Tag Archives: Sujit Bose

Mamata Banerjee: ‘সুজিত লোক বসাচ্ছে বিধাননগরে,’ আর অরূপ…? পুরসভার ‘প্রোটেকশন’ নিয়ে রুদ্রমূর্তি মমতার!

কলকাতা: পুর পরিষেবার গাফিলতি ও ফাঁক নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের বৈঠকে রীতিমতো ‘বকাবকি’ করতেও ছাড়লেন প্রশাসনিক সতীর্থদের। তীব্র ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন তাঁর টার্গেটে রয়েছেন একাধিক পুরসভার চেয়ারম্যানরা। ক্ষোভের রেশ থেকে বাদ গেলেন না মন্ত্রীরাও। বিধাননগর পুরনিগমে ইচ্ছমতো লোক বসানো হচ্ছে বলে নাম করেই সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ উগরে দিলেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ”সুজিত বসু লোক বসিয়ে দিছে। সল্টলেকের কাউন্সিলররা কোনও কাজ করে না।যেখান সেখান থেকে লোক এনে পুরসভায় কাজ দিচ্ছে। যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়াই।” পুর পরিষেবা নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এবার কি আমাকে রাস্তায় ঝাঁটা দিতে হবে?” একইসঙ্গে তাঁর মন্তব্য, “কারও কারও অভ্যাস হয়ে গিয়েছে যতদিন আইসি, জেলাশাসক, এসডিও থাকব, কিছু গুছিয়ে নেব।”

আরও পড়ুন: গতি বাড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর…! ঝমঝম করে ভারী বৃষ্টি শুরু রাজ্যে রাজ্যে! আইএমডি দিয়ে দিল বর্ষা নিয়ে বিরাট আপডেট!

রীতিমতো ক্ষুব্ধ মমতা এদিন আরও বলেন, “বিধাননগর, নিউটাউনে বেআইনি নির্মাণগুলিতেও কী করে বিদ্যুৎ-এর লাইন পেয়ে যাচ্ছে?” এর ফলে কিছু কিছু অসৎ ব্যবসায়ীরা ‘প্রোটেকশন’ পেয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “রাস্তা দখল বেড়েই যাচ্ছে। পুরসভা তো চোখ দিয়ে দেখেই না। পুলিশ তো দেখে না। আমি বললে সেফ ড্রাইভ সেভ লাইফ করে সাত দিন ধরে আমাকে দেখানোর জন্য। যারা বিদ্যুৎ এর টাকা দেবে না তাঁদের টাকাই বন্ধ করে দেব।” এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তিনি বলেন, “শট সার্কিট হচ্ছে খুব বেশি। অরূপ, এটা ঠিকভাবে দেখতে হবে। পুরসভাগুলি টাকা খেতে ব্যস্ত।”

Lok Sabha Elections 2024: ‘বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়, এটা নতুন কিছু নয়’, সপরিবারে ভোট দিয়ে বললেন সুজিত বসু

কলকাতা: সপ্তম দফা অর্থাৎ শেষ দফার লোকসভা নির্বাচনে শ্রীভূমিতে গান্ধি সেবা সংঘ বুনিয়াদী বিদ্যালয় সপরিবারে ভোট দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়। এবারও নতুন কিছু নয়, বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে, কিন্তু বাংলায় সবসময় শান্তিপূর্ণ ভোট হয়। বারাসত লোকসভা কেন্দ্রেও কাকলি ঘোষ দস্তিদার জিতবে। ৪ তারিখের পর সবাই দেখবে গণতন্ত্রের জয় হবে।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুনঃ দার্জিলিংয়ের পাশেই এমন অপূর্ব জায়গা আছে জানতেন? প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন, মুগ্ধ হবেন

দেশে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, যেভাবে বেকার বৃদ্ধি পেয়েছে তার প্রতিবাদে মানুষ ভোট দেবে, তবে বাংলায় দিদি আছে দিদিই থাকবে। সপরিবারে এ দিন ভোট দিয়ে অন্যান্য ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করতেও দেখা যায় রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে।

Rudra Narayan Roy