Tag Archives: Travis Head

আইপিএলে তাণ্ডব! ১৬ বলে ৫০, দিল্লির বোলারদের নিয়ে ছেলেখেলা হেডের

নয়াদিল্লি: যদি সব কিছু ঠিকঠাক থাকে, তা হলে আজই হয়তো আইপিএলে নতুন ইতিহাস লেখা হবে। সানরাইজার্স হায়দরাবাদ এবার আইপিএলে নেমেছে যেন একের পর এক রেকর্ড গড়তে!

২০২৩ বিশ্বকাপ ফাইনালে ঝড় তুলেছিলেন, সেই ট্রাভিস হেড আবার দুর্দান্ত ব্যাটিং করলেন। এবার দিল্লির বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন অজি তারকা। ১৬ বলে করলেন ৫০। অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে মাত্র ৫ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করে দিলেন হেড।

আরও পড়ুন- Delete করে দিয়েছেন ? তারপরও এই ভাবে আপনার করা WhatsApp দেখতে পাবেন অন্যরা

অভিষেক শর্মাও পাল্লা দিয়ে দিল্লির বোলারদের তুলোধনা করলেন। অনেকেই বলছেন, আইপিএল যেদিকে গড়াচ্ছে তাতে যে কোনও দিন ৩০০ রানের স্কোর দেখা যেতে পারে। খেলা যেদিকে গড়াচ্ছে তাতে হায়দরাবাদ এই রেকর্ড করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ট্রাভিস হেড। এবার আইপিএলেও যেন একই ফর্ম নিয়ে নেমেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন তিনি। আজও তিনি সেঞ্চুরির টার্গেট নিয়েই নেমেছেন বলে মনে হতে পারে।

আরও পড়ুন- এসি কেন সাদা রঙের হয়? রয়েছে বিশেষ একটি কারণ, বাড়িতে AC থাকলে জেনে নিন

প্যাট কামিন্সের দল আইপিএল-এ রানের ফোয়ারা ছোটাচ্ছে। দুর্দান্ত ব্যাটিং করছে সানরাইজার্স। দলকে শুরুতেই শক্ত ভিতে তুলে দিচ্ছেন হেড। এদিনও তিনি সেটাই করলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হায়দরাবাদ ৬ ওভারে ১২৫ রান তুলেছে। এক উইকেট হারিয়ে। ২৬ বলে ৮৪ করে অপরাজিত হেড। ১২ বলে ৪৬ রান করে আউট অভিষেক।

Travis Head: আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী শতরান ট্রেভিস হেডের, নাম তুললেন ইতিহাসের পাতায়

আইপিএলের নিজের স্বপ্নের ফর্ম রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিরুদ্ধেও জারি রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রেভিস হেড। (Photo Courtesy- IPL X)
আইপিএলের নিজের স্বপ্নের ফর্ম রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিরুদ্ধেও জারি রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রেভিস হেড। (Photo Courtesy- IPL X)
আরসিবির বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৩৯ বলে নিজের শতরান পূরণ করেন বাঁ হাতি তারকা ব্যাটার। (Photo Courtesy- IPL X)
আরসিবির বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৩৯ বলে নিজের শতরান পূরণ করেন বাঁ হাতি তারকা ব্যাটার। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন ট্রেভিস হেড। তাঁর গড়া ভিতেই পাহাড় প্রমাণ স্কোর করে এসআরএইচ। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন ট্রেভিস হেড। তাঁর গড়া ভিতেই পাহাড় প্রমাণ স্কোর করে এসআরএইচ। (Photo Courtesy- IPL X)
ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন ট্রেভিস হেড। ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। অভিষেক শর্মার সঙ্গে ১০৮ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন। (Photo Courtesy- IPL X)
ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন ট্রেভিস হেড। ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। অভিষেক শর্মার সঙ্গে ১০৮ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন। (Photo Courtesy- IPL X)
শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে আউট সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ট্রেভিস হেডের এই স্মরণীয় ইনিংস। (Photo Courtesy- IPL X)
শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে আউট সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ট্রেভিস হেডের এই স্মরণীয় ইনিংস। (Photo Courtesy- IPL X)

