্মা ৩৪ ও এডেন মার্করাম ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

আরও পড়ুন: KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে বড় ভুল করল কেকেআর? খেসারত দিতে হবে না তো! জানুন বিস্তারিত

রান তাড়া করতে নেমে আরসিবির দীনেশ কার্তিক দুরন্ত ৮৩, ফাফ ডুপ্লেসি অনবদ্য ৬২ ও বিরাট কোহলি মারকাটারি ৪২ রান করলেও শেষ রক্ষা হয়নি। ইনিংসের শুরু থেকেই পাহাড় প্রমাণ রান তাড়া করতে বেপরোয়া ব্যাটিং করে কোহলি ও ডুপ্লেসি। ৮০ রান যোগ করেন ওপেনিং জুটিতে। কোহলি ও ডুপ্লেসি আউট হওয়াক পর ম্যাচে আর কোনও লড়াই হবে না বলে ধরে নিয়েছিল সকলেই। কিন্তু ফের একবার জ্বলে ওঠেন অভিজ্ঞ দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৩ করেন কার্তিক। কিন্তু শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রানে থামে আরসিবি।

Travis Head: আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী শতরান ট্রেভিস হেডের, নাম তুললেন ইতিহাসের পাতায়

আইপিএলের নিজের স্বপ্নের ফর্ম রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিরুদ্ধেও জারি রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রেভিস হেড। (Photo Courtesy- IPL X)
আইপিএলের নিজের স্বপ্নের ফর্ম রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিরুদ্ধেও জারি রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রেভিস হেড। (Photo Courtesy- IPL X)
আরসিবির বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৩৯ বলে নিজের শতরান পূরণ করেন বাঁ হাতি তারকা ব্যাটার। (Photo Courtesy- IPL X)
আরসিবির বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৩৯ বলে নিজের শতরান পূরণ করেন বাঁ হাতি তারকা ব্যাটার। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন ট্রেভিস হেড। তাঁর গড়া ভিতেই পাহাড় প্রমাণ স্কোর করে এসআরএইচ। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন ট্রেভিস হেড। তাঁর গড়া ভিতেই পাহাড় প্রমাণ স্কোর করে এসআরএইচ। (Photo Courtesy- IPL X)
ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন ট্রেভিস হেড। ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। অভিষেক শর্মার সঙ্গে ১০৮ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন। (Photo Courtesy- IPL X)
ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন ট্রেভিস হেড। ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। অভিষেক শর্মার সঙ্গে ১০৮ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন। (Photo Courtesy- IPL X)
শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে আউট সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ট্রেভিস হেডের এই স্মরণীয় ইনিংস। (Photo Courtesy- IPL X)
শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে আউট সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ট্রেভিস হেডের এই স্মরণীয় ইনিংস। (Photo Courtesy- IPL X)