Tag Archives: kanchan mullick

Kanchan Mullick gets slammed by Koneenica Banerjee: ‘ও কাঞ্চনদা!…তোমায় ছোট থেকে অন্যভাবে চিনতাম…তুমি কী বলছ এসব?’’ আক্ষেপ ও ক্ষোভ উগড়ে দিলেন কনীনিকা

কলকাতা: আরজি কর কাণ্ডে কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছেন টলিউডের একাধিক তারকা। সেই প্রতিবাদী-তালিকায় জুড়ল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নাম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘ও কাঞ্চনদা, আমার মা বিগত কয়েক মাস ধরে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি। তাও ক্রিটিক্যাল কেয়ারে।’’

অসুস্থ মাকে দেখতে তিনি নিয়মিত হাসপাতালের বর্হিবিভাগ এবং হাসপাতালের ভিতরে যান। জানিয়েছেন কনীনিকা। দৃঢ়ভাবে বলেছেন হাসপাতালে চিকি‍ৎসা থেমে নেই৷ কাঞ্চনকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘বিশ্বাস করো, সিনিয়র ডাক্তাররা কত খাটছেন, তোমার কোনও আইডিয়া নেই৷ তাই ভুল তথ্য প্লিজ দিয়ো না৷’’

প্রসঙ্গত কা‍ঞ্চন প্রশ্ন করেছিলেন, আরজি কর কাণ্ডে যে ডাক্তাররা আন্দোলন করছেন তাঁরা সরকারের কাছ থেকে বেতন এবং পুজোর বোনাস নেবেন তো? যাঁরা সরকারি উপাধি ও পুরস্কার পেয়েছেন তাঁদেরও ছাড়েননি কাঞ্চন। প্রশ্ন তুলেছিলেন, তাঁরা সে সব ফিরিয়ে দেবেন তো? এর পরই নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের পোস্টে মনে করিয়ে দেন যে সরকারি বেতন বা যে কোনও পারিশ্রমিকই হয় করদাতাদের করের টাকায়। দিনভর নিন্দিত হয়ে কাঞ্চন অবশেষে নতিস্বীকার করেন। ফের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলেন, তিনি ধর্নামঞ্চে কিছু মন্তব্য করে ফেলেছেন। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।

 

ভিডিওতে কাঞ্চন জানান তাঁর বাড়িতেও স্ত্রী, অসুস্থ ব্যক্তি রয়েছেন। যাঁকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। আরও অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দেন তিনি। কিন্তু তাঁর ধৈর্যচ্যুতির কারণ অন্যত্র। বলেন, তাঁর ভ্রাতৃসম এক বন্ধুর মা মৃতপ্রায় ছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণে। কা‍ঞ্চনের অভিযোগ, ডাক্তারদের ধর্মঘট থাকায় তাঁকে বাঁচানো যায়নি। সে দিনই তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। তবে কা‍ঞ্চন এও সংযোজন করেন যে ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা নিয়ে কোনও খারাপ মন্তব্য মন থেকে করতে চাননি। সকলে অশান্ত পরিস্থিতির চাপে। তিনিও আন্তরিক ভাবে ন্যায়বিচার চাইছেন নিহত তরুণী ডাক্তারের জন্য। ভিডিওর শেষে তিনি ফের সকলের কাছে ক্ষমা চেয়ে নেন।

আরও পড়ুন : ‘একেবারে অচেনা হয়ে গেলি’…কাঞ্চনের ক্ষমাপ্রার্থনায় রাজনীতি দেখছেন দেবলীনা, মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা

দুঃখপ্রকাশ এবং ক্ষমাপ্রার্থনার পরও কাঞ্চনের প্রতি সদয় হননি টলিউডের প্রতিবাদীরা৷ তাঁর ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি দেখেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত৷ কাঞ্চনের মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা তাঁকে ‘ত্যাগ’ দিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় জানিয়েওছেন সে কথা৷ কনীনিকা এ বার কাঞ্চনকে সরাসরি জমিতে নামতে বললেন৷ তাঁর কথায়, ‘‘গ্রাউন্ডে নামো…তোমায় ছোট থেকে অন্যভাবে চিনতাম৷ তুমি কী বলছ এসব?’’

