Tag Archives: Summer Skin Care

Moong Dal in Skincare: গরমে তৈলাক্ত ত্বকে ব্রণর দাপট থেকে কালো ছোপ? সব সমস্যা দূর এই ডালের ফেসপ্যাকে

শুধু স্বাদের গুণেই নয়৷ ত্বকচর্চাতেও কাঁচা মুগ ডাল খুবই উপকারী৷ স্ক্রাবিং থেকে হাইড্রেটিং, ত্বকের বিভিন্ন সমস্যায় কার্যকর মুগ ডালের প্রলেপ৷ ত্বকের বাড়িতে তেল শুষে নিয়ে একে পরিষ্কার করে মুগ ডাল৷ তাই তৈলাক্ত ত্বকের জন্য এই ডাল প্রয়োজনীয়৷ এই ডালের ভিটামিন ত্বকের ঔজ্বল্য বাড়িয়ে তোলে৷ তাছাড়া ভিতর থেকে ত্বককে স্বাস্থ্যকরও রাখে মুগ ডাল৷ কাঁচা মুগ ডালের গুণে গরমকালে ত্বক থাকে সমস্যামুক্ত৷ নানাভাবে ত্বকের যত্নে সামিল করতে পারেন মুগ ডালকে৷

গরমকালের চড়া আর্দ্রতায় ত্বক পরিষ্কার বা ক্লেঞ্জিং-এর ক্ষেত্রে ব্যবহার করুন মুগ ডাল৷ মুগ ডালের গুণে ত্বকের এক্সফোলিয়েশন প্রক্রিয়া বজায় থাকে৷ রোমকূপের গভীরে ঢুকে পরিষ্কার করে মুগ ডাল৷ মুগডালের গুঁড়োর সঙ্গে গোলাপজল এবং পেয়ারাপাতা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন৷ তার পর মুখে বেশ কিছু ক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ জলে৷

পাশাপাশি, গ্রিন টি-র সঙ্গে মুগডালের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন৷ এ বার ওই প্যাক মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ তার পর ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ জলে৷ ত্বকের সানট্যান দূর করবে এই ফেসপ্যাক৷ মুগ ডালের ব্যবহার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ কারণ মুগ ডালের গুণে ত্বকে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন ঠিক থাকে৷ মুগ ডালের গুঁড়োর সঙ্গে মধু মেশান৷ এতে দিন ঈষদুষ্ণ জল৷ মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ ফেসপ্যাক শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে৷

আরও পড়ুন : আলুর খোসার গুণেই কমবে হাই ব্লাড প্রেশার ও কোলেস্টেরল! ফেলে না দিয়ে খান এভাবে

মুগ ডালের গুঁড়োতে সামান্য সর্ষের তেল দিয়ে ফেসপ্যাক তৈরি করুন৷ এই ফেসপ্যাক শীতকালে শুষ্ক ত্বকের জন্য আদর্শ৷ মুখে লাগিয়ে অপেক্ষা করুন৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন জলে৷ এতে তীব্র শীতেও ত্বকের কাছে পৌঁছবে না রুক্ষতা৷ ত্বক থাকবে ঝলমলে ও আর্দ্র৷

Summer Skin Care Tips: গরমে ত্বকে ট্যান-দাগ-ছোপ? তেলতেলে ত্বকে ব্রণ-র গাদা? হাজার-হাজার খরচ নয়, এই সহজ উপায়ে পান ঝলমলে-দাগহীন ত্বক

