Tag Archives: School Fees

Viral Story: নার্সারিতে পড়ার খরচ লাখ টাকার উপর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে, প্রকৃত বিলের পরিমাণ জানলে চক্ষুচড়ক গাছ হবে

হায়দরাবাদ: মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের সংসারে অন্যতম সমস্যার কারণ হয়ে উঠছে৷ প্রতিদিন জিনিসপত্রের দাম বৃদ্ধির ঠেলায় সাধারণ মানুষের জীবনে নাভিঃশ্বাস হয়ে উঠেছে৷

মেট্রো শহরে এই সমস্যার পরিমাণ আরও বেশি৷ সেখানে প্রাথমিক চাহিদা পূরণের করতেও পকেট থেকে হাজার হাজার টাকা বের করতে হয়৷ অনেক সময় সেইগুলো সাধ্যের বাইরে চলে যেতে থাকে৷ কিন্তু তা বলে নার্সারিতে পড়া শিশুর পড়ার খরচ লাখ ছাড়িয়া যাবে৷

আরও পড়ুন: ৬৩ বছরের বৃদ্ধাকে বলিউডের কুর্নিশ, শুনে নিন সফলতার এক অসাধারণ গল্প

এক ব্যক্তি নার্সারিতে পড়া তাঁর বাচ্চার স্কুলের বিল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে৷ সেই বিলের পরিমাণ জানলে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার কথা৷ এলকেজির বার্ষিক ফি কিনা ২.৩ লাখ টাকা! না তাও নয় বরং তা ছিল, বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩.৭ লাখ টাকা। বিলটি হায়দরাবাদে একটা স্কুলের৷

আরও পড়ুন: ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও

তিনি পোস্টটি শেয়ার করে বলেছেন, ‘‘আমরা হোমলোনে সুদের হার বৃদ্ধি, বাড়ির দাম বৃদ্ধি এই সব নিয়ে কথা বলি৷ কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে যে পরিমাণে মূদ্রাস্ফীতি হয়েছে, সেই নিয়ে খুব কম কথাবার্তাই হয়৷ গত ৩০ বছর বয়সে বেসরকারি স্কুলের ফি প্রায় নয়গুণ বেড়ে গিয়েছে৷ আর কলেজের ফি প্রায় ২০ গুণ বৃদ্ধি বেড়েছে৷ শিক্ষা ও সাধ্যের মধ্যে এখন আর কোনও সামঞ্জস্য নেই৷’’

অনেকেই এই পোস্টে বিলের পরিমাণ দেখে বিস্ময় প্রকাশ করেছে৷ ‘‘একজন লিখেছেন আমরা দেখেছি খাদ্য-বাসস্থান – শিক্ষায় মুদ্রাস্ফিতির পরিমাণ লাগাম ছাড়া৷ তাও আমাদের বলা হয়, ৩ থেকে ৪ শতাংশ হারেই মুদ্রাস্ফীতি ঘটছে৷ আরও একজন লিখেছেন, ‘‘খরচের ঠেলায় এবার হোম-স্কুলিং করতে হবে৷’’

একটা শিক্ষা যখন মৌলিক অধিকার তখন মাত্র এলকেজি তে পড়া শিশুর পড়াশোনার খরচ এত কীভাবে হয়৷ সেই নিয়ে তো প্রশ্ন উঠবেই৷

Expensive Schools Fees: দেশের সবচেয়ে দামি স্কুল কোনগুলি জানেন? সেখানে পড়ানোর খরচ শুনলে আঁতকে উঠবেন!

