Tag Archives: Train Ticket

Train Ticket: শুধু একটা বার্থ নয়, ট্রেনের টিকিট থাকলে এই ৬ টি সুবিধা আপনার হাতের মুঠোয়, জেনে নিন কী মিস করছেন

সব মানুষই বেড়াতে যাওয়ার সময় কিম্বা বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে ট্রেনে ভ্রমণ করেন , এবং যাঁরা এভাবে ট্রেনে ভ্রমণ করেন তাঁদের সকলের কাছেই একটি বৈধ ও নিশ্চিত ট্রেনের টিকিট থাকে৷ কিন্তু জানেন কি এই ট্রেনের টিকিটে শুধুমাত্র একটা সিট রিজার্ভেশন ছাড়াও একাধিক সুবিধা পেতে সাহায্য করে৷  বেশিরভাগ মানুষই জানেন না যে ট্রেনের টিকিট থেকে কত সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন৷ রাঁচি রেলওয়ে বিভাগের সিনিয়র ডিসিএম, নিশান্ত কুমার  বলেছেন যে ট্রেনের টিকিটের অনেকগুলি ব্যবহার রয়েছে।এর মাধ্যমে আপনি খাবার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা, জরুরি এবং প্রসূতিরা সব ধরণের সুবিধাই তাঁরা পেয়ে যেতে পারেন৷ আরও রয়েছে সুবিধার তালিকা৷
সব মানুষই বেড়াতে যাওয়ার সময় কিম্বা বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে ট্রেনে ভ্রমণ করেন , এবং যাঁরা এভাবে ট্রেনে ভ্রমণ করেন তাঁদের সকলের কাছেই একটি বৈধ ও নিশ্চিত ট্রেনের টিকিট থাকে৷ কিন্তু জানেন কি এই ট্রেনের টিকিটে শুধুমাত্র একটা সিট রিজার্ভেশন ছাড়াও একাধিক সুবিধা পেতে সাহায্য করে৷  বেশিরভাগ মানুষই জানেন না যে ট্রেনের টিকিট থেকে কত সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন৷ রাঁচি রেলওয়ে বিভাগের সিনিয়র ডিসিএম, নিশান্ত কুমার  বলেছেন যে ট্রেনের টিকিটের অনেকগুলি ব্যবহার রয়েছে।এর মাধ্যমে আপনি খাবার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা, জরুরি এবং প্রসূতিরা সব ধরণের সুবিধাই তাঁরা পেয়ে যেতে পারেন৷ আরও রয়েছে সুবিধার তালিকা৷
১. আপনার কাছে যদি ট্রেনের কনফার্ম টিকিট থাকে এবং আপনার থাকার জন্য হোটেলের প্রয়োজন হয়, তাহলে আপনি IRCTC-র ডরমেটরি ব্যবহার করতে পারেন। যেখানে আপনি খুব সস্তায় অর্থাৎ মাত্র ১৫০ টাকা দিয়ে একটি শয্যা ও বিছানার সামগ্রী পেতে পারেন। এটি শুধুমাত্র ২৪ ঘণ্টার  জন্য এটি বৈধ।
১. আপনার কাছে যদি ট্রেনের কনফার্ম টিকিট থাকে এবং আপনার থাকার জন্য হোটেলের প্রয়োজন হয়, তাহলে আপনি IRCTC-র ডরমেটরি ব্যবহার করতে পারেন। যেখানে আপনি খুব সস্তায় অর্থাৎ মাত্র ১৫০ টাকা দিয়ে একটি শয্যা ও বিছানার সামগ্রী পেতে পারেন। এটি শুধুমাত্র ২৪ ঘণ্টার  জন্য এটি বৈধ।
২. ভারতীয় রেলে, বালিশ, বিছানার চাদর এবং কম্বল এসি ১, ২ এবং ৩ তে ফ্রিতে পাওয়া যায়৷ গরীব রথেও এই সমস্ত সুবিধা বিনামূল্যে পাওয়া যায়। আপনি যদি এসি তে ট্রাভেল করেন এবং আপনার বার্থ  এই জিনিসগুলি না থাকে তবে আপনি আপনার ট্রেনের টিকিট দেখিয়ে এই জিনিসগুলি চেয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে কোনও অতিরিক্ত মূল্য দিতে হবে না।
২. ভারতীয় রেলে, বালিশ, বিছানার চাদর এবং কম্বল এসি ১, ২ এবং ৩ তে ফ্রিতে পাওয়া যায়৷ গরীব রথেও এই সমস্ত সুবিধা বিনামূল্যে পাওয়া যায়। আপনি যদি এসি তে ট্রাভেল করেন এবং আপনার বার্থ  এই জিনিসগুলি না থাকে তবে আপনি আপনার ট্রেনের টিকিট দেখিয়ে এই জিনিসগুলি চেয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে কোনও অতিরিক্ত মূল্য দিতে হবে না।
