কাঞ্চন মল্লিকের সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সুদীপ্তা

RG Kar Case Protest: দীর্ঘদিনের বন্ধুত্ব শেষ! কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ’ দিলেন সুদীপ্তা চক্রবর্তী! আক্রমণে ঋত্বিক, কী এমন ঘটল?

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল কলকাতা-সহ গোটা দেশ। এরই মধ্যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। যার জেরে দীর্ঘ বছরের বন্ধু অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেতা ঋত্বিক চক্রবর্তী পাল্টা আক্রমণ করেছেন।

কাঞ্চনের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু হিসেবে তাঁকে ত্যাগ করার কথা বলেছেন অভিনেত্রী। সোমবার ভোররাতে ফেসবুকে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম।’ এরপরই টলিপাড়ার একের পর এক অভিনেতা ও পরিচালক কাঞ্চনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছেন। ঋত্বিক চক্রবর্তী তীব্র আক্রমণ শানিয়ে লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক / চাটা মল্লিক / ফাটা মল্লিক / টা টা মল্লিক’।

আরও পড়ুন: কলকাতা পুলিশের সদর দফতরের নাম লালবাজার কেন জানেন? কারণটা জানলে চমকে উঠবেন!

কাঞ্চন মল্লিক এই ঘটনার পর জানিয়েছেন, ‘সুদীপ্তার মনে হয়েছে, বলেছেন। যে যাঁর ব্যক্তিগত মত জানাচ্ছেন। আমিও আমার ব্যক্তিগত মতই প্রকাশ করেছিলাম।’ রবিবার কোন্নগরে এক প্রতিবাদ ধরনা মঞ্চ থেকে কাঞ্চন বলেন, ‘কর্মবিরতি পালন করছেন শাসকদলের বিরুদ্ধে, ভাল। কিন্তু, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো, না কি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না?’

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের পর থেকেই কলকাতা পুলিশের ‘মুখ’ ইন্দিরা মুখোপাধ্যায়, MNC-র চাকরি ছাড়া এই IPS-এর পরিচয় জানেন?

পাশাপাশি কাঞ্চন বলেন, ‘আজ আন্দোলনের নামে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন। সবাই বলেন, চিকিৎসক মানে ভগবান। গ্রামের মানুষ ছুটে আসেন শহরের হাসপাতালে, চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছেন? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয়, যাতে তাঁরা চিকিৎসকেরা ভগবান বলতে দ্বিধা করেন।’