Tag Archives: Sunita Williams

Sunita Willams: মহাকাশে আটকে! কেমন কাটছে সুনীতার? সঙ্গী বুচ ভোট দিতে চান space থেকেই!

কলকাতা:  মহাকাশে আটকে পড়েছেন বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তাঁদের রেখেই পৃথিবীতে ফিরে এসেছে মহাকাশযান স্টারলাইনার। এখন কেমন কাটছে দুই মহাকাশচারীর? তাঁরা বলছেন, “বড় কঠিন সময়।’’

গত সপ্তাহে বোয়িং স্টারলাইনার পৃথিবীতে ফিরে আসার পর প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন দুই মহাকাশচারী। জুন মাসে বুচ এবং সুনীতাকে নিয়ে স্পেস স্টেশনে গিয়েছিল স্টারলাইনার। কিন্তু আচমকাই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে কোনও ঝুঁকি নিতে চায়নি নাসা। তাঁদের মহাকাশে রেখেই পৃথিবীতে ফেরে মহাকাশযান।

মহাকাশ থেকে বুচ উইলমোর বলেন, “খুব শক্ত কাজ। পুরো সময় জুড়ে বেশ কিছু কঠিন মুহূর্ত কাটিয়েছি আমরা।’’ সঙ্গে তিনি যোগ করেন, “মহাকাশযানের পাইলট হিসাবে আপনি কখনওই চাইবেন না যে আপনাকে ছাড়াই মহাকাশযান চলে যাক। কিন্তু আমরা সেই পরিস্থিতিতেই পড়েছি।’’ স্টারলাইনারের প্রথম পরীক্ষামূলক পাইলট হিসাবে তাঁরা জানতেন, এমন সমস্যা হতে পারে। তাই তাঁরা তৈরিও ছিলেন। সুনীতা বলছেন, “এভাবেই কাজ হয়।’’

আরও পড়ুন- আকাশ কালো করে দুর্যোগ নামছে কলকাতায়! নিম্নচাপের কবলে ১১ জেলা! কী হবে রবিবার? জেনে নিন

বুচ এবং সুনীতা এখন পুরোদস্তুর ক্রু সদস্য। স্পেশ স্টেশনের রুটিন রক্ষণাবেক্ষণ এবং নানা গবেষণায় অংশ নিচ্ছেন। সুনীতা কয়েক সপ্তাহের মধ্যে স্পেস স্টেশনের দায়িত্ব নেবেন। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বুচ। ৫ জুন ফ্লোরিডা থেকে উড়ানের পর এটা ছিল তাঁদের দ্বিতীয় সাংবাদিক সম্মেলন।

আরও পড়ুন- কাগজ কুড়োতে গিয়ে উড়ে গেল হাত! ভয়াবহ বিস্ফোরণ এসএন ব্যানার্জি রোডে

সুনীতা অবশ্য ‘সুখেই’ আছেন। নিজেই বলছেন সে কথা। স্পেস স্টেশনে কাটানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। সুনীতা বলছেন, “মহাকাশে থাকতে ভালবাসি। এটা আমার সুখের জায়গা।“ বুচ উইলমোরের অবশ্য স্পেশ স্টেশনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লেগেছিল। দুজনেই বলছেন, সকলের প্রার্থনা এবং শুভকামনায় তাঁরা কৃতজ্ঞ।

মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি সুনীতার। তাঁর মন খারাপ। বুচ উইলমোরের ছোট মেয়ে এবছর স্কুলের গণ্ডী টপকাবেন। এই সময়টা মেয়ের সঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু মহাকাশে আটকে পড়ায় সম্ভব হচ্ছে না। এই নিয়ে চিন্তা রয়েছে তাঁর। তার উপর নভেম্বরেই মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন। মহাকাশ থেকেই ভোট দিতে চান বুচ। ভোটার ব্যালট পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। সুনীতাও বলেন, যেখানেই থাকুন না কেন, নাগরিক দায়িত্ব পালন করাটা গুরুত্বপূর্ণ।