কাঞ্চনের উদ্দেশে কনীনিকার প্রশ্ন, ‘‘এই সব চাকরির মাইনের পয়সা কোথা থেকে আসে বলতো?’’ উত্তরও দিয়েছেন নিজেই৷ বলেছেন, ‘‘আমরা দিই৷ আমাদের টাকাতেই সব ভান্ডার চলে৷’’ অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়কের প্রতি কনীনিকার পরামর্শ বুঝে কথা বলার জন্য৷

Kanchan Mullick on RG Kar Case: ‘ক্ষমাটুকু ভিক্ষা চাইব’! চূড়ান্ত কটাক্ষ-ধিক্কার সয়ে অবশেষে ভুল স্বীকার কাঞ্চনের

কলকাতা: প্রকাশ্যে ভুল স্বীকার। চারদিক থেকে ধেয়ে আসা কটাক্ষ কুড়িয়ে অবশেষে ক্ষমা চাইলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। তাঁদের উদ্দেশ্যে শ্লেষ্মাত্মক প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছিলেন, প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা মাসের শেষে সরকারি বেতন, পুজোর আগে বোনাস হাত পেতে নেবেন তো? তার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক মহল, সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ। চলতে থাকে ট্রোল, কটাক্ষ, সমালোচনা। চাপের মুখে পড়ে অবশেষে নতিস্বীকার কাঞ্চনের।

ফেসবুকে একটি ভিডিও করে নিজের বক্তব্য পেশ করেন তৃণমূল বিধায়ক। শোকাতুর কণ্ঠে বলেন, “গতকাল ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা অত্যন্ত সমালোচিত হয়। সেই কারণেই এই ভিডিওটি করছি। আপনাদের জানাই, আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।”

কাঞ্চন জানান, কোনও সাফাই দেওয়ার জন্য ভিডিওটি তিনি করেননি। বরং নিজের ভুল শুধরে নেওয়াই তাঁর উদ্দেশ্য। চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তাঁদের অবদান এবং গুরুত্ব নিয়ে নির্দ্বিধায় বিস্তারিত আলোচনা করেন অভিনেতা-বিধায়ক। নিজের পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমারও বাড়িতে স্ত্রী আছেন, সন্তান আছে। একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন। যাঁর চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। আমি জানি আমার কাছে ডাক্তারের গুরুত্ব কতটা। কাঞ্চন এও জানান যে, বিভিন্ন মানুষ সাহায্য চেয়ে তাঁর দ্বারস্থ হলে, তিনি চিকিৎসা পরিষেবা পাওয়ানোর ব্যবস্থা করে দেন।

 

আন্দোলনরত চিকিৎসদের নিয়ে করা মন্তব্যটি যে নিছকই তাঁর ধৈর্যচ্যুতির ফল, তা বোঝাতেও কোনও ত্রুটি রাখেননি তৃণমূল বিধায়ক। সেই ভিডিওতেই তিনি জানান, তাঁর ভাইয়ের মতো এক বন্ধুর মায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই ব্যক্তি পরিষেবা চেয়ে কাঞ্চনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অভিনেতা জানান, চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাঁর বন্ধুর মাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সেই ঘটনার পরেই নাকি মানসিক ভাবে ভেঙে পড়েন কাঞ্চন।

আরও পড়ুন: নকল নয়! নিন্দকদের জবাব দিয়ে বেবি বাম্পের ছবি দীপিকার, সন্তানের জন্মতারিখ কি মিলে যাবে প্রাক্তন প্রেমিকের সঙ্গে

আরও পড়ুন: নায়ক হওয়া হল না! ৫৪০ ছবি, ৫৮১ কোটির সম্পত্তি! ছবিতে খুদে ছেলেটি কে বলুন তো