IPL 2024 Auction: ৫০ কোটিরও বেশি দাম! আইপিএলের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি

১৯ ডিসেম্বর দুবাইতে হয়ে গেল আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। প্রত্যাশা মতই কিছু প্লেয়ারের জন্য হল টাকার বৃষ্টি। একই দিনে দুবার ভাঙল আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার রেকর্ড। একইসঙ্গে হল আরও একটি রেকর্ড। যা আইপিএলে এর আগে হয়নি।
১৯ ডিসেম্বর দুবাইতে হয়ে গেল আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। প্রত্যাশা মতই কিছু প্লেয়ারের জন্য হল টাকার বৃষ্টি। একই দিনে দুবার ভাঙল আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার রেকর্ড। একইসঙ্গে হল আরও একটি রেকর্ড। যা আইপিএলে এর আগে হয়নি।
প্রথমে ২০.৫০ কোটি টাকায় অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হন তিনি। তার ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে যায় রেকর্ড। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কেনে কেকেআর।
প্রথমে ২০.৫০ কোটি টাকায় অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হন তিনি। তার ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে যায় রেকর্ড। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কেনে কেকেআর।
আইপিএল ২০২৪ নিলামে সবথেকে বেশি টাকার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য। কামিন্স ও স্টার্ক বাদে অপর অজি তারকা ট্রেভিস হেডের জন্য নিলামে দর উঠেছে ৬ কোটি ৮০ লাখ টাকা। সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে হেডকে।
আইপিএল ২০২৪ নিলামে সবথেকে বেশি টাকার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য। কামিন্স ও স্টার্ক বাদে অপর অজি তারকা ট্রেভিস হেডের জন্য নিলামে দর উঠেছে ৬ কোটি ৮০ লাখ টাকা। সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে হেডকে।
অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটার মিলেই আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়ল। মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি, প্যাট কামিন্স ২০.৫০ কোটি ও ট্রেভিস হেড ৬.৮০ কোটি টাকা। ৩ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৫২.০৫ কোটি টাকা খরচ হয়েছে।
অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটার মিলেই আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়ল। মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি, প্যাট কামিন্স ২০.৫০ কোটি ও ট্রেভিস হেড ৬.৮০ কোটি টাকা। ৩ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৫২.০৫ কোটি টাকা খরচ হয়েছে।
আইপিএলের ইতিহাসে এর আগে কোনও একটি দেশের ৩ ক্রিকেটারকে কিনতে ৫০ কোটির বেশি টাকা খরচও হওয়ার রেকর্ড নেই। যা করে দেখালেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার দলের ৩ তারকা।
আইপিএলের ইতিহাসে এর আগে কোনও একটি দেশের ৩ ক্রিকেটারকে কিনতে ৫০ কোটির বেশি টাকা খরচও হওয়ার রেকর্ড নেই। যা করে দেখালেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার দলের ৩ তারকা।

Viral Video: অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে ‘বিয়ে’ করলেন কলকাতার মডেল! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কলকাতা: বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড। অজি ব্যাটারের ইনিংস দেখে তাঁর প্রেমে পাগল কলকাতার এক মডেল-অভিনেত্রী-ইউটিউবার। প্রেমে পড়ে এমন কাণ্ড ঘটালেন হেমশ্রী ভদ্র (ইনস্টাগ্রামে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টের নাম যদিও selena.bb22) এমন কাণ্ড ঘটালেন যা নেট দুনিয়ায় ভাইরাল। চুপিসারে হেডকে ‘বিয়ে’ করে ফেললেন কলকাতার মডেল।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন হেমশ্রী ভদ্র। যেখানে তাকে লাল বেনারসীতে দেখা গিয়েছে। কপালে বড় করে লম্বা সিঁদুর পড়া। হাতে ধরা ট্র্য়াভিসের ফটো। ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে,”বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে ট্রেভিস হেড আমার মন জয় করে নিয়েছে। তাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভার্চুয়ালি বিয়ে করে নিলাম”। হেডের নামে নিজের ‘হেডে’ সিঁদুর পরেছেন বলে জানান হেমশ্রী। এমনকী হেডকে নিজের স্বামী হওয়ার আবদারও করেছেন তিনি। এই ভিডিওতে তার পরিবারের সদস্যদের পিছন থেকে শঙ্খ বাজাতে ও উলু ধ্বনি দিতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Hemoshree Bhadra (@selena.bb22)