Sunita Williams: এখনও মহাশূন্যেই আটকে সুনীতা ও বুচ, মহাকাশচারীদের ছাড়া ‘খালি হাতে’ই পৃথিবীতে ফিরল স্টারলাইনার

মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামসকে ছাড়াই পৃথিবীতে ফিরল নাসার মহাকাশযান ‘স্টারলাইনার’। শুক্রবার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে স্টারলাইনারকে আনডক করা হয়। তবে প্রযুক্তিগত সমস্যার কারণেই দুই মহাকাশচারীকে ফেরানো সম্ভব হয়নি।

গত ৫ জুন বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামসকে নিয়ে মহাকাশে পাড়ি দেয় স্টারলাইনার। ৮ দিনের মিশন ছিল। কিন্তু প্রপালশন সিস্টেমে সমস্যা ধরা পড়ে। এখন ৮ মাস মহাকাশেই কাটাতে হবে বুচ এবং সুনীতাকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্পেসএক্স-এর মহাকাশযানে তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

দুই মহাকাশচারী আপাতত একটি ক্যাপসুলে রয়েছেন। তাঁদের অতিরিক্ত খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আসা হয়েছে। নাসা জানিয়েছে, বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা নতুন সফটওয়্যার আপলোড করেন। যার ফলে ক্রু ছাড়াই পৃথিবীতে অবতরণ করতে পারে স্টারলাইনার।

শনিবার সকাল ৯.৩১ মিনিটে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করেছে মহাকাশযান স্টারলাইনার। নাসা এবং বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা এখন এটিকে অ্যাসেম্বলি ইউনিটে নিয়ে যাবেন। মহাকাশযানটিকে পরীক্ষা করে দেখা হবে। কেন হিলিয়াম লিক হল? কী কারণে প্রপালশন সিস্টেমে সমস্যা দেখা দিল? সে সবই খুঁজে বের করার চেষ্টা করবেন তাঁরা।

আরও পড়ুন : ২ সবুজ সবজি, ২ সবুজ ফলের রসেই ধুয়েমুছে সাফ ইউরিক অ্যাসিড! নিংড়ে বার করবে ব্যথার শিকড়ও! কীভাবে খাবেন, জেনে নিন

২০১৯ সালের ২০ ডিসেম্বর প্রথম মানববিহীন অরবিটাল ফ্লাইট পরীক্ষা করা হয়েছিল। এই ফ্লাইটে কোনও মহাকাশচারী ছিলেন না। কিন্তু সফটওয়্যারের ত্রুটির কারণে সেটি অন্য কক্ষপথে চলে যায়। ২০২০ সালের ৬ এপ্রিল পাঠানো হয় দ্বিতীয় ফ্লাইট। স্পেশ স্টেশনে গিয়ে ডকিং করার কথা ছিল। তারপর ফিরে আসবে পৃথিবীতে। কিন্তু মহাকাশযানের ১৩টি প্রপালশন ভালভে সমস্যা দেখা দেওয়ায় লঞ্চ পিছিয়ে দেওয়া হয়।

২০২২ সালের ১৯ মে পাঠানো হয় সেই মহাকাশযান। এতে দুই ডামি মহাকাচারীকে বসানো হয়েছিল। কিন্তু অরবিটাল ম্যানুভারিং এবং অ্যাটিটিউড কন্ট্রোল সিস্টেম থ্রাস্টারে গোলমাল ধরা পড়ে। শেষ পর্যন্ত ২২ মে কোনওরকমে স্পেস স্টেশনে অবতরণ করে। ২৫ মে ফিরে আসে পৃথিবীতে। জিপিএস স্যাটেলাইটের সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে বোয়িং বলছে এটা স্বাভাবিক। এরপর ৫ জুন বুচ এবং সুনীতাকে নিয়ে তৃতীয়বার রওনা দেয় স্টারলাইনার। ১৩ জুন ৮ দিন পর ফিরে আসার কথা ছিল। কিন্তু প্রপালশন সিস্টেমে সমস্যার কারণে দুই মহাকাশচারী আটকে পড়লেন। ‘খালি হাতে’ ফিরল মহাকাশযান।