Tag Archives: Soap Business

Skin Care Tips: মুখের কালো দাগ থেকে ব্রণ-ট্যান, ম্যাজিকের মতো নিমেষে হবে গায়েব, ত্বক হবে মাখনের মতো নরম, ফিরবে জেল্লা

উত্তর ২৪ পরগনা: ট্যান পড়া, মুখের কালো দাগ, পিম্পেল রিমুভ করতে বিউটিশিয়ান কোর্স করা এক গৃহবধূ অর্গানিক পদ্ধতিতে সাবান তৈরি করে এই সকল সমস্যার সমাধানের পথ দেখাচ্ছেন। এই চিন্তা করেই ঘরোয়া পদ্ধতিতে ফল-সহ নানা উপাদান তরমুজ, কালো আঙ্গুর, শসা, টমেটো আলু ইত্যাদি ব্যবহার করে তৈরি করছেন সাবান।

ঘরোয়া পদ্ধতিতে সাবান তৈরি করা বিউটিশিয়ান শম্পা মুখার্জি জানান, প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে এই ধরনের অর্গানিক সাবানের। অনলাইন অফলাইনে নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বহু মানুষ এখন কিনছেন এই অর্গানিক সাবান। বাজার চলতি সাবানে ক্ষার জাতীয় পদার্থের পরিমাণ ও কেমিক্যাল বেশি থাকায় স্ক্রিনের ক্ষতি হতে পারে তবে এ ধরনের সাবান ব্যবহারে নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দাবি প্রস্তুতকারক মহিলার।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

তাই পদ্ধতি জানলে, বাড়িতেও চাইলে বানিয়ে নেওয়া যাবে এ ধরনের অর্গানিক সাবান। বর্তমানে নানা প্রান্তে চলা মেলায় রীতিমতো স্টল দিয়ে তরমুজ, কালো আঙ্গুর শসা সহ নানা ধরনের উপকরণের অর্গানিক সাবান বিক্রি করে রীতিমতো লাভের মুখও দেখছেন তিনি। ভাল সারা মিলছে মেলায়, অনেকেই এখন অর্ডার দিয়ে নিচ্ছেন পছন্দের এই অর্গানিক সাবান।

Rudra Narayan Roy