গোটা পৃথিবীতেই পড়াশোনা এখন খুবই ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ শিক্ষার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পড়াশোনা করান ছেলেমেয়েদের। দেশের মধ্যেও এমন কয়েকটি স্কুল রয়েছে, যেগুলিতে লেখাপড়া করতে হলে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। একইসঙ্গে পড়াশোনার মানও বেশ উন্নত। এমনই ৭টি স্কুলের নাম তুলে ধরা হল এখানে।
গোটা পৃথিবীতেই পড়াশোনা এখন খুবই ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ শিক্ষার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পড়াশোনা করান ছেলেমেয়েদের। দেশের মধ্যেও এমন কয়েকটি স্কুল রয়েছে, যেগুলিতে লেখাপড়া করতে হলে বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। একইসঙ্গে পড়াশোনার মানও বেশ উন্নত। এমনই ৭টি স্কুলের নাম তুলে ধরা হল এখানে।
উডস্টক স্কুল, মুসৌরি- উডস্টক স্কুল ভারতের অন্যতম জনপ্রিয় এবং ব্যয়বহুল স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ১৮,০০,০০০ টাকা।
উডস্টক স্কুল, মুসৌরি- উডস্টক স্কুল ভারতের অন্যতম জনপ্রিয় এবং ব্যয়বহুল স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ১৮,০০,০০০ টাকা।
সিন্ধিয়া স্কুল, গোয়ালিয়র- ভারতের অন্যতম জনপ্রিয় এবং ব্যয়বহুল স্কুল সিন্ধিয়া স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ১৮,০০,০০০ টাকা।
সিন্ধিয়া স্কুল, গোয়ালিয়র- ভারতের অন্যতম জনপ্রিয় এবং ব্যয়বহুল স্কুল সিন্ধিয়া স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ১৮,০০,০০০ টাকা।
দুন স্কুল, দেরাদুন- অন্যতম সেরা এবং ব্যয়বহুল স্কুল দুন স্কুল। বলিউডের একাধিক তারকা এই স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলের বার্ষিক ফি প্রায় ১০,২৫,০০০ টাকা।
দুন স্কুল, দেরাদুন- অন্যতম সেরা এবং ব্যয়বহুল স্কুল দুন স্কুল। বলিউডের একাধিক তারকা এই স্কুলে পড়াশোনা করেছেন। স্কুলের বার্ষিক ফি প্রায় ১০,২৫,০০০ টাকা।
স্টোনহিল ইন্টারন্যাশনাল স্কুল, বেঙ্গালুরু- স্টোনহিল স্কুল ভারতের সবচেয়ে বড় আইবি স্কুলগুলির মধ্যে একটি। স্কুলের বার্ষিক ফি প্রায় ১০,০০,০০০ টাকা।
স্টোনহিল ইন্টারন্যাশনাল স্কুল, বেঙ্গালুরু- স্টোনহিল স্কুল ভারতের সবচেয়ে বড় আইবি স্কুলগুলির মধ্যে একটি। স্কুলের বার্ষিক ফি প্রায় ১০,০০,০০০ টাকা।
ইকোলে মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুল, মুম্বই- ইকোলে মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুল ভারতের প্রথম আইবি স্কুল। এখানকার বার্ষিক ফি প্রায় ৯,৯০,০০০ থেকে ১০,৯০,০০০ টাকা।
ইকোলে মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুল, মুম্বই- ইকোলে মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুল ভারতের প্রথম আইবি স্কুল। এখানকার বার্ষিক ফি প্রায় ৯,৯০,০০০ থেকে ১০,৯০,০০০ টাকা।
গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল, উটি- এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিংয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছে গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ৭,০০,০০০ থেকে ১২,০০,০০০ টাকা।
গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল, উটি- এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিংয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছে গুড শেফার্ড ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের বার্ষিক ফি প্রায় ৭,০০,০০০ থেকে ১২,০০,০০০ টাকা।
অল বয়েজ মেয়ো কলেজ, আজমের- রাজস্থানের আজমেরে অল বয়েজ মেয়ো কলেজ তৈরি হয়েছিল আধুনিক শিক্ষাদানের উদ্দেশ্যে। স্কুলের বার্ষিক ফি প্রায় ৬,৫০,০০০ টাকা।
অল বয়েজ মেয়ো কলেজ, আজমের- রাজস্থানের আজমেরে অল বয়েজ মেয়ো কলেজ তৈরি হয়েছিল আধুনিক শিক্ষাদানের উদ্দেশ্যে। স্কুলের বার্ষিক ফি প্রায় ৬,৫০,০০০ টাকা।