Tag Archives: rupam islam

Negative: শ্যুটিং শেষ হল ‘নেগেটিভ’-এর; রূপম ইসলামের টাইটেল ট্র্যাক নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং পরিচালক, ছবিতে সম্পূর্ণ অন্য এক অবতারে ধরা দেবেন কোন অভিনেত্রী?

কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে একজন শিল্পী ঠিক কতটা স্বাধীন? এই প্রশ্ন বারবার ওঠে। বিশ্বকর্মা পেশায় ফটোগ্রাফার। কিন্তু তাঁর নান্দনিক বোধের কদর করে না আশপাশের মানুষ। ফলে কাজও জোটে না। শুধু মৃত মানুষের ছবি তুলতেই ডাক পড়ে তাঁর। সংসারে চূড়ান্ত অর্থকষ্ট।

সংসারের হাল ধরেছেন বিশ্বকর্মার স্ত্রী মালা। কারখানায় কাজ করেন তিনি। কোনও রকমে জোটান দু’বেলার অন্ন। তবে স্বামীর প্রতি কোনও রাগ বা আক্ষেপ নেই তাঁর। বরং এক ধরনের সম্মান মেশানো মমত্ববোধ আছে। এদিকে ক্রমশ একাকীত্বে ভুগতে শুরু করে বিশ্বকর্মা।

আরও পড়ুন– জুন রাশিফল ২০২৪; দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

এভাবে আর কত দিন। একটা সময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হয়। বিশ্বকর্মা আর মালা সেই অনভিপ্রেত সিদ্ধান্তটা নিয়েই নেন। এরপর কী? কী হবে তাঁদের পরিণতি? নিজের শিল্পবোধ নিয়ে ফের উঠে দাঁড়াতে পারবেন বিশ্বকর্মা? সেই গল্পই বলবে ‘নেগেটিভ’।

শান্তনু নাথের লেখায় অসহায় শিল্পীর জীবনের ঘাত প্রতিঘাতই উঠে এসেছে গল্পে। যাকে দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক বাপ্পা। আর এই ছবিটির শ্যুটিংই শেষ করলেন তিনি। ধাগা প্রডাকশন, A4J ফিল্মসের এই ছবিতে বিশ্বকর্মার চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর মালার চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র, রানা বসু ঠাকুর, শান্তনু নাথ, রিমি দেব, খালেদ মেহমূদ তূর্জো।

আরও পড়ুন- তীব্র গরম থেকে বাঁচতে জেনারেল কামরার টিকিট কেটেই এসি কামরায় যাত্রা ! তারপর যা হল…

আর ‘নেগেটিভ’-এর প্রধান আকর্ষণ হতে চলেছে এর গান। টাইটেল ট্র্যাকটি গেয়েছেন রূপম ইসলাম। এছাড়া ছবির আরও দু’টি গান গেয়েছেন জোজো এবং সোমলতা আচার্য্য। তবে নিজের ছবিতে রূপমের গান নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত পরিচালক বাপ্পা। শুধু উচ্ছ্বসিতই নন, উত্তেজিতও বটে! একসময় রূপমের ভক্ত ছিলেন তিনি। আজ সেই রূপম তাঁর ছবিতে গান গেয়েছেন। বাপ্পার কাছে পুরো বিষয়টা একটা স্বপ্নের মতো। তিনি বলছেন, “কিছু বলার মতো ভাষা নেই। স্বপ্ন সত্যি হল। যে মানুষটাকে এক ঝলক দেখব বলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছি, তিনি আজ আমার ছবিতে গান করলেন। মনে হয় আজ রাতে ঘুমোতেই পারব না। হয়তো অনেক রাত জেগে থাকার প্রাপ্তি পেলাম আজ। আমি ভাগ্যবান। গুরুর আশীর্বাদ পেলাম। আরও উন্মাদনা পেলাম ভাল কাজ করার।” এরপরই বাপ্পার গলায় ঝরে পড়ল এক ভক্তের আকুতি, “ভালবাসা দিয়েই কেটে যাবে বাকি জীবনটা। এই গান না থাকলে আমার কোনও স্বপ্নই পূর্ণতা পেত না।”