৩. ট্রেনে ভ্রমণ করার সময় আপনি যদি অসুস্থ বোধ করেন বা আপনার কোনও মেডিক্যাল এমার্জেন্সি থাকে, তাহলে ট্রেনেই দ্রুত সাহায্যের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আপনাকে শুধু ট্রেনের আরপিএফ জওয়ানকে জানাতে হবে। আপনি চাইলে ১৩৯ নম্বরে ফোনও করতে পারেন। এর ফলে আপনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সুবিধা পাবেন। যদি চিকিৎসক দেখেন  ট্রেনে আপনার চিকিৎসার প্রয়োজনীয় সুবিধা না থাকলে পরবর্তী স্টেশনে পুরো পরিষেবার ব্যবস্থা করা হবে।
৩. ট্রেনে ভ্রমণ করার সময় আপনি যদি অসুস্থ বোধ করেন বা আপনার কোনও মেডিক্যাল এমার্জেন্সি থাকে, তাহলে ট্রেনেই দ্রুত সাহায্যের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আপনাকে শুধু ট্রেনের আরপিএফ জওয়ানকে জানাতে হবে। আপনি চাইলে ১৩৯ নম্বরে ফোনও করতে পারেন। এর ফলে আপনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সুবিধা পাবেন। যদি চিকিৎসক দেখেন  ট্রেনে আপনার চিকিৎসার প্রয়োজনীয় সুবিধা না থাকলে পরবর্তী স্টেশনে পুরো পরিষেবার ব্যবস্থা করা হবে।
৪. আপনি যদি রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে টিকিট বুক করে থাকেন এবং এই ট্রেনটি ২ ঘণ্টার বেশি দেরি করে, তাহলে IRCTC ক্যান্টিন থেকে আপনাকে বিনামূল্যে খাবারও দেওয়া হবে। যদি আপনাকে খাবার না দেওয়া হয়, আপনি ১৩৯ নম্বরে ডায়াল করেও অভিযোগ দাখিল করতে পারেন।
৪. আপনি যদি রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে টিকিট বুক করে থাকেন এবং এই ট্রেনটি ২ ঘণ্টার বেশি দেরি করে, তাহলে IRCTC ক্যান্টিন থেকে আপনাকে বিনামূল্যে খাবারও দেওয়া হবে। যদি আপনাকে খাবার না দেওয়া হয়, আপনি ১৩৯ নম্বরে ডায়াল করেও অভিযোগ দাখিল করতে পারেন।
৫. সমস্ত রেলওয়ে স্টেশনে লকার রুম এবং ক্লোক রুমের সুবিধা রয়েছে। ফলে আপনি আপনার জিনিসপত্র এই লকার রুম এবং ক্লোক রুমে প্রায় ১  মাস পর্যন্ত রাখতে পারেন। তবে এর জন্যে আপনাকে আলাদা চার্জ দিতে হবে৷ যেটা প্রতি ২৪ ঘণ্টার জন্য ৫০ থেকে ১০০ টাকা। তবে, এই সুবিধা নেওয়ার জন্যও আপনার কাছে বৈধ  ট্রেনের টিকিট থাকতে হবে।
৫. সমস্ত রেলওয়ে স্টেশনে লকার রুম এবং ক্লোক রুমের সুবিধা রয়েছে। ফলে আপনি আপনার জিনিসপত্র এই লকার রুম এবং ক্লোক রুমে প্রায় ১  মাস পর্যন্ত রাখতে পারেন। তবে এর জন্যে আপনাকে আলাদা চার্জ দিতে হবে৷ যেটা প্রতি ২৪ ঘণ্টার জন্য ৫০ থেকে ১০০ টাকা। তবে, এই সুবিধা নেওয়ার জন্যও আপনার কাছে বৈধ  ট্রেনের টিকিট থাকতে হবে।
৬. একই সময়ে, ট্রেনে উঠার বা জার্নিতে বোর্ডিং করার আগে, আপনি নন-এসি বা এসি ওয়েটিং রুমে আরামে অপেক্ষা করতে পারেন। এর জন্য আপনাকে আপনার টিকিট দেখাতে হবে। এখানে থাকার জন্য কোনও প্রকার চার্জ নেই।
৬. একই সময়ে, ট্রেনে উঠার বা জার্নিতে বোর্ডিং করার আগে, আপনি নন-এসি বা এসি ওয়েটিং রুমে আরামে অপেক্ষা করতে পারেন। এর জন্য আপনাকে আপনার টিকিট দেখাতে হবে। এখানে থাকার জন্য কোনও প্রকার চার্জ নেই।
যদি আপনার কাছে কনফার্ম টিকিট থাকে এবং আপনি এই সমস্ত সুবিধাগুলি পাওয়ার পথে বাধা পান, তাহলে  আপনি ১৩৯ নম্বর ডায়াল করে অভিযোগ করতে পারেন। সেখান থেকে আপনি অবিলম্বে সাহায্য পাবেন৷
যদি আপনার কাছে কনফার্ম টিকিট থাকে এবং আপনি এই সমস্ত সুবিধাগুলি পাওয়ার পথে বাধা পান, তাহলে  আপনি ১৩৯ নম্বর ডায়াল করে অভিযোগ করতে পারেন। সেখান থেকে আপনি অবিলম্বে সাহায্য পাবেন৷

