Tag Archives: Social worker

Social Work: জীবনের লক্ষ্য ৫০০০ বটগাছ লাগানো! শিক্ষকের অবাক খেয়াল

পূর্ব মেদিনীপুর: সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার বিখ্যাত লাইন দুটিকে জীবনের পাথেয় করেছেন কাঁথির শ্যামল জানা। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর জীবনের লক্ষ্য ভারতবর্ষের পাশাপাশি প্রতিবেশী দেশগুলি মিলিয়ে পাঁচ হাজার বটগাছ লাগানো।

লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তাই সময় পেলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন শ্যামলবাবু। সঙ্গে থাকে নিজের তৈরি করা একটি ট্রলি, যার মধ্যে রাখা থাকে বটগাছের চারা এবং মাটি খোঁড়ার জন্য একটি ধাতব গাঁইতি। এ পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান সহ প্রতিবেশী দেশগুলিতেও বটবৃক্ষের চারা লাগিয়েছেন।

আর‌ও পড়ুন: ঘুম ভেঙেই যদি এমন দৃশ্য দেখতে হয়…

পূর্ব মেদিনীপুরের কাঁথির কুলাই পদিমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শ্যামল জানা। শুধু একজন শিক্ষকই নন, তিনি এলাকায় পরিবেশপ্রেমী হিসাবেও পরিচিত। তাঁর পরিবেশ প্রেম বলতে গাছ লাগানো, গাছের যত্ন নেওয়ার পাশাপাশি সমাজকে প্লাস্টিক মুক্ত করতে একাধিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন জীবজন্তুদেরও খাদ্যের যাতে অভাব না হয় সেজন্য বাড়িতে তৈরি করেছেন ‘বাপের হোটেল’ নামক একটি পশুপাখিদের খাবার জায়গা। যেখানে পাখিদের জন্য দানাশস্যর পাশাপাশি অন্যান্য পশুদের জন্য খাবার রাখেন তিনি। নানান সমাজসেবামূলক কাজের পাশাপাশি তাঁর স্বপ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বটবৃক্ষের গাছ লাগানো।

এ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পাশাপাশি অসম, ত্রিপুরা, মনিপুর সহ পাঁচটি রাজ্যে বটগাছের চারা রোপণ করেছেন। এমনকি নেপাল, বাংলাদেশ ও ভুটানেও বট গাছ লাগিয়ে এসেছেন তিনি। তাঁর জীবনের মন্ত্র, ‘থাকব নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে।’ এ পর্যন্ত অন্যান্য গাছের পাশাপাশি শুধুমাত্র বটগাছ লাগিয়েছেন ১,০৫৪ টি। শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হন না। তাদের পরিচর্যার দিকেও নজর রাখেন।

আর‌ও পড়ুন: ভোটের মধ্যেই দার্জিলিঙে পর্যটকদের ভিড়

বট গাছ লাগানোর বিষয়ে শিক্ষক শ্যামল জানা জানান, বিশ্ব উষ্ণায়ন দিন দিন বাড়ছে। যা পরবর্তী প্রজন্মের কাছে ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই আগামী প্রজন্মকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতেই বটগাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বটগাছ খুব অল্প পরিচর্যায় বেড়ে ওঠে এবং একটি বটগাছ দীর্ঘদিন বেঁচে থাকে।

