Tag Archives: Roger Federer

টোটোয় চেপে ঘুরছেন রজার ফেডেরার! কেউ চিনল না! ভিডিও ভাইরাল হয়ে গেল নিমেষে

কলকাতা: লেভার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচ। তার পরই অসাধারণ ফেয়ারওয়েল। রজার ফেডেরার জানিয়ে দিলেন, এখানেই শেষ। তিনি আর টেনিস খেলবেন না।

কোটি কোটি অনুগামী হৃদয় ভেঙেছিল সেদিন। রাফা-র বিদায় এখনও যেমন মেনে নিচে পারেন না অনেকেই! তাঁর ক্লাসিক্যাল টেনিস দেখার জন্য এখনও ছটফট করেন বহু মানুষ। কিন্তু রজার ফেডেরার এখন প্রিয় কোর্ট থেকে অনেক দূরে।

অবসরের সময় জানিয়েছিলেন, গোটা জীবন তিনি টেনিসকে উৎসর্গ করেছেন। এবার পরিবারকে সময় দেওয়ার পালা। অবসরের পর প্রতিটা ঘণ্টা, প্রতিটা মিনিট তোলা থাকবে পরিবারের জন্য। সেই কথায় মিথ্যে ছিল না। রজার এখন পরিবারকে ছাড়া এক মিনিট থাকেন না।

আরও পড়ুন- সাপ ডুবিয়ে তৈরি হয় এই ‘মদ’! গোটা বোতল শেষ করলে সর্বনাশ, খুব জনপ্রিয় পানীয়

থাইল্যান্ডে আপাতত ছুটির মেজাজে রয়েছেন রাফা। বহুদিন পর আবার তাঁকে দেখা গেল। অবসরের পর একপ্রকার গা ঢাকা দিয়েছিলেন। হয়তো কিছুদিন আড়ালে আবডালে থাকতে চেয়েছিলেন! সেটাই করেছেন। তবে এবার এক মজার মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ ছাড়তে পারলেন না।

মা-বাবাকে নিয়ে থাইল্যান্ডে টুক টুক রাইড উপভোগ করলেন রাফা। টুক টুক, যা আমাদের দেশের বহু জায়গায় টোটো নামে পরিচিত। তবে শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মতো দেশে সেটি টুক টুক। সেই টুক টুকে চেপে ঘুরে বেড়াচ্ছেন রজার ফেডেরার।

আরও পড়ুন- ‘বাংলার রাজপুত্র, তুমি সব অ্যাঙ্গেল থেকে হ্যান্ডসাম’, সৌরভের প্রশংসায় ‘সুন্দরী’

রাফার সেই ভিডিওতে আবার কমেন্ট করে বসলেন দীপিকা পাড়ুকোন। লিখলেন- আমার প্রিয় আঙ্কেল রবার্ট। অর্থাৎ রাফার বাবাকে বহুদিন বাদে দেখে উচ্ছ্বসিত হলেন বলিউড অভিনেত্রী।

ফেডেরার নাদালকে চোখের জল ফেলতে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না কোহলি, করলেন আবেগঘন পোস্ট

#মুম্বই: চ্যাম্পিয়নরাই বুঝতে পারেন চ্যাম্পিয়নদের মনের অবস্থা। আসলে জিনিয়াসদের ইগো বড় সাংঘাতিক। অনেকটা আগ্নেয়গিরির মতো। বাইরের দুনিয়ার সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। হতে পারে রজার ফেডেরার এবং বিরাট কোহলি দুজন আলাদা খেলার সঙ্গে জড়িত। কিন্তু দুজনেই আইকন। দুজনেই সুপারস্টার।

অবশ্যই বিশ্বমঞ্চে পরিচিতির ব্যাপারে অনেক এগিয়ে সুইস তারকা, তবুও ক্রিকেট খেলিয়ে দেশগুলো বিরাট কোহলিও জীবন্ত কিংবদন্তি। তাই টেনিসকে যখন লন্ডনের বিখ্যাত ও টু এরিনায় বিদায় জানাচ্ছেন ফেডেক্স, যখন ভিজে যাচ্ছে দুচোখ, তখন ভারতবর্ষে বসে সেই ব্যথা অনুভব করতে পারছেন বিরাট কোহলি।