অভিনেতা জানান, বাকি সকলের মতো তিনিও চান, দোষীরা ধরা পড়ুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আন্দোলন এবং আন্দোলনকারীদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন আছে। আরও একবার তিনি বলেন, “ক্ষমার থেকে বড় জিনিস হয় না। সেই ক্ষমাটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইব।”

RG Kar Case Protest: ‘একটা সময় শাসক ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, প্রেম খেলা!’ কাদের বিঁধলেন কাঞ্চন-ঘরনি শ্রীময়ী

কলকাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল কলকাতা-সহ গোটা দেশ। এরই মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। যার জেরে দীর্ঘ বছরের বন্ধু অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পাল্টা আক্রমণ করেছেন।

আরও পড়ুনঃ দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ! কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ’ দিলেন সুদীপ্তা চক্রবর্তী! আক্রমণে ঋত্বিক, কী এমন ঘটল?

এবার স্বামী কাঞ্চন মল্লিকের হয়ে মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। তিনি তাঁর সোশ‍্যাল মিডিয়াতে লেখেন, ‘ আমি কখনই কারোর ব্যক্তিগত স্তরে গিয়ে,কাউকে ব্যক্তিগত আক্রমন করিনা॥॥আজ বাধ্য হয়ে লিখলাম….আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত,কিছু মানুষের কাজই ছিল বা আছে,,সমাজমাধ্যমে তাদের মতামত দেওয়া অযাচিত ভাবে॥॥॥তারা সমাজমাধ্যমে type করতেই বসে আছেন,সুযোগ পেলেই লেখা শুরু,,কারোর bedroomনিয়ে কথা বলার আগে,নিজের বেডরুমের দরজার ফুটো টা দেখা উচিত।।।’ (বানান অপরিবর্তিত)

তিনি আরও লেখেন, ‘একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায়, আমি তার উদ্দেশ্যে বলবো যে সে তো তাও সেই মানুষগুলো তো তাও বিয়ে করার জন্য জন্মেছে ,,আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দল বদল করেছে, একটা সময় শাসকদলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া, আড্ডা , দামী দামী গিফট নেওয়া,ঘুরতে যাওয়া ,, প্রেম প্রেম খেলা করা সবই করেছেন শুধু বিয়েটা না করে অবৈধ প্রেম গুলো চালিয়ে গেছে। সেই সময় তো এত সমাজ মাধ্যম ছিল না এবং এবং যে বন্ধুগুলো সাক্ষী ছিল সেই বন্ধুগুলো সমাজমাধ্যমে এত ভাল করে গুছিয়ে লিখতে পারত না তাই জন্য they should feel very lucky….আগে নিজের মেরুদন্ড সোজা রাখুক,তারপর অন্যের মেরুদন্ড দেখবে॥॥’(বানান অপরিবর্তিত)

রবিবার কোন্নগরে এক প্রতিবাদ ধরনা মঞ্চ থেকে কাঞ্চন বলেন, ‘কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভাল। কিন্তু, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো, না কি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?’ সেই থেকেই ঘটনার সূত্রপাত। কাঞ্চনের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু হিসেবে তাঁকে ত্যাগ করার কথা বলেছেন অভিনেত্রী। সোমবার ভোররাতে ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম।’ এরপরই টলিপাড়ার একের পর এক অভিনেতা ও পরিচালক কাঞ্চনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন। ঋত্বিক চক্রবর্তী তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক / চাটা মল্লিক / ফাটা মল্লিক / টা টা মল্লিক’।

RG Kar Case Protest: দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ! কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ’ দিলেন সুদীপ্তা চক্রবর্তী! আক্রমণে ঋত্বিক, কী এমন ঘটল?

