Tag Archives: Sudipta Chakraborty

RG Kar Case Protest: দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ! কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ’ দিলেন সুদীপ্তা চক্রবর্তী! আক্রমণে ঋত্বিক, কী এমন ঘটল?

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল কলকাতা-সহ গোটা দেশ। এরই মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। যার জেরে দীর্ঘ বছরের বন্ধু অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পাল্টা আক্রমণ করেছেন।

কাঞ্চনের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু হিসেবে তাঁকে ত্যাগ করার কথা বলেছেন অভিনেত্রী। সোমবার ভোররাতে ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম।’ এরপরই টলিপাড়ার একের পর এক অভিনেতা ও পরিচালক কাঞ্চনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন। ঋত্বিক চক্রবর্তী তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক / চাটা মল্লিক / ফাটা মল্লিক / টা টা মল্লিক’।

আরও পড়ুন: কলকাতা পুলিশের সদর দফতরের নাম লালবাজার কেন জানেন? কারণটা জানলে চমকে উঠবেন!

কাঞ্চন মল্লিক এই ঘটনার পর জানিয়েছেন, ‘সুদীপ্তার মনে হয়েছে, বলেছেন। যে যাঁর ব্যক্তিগত মত জানাচ্ছেন। আমিও আমার ব্যক্তিগত মতই প্রকাশ করেছিলাম।’ রবিবার কোন্নগরে এক প্রতিবাদ ধরনা মঞ্চ থেকে কাঞ্চন বলেন, ‘কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভাল। কিন্তু, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো, না কি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?’

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

পাশাপাশি কাঞ্চন বলেন, ‘আজ আন্দোলনের নামে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। সবাই বলেন, চিকিৎসক মানে ভগবান। গ্রামের মানুষ ছুটে আসেন শহরের হাসপাতালে, চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছেন? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয়, যাতে তাঁরা চিকিৎসকেরা ভগবান বলতে দ্বিধা করেন।’

Sudipta Chakraborty: ফের চমক সুদীপ্তা চক্রবর্তীর পোস্টে! এক ডজন সিনেমা মুক্তির অপেক্ষায় অভিনেত্রী

#কলকাতা: সুদীপ্তা চক্রবর্তী। মেগা সিরিয়াল থেকে, সিনেমা কিংবা ওটিটি, অভিনেত্রীর অভিনয়গুণে দর্শকরা ইতিমধ্যেই মজেছেন দর্শক। তবে তাঁর সোশ্যাল মিডিয়াও কিন্তু একাধিকবার আলোচ্যের জায়গা হয়ে দাঁড়ায়। পার্থ-অর্পিতাকে নিয়ে তিনি সরব, আবার তিনি নিজের সিনেমা নিয়েও আলোচনা করছেন। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট রীতিমতো হিংসে করার মতোই। তাঁর একডজন কাজের লিস্ট ধরিয়ে দিলেন তিনি।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, “*আমার যে ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে…*
আজ সন্ধ্যায়, আমি আমার এক বন্ধুর অনুরোধে আমার সিনেমাগুলির তালিকা লিখছিলাম যেগুলি এখনও মুক্তি পায়নি… এবং আমি এই ১২টি সিনেমার তালিকা নিয়ে এসেছি… একজন অভিনেত্রী হিসাবে, আমি সর্বদা আমার সিনেমাগুলি জনসাধারণের দেখার জন্য মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকি এবং তাদের প্রতিক্রিয়া,পর্যালোচনা,মন্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।তাই হ্যাঁ, আমি অপেক্ষায় রয়েছি এবং অপেক্ষায় রয়েছি যে এই সমস্ত ছবি শীঘ্রই মুক্তি পাবে। আমি খুবই আশাবাদী ?…”

 আরও পড়ুন: ফের জিয়গঞ্জের পাশে অরিজিৎ! বিনামূল্যে ইংরেজি শিক্ষার কোচিং সেন্টার খুলছেন স্থানীয়দের জন্য

সেই পোস্টে তিনি তাঁর সিনেমার নাম এবং পরিচালকদের নামও লিখেছেন। সন্দীপন রায়, সুমন ঘোষ থেকে রাজা চন্দ কে নেই সেই তালিকায়? সবাইকে এক এক করে ট্যাগ করে পোস্টটি করেছেন অভিনেত্রী। তিনি পোস্টে আরও বলেন,
“সুমন ঘোষের এক হিন্দি ছবি (শিরোনামহীন) যা পোস্ট প্রোডাকশনে রয়েছে
*ব্যাক বেঞ্চার (পোস্ট প্রোডাকশনে): সন্দীপন রায়
*উরাঞ্চু (পোস্ট প্রোডাকশনে): আংশুমান প্রত্যুষের
* মনোহর পান্ডে (হিন্দি, মুক্তির জন্য প্রস্তুত): কৌশিক গাঙ্গুলি
*সার্চিং ফর হ্যাপিনেস (মুক্তির জন্য প্রস্তুত): সুমন ঘোষ
*হার মানা হার (মুক্তির জন্য প্রস্তুত): রাজা চন্দ
*একটি পৃথক আকাশ (হিন্দি, মুক্তির জন্য প্রস্তুত): রাজর্শী দে
*মায়া — (মুক্তির জন্য প্রস্তুত) :রাজর্শী দে
*নীতিশাস্ত্র (প্রকাশের জন্য প্রস্তুত): অরুণাভা খাসনবিস
*তৃতীয় (প্রকাশের জন্য প্রস্তুত): অনিমেষ বোস
* ভূত পরী (মুক্তির জন্য প্রস্তুত): সৌকর্য ঘোষাল
*শুভ নববর্ষ (প্রকাশের জন্য প্রস্তুত): রাজহরশী দে
পরবর্তী মাসে ফ্লোরে গেলে বাকি কাজ শুরু হবে। অপেক্ষায় ?❤️”

আরও পড়ুন: শাড়ি ছেড়ে স্যুইমিং পোশাকে খড়ি-দ্যুতি! চুটিয়ে হানিমুন কাটাচ্ছে গাঁটছড়া টিম! সামনে এল সেই চোখধাঁধানো ভিডিও

প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পার্থ-অর্পিতা নিয়ে সরব হয়েছিলেন তিনি। তিনি সাফ সাফ জানিয়েছিলেন, “ফেসবুকে মিম বানিয়ে, খিল্লি করে, চা এর কাপে তুফান তুলে হালকা আলোচনার বিষয় এটা নয়। বিষয় টা লজ্জ্বার। বিষয় টা রাগের। চোখের সামনে রোজ দেখছি তাজা কিছু ছেলেমেয়েকে অভিনয় শিখে, অভিনয় চর্চা করে, নিজেকে তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ পাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সম্মান বজায় রেখে। কাজ করছেও যেটুকু যা পাচ্ছে। এরা তাহলে কী? অভিনেতা নয়? অভিনেত্রী নয়?”