Tag Archives: Shabana Azmi

Shabana Azmi on RG Kar Case: আরজি করের ধর্ষণ-হত্যার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার বলিউড অভিনেত্রী শাবানা আজমি, দেখুন ভিডিও

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে এবার সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। দেখুন ভিডিও।

Salim Khan and Javed Akhtar’s Split: জাভেদ আখতার ও সেলিম খানের বিচ্ছেদের কারণ কী? মুখ খুললেন শাবানা আজমি

শোলে, জঞ্জির, দিওয়ার, ডন - একের পর এক ব্লকব্লাস্টার উপহার দিয়েছেন জাভেদ-সালিম জুটি৷ তারপর ১৯৮২ সালে, হঠাৎ করেই এই দুই জুটি ভেঙে গেল৷ এই নিয়ে বিতর্কের শেষ নেই৷ তাঁদের বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানালেন শাবানা হাজমি৷ সেলিম খানের ছেলে, আরবাজ খানের টক শো, 'The Invincibles'-এ শাবানা হাজমি জানালেন, ‘‘কেন যে, শালিম আর জাভেদের বিচ্ছেদ হয়েছিল? আজও জানি না৷’’
শোলে, জঞ্জির, দিওয়ার, ডন – একের পর এক ব্লকব্লাস্টার উপহার দিয়েছেন জাভেদ-সেলিম জুটি৷ তারপর ১৯৮২ সালে, হঠাৎ করেই এই দুই জুটি ভেঙে গেল৷ এই নিয়ে বিতর্কের শেষ নেই৷ তাঁদের বিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানালেন শাবানা হাজমি৷ সেলিম খানের ছেলে, আরবাজ খানের টক শো, ‘The Invincibles’-এ শাবানা আজমি জানালেন, ‘‘কেন যে, সেলিম আর জাভেদের বিচ্ছেদ হয়েছিল? আজও জানি না৷’’
বেশ কয়েক বছর আগে জাভেদ আখতার মজো স্টোরিতে দেওয়া এক ইন্টারভিউতে বলেছিলেন, ‘‘দু’জন যখন প্রথম শুরু করেছিলাম, তখন আমরা প্রায় কিছুই ছিলাম না৷ দীর্ঘসময় ধরে আমরা সমুদ্রের ধারে বসতাম৷ চিত্রনাট্য নিয়ে কথা বলতাম৷ প্রথম দিকে আমার একটা পেয়িং গেস্ট ছিল. সেখানে ও আসত৷ সেলিমেরও একটা ছোট ঘর ছিল৷ আমিও ওখানে যেতাম৷ সমস্যা হয়, যখন তুমি বিখ্যাত হতে শুরু করো, তখন কেবল দু’জন নয়, আরও অনেকে জীবনে আসতে থাকে৷ আমাদের মধ্যে অনেকরকম সুপ্ত বাসনা থাকে, তখন সেই গুলোও মাথাচাড়া দেয়৷’’
বেশ কয়েক বছর আগে জাভেদ আখতার মজো স্টোরিতে দেওয়া এক ইন্টারভিউতে বলেছিলেন, ‘‘দু’জন যখন প্রথম শুরু করেছিলাম, তখন আমরা প্রায় কিছুই ছিলাম না৷ দীর্ঘসময় ধরে আমরা সমুদ্রের ধারে বসতাম৷ চিত্রনাট্য নিয়ে কথা বলতাম৷ প্রথম দিকে আমার একটা পেয়িং গেস্ট ছিল. সেখানে ও আসত৷ সেলিমেরও একটা ছোট ঘর ছিল৷ আমিও ওখানে যেতাম৷ , যখন তুমি বিখ্যাত হতে শুরু করো, সমস্য়া শুরু সেখান থেকেই৷ কেবল দু’জন নয়, তখন আরও অনেকে জীবনে আসতে থাকে৷ আমাদের মধ্যে অনেকরকম সুপ্ত বাসনা থাকে, তখন সেই গুলোও মাথাচাড়া দেয়৷’’
অবশ্য তিনি স্পষ্ট করেন, টাকাপয়সা ও ক্রেডিট দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনও রকম সমস্যা হয়নি, ‘‘আসলে আপনি যখন নতুন মানুষের সঙ্গে আলাপ করবেন, তখন ধীরে ধীরে আপনিও মানুষটা চেঞ্জ হতে শুরু করবেন৷ আমরা কিন্তু কোনওদিন ঝামেলা করিনি৷ টাকা, ক্রেডিট দেওয়া কোনওকিছু নিয়েই কোনও রকম সমস্যা হয়নি৷ কেবল হঠাৎ করেই আমরা আলাদা হয়ে গেলাম৷’’
অবশ্য তিনি স্পষ্ট করেন, টাকাপয়সা ও ক্রেডিট দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কোনও রকম সমস্যা হয়নি, ‘‘আসলে আপনি যখন নতুন মানুষের সঙ্গে আলাপ করবেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনি মানুষটাও চেঞ্জ হতে শুরু করবেন৷ আমরা কিন্তু কোনওদিন ঝামেলা করিনি৷  টাকা, ক্রেডিট দেওয়া কোনওকিছু নিয়েই কোনও রকম সমস্যা হয়নি৷ কেবল হঠাৎ করেই আমরা আলাদা হয়ে গেলাম৷’’
‘‘আস্তে আস্তে বুঝতে পারলাম, আমাদের মধ্যে সম্পর্কগুলো আর নেই৷ আমরা সন্ধেবেলায় আর এক সঙ্গে বসি না৷ আমাদের দু’জনারই আলাদা আলাদা বন্ধুদের গ্রুপ তৈরি হয়েছে৷ এই আলাদা হওয়াটা, সম্পর্কের আলগা হয়ে যাওয়াটা কাজে প্রভাব ফেলছিল৷’’
‘‘আস্তে আস্তে বুঝতে পারলাম, আমাদের মধ্যে সম্পর্কগুলো আর নেই৷ আমরা সন্ধেবেলায় আর এক সঙ্গে বসি না৷ আমাদের দু’জনারই আলাদা আলাদা বন্ধুদের গ্রুপ তৈরি হয়েছে৷ এই আলাদা হওয়াটা, সম্পর্কের আলগা হয়ে যাওয়াটা কাজে প্রভাব ফেলছিল৷’’
তবে শাবানা হাজমি 'The Invincibles' টক শো তে জাভেদ আখতারের মদ্যপানের আসক্তির কথাও জানিয়েছেন৷ সেই সময়টা কঠিন সময়ের কথাও টক শোতে বলেছেন৷ জাভেদ আখতারের প্রথম স্ত্রী হানি ইরানি ও তাঁদের সন্তান ফারহান আখতার ও জয়া আখতারের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলছিলেন৷
তবে শাবানা হাজমি ‘The Invincibles’ টক শো তে জাভেদ আখতারের মদ্যপানের আসক্তির কথাও জানিয়েছেন৷ সেই কঠিন সময়ের কথাও টক শোতে বলেছেন৷ জাভেদ আখতারের প্রথম স্ত্রী হানি ইরানি ও তাঁদের সন্তান ফারহান আখতার ও জোয়া আখতারের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলছিলেন৷