Rail: টিকিট না কেটেই ট্রেনে উঠেছেন? কোনও শাস্তিই পাবেন না! শুধু এই একটি কাজ করলেই নিশ্চিন্ত

বিশ্বের বৃহত্তম রেল পরিষেবা হল ভারতীয় রেলওয়ের। প্রতিদিন আড়াই কোটি মানুষ লোকাল ও দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে সফরের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে টিকিট কাটতেই হয়। তবে তাড়াহুড়োয় বা অন্য কোনও কারণে যদি টিকিট না কেটেই ট্রেনে ওঠেন, তবে ধরা পড়লে মোটা টাকার জরিমানা দিতে হয়।
বিশ্বের বৃহত্তম রেল পরিষেবা হল ভারতীয় রেলওয়ের। প্রতিদিন আড়াই কোটি মানুষ লোকাল ও দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে সফরের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে টিকিট কাটতেই হয়। তবে তাড়াহুড়োয় বা অন্য কোনও কারণে যদি টিকিট না কেটেই ট্রেনে ওঠেন, তবে ধরা পড়লে মোটা টাকার জরিমানা দিতে হয়।
শুধু জরিমানাই নয়, এমনকী যে যাত্রী টিকিট কেটে যাত্রা করেন না, তাঁর জেলও হতে পারে। তবে আপনি যদি টিকিট না কেটেও ট্রেনে উঠে রেলের এই নিয়ম মানেন, তবে কোনও জরিমানা বা শাস্তিই পেতে হবে না আপনাকে।

শুধু জরিমানাই নয়, এমনকী যে যাত্রী টিকিট কেটে যাত্রা করেন না, তাঁর জেলও হতে পারে। তবে আপনি যদি টিকিট না কেটেও ট্রেনে উঠে রেলের এই নিয়ম মানেন, তবে কোনও জরিমানা বা শাস্তিই পেতে হবে না আপনাকে।
ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর তরফে ভারতীয় রেলওয়ের বিশেষ কিছু নিয়ম এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। ট্রেনে ভ্রমণের সময় এই নিয়মগুলি মানলে,  বিনা টিকিটে যাত্রা করলেও কোনও সমস্য়ায় পড়তে হবে না যাত্রীকে।

ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর তরফে ভারতীয় রেলওয়ের বিশেষ কিছু নিয়ম এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। ট্রেনে ভ্রমণের সময় এই নিয়মগুলি মানলে, বিনা টিকিটে যাত্রা করলেও কোনও সমস্য়ায় পড়তে হবে না যাত্রীকে।
কী সেই নিয়ম? যদি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন, তবে ট্রেনের ভিতর থেকেই আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। এর জন্য প্রথমেই টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে কাছে গিয়ে আপনার পরিস্থিতির কথা জানান।
কী সেই নিয়ম? যদি বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন, তবে ট্রেনের ভিতর থেকেই আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। এর জন্য প্রথমেই টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে কাছে গিয়ে আপনার পরিস্থিতির কথা জানান।
টিটিই-র কাছেও একটি মেশিন থাকে, সেখান থেকেই আপনাকে টিকিট দিয়ে দেবেন টিটিই। এক্ষেত্রে আপনাকে টিকিটের মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৫০ টাকা জরিমানা বাবদ দিতে হবে।
টিটিই-র কাছেও একটি মেশিন থাকে, সেখান থেকেই আপনাকে টিকিট দিয়ে দেবেন টিটিই। এক্ষেত্রে আপনাকে টিকিটের মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৫০ টাকা জরিমানা বাবদ দিতে হবে।
টিটিই-র কাছে থাকা এই মেশিনের সঙ্গে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সার্ভারের যুক্ত থাকে। প্যাসেঞ্জার যখনই টিকিট কাটেন, তখনই রেলের সার্ভারে তা বৈধ টিকিট হিসাবে ইস্যু হয়ে যায়। কোনও সিট ফাঁকা রয়েছে কিনা, তাও দেখা যায় এই মেশিনে। সেক্ষেত্রে আপনাকে সিটও পেয়ে যেতে পারেন পারেন আপনি।
টিটিই-র কাছে থাকা এই মেশিনের সঙ্গে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সার্ভারের যুক্ত থাকে। প্যাসেঞ্জার যখনই টিকিট কাটেন, তখনই রেলের সার্ভারে তা বৈধ টিকিট হিসাবে ইস্যু হয়ে যায়। কোনও সিট ফাঁকা রয়েছে কিনা, তাও দেখা যায় এই মেশিনে। সেক্ষেত্রে আপনাকে সিটও পেয়ে যেতে পারেন পারেন আপনি।
যদি কোনও যাত্রীর নাম ওয়েটিং লিস্টে থাকে, তবে তিনি টিটিই-র কাছে গিয়ে সেই টিকিট দেখিয়ে কনফার্ম করে নিতে পারেন।
যদি কোনও যাত্রীর নাম ওয়েটিং লিস্টে থাকে, তবে তিনি টিটিই-র কাছে গিয়ে সেই টিকিট দেখিয়ে কনফার্ম করে নিতে পারেন।

