Tag Archives: tech new

Flipkart Sale on iPhone: শখ ১৬ আনা, খরচে পিছপা? Flipkart-এ জলের দরে মিলছে iPhone ১২! এই দাম স্বপ্নেও ভাবতে পারবেন না

ফ্লিপকার্টে ব্যাপক ছাড়ে মিলছে অ্যাপলের আইফোন ১২। ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে মিলবে এক্সচেঞ্জ ডিল-ও। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দুনিয়া ছেড়ে যাঁরা অ্যাপলের ইকোসিস্টেমে পা রাখতে চান, তাঁদের জন্য এটা আদর্শ।
ফ্লিপকার্টে ব্যাপক ছাড়ে মিলছে অ্যাপলের আইফোন ১২। ব্যাঙ্ক ডিসকাউন্টের সঙ্গে মিলবে এক্সচেঞ্জ ডিল-ও। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দুনিয়া ছেড়ে যাঁরা অ্যাপলের ইকোসিস্টেমে পা রাখতে চান, তাঁদের জন্য এটা আদর্শ।
লেটেস্ট ফিচার এবং পারফরমেন্সের সঙ্গে আইফোন ১২ হাতে তুলে নেওয়ার জন্য তর সইবে না ইউজারদের। কারণ খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই দামে আইফোন কেনার কথা স্বপ্নেও ভাবা যায় না। দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে কত ডিসকাউন্টে মিলছে আইফোন ১২।
লেটেস্ট ফিচার এবং পারফরমেন্সের সঙ্গে আইফোন ১২ হাতে তুলে নেওয়ার জন্য তর সইবে না ইউজারদের। কারণ খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই দামে আইফোন কেনার কথা স্বপ্নেও ভাবা যায় না। দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে কত ডিসকাউন্টে মিলছে আইফোন ১২।
আইফোন ১২-এর আসল দাম ৪৯,৯৯০ টাকা। যাইহোক, ফ্লিপকার্টে সেটাই পাওয়া যাচ্ছে ৩৯,৯৯০ টাকায়। অর্থাৎ প্রায় ১০ হাজার টাকা কম। শতকরার হিসেবে দেখলে, ফ্লিপকার্ট থেকে কিনলে আইফোন ১২-এ ১৯ শতাংশ ডিসকাউন্ট মিলছে।
আইফোন ১২-এর আসল দাম ৪৯,৯৯০ টাকা। যাইহোক, ফ্লিপকার্টে সেটাই পাওয়া যাচ্ছে ৩৯,৯৯০ টাকায়। অর্থাৎ প্রায় ১০ হাজার টাকা কম। শতকরার হিসেবে দেখলে, ফ্লিপকার্ট থেকে কিনলে আইফোন ১২-এ ১৯ শতাংশ ডিসকাউন্ট মিলছে।
এখানেই শেষ নয়। আরও অফার রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক, ব্যাঙ্ক ডিল। এখন গ্রাহক যদি অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে ফ্লিপকার্ট থেকে আইফোন ১২ কেনেন তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
এখানেই শেষ নয়। আরও অফার রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক, ব্যাঙ্ক ডিল। এখন গ্রাহক যদি অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে ফ্লিপকার্ট থেকে আইফোন ১২ কেনেন তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
এরপর রয়েছে এক্সচেঞ্জ অফার। ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফারে আইফোন ১২ কিনলে দাম ৩৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
এরপর রয়েছে এক্সচেঞ্জ অফার। ফ্লিপকার্টে এক্সচেঞ্জ অফারে আইফোন ১২ কিনলে দাম ৩৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
এক্সচেঞ্জ অফারে গ্রাহককে তাঁর পুরনো স্মার্টফোন দিতে হবে। বদলে আইফোন ১২-এ এই ছাড় পাবেন তিনি। বলে রাখা ভাল, পুরনো স্মার্টফোনের মডেল এবং কার্যকারিতার উপর দাম বা এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করা হবে।
এক্সচেঞ্জ অফারে গ্রাহককে তাঁর পুরনো স্মার্টফোন দিতে হবে। বদলে আইফোন ১২-এ এই ছাড় পাবেন তিনি। বলে রাখা ভাল, পুরনো স্মার্টফোনের মডেল এবং কার্যকারিতার উপর দাম বা এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, আইফোন ১২-এ 6.10-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1170x2532 পিক্সেল। দেওয়া হয়েছে হেক্সা-কোর Apple A14 Bionic প্রসেসর।
প্রসঙ্গত, আইফোন ১২-এ 6.10-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1170×2532 পিক্সেল। দেওয়া হয়েছে হেক্সা-কোর Apple A14 Bionic প্রসেসর।
আইফোন ১২ iOS-এ কাজ করে এবং এতে 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ডুয়াল সিম (GSM এবং GSM) মোবাইল যা ন্যানো সিম এবং eSIM কার্ডের সঙ্গে আসে।
আইফোন ১২ iOS-এ কাজ করে এবং এতে 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ডুয়াল সিম (GSM এবং GSM) মোবাইল যা ন্যানো সিম এবং eSIM কার্ডের সঙ্গে আসে।
আইফোন ১২-এর ওজন 164.00 গ্রাম। ফোনটি কালো, সাদা, লাল, নীল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছিল। ধুলো এবং জল থেকে সুরক্ষার IP68 রেটিং রয়েছে। Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, GPS, NFC, Lightning, 3G, এবং 4G রয়েছে।
আইফোন ১২-এর ওজন 164.00 গ্রাম। ফোনটি কালো, সাদা, লাল, নীল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছিল। ধুলো এবং জল থেকে সুরক্ষার IP68 রেটিং রয়েছে। Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, GPS, NFC, Lightning, 3G, এবং 4G রয়েছে।
ফোনের সেন্সর সম্পর্কে বললে, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, ব্যারোমিটার এবং কম্পাস/ম্যাগনেটোমিটার দেওয়া হয়েছে। সঙ্গে 3D ফেস রিকগনিশন।
ফোনের সেন্সর সম্পর্কে বললে, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, ব্যারোমিটার এবং কম্পাস/ম্যাগনেটোমিটার দেওয়া হয়েছে। সঙ্গে 3D ফেস রিকগনিশন।