Aamir Khan-Mr. Perfectionist: চায়ের কাপেই সব কিছুর সূত্রপাত; এভাবেই বি-টাউনের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হয়ে উঠেছিলেন আমির খান

সম্প্রতি নেটফ্লিক্সে কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন বলিউডের সুপারস্টার আমির খান। বি-টাউনে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও প্রসিদ্ধ। কিন্তু কীভাবে এই তকমা পেলেন, সেটাই এবার রিয়েলিটি শোয়ের মঞ্চে তুলে ধরলেন অভিনেতা।
সম্প্রতি নেটফ্লিক্সে কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে উপস্থিত হয়েছিলেন বলিউডের সুপারস্টার আমির খান। বি-টাউনে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও প্রসিদ্ধ। কিন্তু কীভাবে এই তকমা পেলেন, সেটাই এবার রিয়েলিটি শোয়ের মঞ্চে তুলে ধরলেন অভিনেতা।
স্মৃতি হাতড়ে আমির খান জানান, তাঁর এই নামের পিছনে অবশ্য বলিউডের বর্ষীয়ান এক অভিনেত্রীর অবদান রয়েছে। আর তিনি হলেন শাবানা আজমি! Photo: Instagram
স্মৃতি হাতড়ে আমির খান জানান, তাঁর এই নামের পিছনে অবশ্য বলিউডের বর্ষীয়ান এক অভিনেত্রীর অবদান রয়েছে। আর তিনি হলেন শাবানা আজমি! Photo: Instagram
তাহলে কীভাবে পারফেকশনিস্টের তকমা পেলেন আমির? কপিল শর্মার এই শো-তে সাম্প্রতিক পর্বে স্মৃতির সরণি বেয়ে আমির বলেন, “এই পারফেকশনিস্ট-এর এই তকমাটা যে আমাকে দেওয়া হয়েছে, এর জন্য শুধুমাত্র একজনই দায়ী।” এরপর সঞ্চালক প্রশ্ন করেন, “কে সেই ব্যক্তি?” আমিরের সটান জবাব, “শাবানা আজমি।”
তাহলে কীভাবে পারফেকশনিস্টের তকমা পেলেন আমির? কপিল শর্মার এই শো-তে সাম্প্রতিক পর্বে স্মৃতির সরণি বেয়ে আমির বলেন, “এই পারফেকশনিস্ট-এর এই তকমাটা যে আমাকে দেওয়া হয়েছে, এর জন্য শুধুমাত্র একজনই দায়ী।” এরপর সঞ্চালক প্রশ্ন করেন, “কে সেই ব্যক্তি?” আমিরের সটান জবাব, “শাবানা আজমি।”
সেই গল্প মনে করে অভিনেতা বলেন, “যখন আমি রুপোলি জগতে নতুন এসেছিলাম, তখন ‘দিল’ ছবির শ্যুটিং করছিলাম। ইন্দ্রকুমার ছিলেন পরিচালক আর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বাবা আজমি। সেই সময়কার সেরা ক্যামেরাম্যান ছিলেন তিনিই। তো আমরা মাঝেমধ্যেই তাঁর বাড়িতে যেতাম। সেরকমই একদিন তাঁর বাড়িতে ছবির বিষয়েই আমরা আলোচনায় মত্ত ছিলাম। সেই সময় শাবানাজি আমাদের জন্য চা নিয়ে এসেছিলেন। তিনি প্রশ্ন করেন, আমির, তুমি কতটা চিনি নেবে?”