‘ওয়েটিং লিস্ট’ তুলে দিচ্ছে রেল! ট্রেনের টিকিটে বড় বদল আসছে, সুযোগ-সুবিধা বাড়বে

টিকিট কাটলেন, অপেক্ষা করে আছেন, কিন্তু কনফার্ম হল না। ওয়েটিং লিস্ট। বিরক্তি ও সমস্যার শেষ থাকে না তখন।
টিকিট কাটলেন, অপেক্ষা করে আছেন, কিন্তু কনফার্ম হল না। ওয়েটিং লিস্ট। বিরক্তি ও সমস্যার শেষ থাকে না তখন।
এবার শোনা যাচ্ছে, ভারতীয় রেল ওয়েটিং লিস্ট সিস্টেম তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তাতে সুবিধা হবে কয়েক কোটি রেলযাত্রীর।
এবার শোনা যাচ্ছে, ভারতীয় রেল ওয়েটিং লিস্ট সিস্টেম তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তাতে সুবিধা হবে কয়েক কোটি রেলযাত্রীর।
আগামী পাঁচ বছরে একের পর এক বদল আনবে রেল। বদলে যাবে টিকিট কাটার সিস্টেম।
আগামী পাঁচ বছরে একের পর এক বদল আনবে রেল। বদলে যাবে টিকিট কাটার সিস্টেম।
বুলেট ট্রেন প্রজেক্টের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। ১৯ হাজার ৫৯২ কোটি থেকে বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বুলেট ট্রেন প্রজেক্টের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। ১৯ হাজার ৫৯২ কোটি থেকে বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ওয়েটিং লিস্ট সিস্টেম বন্ধ করার জন্য ভারতীয় রেল প্রতিদিন ৩০০০ ট্রেন চালাতে পারে। বাজেট সেই মতো বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ কোটি টাকা বাজেট। ৭ থেকে ৮ হাজার পুরনো ট্রেন পাল্টে ফেলা হবে। ট্রেনের গতি কমপক্ষে ৫০ কিমি প্রতি ঘণ্টা বাড়ানোর ব্যবস্থাও করছে রেল।
ওয়েটিং লিস্ট সিস্টেম বন্ধ করার জন্য ভারতীয় রেল প্রতিদিন ৩০০০ ট্রেন চালাতে পারে। বাজেট সেই মতো বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ কোটি টাকা বাজেট। ৭ থেকে ৮ হাজার পুরনো ট্রেন পাল্টে ফেলা হবে। ট্রেনের গতি কমপক্ষে ৫০ কিমি প্রতি ঘণ্টা বাড়ানোর ব্যবস্থাও করছে রেল।
ভারতীয় রেল অমৃত ভারত স্কিমের আওতায় ১৩০৯টি স্টেশন নতুন করে সাজানোর পরিকল্পনা শুরু করেছে। ট্রেনের পুরনো কামরা বদলে ফেলা হবে বলেও জানা যাচ্ছে।
ভারতীয় রেল অমৃত ভারত স্কিমের আওতায় ১৩০৯টি স্টেশন নতুন করে সাজানোর পরিকল্পনা শুরু করেছে। ট্রেনের পুরনো কামরা বদলে ফেলা হবে বলেও জানা যাচ্ছে।
২৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে এমন ১০০০টি ট্রেন চালানো হবে বলেও জানা যাচ্ছে।
২৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে এমন ১০০০টি ট্রেন চালানো হবে বলেও জানা যাচ্ছে।

Indian Railways: ট্রেন যাত্রীদের জন্য ধামাকা! সফর করুন পুরো ভাড়া দিন অর্ধেক, সরাসরি ৫০% টিকিটে ছাড়

