Tag Archives: Rekha Patra

Lok Sabha Election 2024: রাজনীতির ময়দানে পা রেখেই সেলিব্রিটি! লোকাল ট্রেনের প্রচারেও ভাল সাড়া রেখা পাত্রের 

বসিরহাট: এবার ভোটের প্রচারে লোকাল ট্রেনে চড়ে প্রচার ট্রেন্ডিং। সেই স্রোতে গা ভাসিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচার করলেন হাসনাবাদ স্টেশনে। সন্দেশখালির প্রত্যন্ত এলাকার গায়ের বধূ চমক দিয়ে লোকসভার প্রার্থী তালিকায় উঠে এসেছে রেখা পাত্রের নাম। রাজনীতির ময়দানে পা রেখেই তিনি হয়ে গেছেন সেলিব্রিটি।ভোটের আগে দিন-রাত এক করে প্রার্থীদের প্রচারের ব্যস্ততা থাকে তুঙ্গে।

শুক্রবার খানিকটা অন্য ছবি দেখা গেল বসিরহাট লোকসভা কেন্দ্রে। রাস্তার অলিগলিতে নয়, লোকাল ট্রেনে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এদিন বসিরহাটের হাসনাবাদ রেলস্টেশনে ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন। জনগণের থেকে ভাল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন রেখা পাত্র। নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

১ জুন বসিরহাট লোকসভায় কেন্দ্রে ভোট গ্রহণ। ফলে হাতে আর বেশি সময় নেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। বাইরে গরমের তাপ যত বাড়ছে ততই ভোটের উত্তাপও ছড়াচ্ছে। নির্বাচন ঘিরে প্রার্থীসহ নেতাকর্মীদের প্রচার চলছে জোর কদমে। এবার লোকসভার ভোটের প্রচারে অভিনব পন্থা অবলম্বন করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র।

আরও পড়ুনঃ Lok Sabha Elections 2024: শেষবেলায় আসানসোলে প্রচারে চমক বামেদের, ঝড় তুললেন মহম্মদ সেলিম

উল্লেখ্য এর আগে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীতে নৌকার হাল ধরতে দেখা যায় রেখাকে। এবার ভোট প্রচারে ট্রেনে উঠে পড়লেন বিজেপি প্রার্থী। ভোট প্রচার যেন একের পর এক চমক দিয়ে অভিনব পন্থায় প্রচারের মাধ্যম কি বেছে নিচ্ছেন তিনি।

জুলফিকার মোল্যা

BJP Rekha Patra: নজরে সন্দেশখালির রেখা পাত্র! কত সম্পত্তির মালিক তিনি? কতদূর পড়াশোনা? হলফনামার তথ্য

*রেখা পাত্রের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? বছরের শুরু থেকে রাজ্যে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সেই সন্দেশখালি বিধানসভা, যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সন্দেশখালির মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গ্রামের বধূ রেখা পাত্র। রেখা পাত্রই ২০২৪ লোকসভা নির্বাচনে আলোচিত প্রার্থী। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা। 
*রেখা পাত্রের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? বছরের শুরু থেকে রাজ্যে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সেই সন্দেশখালি বিধানসভা, যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সন্দেশখালির মাটিতে আন্দোলনের মুখ হিসাবে উঠে আসেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী গ্রামের বধূ রেখা পাত্র। রেখা পাত্রই ২০২৪ লোকসভা নির্বাচনে আলোচিত প্রার্থী। প্রতিবেদনঃ জুলফিকার মোল্যা।
*তবে সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের মুখ রেখা পাত্রের সম্পত্তির হিসাব নিকাশ জানলে আপনি অবাক হবেন। প্র‍থমেই জানা যাক তাঁর শিক্ষাগত যোগ্যতা। যোগ্যতা সম্পর্কে হলফনামায় উল্লেখ করেছেন, ২০০৩ সালে তিনি সন্দেশখালির উত্তর বউঠাকুরানি এফ পি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করেন।
*তবে সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের মুখ রেখা পাত্রের সম্পত্তির হিসাব নিকাশ জানলে আপনি অবাক হবেন। প্র‍থমেই জানা যাক তাঁর শিক্ষাগত যোগ্যতা। যোগ্যতা সম্পর্কে হলফনামায় উল্লেখ করেছেন, ২০০৩ সালে তিনি সন্দেশখালির উত্তর বউঠাকুরানি এফ পি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করেন।
*লোকসভা নির্বাচনের মতো বড় নির্বাচনী লড়াই যেখানে অন্যান্য প্রার্থীদের লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকার সম্পত্তি নজরে আসে সেখানে রেখা পাত্রের সম্পত্তি এতটাই নগণ্য যে তার সম্পত্তি নিয়ে আলোচনা না করলেই নয়।
*লোকসভা নির্বাচনের মতো বড় নির্বাচনী লড়াই যেখানে অন্যান্য প্রার্থীদের লক্ষ লক্ষ থেকে কোটি কোটি টাকার সম্পত্তি নজরে আসে সেখানে রেখা পাত্রের সম্পত্তি এতটাই নগণ্য যে তার সম্পত্তি নিয়ে আলোচনা না করলেই নয়।
*বৃহস্পতিবার রেখা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় যে পরিমাণ সম্পত্তি এবং রোজগার রয়েছে তাতে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনও তথ্য নেই। রেখা পাত্রের পাশাপাশি তাঁর স্বামী সন্দীপ পাত্রেরও কোনও তথ্য নেই। তবে রেখা পাত্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রেখা পাত্র হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে নগদ মাত্র ৩০০০ টাকা।
*বৃহস্পতিবার রেখা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় যে পরিমাণ সম্পত্তি এবং রোজগার রয়েছে তাতে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার কোনও তথ্য নেই। রেখা পাত্রের পাশাপাশি তাঁর স্বামী সন্দীপ পাত্রেরও কোনও তথ্য নেই। তবে রেখা পাত্রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রেখা পাত্র হলফনামায় নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে নগদ মাত্র ৩০০০ টাকা।
*নির্বাচনী অ্যাকাউন্ট-সহ তাঁর মোট দুটি অ্যাকাউন্ট রয়েছে। ওই দুটি অ্যাকাউন্টের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১০ হাজার ৭৬৪.৫৪ টাকা। অন্যদিকে তার স্বামী সন্দীপ পাত্রের হাতে নগত টাকা আছে ৩০০০ টাকা ও অ্যাকাউন্টে রয়েছে ৪ হাজার ৬৯২ টাকা।
*নির্বাচনী অ্যাকাউন্ট-সহ তাঁর মোট দুটি অ্যাকাউন্ট রয়েছে। ওই দুটি অ্যাকাউন্টের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ১০ হাজার ৭৬৪.৫৪ টাকা। অন্যদিকে তার স্বামী সন্দীপ পাত্রের হাতে নগত টাকা আছে ৩০০০ টাকা ও অ্যাকাউন্টে রয়েছে ৪ হাজার ৬৯২ টাকা।
*রেখা পাত্র ও তাঁর স্বামীর কোন ফিক্সড ডিপোজিট, জুয়েলারি ও কোনও ব্যক্তিগত গাড়ি নেই। রেখা পাত্র ও তাঁর স্বামী সন্দীপ পাত্র দু'জনেরই চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি নেই। তাঁদের নামে কোনও ঋণ নেই। হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। হলফনামায় জানিয়েছেন, তিনি নিজে গৃহবধূ। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক।
*রেখা পাত্র ও তাঁর স্বামীর কোন ফিক্সড ডিপোজিট, জুয়েলারি ও কোনও ব্যক্তিগত গাড়ি নেই। রেখা পাত্র ও তাঁর স্বামী সন্দীপ পাত্র দু’জনেরই চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি নেই। তাঁদের নামে কোনও ঋণ নেই। হলফনামা অনুযায়ী, স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। হলফনামায় জানিয়েছেন, তিনি নিজে গৃহবধূ। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক।

