Tag Archives: Rosogolla

Jamaisasthi Rasagolla: মাত্র ১ মিনিটে ২.৫ হাজার রসগোল্লা! জামাইষষ্ঠীর জন্য হাবড়ার এই দোকানে মোট কটা মিষ্টি বানানো হল জানেন!

উত্তর ২৪ পরগনা: জামাইষষ্ঠী উপলক্ষে হাবরার এই প্রসিদ্ধ মিষ্টির দোকানে এক লক্ষ রসগোল্লা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল। তাই সর্বক্ষণই প্রায় জ্বলছে চারটি উনুন। গরমকে উপেক্ষা করেই কাজ করছেন কর্মীরা। আর এই লক্ষ্যমাত্রা নেওয়ার পেছনে আসল কাজ করছে এক বিশেষ মেশিন। যে মেশিনে এক মিনিটে প্রায় আড়াই হাজারের মতো রসগোল্লা তৈরি করতে পারে।

আরও পড়ুন: আম-কাঁঠাল থেকে আলু-পেঁয়াজ… হাত দিলেই ছ্যাঁকা! হুহু করে বাড়ছে বাজারদর, মূল্যবৃদ্ধি নিয়ে ভয়ঙ্কর খবর

এখন এই লক্ষাধিক টাকার দু’টি মেশিন দিয়েই হাবরার জনতা মিষ্টান্ন ভাণ্ডারে কাটিং হয়ে তৈরি হচ্ছে রসগোল্লা। দোকান মালিক জানান, জামাইষষ্ঠী উপলক্ষে প্রায় পাঁচ থেকে ছয় রকমের রসগোল্লা করা হয়েছে। পাশাপাশি রসমালাই থেকে শুরু করে নানা রকমের মিষ্টির সম্ভার থাকছে জামাইষষ্ঠী উপলক্ষে। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গোটা হাবরা এলাকার মধ্যে সেরা রসগোল্লা তৈরি হয় এই দোকানেই। তাই জামাইষষ্ঠীর মতো বিশেষ অনুষ্ঠানে এই রসগোল্লাই পাতে চান সকলে।

ক্রেতাদের ইচ্ছাপূরণের পাশাপাশি ব্যবসায়িক লাভ ঘরে তুলতেই বিশেষ এই মেশিনে এখন প্রস্তুত হচ্ছে রসগোল্লা। দোকান মালিকও জানালেন গত কয়েকদিন ধরে যেভাবে বিক্রি হচ্ছে রসগোল্লা তাতে আশা করছেন লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই মেশিনে ৭ টাকা, ১০ টাকা, ১৫ টাকা এমনকি ২০ টাকারও রসগোল্লা তৈরি হচ্ছে। সকাল থেকেই তাই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল হাবরার জনতা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। জামাই আদরে এই দোকানের বিশেষ রসগোল্লা কিনছেন সকলে। ঐতিহ্যবাহী এই মিষ্টির দোকান রসগোল্লা বিকৃতিতে এবার অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে বলেই আশা করছেন ক্রেতা থেকে দোকান মালিক সকলেই।

Rudra Narayan Roy

বিয়েবাড়িতে মাংসের পর মিষ্টি খান? শরীরে সঙ্গে সঙ্গে যা হয়, ভাবতে পারবেন না

কলকাতা: ঠিক এমনই ভুল করেন অনেকে। আজ, বুধবার, ভ্যালেন্টাইন্স ডে, একইসঙ্গে সরস্বতী পুজো। আবার আজ অনেকের বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। কারণ আজ বিয়ের ডেট।

আজ বিয়ে বাড়িতে গেলে একটা ভুল কিন্তু একদম করবেন না। কোনওভাবেই বিয়েবাড়িতে মাংসের পদ খাওয়ার পর মিষ্টি খাবেন না। এই ভুলটা করলে শরীরে যা হবে, ভাবতে পারবেন না।

যে কোনও বিয়েবাড়িতে মাংস ও মিষ্টি কম-বেশি থাকেই। কোনও বিয়েবাড়িতে থাকে চিকেন, কোথাও মটন। আর এখন তো শীতকাল। এই সময় বিয়ে বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা বা সন্দেশ হয়। তবে দুটো জিনিস একেবারেই একসঙ্গে খাওয়াটা ঠিক নয়।

আরও পড়ুন- খাবার খেতে খেতে জল খাওয়া উচিত কি না? ৯৯% মানুষই জানেন না! জানুন চিকিৎসকের মত

বহু আগে থেকেই একটা কথা প্রচলিত রয়েছে। মাংস ও মিষ্টি একসঙ্গে খেলে গুরুপাক হয়। কিন্তু মাংসের পর মিষ্টি খেলে শরীরে যেটা হয় তা অনেকেই হয়তো জানেন না!

মিষ্টি তৈরি হয় দুগ্ধজাত পদার্থ থেকে। এটি একপ্রকার প্রোটিনের উৎস। আবার মাংসও প্রোটিনের উৎস। ফলে একইসঙ্গে আপনার শরীরে অনেকটা প্রোটিন যেতে পারে। যার জেরে হজমের সমস্যা হতে পারে। গ্যাস, পেট ফেঁপে থাকা, বদহজমের সমস্যা হতে পারে।

আরও পড়ুন- বাস্তু মেনে আয়না ঝোলালে সংসারে আসবে লক্ষ্মীশ্রী; ঘরের কোন দিকে তা রাখা উচিত?

মিষ্টি ও মাংস একসঙ্গে খেলে শরীরে হজমের ভারসাম্য নষ্ট হতে পারে। তার উপর বিয়ে বাড়ির খাবার মানেই একটু রাতের দিকে। তাতে তো সমস্যা আরও বাড়তে পারে।