Tag Archives: Shilpa Shetty

Guess The Bollywood Actress: গায়ের রং কালো, রোগা! সিনেমা থেকে বাদ! ১০০ কোটির বাংলো, প্রাইভেট প্লেনের মালিক ‘এই’ নায়িকা

প্রত্যেক সফল অভিনেতার পেছনে সবসময়ই থাকে দীর্ঘ সংগ্রামের গল্প। সফল অভিনেতা হতে হলে সবাইকেই অনেক বাধা অতিক্রম করতে হয়। আজ আমরা এমনই একজন অভিনেত্রীর কথা বলছি যিনি বিভিন্ন ধরনের অপমান ও বডি শেমিংয়ের শিকার হয়েও সাফল্যের স্বাদ পেয়েছেন।
প্রত্যেক সফল অভিনেতার পেছনে সবসময়ই থাকে দীর্ঘ সংগ্রামের গল্প। সফল অভিনেতা হতে হলে সবাইকেই অনেক বাধা অতিক্রম করতে হয়। আজ আমরা এমনই একজন অভিনেত্রীর কথা বলছি যিনি বিভিন্ন ধরনের অপমান ও বডি শেমিংয়ের শিকার হয়েও সাফল্যের স্বাদ পেয়েছেন।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, যিনি বলিউডে একটি সুপরিচিত নাম, তিনিও যখন প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন তখন প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন। যদিও তিনি তার প্রথম দিনগুলিতে হতাশ ও ভেঙে পড়েছিলেন, তবে, তিনি সাফল্যের স্বাদ পেয়েছেন এবং বলিউড চলচ্চিত্র জগতের অন্যতম সফল অভিনেত্রী হয়েছেন।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, যিনি বলিউডে একটি সুপরিচিত নাম, তিনিও যখন প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন তখন প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন। যদিও তিনি তার প্রথম দিনগুলিতে হতাশ ও ভেঙে পড়েছিলেন, তবে, তিনি সাফল্যের স্বাদ পেয়েছেন এবং বলিউড চলচ্চিত্র জগতের অন্যতম সফল অভিনেত্রী হয়েছেন।

 