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল কলকাতা-সহ গোটা দেশ। এরই মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। যার জেরে দীর্ঘ বছরের বন্ধু অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পাল্টা আক্রমণ করেছেন।

কাঞ্চনের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু হিসেবে তাঁকে ত্যাগ করার কথা বলেছেন অভিনেত্রী। সোমবার ভোররাতে ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম।’ এরপরই টলিপাড়ার একের পর এক অভিনেতা ও পরিচালক কাঞ্চনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন। ঋত্বিক চক্রবর্তী তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক / চাটা মল্লিক / ফাটা মল্লিক / টা টা মল্লিক’।

আরও পড়ুন: কলকাতা পুলিশের সদর দফতরের নাম লালবাজার কেন জানেন? কারণটা জানলে চমকে উঠবেন!

কাঞ্চন মল্লিক এই ঘটনার পর জানিয়েছেন, ‘সুদীপ্তার মনে হয়েছে, বলেছেন। যে যাঁর ব্যক্তিগত মত জানাচ্ছেন। আমিও আমার ব্যক্তিগত মতই প্রকাশ করেছিলাম।’ রবিবার কোন্নগরে এক প্রতিবাদ ধরনা মঞ্চ থেকে কাঞ্চন বলেন, ‘কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভাল। কিন্তু, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো, না কি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?’

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

পাশাপাশি কাঞ্চন বলেন, ‘আজ আন্দোলনের নামে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। সবাই বলেন, চিকিৎসক মানে ভগবান। গ্রামের মানুষ ছুটে আসেন শহরের হাসপাতালে, চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছেন? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয়, যাতে তাঁরা চিকিৎসকেরা ভগবান বলতে দ্বিধা করেন।’

Kanchan-Sreemoyee: মলদ্বীপে হানিমুন থেকে ফিরেই সোজা মাকে ফোন শ্রীময়ীর, খবর পেয়ে কাঞ্চনের বাড়ি ছুটে এলেন, সব ঠিক আছে তো?

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ তাদের প্রেমের পর বিয়ে নিয়ে চর্চা এখন সকলের মুখে মুখে৷
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ তাদের প্রেমের পর বিয়ে নিয়ে চর্চা এখন সকলের মুখে মুখে৷
সম্প্রতি ভোট মিটতেই হানিমুনে গিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক৷ তাঁদের মধুচন্দ্রিমার প্রতিটা ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷
সম্প্রতি ভোট মিটতেই হানিমুনে গিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক৷ তাঁদের মধুচন্দ্রিমার প্রতিটা ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷
মলদ্বীপে হানিমুনের প্রতিটা মুহূর্ত যে তাড়িয়ে উপভোগ করেছেন, তা তাঁদের ছবিতেই স্পষ্ট৷ মলদ্বীপের নীল জলে কাঞ্চন-শ্রীময়ীর জলকেলি, রোম্যান্স নেটপাড়ায় ভাইরাল হতেই রীতিমতো তোলপাড় হয়েছিল৷
মলদ্বীপে হানিমুনের প্রতিটা মুহূর্ত যে তাড়িয়ে উপভোগ করেছেন, তা তাঁদের ছবিতেই স্পষ্ট৷ মলদ্বীপের নীল জলে কাঞ্চন-শ্রীময়ীর জলকেলি, রোম্যান্স নেটপাড়ায় ভাইরাল হতেই রীতিমতো তোলপাড় হয়েছিল৷
তবে মলদ্বীপে হানিমুন থেকে ফিরেই সোজা বাড়িতে ফোন করলেন শ্রীময়ী, আর খবর পেয়ে তড়িঘড়ি কাঞ্চনের বাড়িতে ছুটে এলেন অভিনেত্রীর মা৷ কিন্তু কী এমন হল?
তবে মলদ্বীপে হানিমুন থেকে ফিরেই সোজা বাড়িতে ফোন করলেন শ্রীময়ী, আর খবর পেয়ে তড়িঘড়ি কাঞ্চনের বাড়িতে ছুটে এলেন অভিনেত্রীর মা৷ কিন্তু কী এমন হল?
হানিমুন থেকে বাড়িতে ফিরেই আচমকা ঘটল বিপত্তি৷ যার কারণে ছুটে আসতে হয়েছে শ্রীময়ীর মাকেও৷
হানিমুন থেকে বাড়িতে ফিরেই আচমকা ঘটল বিপত্তি৷ যার কারণে ছুটে আসতে হয়েছে শ্রীময়ীর মাকেও৷
শ্রীময়ী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে, মাটিতে বসে লুচির লেচি বানাচ্ছেন শ্রীময়ীর মা৷ পিছন থেকে শ্রীময়ী বলছেন, মা পড়েছে মহা বিপদে৷ কারণ মেয়ে-জামাই দু'জনেই অসুস্থ, দু'জনেরই জ্বর, মুখে কোনও রুচি নেই৷ তাই বানাতে হচ্ছে, রাধাবল্লভী, আলুর দম, মালপোয়া৷
শ্রীময়ী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে দেখা যাচ্ছে, মাটিতে বসে লুচির লেচি বানাচ্ছেন শ্রীময়ীর মা৷ পিছন থেকে শ্রীময়ী বলছেন, মা পড়েছে মহা বিপদে৷ কারণ মেয়ে-জামাই দু’জনেই অসুস্থ, দু’জনেরই জ্বর, মুখে কোনও রুচি নেই৷ তাই বানাতে হচ্ছে, রাধাবল্লভী, আলুর দম, মালপোয়া৷
বিয়ের পরপরই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শ্রীময়ীকে৷ তীব্র গরমে লু লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ পরপর ২ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন শ্রীময়ী৷ সেই সময় ভোটের হাজারো ব্যস্ততার মধ্যে তাঁকে আগলে রাখেন স্বামী কাঞ্চন৷ এবার মেয়ে এবং জামাই দু'জনকেই সামলাচ্ছেন অভিনেত্রীর মা৷
বিয়ের পরপরই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শ্রীময়ীকে৷ তীব্র গরমে লু লেগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ পরপর ২ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফেরেন শ্রীময়ী৷ সেই সময় ভোটের হাজারো ব্যস্ততার মধ্যে তাঁকে আগলে রাখেন স্বামী কাঞ্চন৷ এবার মেয়ে এবং জামাই দু’জনকেই সামলাচ্ছেন অভিনেত্রীর মা৷