ট্রেনের টিকিটের দাম: হোলির আগে বড় সুখবর দিল ভারতীয় রেল৷ ট্রেনের টিকিটে দাম কমিয়ে যাত্রীদের অনেকটা সুবিধা করে দিল রেল কর্তৃপক্ষ৷ ভারতীয় রেলওয়ে ট্রেনের টিকিটের দাম ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷
ট্রেনের টিকিটের দাম: হোলির আগে বড় সুখবর দিল ভারতীয় রেল৷ ট্রেনের টিকিটে দাম কমিয়ে যাত্রীদের অনেকটা সুবিধা করে দিল রেল কর্তৃপক্ষ৷ ভারতীয় রেলওয়ে ট্রেনের টিকিটের দাম ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে৷
বুধবার নর্থান রেলওয়ে দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ সেকেন্ড ক্লাসে ভ্রমণকারী যাত্রীদের জন্য ট্রেনের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  ।
বুধবার নর্থান রেলওয়ে দ্বিতীয় শ্রেণিতে অর্থাৎ সেকেন্ড ক্লাসে ভ্রমণকারী যাত্রীদের জন্য ট্রেনের টিকিটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
নর্থান রেলের আধিকারিকরা জানিয়েছেন যে কাশ্মীর উপত্যকায় যাত্রীবাহী ট্রেনগুলির দ্বিতীয় শ্রেণীর কোচে স্বাভাবিক ভাড়া পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সময় এই দাম বৃদ্ধি পেয়েছিল৷ এবার সেই দাম কমিয়ে যাত্রীদের সুরাহা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দ্বিতীয় শ্রেণির কোচে যাত্রীদের সাধারণ ভাড়া পুনঃস্থাপনের ফলে টিকিটের দাম ৪০ থেকে ৫০ শতাংশ কমেছে।
নর্থান রেলের আধিকারিকরা জানিয়েছেন যে কাশ্মীর উপত্যকায় যাত্রীবাহী ট্রেনগুলির দ্বিতীয় শ্রেণীর কোচে স্বাভাবিক ভাড়া পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সময় এই দাম বৃদ্ধি পেয়েছিল৷ এবার সেই দাম কমিয়ে যাত্রীদের সুরাহা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দ্বিতীয় শ্রেণির কোচে যাত্রীদের সাধারণ ভাড়া পুনঃস্থাপনের ফলে টিকিটের দাম ৪০ থেকে ৫০ শতাংশ কমেছে।
আগে সাদুরা স্টেশন (অনন্তনাগ জেলা) থেকে শ্রীনগরের ভাড়া ছিল ৩৫ টাকা৷ এখন এই ভাড়া হবে ১৫ টাকা।  জানানো হয়েছে যে এই সুবিধা পুরো কাশ্মীর উপত্যকায় প্রযোজ্য হবে। ফলে যাত্রীদের বড় ধরনের স্বস্তি মিলবে।
আগে সাদুরা স্টেশন (অনন্তনাগ জেলা) থেকে শ্রীনগরের ভাড়া ছিল ৩৫ টাকা৷ এখন এই ভাড়া হবে ১৫ টাকা। জানানো হয়েছে যে এই সুবিধা পুরো কাশ্মীর উপত্যকায় প্রযোজ্য হবে। ফলে যাত্রীদের বড় ধরনের স্বস্তি মিলবে।
এখন বারামুল্লা থেকে রম্বান জেলার সঙ্গলদন পর্যন্ত রেল পরিষেবা রয়েছে৷ পরবর্তীতে উধমপুর থেকে বারামুল্লা পর্যন্ত চালু হবে রেল পরিষেবা৷ এপ্রিল মাসের শেষে গোটা উপত্যকায় রেল পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে৷
এখন বারামুল্লা থেকে রম্বান জেলার সঙ্গলদন পর্যন্ত রেল পরিষেবা রয়েছে৷ পরবর্তীতে উধমপুর থেকে বারামুল্লা পর্যন্ত চালু হবে রেল পরিষেবা৷ এপ্রিল মাসের শেষে গোটা উপত্যকায় রেল পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে৷

Rail: বিরাট খবর! রেলের টিকিট কাটতে আর কখনই দাঁড়াতে হবে না কাউন্টারের সামনে! কী জানাল রেল?

