Tag Archives: Indian Flag

Independence Day 2024: বলুন তো, কে তৈরি করেছিল ভারতের জাতীয় পতাকার ডিজাইন?

বৃহস্পতিবার ১৫ অগাস্ট দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনত দিবস। লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দিকে দিকে উত্তোলিত হয়েছে জাতীয় পতাকা। আমেদের জাতীয় পতাকা নিয়ে অনেক তথ্য রয়েছে যা অনেকের কাছে অজানা। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল? জানা আছে কী আপনার।

ভারতের বর্তমান জাতীয় পতাকা কিন্তু একাধিকবার পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। ইতিহাস ঘাটলে জানা যায় ১৮৮৩ সাল থেকে ১৭ বার বিবর্তিত হয়েছে ভারতের জাতীয় পতাকা। শুরুর দিকে জাতীয় পতাকা একেবারেই অন্যরকম দেখতে ছিল। কখনও পতাকায় লাল, হলুদ এবং সবুজ রং ব্যবহারও হয়েছিল। দীর্ঘ সময় কোনও নির্দিষ্ট পতাকা ছিল না।

পরবর্তী কালে ১৯২১ সালে মহাত্মা গাঁধীর উপস্থিতিতে কংগ্রেসের বৈঠকে দেশের নির্দিষ্ট জাতীয় পতাকার প্রস্তাব পেশ করা হয়। সেই সময়ে পিঙ্গালি ভেঙ্কাইয়া পতাকার ডিজাইন তৈরি করেন। প্রথম পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার নকশা অর্থাৎ ডিজাইন তৈরি করেন। তিনি জাতীয় পতাকাটির নকশা তৈরি করেন এবং পয়লা এপ্রিল ১৯২১-এ বিজয়ওয়াড়া শহরে মহাত্মা গান্ধীর কাছে এটি উপস্থাপন করেন।

পিঙ্গালি ভেঙ্কাইয়ার তৈরি জিজাইনে গেরুয়া, মাঝে সাদা এবং একেবারে নিচে সবুজ রং ছিল। মাঝে থাকে চরকা। গেরুয়া রং ত্যাগের প্রতীক, সাদা রং সত্য এবং শান্তির প্রতীক এবং সবুজ রং বিশ্বাস ও প্রগতির প্রতীক। এবং মাঝে থাকা চরকাকে ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও দেশবাসীর শ্রমশীলতার প্রতীক হিসেবে মনে করা হয়।

এরপর পরবর্তীকালে মাঝে সাদা অংশে ২৪টি দণ্ডযুক্ত অশোকচক্র স্থান পায়। মিসেস সুরাইয়া বদর-উদ-দিন ত্যাবি কর্তৃক জমা দেওয়া স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা অবশেষে ১৭ ই জুলাই ১৯৪৭ তারিখে পতাকা কমিটি কর্তৃক অনুমোদিত এবং গৃহীত হয়।

আরও পড়ুনঃ দলের ব্যাটিং নিয়ে অখুশি রোহিত শর্মা! বাংলাদেশ সিরিজের আগে বড় সিদ্ধান্ত? জানুন বিস্তারিত

তবে জাতীয় পতাকার প্রথম ডিজাইন তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়াই। তিনি ১৮৭৬ সালের ২ আগস্ট অন্ধ্রপ্রদেশের মাছিলিপত্তনমের কাছে ভাটলাপেনুমারুর একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং মহাত্মা গান্ধীর একজন কট্টর অনুসারী। ৪ জুলাই ১৯৬৩ সালে প্রয়া হন তিনি। ২০০৯ সালে সালে তাকে স্মরণ করার জন্য একটি ডাকটিকিট জারি করা হয়েছিল।

ভারতীয় পতাকায় সই করলেন পাকিস্তান ক্রিকেটার, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

কাতার: বরাবর বিতর্কিত চরিত্র প্রাক্তন পাকিস্তান অধিনায়ত শাহিদ আফ্রিদি। কখনও তিনি মানবিক, কখনও আবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন নানা কারণে। ক্রিকেট থেকে অবসরের পরও নানা কারণে বারবার শিরোনামে উঠে এসেথেন শাহিদ আফ্রিদি। এবার এক অন্য রূপে দেখা গেল প্রাক্তন পাক অধিনায়ককে। বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে ব্যস্ত রয়েছেন শাহিদ আফ্রিদি। সেখানে এমন এক কাণ্ড ঘটালেন আফ্রিদি যা মন জয় করে নিল সকলের।

লেজেন্ড লিগ ক্রিকেটে এশিয়া লায়ন্স দলকে নেতৃত্ব দিচ্ছেন শাহিদ আফ্রিদি। কাতারে চলছে প্রাক্তনদের এই টি-২০ প্রতিযোগিতা। সেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে ভারতীয় এক ফ্যান সইয়ের আবেদন জানান আফ্রিদির কাছে। সই করার জন্য ওই ভারতীয় সমর্থক এগিয়ে দেন একটি ভারতীয় পতাকা। শাহিদ আফ্রিদিকে দেখা যায় বিনা দ্বিধায় ওই ভারতীয় পতাকায় যত্নের সঙ্গে সই করে দেন আফ্রিদি। এছাড়া একটি জার্সিতেও নিজের সিগনেচার করে দেন আফ্রিদি।

আরও পড়ুনঃ IPL 2023: শুরু কেকেআর ম্যাচের টিকিট বিক্রি, কত দাম কোথায় পাবেন, রইল বিস্তারিত তথ্য

সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকৃত একটি ফ্যান ক্লাবের তরফ থেতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আফ্রিদির ভারতীয় পতাকায় সই করার ভিডিও মন জয় করে নেয় নেটিজেনদের। যদিও এমন করায় বেশ কিছু পাক ফ্যান সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদির। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পাক তারকা। প্রসঙ্গত, শুধু ভারতীয় পতাকায় সই করা নয়, কয়েক দিন আগে ম্যাচ চলাকালীন গৌতম গম্ভীরের হেলমেটে বল লাগনে তাকে গিয়ে দেখে আসেন আফ্রিদি। এতে গম্ভীর-আফ্রিদির সম্পর্কের বরফও অনেকটাই গলেছে বলে মত সকলের।

বিশ্বজয়ের আনন্দে ভুল করলেন শেফালি, জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে ভারত অধিনায়ক

সেনওয়েস পার্ক: ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বজয়। অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষ, তিতাস সাধু, ঋষিতা বোসরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জুনিয়র মহিলা টিম ইন্ডিয়া। কিন্তু এরইমধ্যে বিতর্কে জড়ালেন বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে জড়ালেন তিনি। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

অবশ্য পুরোটাই হয়েছে বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশনের সময় আবেগ সামলাতে না পেরে। আসলে উইনিং শটের পর ভারতীয় ক্রিকেটাররা যেই সময় মাঠে দৌড়ে ঢুকছিল তাদের মধ্যে ছিলেন শেফালি ভার্মাও। তাঁর হাতে ছিল ভারতীয় পতাকা। আনন্দের বশে জাতীয় পতাকা উল্টো করে নিয়ে কাঁধের পেছনে নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন শেফালি। সেলিব্রেশনের আনন্দে শেফালি ভুলেই গিয়েছিলেন যে, তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো ধরেছেন। এই ঘটনার অনেকে সমালোচনাও করেছেন। তবে ইচ্ছাকৃত এই ভুল নয় সেটা নিশ্চিৎ।

আরও পড়ুনঃ U19 Women’s World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।