আরও পড়ুনঃ KKR Transfer News: কেকেআরের দল গোছাতে মাস্টার প্ল্যান গৌতম গম্ভীরের! নিলামে ৬ তারকার জন্য লড়াই করবে নাইটরা

এই ভিডিওটি ট্রেভিস হেডকে ট্যাগও করেছেন হেমশ্রী। ইনস্টায় অজি তারকার থেকে হেমশ্রীর ফলোয়ার সংখ্যা বেশি। এই ভিডিওর জন্য নেটিজেনরা তিরস্কারও করেছেন হেমশ্রীকে। যদিও সেসব পাত্তা দিতে নারাজ। ভিডিও ডিলিটও করবেন না বলে জানিয়েছেন তিনি। একমাত্র ট্রেভিস হেড আপত্তি করলে তা ডিলিট করবেন বল জানিয়েছেন হেমশ্রী ভদ্র।

Viral Reel: সিঁথি রাঙালেন ট্র্যাভিস হেডের নামে, কলকাতা মডেলের কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছিঃ ছিঃ

Viral Reel: এখন সোশ্যাল মিডিয়া এমন জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে একবার কোনও কিছু নেটিজেনদের পছন্দ কিম্বা খুব অপছন্দ হলে তা ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয় না৷ এবার এক এরকম নেটিজেনদের খারাপ লাগার রিল ভাইরাল হল৷ কলকাতার মডেল হেমাশ্রী৷ তিনি নিয়মিত নিজের সোশ্যাল হ্যান্ডেলে নানারকমের ভিডিও পোস্ট করে থাকেন৷

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় আট লক্ষ৷ কিন্তু তিনি তাঁর দর্শকদের জন্য যে ধরণের ভিডিও বা রিল নিয়ে আসেন তা অত্যন্তই ‘কুরুচিকর’ তকমার আওতায় পড়ে৷ রীতিমতো কুৎসিত আঙ্গিকে শরীর সর্বস্ব ভিডিও পোস্ট করেন হেমাশ্রী৷ এবারও যা করেছেন তা ভদ্রতা তথা শালীনতার সীমা পার করেছে এমনটাই মত একাংশের নেটিজেনদের৷

আরও পড়ুন – Rahul Dravid: জাতীয় দলে আর কাজ নয়, আইপিএল ফ্রাঞ্চাইজির মোটা টাকার অফার, দ্রাবিড় এবার কোথায়

সিঁথি রাঙালেন ট্র্যাভিস হেডের নামে, কলকাতা মডেলের ভার্চুয়াল বিয়ের সেই  ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় একেবারে ছিঃ ছিঃ, দেখে নিন সেই ভাইরাল রিল৷

 

View this post on Instagram

 

A post shared by Hemoshree Bhadra (@selena.bb22)

 

ভিডিওতে লাল রঙের একটি শাড়ি পরেছেন তিনি, বুকের কাছে ট্র্যাভিস হেডের একটি ফটো৷ তাঁকে জড়িয়ে ধরে নিজে হাতেই কপাল থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর দিয়ে দেন তিনি৷

ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে তুমুল পারফরম্যান্স করেন অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড দুরন্ত পারফরম্যান্স করেছিলেন৷ তাই তাঁকে এরকম বালখিল্য ও অশ্লীল আঙ্গিকের আচরণ নেটিজেনদের পোষায়নি৷