সেই গল্প মনে করে অভিনেতা বলেন, “যখন আমি রুপোলি জগতে নতুন এসেছিলাম, তখন ‘দিল’ ছবির শ্যুটিং করছিলাম। ইন্দ্রকুমার ছিলেন পরিচালক আর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বাবা আজমি। সেই সময়কার সেরা ক্যামেরাম্যান ছিলেন তিনিই। তো আমরা মাঝেমধ্যেই তাঁর বাড়িতে যেতাম। সেরকমই একদিন তাঁর বাড়িতে ছবির বিষয়েই আমরা আলোচনায় মত্ত ছিলাম। সেই সময় শাবানাজি আমাদের জন্য চা নিয়ে এসেছিলেন। তিনি প্রশ্ন করেন, আমির, তুমি কতটা চিনি নেবে?”
তবে সেই সময় আলোচনায় আমির এতটাই মত্ত ছিলেন যে, শাবানার প্রশ্নটা তিনি খেয়ালই করেননি। ফলে অভিনেত্রী ফের একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। সেই প্রসঙ্গে আমির বলে চলেন, “আমি আলোচনায় এতটাই মত্ত ছিলাম যে, খেয়ালই করিনি। আমি পিছন ফিরে তাঁকে দেখি। তাঁর প্রশ্নটা বুঝতেই আমার পাঁচ সেকেন্ড মতো সময় লেগে যায়। এরপর আমি জানতে চাই, গ্লাসটা কত বড়? উনি আমায় কাপটা দেখান। তাতেও আমি আলোচনায় মত্ত ছিলাম। এরপর আমি জানতে চাই, চিনির চামচটা কত বড়? উনি সেটাও আমায় দেখান। তখন আমি বলি, এক চামচ।”
তবে সেই সময় আলোচনায় আমির এতটাই মত্ত ছিলেন যে, শাবানার প্রশ্নটা তিনি খেয়ালই করেননি। ফলে অভিনেত্রী ফের একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। সেই প্রসঙ্গে আমির বলে চলেন, “আমি আলোচনায় এতটাই মত্ত ছিলাম যে, খেয়ালই করিনি। আমি পিছন ফিরে তাঁকে দেখি। তাঁর প্রশ্নটা বুঝতেই আমার পাঁচ সেকেন্ড মতো সময় লেগে যায়। এরপর আমি জানতে চাই, গ্লাসটা কত বড়? উনি আমায় কাপটা দেখান। তাতেও আমি আলোচনায় মত্ত ছিলাম। এরপর আমি জানতে চাই, চিনির চামচটা কত বড়? উনি সেটাও আমায় দেখান। তখন আমি বলি, এক চামচ।”
আর এটাই যেন ইতিহাস হয়ে যায়! এই ঘটনাটি ঘটার পর থেকে শাবানা আজমি জনে জনে এই গল্প বলে বেড়াতেন। যার ফলে অভিনেতার ‘পারফেকশনিস্ট’ তকমা সকলেই জেনে যান। ফলে তারপর থেকে আমিরের বন্ধু এবং বি-টাউনে তাঁর সহকর্মীরা তাঁকে ‘মিস্টার’ পারফেকশনিস্ট বলেই ডাকেন। Photo: Instagram
আর এটাই যেন ইতিহাস হয়ে যায়! এই ঘটনাটি ঘটার পর থেকে শাবানা আজমি জনে জনে এই গল্প বলে বেড়াতেন। যার ফলে অভিনেতার ‘পারফেকশনিস্ট’ তকমা সকলেই জেনে যান। ফলে তারপর থেকে আমিরের বন্ধু এবং বি-টাউনে তাঁর সহকর্মীরা তাঁকে ‘মিস্টার’ পারফেকশনিস্ট বলেই ডাকেন। Photo: Instagram