সৈকত শী

অভিনব কার র‍্যালিতে ৪৮টা জীবন দান! পাশে থাকলেন বিক্রম, সুদর্শন, তথাগত

রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত 'ড্রাইভ হৃদয়া' কার র‌্যালি হল কলকাতার সবচেয়ে বড় কার র‍‌্যালি গুলোর মধ্যে অন্যতম। এই র‍‌্যালি অন্যতম আকর্ষণ ট্রেজার হান্ট । আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের চিকিৎসা করা হচ্ছে।
রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত ‘ড্রাইভ হৃদয়া’ কার র‌্যালি হল কলকাতার সবচেয়ে বড় কার র‍‌্যালি গুলোর মধ্যে অন্যতম। এই র‍‌্যালি অন্যতম আকর্ষণ ট্রেজার হান্ট । আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের চিকিৎসা করা হচ্ছে।
সফলভাবে এই ছোট সুপারহিরোদের হার্ট অপারেশনের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে। এই পাঁচ বছরে পাশে থেকেছেন দেবাশীষ সেন, দেবজ্যোতি মিশ্র, অঞ্জন দত্ত, দেবাশীষ কুমার, প্রীয়াঙ্কা সরকার, মীর, দেবলীনা দত্ত, সুদর্শন চক্রবর্তী প্রমুখ।
সফলভাবে এই ছোট সুপারহিরোদের হার্ট অপারেশনের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে। এই পাঁচ বছরে পাশে থেকেছেন দেবাশীষ সেন, দেবজ্যোতি মিশ্র, অঞ্জন দত্ত, দেবাশীষ কুমার, প্রীয়াঙ্কা সরকার, মীর, দেবলীনা দত্ত, সুদর্শন চক্রবর্তী প্রমুখ।
এই উদ্যোগকে আরও আকর্ষনীয় করে তুলতে সুরজিৎ কালার সঙ্গে যৌথভাবে একটি নজরকাড়া ক্যালেন্ডার 'কার-নিভাল'' প্রকাশ করা হয়, যেখানে ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা তাঁদের প্রিয় গাড়ির সঙ্গে ছবি তুলেছেন। সেলিব্রেটি অতিথিরাও তাঁদের গাড়ি নিয়ে এই ড্রাইভে যোগ দেন। ক্যালেন্ডার প্রকাশ করেন বিশিষ্ট অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, রাজ ভট্টাচার্য, বিশিষ্ট নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী প্রমুখ।
এই উদ্যোগকে আরও আকর্ষনীয় করে তুলতে সুরজিৎ কালার সঙ্গে যৌথভাবে একটি নজরকাড়া ক্যালেন্ডার ‘কার-নিভাল” প্রকাশ করা হয়, যেখানে ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা তাঁদের প্রিয় গাড়ির সঙ্গে ছবি তুলেছেন। সেলিব্রেটি অতিথিরাও তাঁদের গাড়ি নিয়ে এই ড্রাইভে যোগ দেন। ক্যালেন্ডার প্রকাশ করেন বিশিষ্ট অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, রাজ ভট্টাচার্য, বিশিষ্ট নৃত্যশিল্পী সুদর্শন চক্রবর্তী প্রমুখ।
চলতি কা নাম গাড়িতে ভিনটেজ কারের সঙ্গে কিশোর কুমার, অমিতাভ বচ্চন, অনিল কাপুর বড় রোলস রয়েসের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। ছবি তুলেছেন সত্যজিৎ রায়ের ১৯৩০ সালের ক্রিসলারের সঙ্গে। আর.ডি.বর্মনকেও গাড়ির সামনের রাস্তায় বসে থাকতে দেখা গিয়েছিল। যেখানে তাঁর ফিয়াটের দুটি দরজা খোলা, মহম্মদ রফি এবং তাঁর স্ত্রী বিলকিস রফিকে তাঁদের শেভ্রোলেট শেভেলের দেখা যায়।
চলতি কা নাম গাড়িতে ভিনটেজ কারের সঙ্গে কিশোর কুমার, অমিতাভ বচ্চন, অনিল কাপুর বড় রোলস রয়েসের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলেছেন। ছবি তুলেছেন সত্যজিৎ রায়ের ১৯৩০ সালের ক্রিসলারের সঙ্গে। আর.ডি.বর্মনকেও গাড়ির সামনের রাস্তায় বসে থাকতে দেখা গিয়েছিল। যেখানে তাঁর ফিয়াটের দুটি দরজা খোলা, মহম্মদ রফি এবং তাঁর স্ত্রী বিলকিস রফিকে তাঁদের শেভ্রোলেট শেভেলের দেখা যায়।
গাড়ির বনেটে বসা রফি সাব, পাশে তাঁর স্ত্রীর দাঁড়িয়ে আছেন, উত্তম কুমার তাঁর প্রিয় মরিসের সাথে পোজ দিচ্ছেন, চেতন আনন্দের ক্লাসিক ফিল্ম ট্যাক্সি ড্রাইভারের শেভ্রোলেট ফ্লিপ মাস্টারের সাথে দেব আনন্দ এবং আরও অনেক এমন মুহূর্ত। তাঁদের পাশে চার্লি চ্যাপলিন, শাহরুখ খান, হৃতিক রোশন, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়ি-সহ মুহূর্তগুলি স্থান পেয়েছে ক্যালেন্ডারে।
গাড়ির বনেটে বসা রফি সাব, পাশে তাঁর স্ত্রীর দাঁড়িয়ে আছেন, উত্তম কুমার তাঁর প্রিয় মরিসের সাথে পোজ দিচ্ছেন, চেতন আনন্দের ক্লাসিক ফিল্ম ট্যাক্সি ড্রাইভারের শেভ্রোলেট ফ্লিপ মাস্টারের সাথে দেব আনন্দ এবং আরও অনেক এমন মুহূর্ত। তাঁদের পাশে চার্লি চ্যাপলিন, শাহরুখ খান, হৃতিক রোশন, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তের গাড়ি-সহ মুহূর্তগুলি স্থান পেয়েছে ক্যালেন্ডারে।
এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ "ড্রাইভ হৃদয়া" সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখে। এখনও পর্যন্ত ৪৮ টি শিশু এই  উদ্যোগের ফলে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছেন। আগামী দিনে লক্ষ্য আরও শিশুদের এই সুযোগ পৌঁছে দেওয়া। 
এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ “ড্রাইভ হৃদয়া” সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখে। এখনও পর্যন্ত ৪৮ টি শিশু এই  উদ্যোগের ফলে সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করছেন। আগামী দিনে লক্ষ্য আরও শিশুদের এই সুযোগ পৌঁছে দেওয়া।