*ডিজিটাল লেনদেন শুরু হওয়ার পর থেকে পেমেন্ট পদ্ধতি বদলে গিয়েছে বিস্তর। বাড়িতে ওয়ালেট ভুলে ফেলে এলেও কোনও সমস্যা নেই, এমনকি টিকিটের ভাড়াও মোবাইলের স্ক্রিনের ছোঁয়াতেই পেমেন্ট করা সম্ভব। সংগৃহীত ছবি। 
*ডিজিটাল লেনদেন শুরু হওয়ার পর থেকে পেমেন্ট পদ্ধতি বদলে গিয়েছে বিস্তর। বাড়িতে ওয়ালেট ভুলে ফেলে এলেও কোনও সমস্যা নেই, এমনকি টিকিটের ভাড়াও মোবাইলের স্ক্রিনের ছোঁয়াতেই পেমেন্ট করা সম্ভব। সংগৃহীত ছবি।
*অনেক আগেই ডিজিটাল ইন্ডিয়ার অঙ্গ হিসেবে কিউআর ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করেছে পূর্ব রেল। অত্যাধুনিক টিকিটিং প্রযুক্তি, মোবাইল টিকিটিং, এটিভিএম এবং কিউআর-ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূর্ব রেলওয়ে ডিজিটাল উদ্ভাবনার ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থান অর্জন করেছে। সংগৃহীত ছবি। 
*অনেক আগেই ডিজিটাল ইন্ডিয়ার অঙ্গ হিসেবে কিউআর ভিত্তিক টিকিটিং ব্যবস্থা চালু করেছে পূর্ব রেল। অত্যাধুনিক টিকিটিং প্রযুক্তি, মোবাইল টিকিটিং, এটিভিএম এবং কিউআর-ভিত্তিক টিকিটিং ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূর্ব রেলওয়ে ডিজিটাল উদ্ভাবনার ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থান অর্জন করেছে। সংগৃহীত ছবি।
*কিউআর-ভিত্তিক টিকিটিং ব্যবস্থা প্রবর্তনের ফলে পূর্ব রেলওয়ে কেবলমাত্র টিকিটিং প্রক্রিয়াই সহজ করেনি বরং স্পর্শহীন লেনদেনের মাধ্যমে যাত্রীদের সুরক্ষাকেও অগ্রাধিকার দিয়েছে। সংগৃহীত ছবি। 
*কিউআর-ভিত্তিক টিকিটিং ব্যবস্থা প্রবর্তনের ফলে পূর্ব রেলওয়ে কেবলমাত্র টিকিটিং প্রক্রিয়াই সহজ করেনি বরং স্পর্শহীন লেনদেনের মাধ্যমে যাত্রীদের সুরক্ষাকেও অগ্রাধিকার দিয়েছে। সংগৃহীত ছবি।
*ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটার ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং সাবলীল পদ্ধতি হল ইউপিআই ব্যবহার করে স্ক্যানের মাধ্যমে টিকিট কাটা, যা কাটা যায় কোনওপ্রকার অতিরিক্ত চার্জ ছাড়াই। সংগৃহীত ছবি। 
*ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটার ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং সাবলীল পদ্ধতি হল ইউপিআই ব্যবহার করে স্ক্যানের মাধ্যমে টিকিট কাটা, যা কাটা যায় কোনওপ্রকার অতিরিক্ত চার্জ ছাড়াই। সংগৃহীত ছবি।
*ইউটিএস অন মোবাইল পদ্ধতিতে যাত্রীরা পকেটের মুঠোফোনের সাহায্যে স্টেশনের নির্দিষ্ট Geo fencing-র মধ্যে থেকেও সুবিধামত খুব সহজেই টিকিট কাটতে পারেন।  দিনরাত ২৪ ঘণ্টাই এই পরিষেবা পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
*ইউটিএস অন মোবাইল পদ্ধতিতে যাত্রীরা পকেটের মুঠোফোনের সাহায্যে স্টেশনের নির্দিষ্ট Geo fencing-র মধ্যে থেকেও সুবিধামত খুব সহজেই টিকিট কাটতে পারেন।  দিনরাত ২৪ ঘণ্টাই এই পরিষেবা পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*নতুন এই পদ্ধতিতে যাত্রীরা ইউটিএস অ্যাপের সাহায্যে অসংরক্ষিত আসনের জন্য তাঁদের টিকিট বুকিং করতে পারবেন। এই কিউআর কোড পদ্ধতির সাহায্যে MST/QST কাটতে ও পুনর্নবীকরণ করতে পারবেন। সংগৃহীত ছবি। 
*নতুন এই পদ্ধতিতে যাত্রীরা ইউটিএস অ্যাপের সাহায্যে অসংরক্ষিত আসনের জন্য তাঁদের টিকিট বুকিং করতে পারবেন। এই কিউআর কোড পদ্ধতির সাহায্যে MST/QST কাটতে ও পুনর্নবীকরণ করতে পারবেন। সংগৃহীত ছবি।
*দ্রুত টিকিট কাটার অন্য আরেকটি উপায় হল স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন বা এটিভিএম। যাত্রীরা এটিভিএম থেকে সাধারণ টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট ইত্যাদি পেতে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। সংগৃহীত ছবি। 
*দ্রুত টিকিট কাটার অন্য আরেকটি উপায় হল স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন বা এটিভিএম। যাত্রীরা এটিভিএম থেকে সাধারণ টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট ইত্যাদি পেতে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন। সংগৃহীত ছবি।
*এতে খুচরো পয়সার কচকচানি থেকে যাত্রীরা মুক্তি পাবেন শুধু তাই নয়, এই সমস্ত টিকিটিং ব্যবস্থার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করার বিড়ম্বনা এড়াতে পারবেন। সংগৃহীত ছবি। 
*এতে খুচরো পয়সার কচকচানি থেকে যাত্রীরা মুক্তি পাবেন শুধু তাই নয়, এই সমস্ত টিকিটিং ব্যবস্থার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করার বিড়ম্বনা এড়াতে পারবেন। সংগৃহীত ছবি।
*বিভিন্ন এটিভিএম মেশিনগুলির সামনে টিকিট কাটার ফেসিলিটেটরের সাহায্য নিয়ে অথবা আপনি নিজেই খুব সহজ পদ্ধতিতে আপনার গন্তব্যস্থলের টিকিট কাটতে পারবেন। এইসব মাথায় রেখেই পূর্ব রেল কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশনে এই ধরনের টিকিটিং ব্যবস্থা চালু করেছে। সংগৃহীত ছবি। 
*বিভিন্ন এটিভিএম মেশিনগুলির সামনে টিকিট কাটার ফেসিলিটেটরের সাহায্য নিয়ে অথবা আপনি নিজেই খুব সহজ পদ্ধতিতে আপনার গন্তব্যস্থলের টিকিট কাটতে পারবেন। এইসব মাথায় রেখেই পূর্ব রেল কর্তৃপক্ষ বিভিন্ন স্টেশনে এই ধরনের টিকিটিং ব্যবস্থা চালু করেছে। সংগৃহীত ছবি।
*সর্বোপরি যাত্রীদের জন্য প্রত্যেকটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাটার পদ্ধতি সম্পূর্ণই অফলাইন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "এই সমস্ত টিকিটিং ব্যবস্থায় যাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আশা রাখি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রী আরও বেশি ঝামেলাবিহীন টিকিটিং ব্যবস্থা গ্রহণ করতে পারেন।" সংগৃহীত ছবি। 
*সর্বোপরি যাত্রীদের জন্য প্রত্যেকটি স্টেশনে পর্যাপ্ত পরিমাণে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাটার পদ্ধতি সম্পূর্ণই অফলাইন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এই সমস্ত টিকিটিং ব্যবস্থায় যাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আশা রাখি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক যাত্রী আরও বেশি ঝামেলাবিহীন টিকিটিং ব্যবস্থা গ্রহণ করতে পারেন।” সংগৃহীত ছবি।
*বর্তমানে পূর্ব রেলওয়েতে মোট এটিভিএম-এর সংখ্যা ৫৭৪টি। হাওড়া ডিভিশন (১৭৫), শিয়ালদহ ডিভিশন (২৯০), আসানসোল ডিভিশন (৭৬) ও মালদহ ডিভিশন (৩৩)। পূর্ব রেলের সমস্ত ইউটিএস কাউন্টারে UPI ভিত্তিক পেমেন্ট চালু আছে। পূর্ব রেলওয়েতে মোট UTS Counter-র সংখ্যা ৯৪৯। হাওড়া (৩২৪), শিয়ালদহ (৩৮৫), আসানসোল (১৩০) ও মালদহ ডিভিশন (১১০)। সংগৃহীত ছবি।
*বর্তমানে পূর্ব রেলওয়েতে মোট এটিভিএম-এর সংখ্যা ৫৭৪টি। হাওড়া ডিভিশন (১৭৫), শিয়ালদহ ডিভিশন (২৯০), আসানসোল ডিভিশন (৭৬) ও মালদহ ডিভিশন (৩৩)। পূর্ব রেলের সমস্ত ইউটিএস কাউন্টারে UPI ভিত্তিক পেমেন্ট চালু আছে। পূর্ব রেলওয়েতে মোট UTS Counter-র সংখ্যা ৯৪৯। হাওড়া (৩২৪), শিয়ালদহ (৩৮৫), আসানসোল (১৩০) ও মালদহ ডিভিশন (১১০)। সংগৃহীত ছবি।