সবেমাত্র গ্রীষ্মকাল শুরু হয়েছে। আগামী কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম ও আর্দ্রতার সঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে এই ঋতুতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। গরমে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রত্যেকের জন্যই খুব জরুরি। এই ঋতুতে ত্বককে উজ্জ্বল রাখা একটি বড় কাজ। তাপের সঙ্গে সঙ্গে ঘাম, ধুলো এবং দূষণ আমাদের ত্বকে ধীরে ধীরে জমতে থাকে যাতে ত্বকের অন্যান্য অনেক সমস্যা হতে পারে।
সবেমাত্র গ্রীষ্মকাল শুরু হয়েছে। আগামী কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম ও আর্দ্রতার সঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে এই ঋতুতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। গরমে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রত্যেকের জন্যই খুব জরুরি। এই ঋতুতে ত্বককে উজ্জ্বল রাখা একটি বড় কাজ। তাপের সঙ্গে সঙ্গে ঘাম, ধুলো এবং দূষণ আমাদের ত্বকে ধীরে ধীরে জমতে থাকে যাতে ত্বকের অন্যান্য অনেক সমস্যা হতে পারে।
মুম্বইয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মহিমা জৈন। স্প্রিং ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর ডা. মহিমা জানিয়েছেন, গ্রীষ্মকালে ব্যাকটেরিয়া, ছত্রাক, সংক্রমণ, নিস্তেজ ত্বক, ব্রণ, ট্যানিংয়ের মত সমস্যা দেখা যায়। এগুলো এড়াতে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে, তারপর মুখে ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে। এছাড়া ত্বক ঠাণ্ডা রাখতে দই, শসার রস বা মধুর রস ত্বকে লাগানো যেতে পারে।
মুম্বইয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মহিমা জৈন। স্প্রিং ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর ডা. মহিমা জানিয়েছেন, গ্রীষ্মকালে ব্যাকটেরিয়া, ছত্রাক, সংক্রমণ, নিস্তেজ ত্বক, ব্রণ, ট্যানিংয়ের মত সমস্যা দেখা যায়। এগুলো এড়াতে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে, তারপর মুখে ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে। এছাড়া ত্বক ঠাণ্ডা রাখতে দই, শসার রস বা মধুর রস ত্বকে লাগানো যেতে পারে।
ট্যানিং এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে মুখে সিরাম লাগাতে হবে। এর পর ময়েশ্চারাইজার এবং সবশেষে সানস্ক্রিন লাগাতে হবে।  ডা. মহিমা জৈন বলেন, এইসব প্রয়োগ করার সময় মনে রাখতে হবে প্রতিটি ক্রিম লাগানোর পর অন্য ক্রিম লাগানোর মধ্যে যেন পাঁচ মিনিটের ব্যবধান থাকে। এছাড়া আমাদের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনতে হবে। বেশি করে সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে।
ট্যানিং এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে মুখে সিরাম লাগাতে হবে। এর পর ময়েশ্চারাইজার এবং সবশেষে সানস্ক্রিন লাগাতে হবে। ডা. মহিমা জৈন বলেন, এইসব প্রয়োগ করার সময় মনে রাখতে হবে প্রতিটি ক্রিম লাগানোর পর অন্য ক্রিম লাগানোর মধ্যে যেন পাঁচ মিনিটের ব্যবধান থাকে। এছাড়া আমাদের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনতে হবে। বেশি করে সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে।
ডা. মহিমা জৈন বলেন, শুধু ক্রিম বা বিভিন্ন জিনিস লাগিয়ে ত্বকের যত্ন হয় না, কিছু জিনিস আছে যা না লাগিয়েও ত্বকের যত্ন নেওয়া যায়। অ্যাসিড আছে এমন জিনিস ত্বকে লাগিয়ে বাড়ির বাইরে না যাওয়া, যেমন লেবু, আলু, হলুদ এবং গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ক্রিম।
ডা. মহিমা জৈন বলেন, শুধু ক্রিম বা বিভিন্ন জিনিস লাগিয়ে ত্বকের যত্ন হয় না, কিছু জিনিস আছে যা না লাগিয়েও ত্বকের যত্ন নেওয়া যায়। অ্যাসিড আছে এমন জিনিস ত্বকে লাগিয়ে বাড়ির বাইরে না যাওয়া, যেমন লেবু, আলু, হলুদ এবং গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ক্রিম।
গ্রীষ্মের মরসুমে বেশি গরম ও মশলাদার খাবার না খাওয়া উচিত। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, প্যাকেটজাত খাবার না খাওয়া ভাল। তিনি বলেন, আজকাল রোসেসিয়া নামক রোগটি মানুষের মধ্যে খুব বেশি দেখা যায়। যা গ্রীষ্মের মৌসুমে মশলাদার খাবার খাওয়ার কারণে ঘটে। এর কারণে ত্বক লাল হয়ে যায় এবং অনেক সময় ত্বকে ছোট ছোট ফুসকুড়িও দেখা দিতে থাকে।
গ্রীষ্মের মরসুমে বেশি গরম ও মশলাদার খাবার না খাওয়া উচিত। বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, প্যাকেটজাত খাবার না খাওয়া ভাল। তিনি বলেন, আজকাল রোসেসিয়া নামক রোগটি মানুষের মধ্যে খুব বেশি দেখা যায়। যা গ্রীষ্মের মৌসুমে মশলাদার খাবার খাওয়ার কারণে ঘটে। এর কারণে ত্বক লাল হয়ে যায় এবং অনেক সময় ত্বকে ছোট ছোট ফুসকুড়িও দেখা দিতে থাকে।