Tag Archives: Shafali Verma

Shafali Verma: শেফালি বর্মার ডাবল সেঞ্চুরি, নাম তুললেন ইতিহাসের পাতায়

একদিনের সিরিজি দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারানোর পর এক ম্যাচের টেস্ট সিরিজেও দাপট বজায় রাখল ভারতীয় মহিলা দল। ম্যাচের প্রথম দিনই ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন শেফালি বর্মা। ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট দ্বিশতরান করলেন শেফালি। একইসঙ্গে মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে টেস্টে প্রথম ২০০ করেছিলেন মিথালি রাজ। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টনটনে ইতিহাস গড়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার ২২ বছর পর এল দ্বিতীয় শতরান। ১৯৭ বলে ২০৫ রানের ইনিংসে ২৩টি চার ও ৮টি ছয় মারেন শেফালি বর্মা। এর আগে টেস্ট দ্রুততম ডাবল সেঞ্চুরি ছিল অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। শেফালি বর্মা করলেন মাত্র ১৯৪ বলে।

ম্যাচের প্রথম দিন ভারত টস জিতে ব্যাটিং নেয়। দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শেফালি বর্মা। ভারতীয় পুরুষ দলের বীরেন্দ্র সেওয়াগের স্মৃতি উস্কে দেন তিনি। শেফালিকে যোগ্য সঙ্গ দেন স্মৃতি মন্ধনা। একদিনের সিরিজের ফর্ম ধরে রেখে সেঞ্চুরি করেন তিনিও। ওপেনিং জুটিতে রেকর্ড ২৯২ রানের পার্টনারশিপ করেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা।

আরও পড়ুনঃ India vs South Africa: না খেলেই টি-২০ বিশ্বকাপ জিতবে ভারত! বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম

১৪৯ রান করে আউট হন স্মৃতি মন্ধনা। ২৬টি চার ও ১টি ছয় মারেন নিজের ইনিংসে। উল্টোদিকে জেমাইমা রড্রিগেজের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ২০৫ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শেফালি বর্মা। ৫৫ করেন জেমাইমাও। প্রথম দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর ৪ উইকেটে ৫২৫। হরমনপ্রীত কউর ৩২ ও রিচা ঘোষ ৪৩ রানে অপরাজিত।

শেফালির ব্যাটিং তাণ্ডব এবং কাপের ৫ উইকেট! গুজরাতকে নিয়ে ছেলে খেলা দিল্লির মেয়েদের

গুজরাত জায়ান্টস – ১০৫/৯, ২০
দিল্লি ক্যাপিটালস – ১০৭/০, ৭.১ ( শেফালি ৭৬*)

দিল্লি: শেফালি ভার্মার অতিমানবীয় ইনিংস ও গুজরাতের শোচনীয় ব্যাটিং এর দৌলতে গুজরাতকে ১০ উইকেটে দুরমুশ করল দিল্লি ক্যাপিটালস। শনিবার সন্ধ্যায় ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। প্রথম থেকেই নিয়মিত অন্তরালে উইকেট হারাতে থাকে গুজরাট। ম্যাচের দ্বিতীয় বলেই ম্যারিজেন কাপের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফিরে যান মেঘানা।

তৃতীয় ওভারে সেই কাপের বলেই মাত্র ১ রানে বোল্ড হয়ে ফিরে যান অপর ওপেনিং ব্যাটার উলভার্ডট। এই ম্যাচে খাতাই খুলতে পারলেন না সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার এশলে গার্ডনার। কাপের বলেই এলবিডাব্লু হয়ে ফিরে যান তিনি। শিখা পান্ডের বলে কট বিহাইন্ড হয়ে ৫ রানে ফেরেন হেমলতা।

ভাল খেলতে খেলতেই ১৪ বলে ২০ রান করে মেরিজানের বলে এল বি ডাব্লু হয়ে ফিরে যান হারমিন দেওল। মাত্র ২ রানে ফেরেন সুষমা ভার্মাও। ৩৩/৬ স্কোর থেকে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন গার্থ ও ওয়ারহাম। কিন্তু ত্রয়োদশ ওভারে ওয়ারহামের উইকেট হারায় গুজরাট। ২৫ বল খেলে ২২ রান করে রাধা যাদবের বলে বোল্ড হয়ে ফিরে যান ওয়ারহাম।

দুজনের মধ্যে ৩৩ রানের পার্টনারশিপ হয়। এরপর রান তোলার চক্করে একের পর এক বাকি উইকেটগুলি হারাতে থাকে গুজরাট। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রানই করতে সমর্থ হয় তারা। আয়ারল্যান্ডের কিম গার্থ ৩২ রানে অপরাজিত থাকেন। ১০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই খড়গহস্ত ছিলেন শেফালি ভার্মা।