Indian Railway: কখন ছেড়ে গিয়েছে ট্রেন, ঘুমিয়ে পড়েছিলেন? পরের স্টেশনে নামলেই জরিমানা? রেলের নিয়ম জানেন কি

ঘুম ভেঙে দেখলেন কখন যেন পেরিয়ে গিয়েছে নামবার স্টেশন। এমন ঘটনার সঙ্গে রেলযাত্রীরা কমবেশি সকলেই পরিচিত। ঘুমের কারণে, ভিড়ের চাপে কিংবা অন‍্য কোনও কারণে অনেক সময় স্টেশনে পেরিয়ে যায়।

কিন্তু এমন পরিস্থিতিতে স্টেশন ছাড়ার পরও ট্রেনে থাকলে ব‍্যক্তি কি টিকিটবিহীন যাত্রী হিসেবে বিবেচিত হবে? নাকি পরের স্টেশনে বিনামূল্যে যাতায়াত করা যাবে?

আরও পড়ুন: এত কম দাম! সোয়েটার, জ‍্যাকেট থেকে কম্বল, শীতের সেরা সম্ভার পেয়ে যাবেন এখানে

রেলের নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে যাত্রী যাতায়াত করতে পারবে না। এমন কাজ করলে ওই যাত্রীর থেকে জরিমানা নেওয়া হয়। কিন্তু ভুলবশত স্টেশন ছেড়ে গেলেও কি একই নিয়ম খাটবে? এমন পরিস্থিতির জন‍্য রেলের নিয়ম কি?

কোনও কারণে যদি যাত্রীর যে স্টেশন পর্যন্ত টিকিট নিয়েছেন, তার পরের স্টেশন পর্যন্তও যেতে হয়। তাহলে এমন পরিস্থিতিতে, ব‍্যক্তি নিজের টিকিট অর্থাত্‍ টিকিটে লেখা দূরত্ব বাড়াতেও পারেন। এর জন্য আপনাকে ট্রেনে TTE-র কাছে যেতে হবে। তাঁকে টিকিট দেখাতে হবে। তাঁকে টিকিট দেখাতে হবে। কেন নির্দিষ্ট স্টেশনের টিকিট কাটেন নি, সেই কারণও স্পষ্ট করতে হবে। এক্ষেত্রে টিটিই সামান‍্য কিছু অতিরিক্ত চার্জ নিয়ে টিকিটের সীমা বাড়িয়ে দেবেন।