Sandeshkhali Viral Sting Video: রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালির বাড়িতে নোটিস! কে এই মহিলা? চমকে উঠছে সন্দেশখালি

উত্তর ২৪ পরগণা: রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বাড়িতে নোটিস। তবে কি এবার ভাইরাল ভিডিওর চক্করে ফাঁসলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পি! বাড়িতে নোটিশ টাঙালো সন্দেশখালি থানার পুলিশ।

সন্দেশখালির প্রতিবাদী মহিলা নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিয়তি মাইতি নামে ওই প্রতিবাদী মহিলার দাবি, তাঁকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে তাঁকে মিথ্যাভাবে ধর্ষণের মামলা রুজু করিয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। এই কথা জানার পর তিনি গত সোমবার ঘটনার বিবরণ তুলে ধরে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দেন।

আরও পড়ুন: রাজ্যের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? নাম জানেন? NIRF-এর তালিকা দেখুন

এরপর থেকেই ওই প্রতিবাদী মহিলার উপর চাপ সৃষ্টি করা হয় এমনকী পিয়ালি দাস হুমকি দিয়েছে বলেও অভিযোগ জানানো হয়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কুড়ি লক্ষ টাকার মানহানির মামলার রুজু করারও হুমকি দিয়েছে পিয়ালী দাস এমনটাও জানা গিয়েছে। গোটা ঘটনা যা নিয়ে নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়ের করার পর ঘটনার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বৃহস্পতিবার পিয়ালি দাসের বাড়িতে যায় সন্দেশখালি থানার পুলিশ।

বাড়ির সামনে নোটিস
বাড়ির সামনে নোটিস

আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস

পুলিশ তাঁকে ও তাঁর পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনেই নোটিস টাঙিয়ে দেয়। নোটিসের তিনদিনের মধ্যে পিয়ালি দাসকে সন্দেশখালি থানায় দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন বারাসতের জেলাশাসকের দফতরে নমিনেশন জমা দিতে আসা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গেই দেখা গেল এই মহিলা নেত্রীকে। ভারতীয় দণ্ডবিধির ৪১-এ ধারায় মাম্পিকে নোটিস পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, গোটা ঘটনায় মাম্পিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। মাম্পি যদিও এদিন হুমকির অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, তিন মাস পর এটা কেন করা হল! আগেই দিতে পারতেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। পাশাপাশি, এদিন বিজেপির তরফ থেকে এই গোটা ঘটনা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলেও দাবি জানানো হয়। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বঙ্গের রাজ্য রাজনীতি। তবে এরপর পুলিশের সঙ্গে দেখা করতে সন্দেশখালি থানায় থানায় যায় কিনা পিয়ালি দাস ওরফে মাম্পি, সেদিকেই লক্ষ্য সকলের।

Julfikar Molla & Rudra Narayan Roy