আরও পড়ুন – ঝুলনের ইনসুইং খেলতে পরাস্ত হয়েছিলেন হিটম্যান রোহিত শর্মা! স্মৃতিচারণ ভারত অধিনায়কের

সোশ্যাল মিডিয়ায় কোহলি লিখেছেন, ‘দুই শত্রু যে একে অপরকে এতটা ভালবাসে, সেটা কে জানত। এটাই হল খেলাটার সৌন্দর্য। আমার কাছে এটাই খেলাধুলোর সবচেয়ে সেরা ছবি। কোহলি আরও লিখেছেন, যখন সতীর্থ আপনার জন্য এ ভাবে কাঁদে, তখন বুঝতে পারবেন ঈশ্বরপ্রদত্ত ক্ষমতার সাহায্যে আপনি কী অর্জন করতে পেরেছেন।

ওদের দু’জনের জন্য অসীম শ্রদ্ধা ছাড়া আর কিছু নেই। আসলে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের লড়াই দেখে বড় হওয়া প্রজন্মের মধ্যে বিরাট কোহলিও একজন। প্রায় ১৭ বছর ধরে চলে আসা এই লড়াই যেমন ইতিহাসে ঠাঁই পেয়েছে, তেমনই স্বয়ং বিরাট এই দুজনকে জীবন্ত আইকন মানেন।

টেনিস ইতিহাসে এরকম লড়াই খুব বেশি হয়নি। ফুটবলে মেসি বনাম রোনাল্ডো কিছুটা কাছাকাছি থাকতে পারে। তাই আজ টেনিস কিংবদন্তির বিদায় বেলায় দু ফোঁটা চোখের জল ফেলেছেন বিরাট কোহলি। এর পেছনে নেই স্বার্থ বা আর্থিক যোগ। পুরোটাই বেরিয়ে এসেছে হৃদয়ে থেকে।

বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল

#লন্ডন: টেনিসে বিখ্যাত খেলোয়াড়ের নাম গুনতে বসলে সংখ্যায় অনেক। এই তালিকা দীর্ঘ। কিন্তু রজার ফেডেরার নামটা যেন টেনিস প্রেমীদের কাছে একটা ম্যাজিক। তার অবসরের খবরে শুধু টেনিস জগৎ নয়, সাধারণ মানুষ থেকে অন্যান্য ক্রীড়াবিদরা দুঃখ পাবেন, সেটাই স্বাভাবিক। সুইস তারকার বিদায় ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে কমেন্টসে। কিছু জনপ্রিয় ক্রীড়াবিদের বক্তব্য তুলে ধরা হল।

সচিন তেন্ডুলকর

অসম্ভব সুন্দর একটি ক্যারিয়ার কিংবদন্তি রজার ফেদরার। তোমার টেনিসের ব্র্যান্ডের প্রেমে পড়ে যাই মনে নেই সেই কবে। তারপর থেকে তোমার খেলা দেখা ছিল একটা নেশা। নেশা কেড়ে নেওয়া শক্ত। কারণ সেটা আমাদের মধ্যেই থাকে। সব সুখ স্মৃতির জন্য ধন্যবাদ।

রড লেভার

সব কিছুর জন্য ধন্যবাদ রজার, শুধুমাত্র গ্র্যান্ড স্লামের সংখ্যা দিয়ে তোমায় বিচার করা যাবে না। আশা করি তাড়াতাড়ি দেখা হবে।

রাফায়েল নাদাল

প্রিয় বন্ধু রজার, বন্ধুও বটে আবার শত্রুও বটে! এই দিনটা আসবে ভাবিনি। ব্যক্তিগতভাবে আমার কাছে দুঃখের দিন। আমি নিশ্চিত সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষ আজ চোখের জল ফেলছে। কত স্মৃতি তোমার সঙ্গে কাটিয়েছি কর্টের ভেতরে এবং বাইরে। কান্না পাচ্ছে।