প্রসঙ্গত, এই নতুন টিকিট তৈরি করা হবে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে। অর্থাত্‍ যে স্টেশন পর্যন্ত টিকিট করা ছিল, সেখান থেকে নতুন স্টেশনের দূরত্বের ভাড়া নেওয়া হবে। পাশাপাশি, টিকিট এক্সটেনশন সুবিধা অসংরক্ষিত টিকিটের জন্য। অর্থাত্‍ জেনারেল টিকিটের ক্ষেত্রে যাত্রী যেকোনও সময় এই সুবিধা পেতে পারেন। কিন্তু রিজার্ভেশনের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা। রিজার্ভের টিকিট হলে, আসন খালি থাকলেই ব‍্যক্তি দূরত্ব বাড়াতে পারবেন।

Railway Ticket Cancel Return Money: কনফার্ম টিকিট বাতিল করবেন? কোন সময় ট্রেনের টিকিট বাতিলে কত টাকা ফেরত পাবেন, রইল লিস্ট

হাওড়া: ট্রেনের কনফার্ম টিকিট কোন সময় বাতিল করলে কী পরিমাণ টাকা কাটা যেতে পারে? সাধরণত মানুষের ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনে অগ্রিম টিকিট বুকিং করে রাখার প্রবণতা বাড়ছে। বেশি দূরত্ব বা কম দূরত্ব যে কোনও ভ্রমণের ক্ষেত্রে দিন দিন এই প্রবণতা বাড়ছে। সাধারণত তাদের যাত্রার পরিকল্পনা আগে থেকেই ভাল বা নিশ্চিত এবং সিট বুকিংয়ের দিক গুরুত্ব রেখেই যাত্রীরা এই চিন্তা ভাবনা করে।

তবে এর পরেও সময়ের মধ্যে যাত্রীরা বিভিন্ন কারণে প্রায়ই তাদের ভ্রমণে সময়সূচী পরিবর্তন বা বাতিল করে থাকে। এর ফলে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত পেতে কখনও কখনও সমস্যার মুখে পড়তে হয়।রেলের নিয়ম অনুযায়ী টিকিট বাতিল করলে টিকিটের টাকা ফেরত দেওয়ার নিয়ম তো রয়েছে। যাত্রী পরিষেবা স্ট্রিমলাইন করা চার্ট তৈরির আগে নিশ্চিত টিকিটের বাতিল টিকিট গুলি সময় মত প্রচার করা প্রয়োজন৷

ফলে টিকিট বাতিলের নিয়মগুলি কী কী? যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে বাতিল করলে এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের ন্যূনতম ফ্ল্যাট বাতিল করণ ফি ₹২৪০ + জিএসটি কেটে নেওয়া হয়। এ সি টু-টায়ার বা প্রথম শ্রেণী জন্য সেই টাকা কাটার অঙ্ক হল ২০০ + জি এস টি৷ এ সি থ্রি-টায়ার, এ সি চেয়ার কার বা এ সি সি-ইকোনমির ক্ষেত্রে ১৮০ + জি এস টি৷  স্লিপার ক্লাস ১২০ + জি এস টি, দ্বিতীয় শ্রেণি ৬০ + জি এস টি৷

৪৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টার মধ্যে বাতিল করলে ন্যূনতম ফ্ল্যাট বাতিলকরণ চার্জ সাপেক্ষে মূল ভাড়ার ২৫% কেটে নেওয়ার পরে যা থাকে তা ফেরত পাওয়া যায়। ১২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বাতিলে ন্যূনতম ফ্ল্যাট বাতিলকরণ চার্জ সাপেক্ষে মূল ভাড়ার ৫০% কেটে নেওয়া হয়। ট্রেন ছাড়ার পরে বাতিল করলে কোনও ফেরত করা হবে না।

এ প্রসঙ্গে পূর্ব রেলওয়ের সিপিআরও শ্রী কৌশিক মিত্র  বলেন, এই আপডেট করার নিয়ম গুলি সম্পর্কে যাত্রীদের সচেতন হওয়া প্রয়োজন। সেই অনুযায়ী যাত্রীরা তাদের টিকিট বাতিলের পরিকল্পনা করতে পারেন। রেল পরিষেবার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে যাত্রীদের জন্য একটি ন্যায্য এবং স্বচ্ছ বিফান্ড প্রক্রিয়া প্রদানের লক্ষ্য রাখা হয়েছে৷

 

রাকেশ মাইতি

আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট….

#নয়াদিল্লি: লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল ৷ বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ৷

সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে ৷ রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ৷ রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ৷

যাত্রা করার ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ অর্থাৎ ৩০ তারিখ যাত্রা করার থাকলে ২৯ জুন ১০টা থেকে ১১ টার মধ্যে লগইন করতে হবে ৷ মাথায় রাখুন, কয়েক মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায় ৷  যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক ৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না কোনও রিফান্ড ৷