এক সাক্ষাৎকারে শিল্পা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুর দিনগুলির কথা জানিয়েছিলেন। তিনি বলেন, 'আমি ছিলাম একটি শ্যামলা, লম্বা ও রোগা মেয়ে, যে জীবন নিয়ে খুব বেশি কিছু ভাবেনি। আমার স্নাতক শেষ করার পরে, যদিও আমি কাজ করছিলাম, আমি ভিন্ন, আরও বড় এবং আরও ভাল কিছু চেষ্টা করতে চেয়েছিলাম। আমি যখন প্রথম ফ্যাশন শোতে অংশ নিয়েছিলাম, তখনই প্রথম পদক্ষেপ নিয়েছিলাম।’
এক সাক্ষাৎকারে শিল্পা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুর দিনগুলির কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি ছিলাম একটি শ্যামলা, লম্বা ও রোগা মেয়ে, যে জীবন নিয়ে খুব বেশি কিছু ভাবেনি। আমার স্নাতক শেষ করার পরে, যদিও আমি কাজ করছিলাম, আমি ভিন্ন, আরও বড় এবং আরও ভাল কিছু চেষ্টা করতে চেয়েছিলাম। আমি যখন প্রথম ফ্যাশন শোতে অংশ নিয়েছিলাম, তখনই প্রথম পদক্ষেপ নিয়েছিলাম।’
চলচ্চিত্র জগতে অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্যাশন শোয়ের পরপরই আমি একটি চলচ্চিত্রের প্রস্তাব পাই। এরপর একাধিক কাজের প্রস্তাব পাওয়ায় সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখি তখন আমার বয়স ১৭ বছর। তখন আমার অভিজ্ঞতা কম ছিল। আমি তখন যে সাফল্য পেয়েছিলাম তার জন্যও প্রস্তুত ছিলাম না।
চলচ্চিত্র জগতে অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাশন শোয়ের পরপরই আমি একটি চলচ্চিত্রের প্রস্তাব পাই। এরপর একাধিক কাজের প্রস্তাব পাওয়ায় সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখি তখন আমার বয়স ১৭ বছর। তখন আমার অভিজ্ঞতা কম ছিল। আমি তখন যে সাফল্য পেয়েছিলাম তার জন্যও প্রস্তুত ছিলাম না।
তিনি বলেন, 'কয়েকটা সিনেমার পর আমার ক্যারিয়ার থেমে যায়। ক্যামেরার সামনে হিন্দিতে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি কঠোর পরিশ্রম করেছি তবে মাঝে মাঝে মনে হয়েছিল আমি কোথাও পিছিয়ে আছি। এটি আরও কঠিন হয়ে যায় যখন আপনি এক মুহুর্তে উদযাপিত হন এবং তারপরে অন্য মুহুর্তে উপেক্ষা করা হয়। আমার মনে আছে, বেশ কয়েকজন প্রযোজক আমাকে তাদের সিনেমা থেকে বিনা কারণে বের করে দিয়েছেন।
তিনি বলেন, ‘কয়েকটা সিনেমার পর আমার ক্যারিয়ার থেমে যায়। ক্যামেরার সামনে হিন্দিতে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি কঠোর পরিশ্রম করেছি তবে মাঝে মাঝে মনে হয়েছিল আমি কোথাও পিছিয়ে আছি। এটি আরও কঠিন হয়ে যায় যখন আপনি এক মুহুর্তে উদযাপিত হন এবং তারপরে অন্য মুহুর্তে উপেক্ষা করা হয়। আমার মনে আছে, বেশ কয়েকজন প্রযোজক আমাকে তাদের সিনেমা থেকে বিনা কারণে বের করে দিয়েছেন।
শিল্পা শেঠি এর আগে একটি আমেরিকান টেলিভিশন শো বিগ ব্রাদারে অংশ নিয়েছিলেন। শোতে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, "আমার দেশের কারণে আমাকে প্রকাশ্যে বৈষম্যমূলক করা হয়েছিল। বাড়িতে আমি একা থাকায় এটি আমার পক্ষে সহজ ছিল না। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম এবং আমার পারফরম্যান্স বজায় রেখেছিলাম। যখন আমি জিতেছিলাম, মানুষ এসে আমাকে বলেছিল, আমি তাদের গর্বিত করেছি। সেই মুহুর্তে আমি অনুভব করেছি যে সমস্ত সংগ্রাম সার্থক ছিল।
শিল্পা শেঠি এর আগে একটি আমেরিকান টেলিভিশন শো বিগ ব্রাদারে অংশ নিয়েছিলেন। শোতে অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, “আমার দেশের কারণে আমাকে প্রকাশ্যে বৈষম্যমূলক করা হয়েছিল। বাড়িতে আমি একা থাকায় এটি আমার পক্ষে সহজ ছিল না। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম এবং আমার পারফরম্যান্স বজায় রেখেছিলাম। যখন আমি জিতেছিলাম, মানুষ এসে আমাকে বলেছিল, আমি তাদের গর্বিত করেছি। সেই মুহুর্তে আমি অনুভব করেছি যে সমস্ত সংগ্রাম সার্থক ছিল।
শিল্পা শেঠি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তান ভিয়ান ও শামিশা। সিনেমা থেকে দূরে থাকা সত্ত্বেও  তিনি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি ১০০ কোটি টাকার বিলাসবহুল বাংলো এবং একটি ব্যক্তিগত জেট সহ অন্যতম ধনী অভিনেত্রী।
শিল্পা শেঠি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তান ভিয়ান ও শামিশা। সিনেমা থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি ১০০ কোটি টাকার বিলাসবহুল বাংলো এবং একটি ব্যক্তিগত জেট সহ অন্যতম ধনী অভিনেত্রী।

Raj Kundra Bitcoin Fraud: বিটকয়েন পঞ্জি স্ক্যামে রাজ কুন্দ্রা জড়িয়ে গেলেন কীভাবে? শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে আর কী কী অভিযোগ রয়েছে?

আর্থিক তছরুপ মামলায় বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার জুহুর ফ্ল্যাট, পুনের বাংলো এবং ৯৮ কোটি টাকার ইক্যুইটি শেয়ার বাজেয়াপ্ত করেছে ইডি। প্রসঙ্গত, ওয়েব সিরিজে কাজের সুযোগ দেওয়ার নামে জোর করে পর্ন শ্যুটিংয়ের অভিযোগে ২০২১-এর জুলাইয়ে তাঁকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। সেপ্টেম্বরে আর্থার জেল থেকে ছাড়া পান রাজ কুন্দ্রা।
আর্থিক তছরুপ মামলায় বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার জুহুর ফ্ল্যাট, পুনের বাংলো এবং ৯৮ কোটি টাকার ইক্যুইটি শেয়ার বাজেয়াপ্ত করেছে ইডি। প্রসঙ্গত, ওয়েব সিরিজে কাজের সুযোগ দেওয়ার নামে জোর করে পর্ন শ্যুটিংয়ের অভিযোগে ২০২১-এর জুলাইয়ে তাঁকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। সেপ্টেম্বরে আর্থার জেল থেকে ছাড়া পান রাজ কুন্দ্রা।
বিটকয়েন পঞ্জি স্ক্যাম কী: ২০১৭ সালে অজয় ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং অমিত ভরদ্বাজ ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খোলেন। এর মাধ্যমেই শুরু হয় গেইন বিট কয়েন পঞ্জি স্কিম। বলা হয়, বিটকয়েনে বিনিয়োগ করলেই বিশাল মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। অনেক বিনিয়োগকারীই এই স্কিমে টাকা ঢেলেছিলেন। কিন্তু লাভ তো দূরের কথা, বিপুল টাকা গচ্চা যায়। দিল্লি এবং মহারাষ্ট্রে কোম্পানির নামে এফআইআর দায়ের করতে শুরু করেন বিনিয়োগকারীরা। এরপরই এই স্ক্যাম সামনে আসে। তদন্তকারীরা জানিয়েছেন, ভেরিয়েবেল টেকের কর্তাব্যক্তিরা বিটকয়েন মাইনিংয়ের মাধ্যমে ক্রিপ্টো অ্যাসেটে বিনিয়োগে প্রতি মাসে ১০ শতাংশ হারে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৬,৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন।
বিটকয়েন পঞ্জি স্ক্যাম কী: ২০১৭ সালে অজয় ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং অমিত ভরদ্বাজ ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খোলেন। এর মাধ্যমেই শুরু হয় গেইন বিট কয়েন পঞ্জি স্কিম। বলা হয়, বিটকয়েনে বিনিয়োগ করলেই বিশাল মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। অনেক বিনিয়োগকারীই এই স্কিমে টাকা ঢেলেছিলেন। কিন্তু লাভ তো দূরের কথা, বিপুল টাকা গচ্চা যায়। দিল্লি এবং মহারাষ্ট্রে কোম্পানির নামে এফআইআর দায়ের করতে শুরু করেন বিনিয়োগকারীরা। এরপরই এই স্ক্যাম সামনে আসে। তদন্তকারীরা জানিয়েছেন, ভেরিয়েবেল টেকের কর্তাব্যক্তিরা বিটকয়েন মাইনিংয়ের মাধ্যমে ক্রিপ্টো অ্যাসেটে বিনিয়োগে প্রতি মাসে ১০ শতাংশ হারে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৬,৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন।
এখন প্রশ্ন হল, এর মধ্যে রাজ কুন্দ্রা কীভাবে জড়ালেন? ইডি-র বিবৃতি অনুযায়ী, রাজ কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম তৈরির জন্য গেইন বিটকয়েন পঞ্জি স্ক্যামের মাস্টারমাইন্ড অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫ বিটকয়েন নিয়েছিলেন। যার বাজারমূল্য ১৫০ কোটি টাকারও বেশি। মোটা লাভের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের টাকায় অমিত ভরদ্বাজ এই বিটকয়েনগুলো কিনেছিলেন বলে জানিয়েছে ইডি। রাজ কুন্দ্রা অবশ্য এই মামলার প্রধান অভিযুক্ত নন। ২০১৮ সালের জুন মাসে ইডি তাঁকে প্রথম জিজ্ঞাসাবাদ করেছিল।
এখন প্রশ্ন হল, এর মধ্যে রাজ কুন্দ্রা কীভাবে জড়ালেন? ইডি-র বিবৃতি অনুযায়ী, রাজ কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম তৈরির জন্য গেইন বিটকয়েন পঞ্জি স্ক্যামের মাস্টারমাইন্ড অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫ বিটকয়েন নিয়েছিলেন। যার বাজারমূল্য ১৫০ কোটি টাকারও বেশি। মোটা লাভের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের টাকায় অমিত ভরদ্বাজ এই বিটকয়েনগুলো কিনেছিলেন বলে জানিয়েছে ইডি। রাজ কুন্দ্রা অবশ্য এই মামলার প্রধান অভিযুক্ত নন। ২০১৮ সালের জুন মাসে ইডি তাঁকে প্রথম জিজ্ঞাসাবাদ করেছিল।
রাজ কুন্দ্রার নামে অন্যান্য মামলা: পর্ন র‍্যাকেট চালানোর অভিযোগে ২০২১ সালে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকেই এই চক্রের মাথা বলে অভিযোগ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন পুনম পান্ডে, শার্লিন চোপড়া, সাগরিকা সোনা সুমনের মতো মডেল এবং অভিনেত্রীরা।
রাজ কুন্দ্রার নামে অন্যান্য মামলা: পর্ন র‍্যাকেট চালানোর অভিযোগে ২০২১ সালে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকেই এই চক্রের মাথা বলে অভিযোগ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন পুনম পান্ডে, শার্লিন চোপড়া, সাগরিকা সোনা সুমনের মতো মডেল এবং অভিনেত্রীরা।
রাজস্থান রয়্যালস দলের মালিক রাজ কুন্দ্রা এবং তাঁর স্ত্রী শিল্পা শেঠি। ২০১৩ সালে এই দলের এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা, এবং অঙ্কিত চৌহান ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। দলের মালিক কুন্দ্রা এবং আইসিসি প্রধান শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পানের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। কুন্দ্রা তখন পুলিশের কাছে এক বুকির মাধ্যমে বাজি ধরার কথা স্বীকার করেছিলেন। কুন্দ্রা এবং মায়াপ্পানকে সাসপেন্ড করা হয়।
রাজস্থান রয়্যালস দলের মালিক রাজ কুন্দ্রা এবং তাঁর স্ত্রী শিল্পা শেঠি। ২০১৩ সালে এই দলের এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা, এবং অঙ্কিত চৌহান ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। দলের মালিক কুন্দ্রা এবং আইসিসি প্রধান শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পানের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। কুন্দ্রা তখন পুলিশের কাছে এক বুকির মাধ্যমে বাজি ধরার কথা স্বীকার করেছিলেন। কুন্দ্রা এবং মায়াপ্পানকে সাসপেন্ড করা হয়।

মাত্র ১৭ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি, জুটেছিল বিস্তর প্রত্যাখ্যানও; আজ কয়েকশো কোটি টাকার মালিক এই অভিনেত্রী

রুপোলি দুনিয়া যেন এক স্বপ্নের দুনিয়া। তবে এখানে পায়ের তলার জমি শক্ত করা অতটাও সহজ নয়। আজকের বহু তারকাকেই সেই সংগ্রামের পথ অতিক্রম করতে হয়েছে। যদিও সকলেই যে সাফল্যের স্বাদ পান এমনটা নয়। কেউ কেউ আবার লড়াই করতে না পেরে চিরতরে হারিয়ে যান স্বপ্নের এই দুনিয়া থেকে। তবে আজ এক সফল অভিনেত্রীর বিষয়ে কথা হচ্ছে, যাঁকে বি-টাউনে নিজের জমি শক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল।
রুপোলি দুনিয়া যেন এক স্বপ্নের দুনিয়া। তবে এখানে পায়ের তলার জমি শক্ত করা অতটাও সহজ নয়। আজকের বহু তারকাকেই সেই সংগ্রামের পথ অতিক্রম করতে হয়েছে। যদিও সকলেই যে সাফল্যের স্বাদ পান এমনটা নয়। কেউ কেউ আবার লড়াই করতে না পেরে চিরতরে হারিয়ে যান স্বপ্নের এই দুনিয়া থেকে। তবে আজ এক সফল অভিনেত্রীর বিষয়ে কথা হচ্ছে, যাঁকে বি-টাউনে নিজের জমি শক্ত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৮। তবে ছিপছিপে সুতন্বী দেহকাঠামো এবং অসাধারণ সৌন্দর্যের অধিকারিণীকে দেখে তাঁর বয়স ঠাহর করা মুশকিল। নাচে-গানে মাতিয়ে রেখেছিলেন ভক্তদের হৃদয়। আজ তিনি কোটি কোটি টাকার মালিক। অথচ কেরিয়ারের প্রথম দিকে তাঁকেও প্রচুর প্রত্যাখ্যান এবং অপমানের জ্বালা সহ্য করতে হয়েছে। অনেকেই হয়তো বুঝে গিয়েছেন কার কথা এখানে বলা হচ্ছে। কথা হচ্ছে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৮। তবে ছিপছিপে সুতন্বী দেহকাঠামো এবং অসাধারণ সৌন্দর্যের অধিকারিণীকে দেখে তাঁর বয়স ঠাহর করা মুশকিল। নাচে-গানে মাতিয়ে রেখেছিলেন ভক্তদের হৃদয়। আজ তিনি কোটি কোটি টাকার মালিক। অথচ কেরিয়ারের প্রথম দিকে তাঁকেও প্রচুর প্রত্যাখ্যান এবং অপমানের জ্বালা সহ্য করতে হয়েছে। অনেকেই হয়তো বুঝে গিয়েছেন কার কথা এখানে বলা হচ্ছে। কথা হচ্ছে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির।
আজ শিল্পা সফল অভিনেত্রীর তকমা পেলেও প্রথম দিকে প্রযোজকদের থেকে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান। কিন্তু এর পিছনে থাকা কারণ সম্পর্কে কখনওই জানতে পারেননি তিনি। প্রাথমিক পর্যায়ে হতাশার সম্মুখীন হয়েও হাল ছাড়েননি। নিজের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতে সফলও হয়েছেন। অবশেষে নিজের অভিনয়ের ছাপ তিনি ফেলতে পেরেছেন ভক্তদের মনে।
আজ শিল্পা সফল অভিনেত্রীর তকমা পেলেও প্রথম দিকে প্রযোজকদের থেকে জুটেছিল শুধুই প্রত্যাখ্যান। কিন্তু এর পিছনে থাকা কারণ সম্পর্কে কখনওই জানতে পারেননি তিনি। প্রাথমিক পর্যায়ে হতাশার সম্মুখীন হয়েও হাল ছাড়েননি। নিজের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতে সফলও হয়েছেন। অবশেষে নিজের অভিনয়ের ছাপ তিনি ফেলতে পেরেছেন ভক্তদের মনে।
একবার ‘হিউম্যানস অফ বম্বে’-র কাছে নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের অজানা কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী। কর্মজীবনের সূচনা প্রসঙ্গে শিল্পা বলেন, “আমি কালো রোগা এবং লম্বা ছিলাম। স্নাতকপাঠ শেষ করে বাবার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। যদিও আমি আমার মন থেকে নতুন এবং বড় কিছু করতে চেয়েছিলাম। ভাবিনি যে, আমি সেই সুযোগ পাব। কিন্তু মজা করে একটি ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েই যেন সবটা বদলে যায়।”
একবার ‘হিউম্যানস অফ বম্বে’-র কাছে নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের অজানা কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী। কর্মজীবনের সূচনা প্রসঙ্গে শিল্পা বলেন, “আমি কালো রোগা এবং লম্বা ছিলাম। স্নাতকপাঠ শেষ করে বাবার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। যদিও আমি আমার মন থেকে নতুন এবং বড় কিছু করতে চেয়েছিলাম। ভাবিনি যে, আমি সেই সুযোগ পাব। কিন্তু মজা করে একটি ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েই যেন সবটা বদলে যায়।”
শিল্পা বলে চলেন, “এক ফটোগ্রাফার আমায় দেখেছিলেন এবং আমার ছবি তুলতে চেয়েছিলেন। আর এভাবেই আমার গ্ল্যামারের দুনিয়ায় প্রবেশ। এর কিছু সময় পরেই প্রথম ছবির অফার আসে। তারপর অবশ্য ফিরে তাকাতে হয়নি। তবে কেরিয়ারে উত্থান-পতন চলতে থাকে। আসলে অর্থপূর্ণ বিষয়গুলি তো আর সহজে আসে না।” অভিনেত্রীর কথায়, “আমার যখন মাত্র ১৭ বছর বয়স, তখন এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। তখনও দুনিয়াটাকে জানা হয়নি আর জীবনটও বুঝতাম না।”
শিল্পা বলে চলেন, “এক ফটোগ্রাফার আমায় দেখেছিলেন এবং আমার ছবি তুলতে চেয়েছিলেন। আর এভাবেই আমার গ্ল্যামারের দুনিয়ায় প্রবেশ। এর কিছু সময় পরেই প্রথম ছবির অফার আসে। তারপর অবশ্য ফিরে তাকাতে হয়নি। তবে কেরিয়ারে উত্থান-পতন চলতে থাকে। আসলে অর্থপূর্ণ বিষয়গুলি তো আর সহজে আসে না।” অভিনেত্রীর কথায়, “আমার যখন মাত্র ১৭ বছর বয়স, তখন এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। তখনও দুনিয়াটাকে জানা হয়নি আর জীবনটও বুঝতাম না।”
এরপর তাঁকে হিন্দি বলার সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে শিল্পার বক্তব্য, “আমি হিন্দি বলতে জানতাম না। তাই ক্যামেরার সামনে আসতে বেশ নার্ভাস লাগত। কয়েকটি ছবি করার পর এমনটা একটা জায়গায় পৌঁছই যে, মনে হতে থাকে আমার কেরিয়ার শেষ। আমি বহুবার চেষ্টা করতাম ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ঘাটতি থেকে যেত। আমার মনে আছে, কিছু প্রযোজক ছিলেন, যাঁরা কোনও কারণ ছাড়াই আমায় নিজেদের ছবি থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছিলেন।”
এরপর তাঁকে হিন্দি বলার সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে শিল্পার বক্তব্য, “আমি হিন্দি বলতে জানতাম না। তাই ক্যামেরার সামনে আসতে বেশ নার্ভাস লাগত। কয়েকটি ছবি করার পর এমনটা একটা জায়গায় পৌঁছই যে, মনে হতে থাকে আমার কেরিয়ার শেষ। আমি বহুবার চেষ্টা করতাম ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ঘাটতি থেকে যেত। আমার মনে আছে, কিছু প্রযোজক ছিলেন, যাঁরা কোনও কারণ ছাড়াই আমায় নিজেদের ছবি থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছিলেন।”
এরপর স্মৃতির সরণি বেয়ে অভিনেত্রী তাঁর বিগ ব্রাদার শোয়ের সফরের কথাও তুলে ধরেন। বলেন, “আমার মনে আছে, বিগ ব্রাদার শো-এ অন্য প্রতিযোগীরা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন। আমার জন্মভূমি ও দেশের কারণে আমায় সকলের সামনেই হেনস্থা করা হত। ফলে লড়াইটা একেবারেই সহজ ছিল না। আমি ওই হাউজে একাই ছিলাম। কিন্তু আমি টিকেছিলাম। অনেক দূর আসার পর আমি এক পা-ও পিছিয়ে যেতে চাইনি। সব শেষে জয়ী হওয়ার পরে বহু মানুষ আমার প্রশংসা করেছেন। আসলে সেখানে যে সঙ্কল্প এবং উদ্যম প্রদর্শন করেছিলাম, সেটাই আমায় সাফল্যের শিখরে নিয়ে গিয়েছে।”
এরপর স্মৃতির সরণি বেয়ে অভিনেত্রী তাঁর বিগ ব্রাদার শোয়ের সফরের কথাও তুলে ধরেন। বলেন, “আমার মনে আছে, বিগ ব্রাদার শো-এ অন্য প্রতিযোগীরা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন। আমার জন্মভূমি ও দেশের কারণে আমায় সকলের সামনেই হেনস্থা করা হত। ফলে লড়াইটা একেবারেই সহজ ছিল না। আমি ওই হাউজে একাই ছিলাম। কিন্তু আমি টিকেছিলাম। অনেক দূর আসার পর আমি এক পা-ও পিছিয়ে যেতে চাইনি। সব শেষে জয়ী হওয়ার পরে বহু মানুষ আমার প্রশংসা করেছেন। আসলে সেখানে যে সঙ্কল্প এবং উদ্যম প্রদর্শন করেছিলাম, সেটাই আমায় সাফল্যের শিখরে নিয়ে গিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি শুধু আমার নিজের জন্য রুখে দাঁড়াইনি, যাঁরা বর্ণবিদ্বেষের শিকার হন, তাঁদের হয়েও রুখে দাঁড়িয়েছি। আমার জীবনটা ওঠা-পড়ায় ভরা। খুব খারাপ সময় পার করেছি, কিন্তু আবার কখনও কখনও দারুণ জয়ের স্বাদও পেয়েছি। জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করেছি। আর এটাই আমায় আজ বলিষ্ঠ স্বাধীনচেতা মহিলা, গর্বিত অভিনেত্রী, স্ত্রী এবং মা হিসেবে গড়ে তুলেছে।”
তিনি আরও বলেন, “আমি শুধু আমার নিজের জন্য রুখে দাঁড়াইনি, যাঁরা বর্ণবিদ্বেষের শিকার হন, তাঁদের হয়েও রুখে দাঁড়িয়েছি। আমার জীবনটা ওঠা-পড়ায় ভরা। খুব খারাপ সময় পার করেছি, কিন্তু আবার কখনও কখনও দারুণ জয়ের স্বাদও পেয়েছি। জীবনের প্রতিটা মুহূর্তই উপভোগ করেছি। আর এটাই আমায় আজ বলিষ্ঠ স্বাধীনচেতা মহিলা, গর্বিত অভিনেত্রী, স্ত্রী এবং মা হিসেবে গড়ে তুলেছে।”
প্রসঙ্গত ব্যক্তিগত জীবনের দিক থেকেও সফল শিল্পা। ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই দম্পতির দুই সন্তান রয়েছে - ভিয়ান ও শামিশা। বর্তমানে শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এছাড়া সাগর তীরে প্রায় ১০০ কোটি টাকার বাংলো-সহ বিলাসবহুল সম্পত্তির মালিক তিনি। এমনকী শিল্পার একটি প্রাইভেট জেটও রয়েছে।
প্রসঙ্গত ব্যক্তিগত জীবনের দিক থেকেও সফল শিল্পা। ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই দম্পতির দুই সন্তান রয়েছে – ভিয়ান ও শামিশা। বর্তমানে শিল্পা শেঠি বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এছাড়া সাগর তীরে প্রায় ১০০ কোটি টাকার বাংলো-সহ বিলাসবহুল সম্পত্তির মালিক তিনি। এমনকী শিল্পার একটি প্রাইভেট জেটও রয়েছে।

Raj-Shilpa Property Seized: ভয়ঙ্কর সর্বনাশ…! শিল্পা-রাজের প্রায় সব সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, চরম দুঃসময় ঘরছাড়া নায়িকার…

ফের শিরানামে বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি৷ চরম বিপাকে পড়লেন শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা৷
ফের শিরানামে বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি৷ চরম বিপাকে পড়লেন শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা৷
শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাট-সহ স্বামী রাজ কুন্দ্রার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি৷  মুম্বইয়ের জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০২ সালে মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী  রাজ কুন্দ্রার স্থাবর,অস্থাবর , সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷
শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাট-সহ স্বামী রাজ কুন্দ্রার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি৷ মুম্বইয়ের জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০২ সালে মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী রাজ কুন্দ্রার স্থাবর,অস্থাবর , সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷
কেন কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ ৯৮ কোটি টাকার সম্পত্তির মধ্যে তাঁরা যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাট-সহ পুনের বাংলো, ইকুইটি শেয়ার রয়েছে৷
কেন কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ ৯৮ কোটি টাকার সম্পত্তির মধ্যে তাঁরা যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাট-সহ পুনের বাংলো, ইকুইটি শেয়ার রয়েছে৷
ইডির তদন্তে জানা গেছে, রাজ কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য মাস্টারমাইন্ড এবং গেইন বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন৷ এই বিটকয়েনগুলি নির্দোষ বিনিয়োগকারীদের ঠকিয়ে সংগ্রহ করেছিল অমিত ভরদ্বাজ৷
ইডির তদন্তে জানা গেছে, রাজ কুন্দ্রা ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য মাস্টারমাইন্ড এবং গেইন বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অমিত ভরদ্বাজের কাছ থেকে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন৷ এই বিটকয়েনগুলি নির্দোষ বিনিয়োগকারীদের ঠকিয়ে সংগ্রহ করেছিল অমিত ভরদ্বাজ৷
আরও জানা গেছে, চুক্তি যেহেতু বাস্তবায়িত হয়নি, তাই কুন্দ্রার কাছে এখনও ২৮৫ টি বিটকয়েন রয়েছে, যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকারও বেশি৷
আরও জানা গেছে, চুক্তি যেহেতু বাস্তবায়িত হয়নি, তাই কুন্দ্রার কাছে এখনও ২৮৫ টি বিটকয়েন রয়েছে, যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকারও বেশি৷
এর আগে এই মামলায় একাধিকবার তদন্ত অভিযান চালানো হয়েছিল৷ ঘটনায় মূল অভিযুক্ত অজয় ​​ভরদ্বাজ এবং মহেন্দ্র ভরদ্বাজ এখনও পর্যন্ত পলাতক। এর আগেও ৬৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। বর্তমানে পুরো বিষয়টির তদন্ত চলছে।
এর আগে এই মামলায় একাধিকবার তদন্ত অভিযান চালানো হয়েছিল৷ ঘটনায় মূল অভিযুক্ত অজয় ​​ভরদ্বাজ এবং মহেন্দ্র ভরদ্বাজ এখনও পর্যন্ত পলাতক। এর আগেও ৬৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। বর্তমানে পুরো বিষয়টির তদন্ত চলছে।

Bollywood Karwa Chauth 2021: সিঁদুরে রাঙিয়ে জমকালো পোশাকে করবা চৌথ পালন শিল্পা-ইয়ামি-সোনালি-মীরাদের, লালে-লাল বলিউড!

#মুম্বই: কড়বা চৌথ (Karva Chauth 2021) কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালন করেন সধবা মহিলারা৷ করবা চৌথের দিনে সধবা মহিলারা (Married Women) স্বামীর (Husband) লম্বা আয়ুর প্রার্থনা করেন৷ স্বামীর মঙ্গল কামনায় তাঁরা নির্জলা এই ব্রত রাখেন৷ এই ব্রত পালনে মহিলারা নিজেদের দু’হাতে মেহেন্দি (Mehndi) পরেন৷ সুন্দর পোশাকে সেজে, বন্ধু-পরিবারের সঙ্গে দারুণ উচ্ছ্বাসের সঙ্গেই এই দিনটি পালন করা হয় (Bollywood Karwa Chauth 2021)। বলিউড সেলিব্রিটি নায়িকারাও রবিবার সাড়ম্বড়ে পালন করেছেন করবা চৌথ (Bollywood Karwa Chauth 2021)। তালিকায় রয়েছেন, শিল্পা শেট্টি, ইয়ামি গৌতম, মীরা রাজপুত, সোনালি বেন্দ্রেরা। (Bollywood Karwa Chauth 2021)

সোশ্যাল মিডিয়ায় নিজেদের সাজ ও আনন্দের একাধিক ছবি শেয়ার করেছেন বলিউড নায়িকারা। এ বছরও অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরের বাড়িতে করবা চৌথের বড়সড় সেলিব্রেশনের আসর বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন মীরা রাজপুত, রিমা জৈন ও তাঁর পুত্রবধূ। ছিলেন অন্য সেলিব্রিটিরাও। শিল্পা শেট্টি (Shilpa Shetty) আলিবাগে নিজের ঘনিষ্ঠ বন্ধু আকাঙ্ক্ষা মালহোত্রার সঙ্গে করবা চৌথের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যদিও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি অভিনেত্রী। অন্যদিকে, ইয়ামি গৌতম (Yami Gautam) নিজের বিয়ের পর প্রথম করবা চৌথ পালন করেছেন। বরের সঙ্গে ও নিজের সাজের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

শিল্পা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। লাল সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। গলায় মঙ্গলসূত্র ও সিঁথিতে লাল সিঁদুর ছিল তাঁর। ছবি শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘সবাইকে করবা চৌথের শুভেচ্ছা ও শুভ উপোস মেয়েরা… সুস্বাস্থ্য ও আশীর্বাদের কামনা করি সকলের।’ অন্যদিকে, সোনালি বেন্দ্রেও বহুদিন পর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন। করবা চৌথ উপলক্ষে তিনি ১৯ বছরের পুরনো বিয়ের লেহেঙ্গা পরেছিলেন। গোলাপি ও কমলা রঙের মিশ্রণে দারুণ দেখাচ্ছিল সোনালিকে। ছবি শেয়ার করে ক্যাপশনে শুধুই স্বামী গোল্ডি বেহেলের নাম ও লাল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Yami Gautam Dhar (@yamigautam)

 

View this post on Instagram

 

A post shared by Sonali Bendre (@iamsonalibendre)

 

View this post on Instagram

 

A post shared by Goldie Behl (@goldiebehl)

এবারই প্রথম বিয়ের পর করবা চৌথ পালন করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম। তিনিও সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন। লাল শাড়ি, মঙ্গলসূত্র ও সিঁদুরে সেজে ছবি পোস্ট করেছেন ইয়ামি। স্বামী পরিচালক আদিত্য ধরের সঙ্গেও একটি দারুণ ছবি শেয়ার করেছেন ইয়ামি। করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই চারহাত এক করে ফেলেন বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম। বলিউডের পরিচালক আদিত্য ধরের সঙ্গে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন তাঁরা। নিজের বিয়ের একটি ছবি ইয়ািম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই দারুণ খবরটি শেয়ার করেছিলেন নায়িকা। আদিত্য বলিউডে শেষ পরিচালনা করেছেন ভিকি কৌশলের উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিটি। সেখানে ইয়ামিকেও দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন: বেনারসি পছন্দ করেন? ইয়ামি গৌতমের এই শাড়ির দাম আপনার আন্দাজেরও বাইরে!

অন্যদিকে, সুনীতা কাপুরের বাড়িতে দেখা যায় মীরা রাজপুতকে। লাল রঙের শারারা পরেছিলেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা। রিমা জৈনও গিয়েছিলেন সুনীতার বাড়িতে। সঙ্গে ছিলেন পুত্রবধূ অনিশা মালহোত্রা। সকলেই পোশাকের রঙ বেছেছিলেন অবশ্যই লাল।

আরও পড়ুন: ‘ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা বিয়ের এক মাস’, নববধূ ইয়ামির প্রেমের পোস্ট!

জিমে টেনে নিয়ে গিয়ে শাশুড়ির সঙ্গে এক্সারসাইজ, শিল্পা আপনি দারুণ বউমা !

#মুম্বই: এই লকডাউনের বাজারে সত্যি কত কি না চোখের সামনে চলে আসছে ৷ বিশেষ করে সেলিব্রিটিদের অন্দরে সারাদিন ধরে যা রঙ্গ হচ্ছে তা সবই এখন সোশ্যাল নেটওয়ার্কের দয়ায় একেবারে প্রকাশ্যে ৷ এই যেমন দেখুন, শিল্পা শেট্টির কাণ্ড !

আমরা সবাই জানি শিল্পা শেট্টি সব সময়ই ফিটনেস নিয়ে ভাবনা চিন্তা করেন ৷ সেই অনুযায়ী, খাওয়া-দাওয়া, এক্সারসাইজও চলে ৷ তবে শিল্পার শাশুড়ি অর্থাৎ রাজ কুন্দ্রার মাও যে ফিটনেস নিয়ে বউমা শিল্পার মতোই ভাবেন, তা তো লকডাউন না হলে জানতেই পারত না কেউ ৷

ঠিক এমন গপ্পোই সামনে এল ৷ শিল্পা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন এক ভিডিও ৷ যেখানে দেখা গিয়েছে, জিমে গিয়ে শিল্পার শাশুড়ি এক্সারসাইজ করতে ব্যস্ত ৷ আর সেই ভিডিওই শেয়ার করে শিল্পা লিখলেন, ‘৬৮ বছর বয়স আমার শাশুড়ির ৷ এই বয়সেই এত এনার্জি ৷ সত্যিই অনুপ্রেরণা জোগায় ৷’

দেখুন ভিডিও—-

 

View this post on Instagram

 

My 68-year-old Mom-in-law working out and I sneaked up on her… this is sooo inspiring. She’s highly diabetic but just the fact that she takes the time out to walk (even if it’s around the house) or do yoga/stretch or breathe… she makes that effort. I respect the discipline she maintains, only shows that she ‘values’ her health. This video is so inspiring, it is proof that it’s never too late to start. She’s gonna kill me for posting this, but I had to… Love you and your spirit mom… So grateful for all your blessings and for the fact that you inspire us all? . . . . . #MondayMotivation #20DaysOfGratefulness #Day11 #FitIndia #SwasthRahoMastRaho #gratitude #family #fitness #homeworkout #stayhome #staysafe

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on