Sreemoyee Chattoraj Hospitalized: গুরুতর অসুস্থ! হাসপাতালে ভর্তি কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী, চলছে স্যালাইন, আচমকা হলটা কী অভিনেত্রীর?

কলকাতা: তীব্র গরমে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তথা কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ৷ কাঠফাটা গরমে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী৷ তারপরই তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে৷ নিউজ ১৮ বাংলা-কে অভিনেত্রী জানিয়েছেন, প্রবল গরমে একটানা চলছে শ্যুটিং৷ শ্যুটিং সেরে বাড়ি ফিরে স্নান করার পরই শরীর খারাপ লাগতে শুরু করে অভিনেত্রীর৷ সুগার ও প্রেশার আচমকা কমে যায়৷ এমনকি শ্যুটিং সেটেও সারাদিন ওআরএস খেয়েছিলেন৷

তারপরই আচমকা ঘটে বিপত্তি৷ শ্রীময়ী জানান, মধ্যরাত থেকেই শুরু হয় বমি, পেটে অসহ্য ব্যথা৷ তারপরই শরীরে অস্বস্তি এবং ডায়রিয়া ৷ শনিবার মধ্যরাত থেকে রবিবার সারাদিন ওষুধ, ওআরএস খাওয়ার পর শরীর আরও বেশি খারাপ হতে শুরু করে৷ তারপর চোখে ঝাপসা দেখতে শুরু করি, এবং মাথাও প্রচণ্ড ঘুরছিল অবশেষে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা-সহ একাধিক রাজ্য৷ হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর৷ ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক রাজ্যে৷ আর এই প্রবল গরমেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী৷ তবে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন কাঞ্চনের স্ত্রী, তেমনটাই জানিয়েছেন শ্রীময়ী৷ খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি৷ বর্তমানে সান বাংলার আকাশ-কুসুম ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শ্রীময়ী চট্টরাজ৷