Travis Head’s Wife: জেসিকা ডাভিসকে চেনেন? ম্যাচ সেরা ট্রাভিস হেডের স্ত্রীও কম যান না কিছুতেই

প্রতিটা সফল পুরুষের পিছনেই একজন নারীর হাত থাকে। ট্রাভিস হেডেরও আছে। তিনি জেসিকা ভাডিস। রবিবার ফাইনালে প্রায় একা হাতে ভারতকে ছিটকে দিয়েছেন ট্রাভিস। প্রথমে রোহিত শর্মার অবিশ্বাস্য ক্যাচ। তারপর ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংস। তাঁর ব্যাটে ভর দিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। Photo: X
প্রতিটা সফল পুরুষের পিছনেই একজন নারীর হাত থাকে। ট্রাভিস হেডেরও আছে। তিনি জেসিকা ভাডিস। রবিবার ফাইনালে প্রায় একা হাতে ভারতকে ছিটকে দিয়েছেন ট্রাভিস। প্রথমে রোহিত শর্মার অবিশ্বাস্য ক্যাচ। তারপর ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য ইনিংস। তাঁর ব্যাটে ভর দিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। Photo: X
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্ত্রী জেসিকা। অনুষ্কা শর্মার বিরাট কোহলিকে অনুপ্রেরিত করার মতোই সারাক্ষণ উৎসাহ জুগিয়ে গিয়েছেন ট্রাভিসকে। জেসিকা আর হেড ছেলেবেলার বন্ধু। শৈশবে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। ২০২১ সালের ১৫ এপ্রিল গাঁটছড়া বাঁধেন। Photo: Jessika Davies/Instagram
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্ত্রী জেসিকা। অনুষ্কা শর্মার বিরাট কোহলিকে অনুপ্রেরিত করার মতোই সারাক্ষণ উৎসাহ জুগিয়ে গিয়েছেন ট্রাভিসকে। জেসিকা আর হেড ছেলেবেলার বন্ধু। শৈশবে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। ২০২১ সালের ১৫ এপ্রিল গাঁটছড়া বাঁধেন। Photo: Jessika Davies/Instagram
অনুষ্ঠানে গুটিকয় বন্ধু আর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রাভিস লিখেছিলেন, ‘‘বন্ধুবান্ধব আর পরিবারের সামনে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারার মতো বিশেষ মুহূর্ত আর হয় না।’’ Photo: Instagram
অনুষ্ঠানে গুটিকয় বন্ধু আর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ট্রাভিস লিখেছিলেন, ‘‘বন্ধুবান্ধব আর পরিবারের সামনে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারার মতো বিশেষ মুহূর্ত আর হয় না।’’ Photo: Instagram
২০২২-এ তাঁরা কন্যাসন্তানের জন্ম দেন। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ট্রাভিস।

 ট্রাভিস সফল ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলের নয়নের মণি। জেসিকাও কম যান না। তিনি ট্রাভিস নন, নিজের আলোয় উদ্ভাসিত। জেসিকা পেশাদার মডেল। বিভিন্ন এজেন্সির সঙ্গে কাজ করেন। পাশাপাশি তিনি উদ্যোগপতিও। সিডনি ও ক্যানবেরায় একাধিক রেস্তোরাঁর মালিক। সোশ্যাল মিডিয়াতেও সমান সক্রিয়। Photo: Instagram

২০২২-এ তাঁরা কন্যাসন্তানের জন্ম দেন। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ট্রাভিস।
ট্রাভিস সফল ক্রিকেটার। অস্ট্রেলিয়া দলের নয়নের মণি। জেসিকাও কম যান না। তিনি ট্রাভিস নন, নিজের আলোয় উদ্ভাসিত। জেসিকা পেশাদার মডেল। বিভিন্ন এজেন্সির সঙ্গে কাজ করেন। পাশাপাশি তিনি উদ্যোগপতিও। সিডনি ও ক্যানবেরায় একাধিক রেস্তোরাঁর মালিক। সোশ্যাল মিডিয়াতেও সমান সক্রিয়। Photo: Instagram
ইনস্টাগ্রামে জেসিকার প্রায় ২ লাখ ফলোয়ার। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জেসিকা। ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে ট্রাভিস যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন, তখন ক্যামেরা বার বার ধরছিল জেসিকাকে। উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তিনি। এক দিকে অষ্ট্রেলিয়ার বিশ্বজয়, অন্য দিকে প্রিয় মানুষের সেঞ্চুরি, ম্যাচ সেরার পুরস্কার। Photo: Instagram