তার বিধ্বংসী ব্যাটিং এই তছনছ হয়ে গেল গুজরাতের বোলিং। গার্থ,কানওয়ার, গার্ডনার, যোশী বিন্দুমাত্র রেহাই পাননি কেউ। মাত্র ২৮ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস নি:সন্দেহে চলতি মহিলা আইপিএল এর সেরা ইনিংস। ১০ টি চার ও ৫ টি বিশাল ছয়ে সাজানো ছিলো শেফালির ইনিংস।

তাকে যোগ্য সঙ্গত দিলেন দিল্লি অধিনায়ক ম্যাগ ল্যানিং। ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকলেন তিনি। মাত্র ৭ ওভার এক বলেই লক্ষ্যপূরণ করে ফেললো দিল্লি। ১০ উইকেটে হারলো গুজরাট।

বিশ্বজয়ের আনন্দে ভুল করলেন শেফালি, জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে ভারত অধিনায়ক

সেনওয়েস পার্ক: ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বজয়। অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষ, তিতাস সাধু, ঋষিতা বোসরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জুনিয়র মহিলা টিম ইন্ডিয়া। কিন্তু এরইমধ্যে বিতর্কে জড়ালেন বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে জড়ালেন তিনি। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

অবশ্য পুরোটাই হয়েছে বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশনের সময় আবেগ সামলাতে না পেরে। আসলে উইনিং শটের পর ভারতীয় ক্রিকেটাররা যেই সময় মাঠে দৌড়ে ঢুকছিল তাদের মধ্যে ছিলেন শেফালি ভার্মাও। তাঁর হাতে ছিল ভারতীয় পতাকা। আনন্দের বশে জাতীয় পতাকা উল্টো করে নিয়ে কাঁধের পেছনে নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন শেফালি। সেলিব্রেশনের আনন্দে শেফালি ভুলেই গিয়েছিলেন যে, তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো ধরেছেন। এই ঘটনার অনেকে সমালোচনাও করেছেন। তবে ইচ্ছাকৃত এই ভুল নয় সেটা নিশ্চিৎ।

আরও পড়ুনঃ U19 Women’s World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।

Shafali Verma Record: বিশ্বের সবচেয়ে কম বয়সি মহিলা ক্রিকেটার হিসেবে গড়লেন এই নতুন রেকর্ড! ব্রিস্টলে নজির শেফালির

ব্রিস্টল: ফলো অন করলেও ভারতের ভরসা এখন শেফালি বর্মা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে  ৯৬ রান করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শেফালি ৷ এরপর দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি৷ ব্রিস্টলের মাঠে ইতিহাস গড়লেন ১৭ বছরের এই ক্রিকেটার ৷

২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শেফালি ৷ অভিষেক টেস্টে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রান ৷ এর আগে এই রেকর্ড ছিল চন্দ্রকান্তা কউলের দখলে ৷ ১৯৯৫ সালে অভিষেক টেস্টে ৭৫ রান করেছিলেন তিনি ৷ রেকর্ড এখানেই শেষ নয় ৷ বিশ্বের সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে জোড়া হাফ-সেঞ্চুরি করারও নজির গড়েছেন তিনি ৷ কারণ প্রথম ইনিংসে ৯৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ইতিমধ্যেই অর্ধ-শতরান করে ফেলেছেন শেফালি ৷ প্রথম ইনিংসে স্মৃতি মান্ধানার সঙ্গে ১৬৭ রানের ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটিও গড়েন তিনি ৷

একদিকে বৃষ্টি আর অন্যদিকে শেফালি বর্মার ব্যাট। এই দুইয়ে ভর করে ম্যাচে ফিরে আসার লড়াইয়ে ভারতের মহিলারা। প্রথম ইনিংসে ১৬৫ রানে পিছিয়ে থাকায় ভারতকে ফলো অন করতে পাঠায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ৩৯৬ রানের জবাবে ২৩১ রানেই প্রথম ইনিংস শেষ হয় ভারতের। দ্বিতীয় ইনিংসে ভারতের রান ১ উইকেট হারিয়ে ৮৩। ব্যাট করছেন দীপ্তি শর্মা (১৮) ও শেফালি (৫৫)। ৮ রান করে আউট হয়ে ফিরেছেন স্মৃতি মন্ধানা। ভারতের মেয়েরা এখনও ৮২ রানে পিছিয়ে।