এখানেই শেষ নয়, ছবিটিতে আরও একটা চমক রয়েছে। কারণ সম্পূর্ণ অন্য এক অবতারে দেখা যাবে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। আসলে এই ছবিতে থাকবে তাঁর আইটেম ডান্স। জোজোর গলায় ‘কানাঘুষো খবর আছে’ গানে নাচ করতে দেখা যাবে শ্রীলেখাকে। এছাড়া সোমলতার ‘মন বোঝা কি এতই সহজ বল’ অবশ্য নিখাদ প্রেমের গান। ‘নেগেটিভ’-এর শিল্প নির্দেশক নীল কৌশিক। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অপু মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত এবং সম্পাদনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন নাগ।

Fossils In Siliguri: ৬ বছর পর শিলিগুড়িতে রূপম ইসলামের মিউজিকাল ব্যান্ড ফসিলস্! টিকিট পাবেন কী ভাবে? জানুন…

শিলিগুড়িতে আসতে চলেছে ফসিলস। দীর্ঘ ৬ বছর পর আবার শিলিগুড়িতে আসছে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সঙ্গীতপ্রেমী মানুষদের মধ্যে।
শিলিগুড়িতে আসতে চলেছে ফসিলস। দীর্ঘ ৬ বছর পর আবার শিলিগুড়িতে আসছে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে সঙ্গীতপ্রেমী মানুষদের মধ্যে।
আগামী ১৯শে মে কাওয়াখালী ময়দানে মিউজিক কনসার্ট এর আয়োজন করা হয়েছে। নাম, দি কার্নিভাল অফ টিউনস' যেখানে থাকবে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস ।
আগামী ১৯শে মে কাওয়াখালী ময়দানে মিউজিক কনসার্ট এর আয়োজন করা হয়েছে। যার নাম, দি কার্নিভাল অফ টিউনস’ যেখানে থাকবে রূপম ইসলামের মিউজিক ব্যান্ড ফসিলস ।
টিকিট মূল্য যথাক্রমে ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ টাকা। পেটিএম থেকে টিকিট পাওয়া যাবে ।এছাড়াও অফ লাইনেও টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
টিকিট মূল্য যথাক্রমে ৪৯৯, ৯৯৯, ১৪৯৯ টাকা। পেটিএম থেকে টিকিট পাওয়া যাবে ।এছাড়াও অফ লাইনেও টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
শিলিগুড়ি বিধান মার্কেট, বাঘাযতীন পার্ক, হায়দারপাড়া,সিটি সেন্টার, মাটিগারা, এস এফ রোড সহ বিভিন্ন এলাকায় অফলাইন টিকিট কাউন্টার বসানো হয়েছে। সেখান থেকে সকলের টিকিট সংগ্রহ করতে পারবেন।
শিলিগুড়ি বিধান মার্কেট, বাঘাযতীন পার্ক , হায়দারপাড়া,সিটি সেন্টার, মাটিগারা, এস এফ রোড সহ বিভিন্ন এলাকায় অফলাইন টিকিট কাউন্টার বসানো হয়েছে। সেখান থেকে সকলের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ফসিলস ছাড়াও ওইদিন মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন এম টিভি খ্যাত ইপিয়ার। শিলিগুড়িতে অনেকদিন বাদে একটি চমকপ্রদ অনুষ্ঠান দেখবে বলে দাবি সংস্থার কর্মকর্তাদের।
ফসিলস ছাড়াও ওইদিন মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন এম টিভি খ্যাত ইপিয়ার। শিলিগুড়িতে অনেকদিন বাদে একটি চমকপ্রদ অনুষ্ঠান দেখবে বলে দাবি সংস্থার কর্মকর্তাদের।