ইনস্টাগ্রামে জেসিকার প্রায় ২ লাখ ফলোয়ার। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জেসিকা। ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে ট্রাভিস যখন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন, তখন ক্যামেরা বার বার ধরছিল জেসিকাকে। উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তিনি। এক দিকে অষ্ট্রেলিয়ার বিশ্বজয়, অন্য দিকে প্রিয় মানুষের সেঞ্চুরি, ম্যাচ সেরার পুরস্কার। Photo: Instagram
আনন্দ, উচ্ছ্বাস স্বাভাবিক। বিশ্বকাপ জয়ের পর ট্রাভিস বলেন, ‘স্বপ্নের মতো কাটল। আমিও এর অংশ, গায়ে কাঁটা দিচ্ছে। আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু মার্নাস দুর্দান্ত খেলেছে। পুরো চাপ একাই শুষে নিয়েছে। মার্শ যেভাবে শুরু করল, ম্যাচের টোন সেট হয়ে গিয়েছিল। এই এনার্জিটাই আমাদের দরকার ছিল। Photo: Instagram
আনন্দ, উচ্ছ্বাস স্বাভাবিক। বিশ্বকাপ জয়ের পর ট্রাভিস বলেন, ‘স্বপ্নের মতো কাটল। আমিও এর অংশ, গায়ে কাঁটা দিচ্ছে। আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু মার্নাস দুর্দান্ত খেলেছে। পুরো চাপ একাই শুষে নিয়েছে। মার্শ যেভাবে শুরু করল, ম্যাচের টোন সেট হয়ে গিয়েছিল। এই এনার্জিটাই আমাদের দরকার ছিল। Photo: Instagram
প্রথমে বল করার সিদ্ধান্ত আমাদের পক্ষে গিয়েছে। শুরুতেই ভারতের বেশ কয়েকটা উইকেট পড়ে যায়। ওদের উপর চাপ বাড়ছিল’।বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন ট্রাভিস। Photo: Instagram

প্রথমে বল করার সিদ্ধান্ত আমাদের পক্ষে গিয়েছে। শুরুতেই ভারতের বেশ কয়েকটা উইকেট পড়ে যায়। ওদের উপর চাপ বাড়ছিল’। বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন ট্রাভিস। Photo: Instagram
রিহ্যাব থেকে ফিরে এসে এভাবে ম্যাচ সেরার পুরস্কার! সবাই অবাক হলেও ট্রাভিস নন। তিনি বললেন, ‘‘প্রচুর পরিশ্রম করেছি। দেশের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে ৷’’ ট্রাভিস যখন এই কথা বলছেন, তখন গ্যালারিতে বসে মিটিমিটি হাসছেন জেসিকা। শুরুর আপ্তবাক্যটাকে ঘুরিয়ে বলাই যায়, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন সফল নারীর হাত থাকে। Photo: Instagram
রিহ্যাব থেকে ফিরে এসে এভাবে ম্যাচ সেরার পুরস্কার! সবাই অবাক হলেও ট্রাভিস নন। তিনি বললেন, ‘‘প্রচুর পরিশ্রম করেছি। দেশের জয়ে অবদান রাখতে পেরে ভাল লাগছে ৷’’ ট্রাভিস যখন এই কথা বলছেন, তখন গ্যালারিতে বসে মিটিমিটি হাসছেন জেসিকা। শুরুর আপ্তবাক্যটাকে ঘুরিয়ে বলাই যায়, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন সফল নারীর হাত থাকে। Photo: Instagram