ড্রাইভিংয়ের সময় হঠাৎ পুরো ব্রেক ফেল! কীভাবে গাড়ি থামিয়ে প্রাণে বাঁচবেন? জেনে নিন উপায়

গাড়ি চালাতে গিয়ে অনেক সময়তেই নানরকম সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেইষ কিন্তু গাড়ি চালানোর সময় হঠাৎ করে যগি ব্রেক ফেল হয় তাহলে আপনি কী করবেন? কীভাবে থামাবেন গাড়ি? জেনে নিন উপায়।
গাড়ি চালাতে গিয়ে অনেক সময়তেই নানরকম সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেইষ কিন্তু গাড়ি চালানোর সময় হঠাৎ করে যগি ব্রেক ফেল হয় তাহলে আপনি কী করবেন? কীভাবে থামাবেন গাড়ি? জেনে নিন উপায়।
গাড়ি চালানো র সময় ব্রেক ফেল হলে রাস্তায় অন্যান্য় গাড়িকে ঘন ঘন হর্ন দিয়ে অ্যালার্ট করতে হবে। যাতে সকলের সঙ্গে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি গাড়ি চালাতা পারেন। এর ফলে দুর্ঘটনা সহজে ঘটবে না।
গাড়ি চালানো র সময় ব্রেক ফেল হলে রাস্তায় অন্যান্য় গাড়িকে ঘন ঘন হর্ন দিয়ে অ্যালার্ট করতে হবে। যাতে সকলের সঙ্গে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি গাড়ি চালাতা পারেন। এর ফলে দুর্ঘটনা সহজে ঘটবে না।
একই সঙ্গে লো গিয়ারে চালাতে হবে। যার ফলে গাড়ি গতি কমে আসবে এবং গাড়ি থামাতে সুবিধা হবে। ব্রেক ফেল থাকলেও ক্রমাগত ব্রেক প্যাডেল কষতে থাকুন। কাজ না করলেও ব্রেক কষার চেষ্টা চালিয়ে যেতে হবে।
একই সঙ্গে লো গিয়ারে চালাতে হবে। যার ফলে গাড়ি গতি কমে আসবে এবং গাড়ি থামাতে সুবিধা হবে। ব্রেক ফেল থাকলেও ক্রমাগত ব্রেক প্যাডেল কষতে থাকুন। কাজ না করলেও ব্রেক কষার চেষ্টা চালিয়ে যেতে হবে।
ব্রেক প্যাডেল এক টানা প্রেস থাকলে প্যাডেলের উপর সামান্য চাপ তৈরি হবে, এর ফলে আপনার গাড়ির গতি কমে যেতে পারে। ব্রেক প্যাডেল প্রেস করার সময় গাড়িটিকে যেকোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে।
ব্রেক প্যাডেল এক টানা প্রেস থাকলে প্যাডেলের উপর সামান্য চাপ তৈরি হবে, এর ফলে আপনার গাড়ির গতি কমে যেতে পারে। ব্রেক প্যাডেল প্রেস করার সময় গাড়িটিকে যেকোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে।
আপনার হ্যান্ডব্রেক ধীরে ধীরে ব্যবহার করুন। এতে গাড়ির গতি কমে আসবে। গাড়িতে যদি স্পিড ব্রেক থাকে তাহলে সেটি ধীরে ধীরে প্রেস করুন। গাড়ির গতি এর ফলে অনেকটাই কমে যাবে।
আপনার হ্যান্ডব্রেক ধীরে ধীরে ব্যবহার করুন। এতে গাড়ির গতি কমে আসবে। গাড়িতে যদি স্পিড ব্রেক থাকে তাহলে সেটি ধীরে ধীরে প্রেস করুন। গাড়ির গতি এর ফলে অনেকটাই কমে যাবে।
এছাড়া আশাপাশে কোনও বালি বা মাটির রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারলে সবথেকে ভাল হয়।  সেখানেও  প্যাডেল ব্রেক ও  হ্যান্ড ব্রেক কষলে গাড়ির গতিবেগ অনেক কমে যাবে। একেবারে কম গতি হওয়ার যাওয়ার পর কোনও জায়গা বা গাছে গাড়ি আস্তে করে লাগিয়ে দাঁড় করিয়ে দিতে হবে।
এছাড়া আশাপাশে কোনও বালি বা মাটির রাস্তায় গাড়ি নিয়ে যেতে পারলে সবথেকে ভাল হয়। সেখানেও প্যাডেল ব্রেক ও হ্যান্ড ব্রেক কষলে গাড়ির গতিবেগ অনেক কমে যাবে। একেবারে কম গতি হওয়ার যাওয়ার পর কোনও জায়গা বা গাছে গাড়ি আস্তে করে লাগিয়ে দাঁড় করিয়ে দিতে হবে।
সবথেকে বড় বিষয় হল গাড়ি চালানোর সময় ব্রেক ফেল করলে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে কী কী করণীয়। এছাড়া গাড়ির মেইনটেনেন্স সঠিকভাবে করলে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না।
সবথেকে বড় বিষয় হল গাড়ি চালানোর সময় ব্রেক ফেল করলে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হবে কী কী করণীয়। এছাড়া গাড়ির মেইনটেনেন্স সঠিকভাবে করলে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না।