জসপ্রীত বুমরাহ

টেনিস ইতিহাসের অন্যতম সেরা। সোনালী অক্ষরে নাম লেখা থাকবে। সারা পৃথিবীর অন্যতম সেরা স্পোর্টস আইকন। আপনার খেলা দেখা ছিল আনন্দ, শুধুই আনন্দ।

দীনেশ কার্তিক

আপনাকে সালাম কিংবদন্তি। ভাষায় এই অনুভূতি প্রকাশ করতে পারছি না। মন ভারাক্রান্ত।

শোয়েব আখতার

আপনার ক্যারিয়ার সবার কাছে অনুপ্রেরণা। আমার কাছে টেনিসের সর্বকালের সেরা। সত্যিকারের জেন্টলম্যান। অবসর জীবন ভাল হোক।

হার্দিক পান্ডিয়া

এরকম ক্যারিয়ার মানুষ স্বপ্নে দেখে, আপনি বাস্তবে করে দেখেছিলেন। স্যালুট ফেদেক্স।

ইরফান পাঠান

অনেক টেনিস খেলোয়াড় এসেছে এবং গিয়েছে। রজার ফেদরার একজনই। জিনিয়াস আপনাকে মিস করব।

Rodger Federer helps Ukraine : মানবিক রজার ফেডেরার! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দিলেন বিশাল আর্থিক সহায়তা

#জুরিখ: চ্যাম্পিয়নরা বোধ হয় এরকমই হন। খেলার মাঠে যতটা নির্দয় এবং লড়াকু, সাধারণ জীবনে ততটাই মানবিক এবং নরম মনের। তিনি টেনিস বিশ্বের সর্বকালের অন্যতম সেরা।। জীবন্ত কিংবদন্তি। কিন্তু ইউক্রেনের অবস্থা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। রাশিয়ার সামরিক অভিযানের জেরে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। বহু মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন ইউরোপের অন্যান্য দেশে।

আরও পড়ুন – SA vs BAN, Sakib Al Hasan: সাকিব, তামিমদের ব্যাটিং বিক্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী শাখার হিসেব অনুযায়ী প্রায় ৩০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছেন। যা সে দেশের মোট জনসংখ্যার সাত শতাংশ। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের বহু শিশু বাবা বা মাকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তাদের দুর্দশায় রীতিমতো উদ্বিগ্ন ফেডেরার। সেই সব শিশুদের পাশে দাঁড়ালেন সুইস তারকা। জানিয়েছেন, ইউক্রেনের শিশুদের সাহায্যে কাজ করবে রজার ফেডেরার ফাউন্ডেশন। তিনি নিজে দিচ্ছেন পাঁচ লক্ষ ডলার।

মূলত ইউক্রেনের শিশুদের শিক্ষার জন্য এই অর্থ ব্যয় করা হবে। নেট মাধ্যমে ফেডেরার লিখেছেন, আমি এবং আমার পরিবার ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত নির্দোষ মানুষদের ছবি দেখে মর্মাহত। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। আমরা সব সময় শান্তির পক্ষে। ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী আরও লিখেছেন, ইউক্রেনের যে সব শিশুর সাহায্য প্রয়োজন, আমরা তাদের পাশে থাকতে চাই।

উইক্রেনের প্রায় ৬০ লক্ষ শিশু স্কুল যেতে পারছে না। জানি এই কঠিন সময়ে তাদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আমরা ওদের পাশে থাকতে চাই এই সময়। এর আগে বিশ্বের আর এক প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড় এবং ইউনিসেফের দূত অ্যান্ডি মারে জানান, ২০২২ সালে তিনি পুরস্কার মূল্য হিসেবে তাঁর সমস্ত আয় ইউক্রেনের শিশুদের সাহায্যে দান করবেন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদও। এছাড়া ফুটবল বিশ্বে রাশিয়াকে আগেই এক ঘরে করে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ফিফা এবং উয়েফা পুতিনের দেশকে বিশ্বকাপ ছাড়াও বিভিন্ন ইউরোপিয়ান টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে।