Tag Archives: Shubhman Gill

ইন্দোরে ফের শতরান শুভমন গিলের, নিউজিল্যান্ড বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন

#ইন্দোর: একটা সময় ছিল যখন তাকে শুধু টেস্ট ক্রিকেটার হিসেবেই দেখা হত। প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কখনও। কিন্তু শুভমন গিলকে আক্রমনাত্মক ব্যাটসম্যান হিসেবে দাম দিত না কেউ। কৃতিত্ব দিতে হবে আইপিএল দল গুজরাত টাইটানসকে। গিলকে আক্রমণাত্মক ব্যাটসম্যান করে তোলার পেছনে তাদের অবদান অনস্বীকার্য। ওয়ান ডে ক্রিকেটে শুভমন গিলের স্বপ্নের দৌড় জারি।

হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে একাধিক বিশ্বরেকর্ড গড়েন গিল। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০ রানের অনবদ্য ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এবার ইন্দোরে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফের শতরান করেন শুভমন। সেই সুবাদে গড়ে ফেলেন অনবদ্য এক নজির।

৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন গিল। তিনি ইনিংসের সপ্তম ওভারে চার-ছক্কার বন্যা বইয়ে দেন। লকি ফার্গুসনের ওভারের ৬টি বলের মধ্যে ৫টিকে বাউন্ডারির বাইরে পাঠান গিল। ওভারে ৪টি চার ও ১টি ছক্কা মারেন শুভমন। ইন্দোরে যেভাবে সেঞ্চুরি করলেন গিল মোটামুটি পরিষ্কার বিশ্বকাপের আগে তার ওপেনিং করা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ৭

৮ বলে ১১২ রানের ইনিংস সাজানো ছিল ১৩ টি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কায়। বুঝিয়ে দিলেন তাকে নিয়ে চিন্তা করতে হবে সব দলকে। বিশেষ করে ব্যাট করার সময় গিল তার উচ্চতা যেভাবে কাজে লাগাচ্ছেন সেটা দেখার মত। ফ্রন্ট এবং ব্যাক দুই পায়ে চমৎকার খেলছেন। জলের মতো ব্যাটিং করছেন পঞ্জাবের তারকা। গিলকে নিয়ে উচ্ছ্বাস চাপতে পারলেন না সুনীল গাভাস্কার থেকে রবি শাস্ত্রী।

শুভমন গিল কৃতজ্ঞ যুবরাজের কাছে, `বড় ভাই এবং মেন্টর’ বলে দিলেন যোগ্য সম্মান !

#হায়দরাবাদ: দ্বিশতরানের স্টেশনে পৌঁছন ১৪৫ বলে। উল্টোদিকে একের পর এক উইকেট পড়লেও আগ্রাসনের রাস্তা থেকে সরে দাঁড়াননি শুভমান গিল। বরং টিম ম্যানেজমেন্টের নির্দেশ অনুসারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। ২০৮ রানের রাজকীয় ইনিংস খেলে যখন ফিরছেন, তখন ইনিংসে আর মাত্র চারটি বল বাকি!

কেরিয়ারের প্রথম ওডিআই ডাবল সেঞ্চুরির ইনিংস কার্যত বিশ্বকাপে তাঁর রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামাতেও সিলমোহর দিল। ঈশান কিষানকে বাইরে রেখে তাঁর ওপেনিংয়ে নামা নিয়ে চর্চা চলছিল নানা মহলে। কারণ, কিছুদিন আগে দ্রুততম দ্বিশতরান করেছিলেন ঈশান। বুধবার নিজামের শহরে গিল অবশ্য বুঝিয়ে দিলেন যে তিনিও কম যান না!

আরও পড়ুন – ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন বিরাট কোহলি! অস্ট্রেলিয়া সিরিজের আগে নতুন ভাবনায় তারকা ব্যাটসম্যান

২৩ বছর বয়সি সেজন্যই বলেছেন, আমার কাছে এই ইনিংসের বিশাল গুরুত্ব। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে বড় রানের সুযোগ হারিয়েছিলাম। ওই দুই ম্যাচে লম্বা ইনিংস খেলার সুযোগ ছিল। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। কিউয়িদের বিরুদ্ধে তাই সেট হওয়ার পর ফোকাস ছিল একটাই, যতটা সম্ভব বেশি রান করতে হবে।

পরপর তিনটি ছয় মেরে দুশোর গণ্ডি পার করেন গিল। পুরুষদের একদিনের ম্যাচে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। যা আসে ২৩ বছর ১৩২ দিনে। পাশাপাশি, এই ঘরানায় হাজার রানও হয়ে গেল তাঁর। ক্রিকেট মহলের নজর কেড়েছে তাঁর ছক্কা হাঁকানোর ক্ষমতা। গিলের কথায়, হাত খুলে মারার জন্য ছটফট করছিলাম। কিন্তু নিয়মিত উইকেট পড়ছিল।

ড্রেসিং-রুমের নির্দেশ ছিল, শেষ পর্যন্ত টিকে থাকার। তাই মাঝেমধ্যে সতর্কতার সঙ্গে ব্যাট করেছি। ঠিক করেছিলাম শেষ পাঁচ ওভার চালিয়ে খেলব। কিন্তু ওয়াশিংটন সুন্দর আউট হয়ে যাওয়ায় আরও দু’ওভার ঝুঁকি না নেওয়ার বার্তা পেয়েছিলাম। শেষ তিন ওভারে তাই বড় শট নিয়েছি।

অন্তিম ১১ বলে তাঁর মারা ছয়টি ছক্কাতেই তা প্রতিফলিত।বাবা লখিন্দর সিং ও মেন্টর যুবরাজ সিংকে কৃতিত্ব দিয়েছেন গিল। তাঁর মতে, যুবি পাজি আমার মেন্টর। বড় ভাইয়ের মতো। ব্যাটিং নিয়ে সবসময় কথা হয় ওঁর সঙ্গে। আর শুরুতে বাবা ছিলেন আমার কোচ। এই দু’জনকে গর্বিত করতে পেরে আমি তৃপ্ত। শুভমন গিল মনে করেন যুবরাজের পরামর্শ তাকে সব সময় আলাদা আত্মবিশ্বাস দিয়েছে। আগ্রাসী থাকতে সাহায্য করেছে।

শুভমানকে নিয়ে দুই সুন্দরীর টানাটানি! স্টেডিয়ামেও শোনা গেল ‘সারা…সারা’

মুম্বই: শুভমান গিল এখন ট্রেন্ডিং। ব্যক্তিগত জীবনেও ক্রিকেট মাঠের মতোই চার-ছক্কা মারছেন। টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি ডেটিংয়ের খবরের জন্যও শিরোনামে রয়েছেন।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে দুর্দান্ত ওপেনিং করে সমর্থকদের মন জয় করেছেন। শুভমানের ডাবল সেঞ্চুরির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওটি নিউজিল্যান্ড ম্যাচের নয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের।

আরও পড়ুন- বিশ্ব ফুটবলে প্রথমবার, একসঙ্গে মাঠে মেসি-রোনাল্ডো-নেইমার-এমবাপে

সেই ভিডিওতে শুভমন গিলের নাম উচ্চারণ না করে স্টেডিয়ামে বসে থাকা ভক্তরা সারা..সারা চেঁচাতে শুরু করেন। শুভমানকে সামনে দেখে ‘সারা-সারা’ স্লোগান দিতে শুরু করেন কিছু সমর্থক। শুভমান গিলের নাম জড়িয়েছিল সারা আলি খান এবং সারা টেন্ডুলকার সঙ্গে। তাই তিনি কোন সারাকে ডেট করছেন তা নিয়ে বিভ্রান্তি রয়েছে।

শুভমন গিলের নাম জড়িয়েছিল এই দুই সুন্দরীর সঙ্গে। দুজনের নাম সারা। ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটাররা আজকাল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ক্রিকেট মাঠ থেকে শুভমানের একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে স্টেডিয়ামে বসে দর্শকরা ‘সারা-সারা’ স্লোগান দিচ্ছেন।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শুভমন গিল বলের পেছনে দৌঁড়তে গিয়ে স্টেডিয়ামের বাউন্ডারিতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে বসে থাকা দর্শকরা হঠাৎ করে সারা সারা বলে চেঁচাতে শুরু করেন। তবে দর্শকদের এই স্লোগান নিয়ে ক্রিকেটারের কোনো প্রতিক্রিয়া ছিল না।

সারা আলি খান নাকি সচিন তেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার! কার সঙ্গে ডেট করছেন শুভমান গিল! সারা তেন্ডুলকারের সঙ্গে কিছুদিন আগে নাম জড়িয়েছিল তাঁর। তার পর সারা আলি খানের সঙ্গে তাঁকে এক রেস্তোরাঁয় দেখা গিয়েছিল।

এর আগে খবর ছিল যে ক্রিকেটার সারা টেন্ডুলকারকে ডেট করছেন। তবে কিছুদিন ধরেই সারা আলি খানের সঙ্গেও তিনি সম্পর্কে রয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন- বিদেশি কোচ কেন আসতে চায় না পাকিস্তানে? বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

বছরের শুরুতে, সারা আলি খান এবং শুভমানকে জয়পুর বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল। দুজনেই একসঙ্গে নববর্ষ উদযাপন করেছেন বলেও জল্পনা ছিল। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

নিজামের শহরে নতুন রাজা শুভমন গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরিতে মাতিয়ে দিলেন মাঠ

ভারত – ৩৪৯/৮

#হায়দারাবাদ: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হোয়াইটওয়াশ করে জয়ের পর, আজ ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচ ছিল। হায়দারাবাদের মাঠে প্রথম থেকেই ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছন্দে শুরু করে ভারত। রোহিত বেশি আক্রমণ করছিলেন। শুভমন গিল একটু ধরে ধরে খেললেন। দুজনে মিলে ৬০ রানের পার্টনারশিপ গড়ে তুললেন।

ভারত অধিনায়ক রোহিত ৩৪ করে ফিরে গেলেও শুভমন নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে গেলেন। সিঙ্গল, ডবল নিলেন, লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন। যেখানে শেষ করেছিলেন তিরুবন্তপুরমে, আজ হায়দরাবাদে সেখান থেকেই শুরু করলেন গিল। তিন দিনের মাথায় আবার একটা একদিনের সেঞ্চুরি করলেন পঞ্জাবের ব্যাটসম্যান।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯ ইনিংস খেলে ১০০০ রান করলেন একদিনের ক্রিকেটে। বলতে গেলে যেভাবে সুযোগই দেননি বিপক্ষকে তাকে আউট করার। ধৈর্য ধরে টপ অর্ডারে কিভাবে দায়িত্ব নিয়ে ইনিংস তৈরি করতে হয় দেখিয়ে দিলেন গিল। প্রতিটা ম্যাচে যেন বুঝিয়ে দিচ্ছেন তার ওপর ভরসা করে ভুল করেননি নির্বাচকরা।

অন্যদিকে হার্দিক পান্ডিয়া আজ সেভাবে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক শট খেলতে না পারলেও শুভমনকে সমর্থন দিয়ে গেলেন অন্য দিক থেকে। একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল নিউজিল্যান্ড। উইলিয়ামসন এবং সাউদি না থাকলেও তাদের হারানো সব সময় কঠিন। তবে আজ দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব ব্যর্থ না হলে ভারতের স্কোর বোর্ড অনেক বেশি হতে পারত। তবে এই রান নিয়ে ব্ল্যাক ক্যাপ্সদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ভারত।

৪৯ তম ওভারে ফার্গুসনকে পরপর তিনটি ছক্কা মেরে ডবল সেঞ্চুরি করে ফেললেন গিল। ১৪৬ বল লাগল নতুন রেকর্ড করতে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার রেকর্ড করলেন গিল।

সচিনের মেয়ে সারা অতীত! ‘নতুন’ সারায় মেতেছেন শুভমান গিল!

#মুম্বই: তা হলে কি সারা তেন্ডুলকর তাঁর জীবনে অতীত! শুভমান গিলের সঙ্গে এখন অন্য এক সারার সম্পর্কের গুঞ্জন।

সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগেও জল্পনা ছিল। যদিও তাঁরা দুজনে কেউ কখনও এই নিয়ে মুখ খোলেননি। তবে  সোশ্যাল মিডিয়ায় তাঁদের চলন-বলন দেখে অনেকেই তেমনটা আন্দাজ করেছিলেন। আর এবার শুভমানের সঙ্গে সারা আলি খানের সম্পর্কের জল্পনা।

আরও পড়ুন- ‘হিরোইনকে বিয়ে করলে এমনই হয়’, কোহলিকে নজিরবিহীন আক্রমণ বলি তারকার

সম্প্রতি সারা আলি খান ও শুভমানের একটি ডিনারের ডেটের ছবি ভাইরাল হয়েছে। সারা ও শুভমান, দুজনের কাজের ক্ষেত্র আলাদা। তা হলে কীসের জন্য তাঁরা একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন! এই নিয়েই যত জল্পনা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে  ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ সম্মান পেয়েছিলেন শুভমান। আপাতত তিনি কাউন্টি ক্রিকেটে মন দিয়েছেন। তবে এরই মাঝে শুভমানকে দেখা গেল এক রহস্যময়ীর সঙ্গে। আসলে সেই ডিনার ডেটে শুভমানের সঙ্গে যে মহিলা ছিলেন তাঁকে ভালমতো দেখা যাচ্ছে না।

অনেকেই আন্দাজ করছেন, সেই রহস্যময়ী আসলে সারা আলি খান। কারণ সেই মহিলার সঙ্গে সারার চেহারার মিল রয়েছে। প্রসঙ্গত,  ২০১৯-এর আইপিএল-এর সময় থেকে শুভমান ও সারা তেন্ডুলকরের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। তার পর থেকে একে অন্যের ছবিতে লাইক, কমেন্টস করতেন তাঁরা। তাই অনেকেই ভাবতে শুরু করেছিলেন, দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন- বিরাটের ৩৫ রান কিন্তু ভুলে যাবেন না! কোহলির ফর্মে ফেরার ইঙ্গিত দেখছেন সৌরভ

যদিও জানা যায়, সারা ও শুভমান পরস্পরকে ইনস্টায় আনফলো করেছেন। এরই মাঝে সারা আলি খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে শুভমানের। তবে ব্যাপারটা কতটা সত্যি তা সময়ই বলবে।

Shubman Gill, T20 World Cup : টি ২০ বিশ্বকাপে থাকবেন নাকি শুভমন গিল? নির্বাচকদের চাপে রাখলেন তরুণ তারকা

#মুম্বই: যখন কলকাতা নাইট রাইডার্স দলে তিনি ছিলেন, তার নির্দিষ্ট কোন জায়গা ছিল না। কখনো ওপেনিং করেছেন, কখনও মিডল অর্ডারে খেলেছেন। তাই প্রতিভা থাকলেও, কেকেআরে নিজের স্বাধীনতা কখনোই পাননি গিল। গুজরাত টাইটান্স দলের জার্সিতে এবার কিন্তু দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। প্রথম ম্যাচে রান পাননি। কিন্তু তারপর থেকে ক্রমশ নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছেন ব্যাট হাতে।

আরও পড়ুন – KKR vs DC preview : দিল্লির বিরুদ্ধে আজ জয়ের হ্যাটট্রিক একমাত্র লক্ষ্য শাহরুখের নাইটদের

বিপক্ষে ফাস্ট বোলার হোক বা স্পিনার, গিল অসাধারণ ব্যাট করছেন। ভাগ্য খারাপ। না হলে হয়তো পঞ্জাবের বিপক্ষে সেঞ্চুরি পেয়ে যেতেন। তবে সেটা নিয়ে আক্ষেপ নেই। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে গুজরাত টাইটান্স। জয়ের হ্যাটট্রিকে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা। শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাবের মুখের গ্রাস কেড়ে নিয়েছে গুজরাত। ১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ দু’বলে ১২ রান প্রয়োজন ছিল হার্দিকদের।

সেখান থেকে দুরন্ত পাওয়ার হিটিংয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন রাহুল তেওয়াটিয়া। তবে গুজরাত ইনিংসের ভিতটা গড়ে দিয়েছিল শুভমান গিলের ৫৯ বলে ৯৬ রানের ইনিংসই। দলের দুরন্ত জয়ে তৃপ্ত হার্দিক পান্ডিয়া। দুই তরুণ ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিলেন গুজরাত অধিনায়ক। তিনি বলেন, ছেলেরা দুরন্ত খেলল। শুভমন দারুণ প্রতিভা। এবার দায়িত্ব নিয়ে আমাদের ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছে ও।

আর তেওয়াটিয়ার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। মাথা ঠাণ্ডা রেখে যেভাবে দলকে জয় এনে দিল, তা সত্যিই অসাধারণ। পাশাপাশি হার্দিক জানালেন, নেতৃত্বের দায়িত্ব দারুণ উপভোগ করছেন তিনি। তাঁর কথায়, আমাদের দলের বোঝাপোড়া দারুণ। আমিও নিজের পারফরম্যান্সে খুশি। অধিনায়কের দায়িত্ব উপভোগ করছি। দলকে জিতিয়ে উচ্ছ্বসিত তেওয়াটিয়াও।

তাঁর কথায়, অসাধারণ অনুভূতি। যে সময় নেমেছিলাম, তখন ছয় মারা ছাড়া কিছুই ভাবার অবকাশ ছিল না। তবে কিছু ক্রিকেট পন্ডিত মনে করছেন এভাবে পারফর্ম করতে থাকলে শুভমন গিলকে টি টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষা করা কঠিন। যদিও তাকে টি ২০ ক্রিকেটার হিসেবে নম্বর দেওয়া হয় না, কিন্তু টানা পারফর্ম করলে শুভমনের কথা ভাবতে বাধ্য হবেন নির্বাচকরা।