Tag Archives: Tatkal Ticket Booking

Tatkal Ticket Booking: তৎকাল বুকিংয়েও মিলল ওয়েটিং টিকিট ? তাহলে কি ফেরত পাবেন টাকা ?

আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না অথচ হঠাৎ যাত্রা করার দরকার পড়ল ? সেক্ষেত্রে রেলের তৎকাল টিকিট বুকিংয়ের সুবিধা নিতে পারবেন ৷ যাত্রার একদিন আগে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন ৷ সাধারণত তৎকালে কনফার্ম টিকিট পাওয়া যায় ৷ কিন্তু অনেক সময় উৎসবের সময় তৎকালেও টিকিট ওয়েটিং লিস্টে চলে যায় ৷
আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না অথচ হঠাৎ যাত্রা করার দরকার পড়ল ? সেক্ষেত্রে রেলের তৎকাল টিকিট বুকিংয়ের সুবিধা নিতে পারবেন ৷ যাত্রার একদিন আগে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন ৷ সাধারণত তৎকালে কনফার্ম টিকিট পাওয়া যায় ৷ কিন্তু অনেক সময় উৎসবের সময় তৎকালেও টিকিট ওয়েটিং লিস্টে চলে যায় ৷
তৎকালে ওয়েটিংয়ে থাকা টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ৷ এরকম হলে কি তৎকাল টিকিটের টাকা ফেরত পাওয়া যায় ? নাকি পুরো টাকাটাই জলে চলে যায় ৷
তৎকালে ওয়েটিংয়ে থাকা টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ৷ এরকম হলে কি তৎকাল টিকিটের টাকা ফেরত পাওয়া যায় ? নাকি পুরো টাকাটাই জলে চলে যায় ৷
তৎকাল ওয়েটিং টিকিটের আলাদা নিয়ম রয়েছে যা আপনার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ তৎকাল টিকিট একদিন আগে বুকিং করা হয় ৷ কিন্তু তৎকাল টিকিট ওয়েটিংয়ে থাকলে সেই টিকিটে যাত্রীরা যাত্রা করতে পারবেন না ৷ তৎকাল ওয়েটিং হলে রেলের তরফে অটোমেটিক ক্যানসেল করে দেওয়া হয় ৷
তৎকাল ওয়েটিং টিকিটের আলাদা নিয়ম রয়েছে যা আপনার জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ তৎকাল টিকিট একদিন আগে বুকিং করা হয় ৷ কিন্তু তৎকাল টিকিট ওয়েটিংয়ে থাকলে সেই টিকিটে যাত্রীরা যাত্রা করতে পারবেন না ৷ তৎকাল ওয়েটিং হলে রেলের তরফে অটোমেটিক ক্যানসেল করে দেওয়া হয় ৷
ফেরত পাবেন টাকা ?তৎকাল ওয়েটিং টিকিট কনফার্ম না হলে ক্যানসেল করে দেয় রেল ৷ টিকিট ক্যানসেল হলে ৩-৪ দিনে টাকা রিফান্ড করে দেওয়া হয় ৷ তবে রেলের তরফে বুকিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷ টিকিট কনফার্ম না হলেও বুকিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷
ফেরত পাবেন টাকা ?
তৎকাল ওয়েটিং টিকিট কনফার্ম না হলে ক্যানসেল করে দেয় রেল ৷ টিকিট ক্যানসেল হলে ৩-৪ দিনে টাকা রিফান্ড করে দেওয়া হয় ৷ তবে রেলের তরফে বুকিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷ টিকিট কনফার্ম না হলেও বুকিং চার্জ নেওয়া হয়ে থাকে ৷
কেটে নেওয়া হবে বুকিং চার্জ -টিকিট ক্যানসেল হলে রেল প্রায় ১০ শতাংশ টাকা কেটে নেয় ৷ এটা ট্রেন ও ক্লাসের উপর নির্ভর করে ৷ বাকি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
কেটে নেওয়া হবে বুকিং চার্জ –
টিকিট ক্যানসেল হলে রেল প্রায় ১০ শতাংশ টাকা কেটে নেয় ৷ এটা ট্রেন ও ক্লাসের উপর নির্ভর করে ৷ বাকি টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
ব্যবহার করতে পারেন মাস্টার লিস্ট-তৎকাল বুকিংয়ের আগে মাস্টার লিস্ট তৈরি করে নিন ৷ IRCTC-র ওয়েবসাইটে লগইন করে মাস্টার লিস্ট তৈরি করতে পারবেন । মাস্টার লিস্টে আপনার যাত্রা সংক্রান্ত তথ্য দিতে হবে । আগে থেকে মাস্টার লিস্ট করা থাকলে তৎকাল বুকিংয়ে সময় নষ্ট হবে না এবং কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷
ব্যবহার করতে পারেন মাস্টার লিস্ট-
তৎকাল বুকিংয়ের আগে মাস্টার লিস্ট তৈরি করে নিন ৷ IRCTC-র ওয়েবসাইটে লগইন করে মাস্টার লিস্ট তৈরি করতে পারবেন । মাস্টার লিস্টে আপনার যাত্রা সংক্রান্ত তথ্য দিতে হবে । আগে থেকে মাস্টার লিস্ট করা থাকলে তৎকাল বুকিংয়ে সময় নষ্ট হবে না এবং কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷

আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট….

#নয়াদিল্লি: লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল ৷ বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ৷

সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে ৷ রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ৷ রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ৷

যাত্রা করার ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ অর্থাৎ ৩০ তারিখ যাত্রা করার থাকলে ২৯ জুন ১০টা থেকে ১১ টার মধ্যে লগইন করতে হবে ৷ মাথায় রাখুন, কয়েক মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায় ৷  যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক ৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না কোনও রিফান্ড ৷