Tag Archives: TMCP

Mamata Banerjee Tweets আরজি করের নির্যাতিতাকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ মমতার, ছাত্রদের ‘বড়’ বার্তা

কলকাতা: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি,  ছাত্র-যুবদের উদ্দেশ্যে দিলেন সামাজিক দায়িত্ব পালনেরও বার্তা।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আরজি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেই সঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানসিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি। ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন ’’

আরজি কর কাণ্ডের পরে প্রথমবার এক মঞ্চে মমতা-অভিষেক। সংগঠন নিয়ে তাঁরা কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের। আরজি কর কাণ্ডের পরে ছাত্র সংগঠনকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে এই মঞ্চ থেকেই।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধিমূর্তির সমাবেশ। আর সেখানে বক্তা তালিকায় বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রীদের এগিয়ে দেওয়ার নির্দেশ তৃণমূল নেত্রী-মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের। ছাত্রীরা ছাড়া যুব সভানেত্রী সায়নী ঘোষ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় সমাবেশে বক্তব‌্য রাখবেন বলে নেত্রী ইতিমধ্যে চূড়ান্ত করেছেন। সভায় প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ‌্যায়ই। ২১ জুলাইয়ের পর ফের অভিষেক দলের কর্মসূচিতে বক্তব‌্য রাখবেন। সমাবেশের মঞ্চ গত ১৩ বছরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে সাফল‌্য ও প্রকল্প-পরিষেবা নিয়ে থিমে মুড়ে দেওয়া হচ্ছে। দুটি বাছাই গান গাইবে ‘জয়ী’ ব‌্যান্ড।

TMCP Foundation Day: ছাত্র সমাবেশের মঞ্চ থেকে সাংগঠনিক বার্তা দিতে পারেন মমতা-অভিষেক

আবীর ঘোষাল, কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে একাধিক ছাত্র সংগঠন। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে একাংশকে। এই অবস্থায় আজ, বুধবার ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ (TMCP Foundation Day)। ছাত্র সংগঠনের উদ্দেশ্যে এই সময়ে দাঁড়িয়ে মমতা-অভিষেক কী বার্তা দেন সেদিকে নজর সকলের। দীর্ঘদিন ধরে আটকে থাকা ছাত্র সংসদের নির্বাচন নিয়েও কী বার্তা দেন তাঁরা, সেদিকেও নজর থাকবে সকলের।

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে উপস্থিতি প্রতিদিন রাস্তায়। শাসক দলের বিরোধিতা করে প্রতিদিন রাস্তায় নামছে বাম-বিজেপি ছাত্র সংগঠন। এরই মধ্যে গতকাল, মঙ্গলবার ২৭ তারিখ রাস্তায় নামার ডাক দিয়েছিল ‘ছাত্র সমাজ’। এই অবস্থায় আজ, বুধবার ২৮ তারিখ সমাবেশে ছাত্র সমাজকে উদ্দেশ্য করে মমতা-অভিষেক  বন্দ্যোপাধ্যায় কী বার্তা রাখেন, সেটাই নজরে সকলের।

আরও পড়ুন- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজ এক মঞ্চে মমতা-অভিষেক, সাম্প্রতিক পরিস্থিতিতে কী বার্তা দেবেন ?

দলের অন্দরে খবর, ছাত্র বা যুবদের আগামী দিনের জন্য তৈরি করার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে যুবদের একাংশের দলে নীরবতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় এই অস্থির পরিস্থিতি মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাজের উদ্দেশ্যে বার্তা রাখতে পারেন। দীর্ঘদিন ধরেই বিরোধী দলের অভিযোগ যে ছাত্র সংসদের নির্বাচন আটকে। এই অবস্থায় ২৮ অগাস্টের মঞ্চ থেকে কলেজ ভোট নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া পুরনো-নতুন দূরত্ব মিটিয়ে এই অবস্থার মোকাবিলার বার্তা শীর্ষ নেতৃত্ব দিতে পারেন।

আরও পড়ুন-রাশিফল ২৮ অগাস্ট: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ইতিমধ্যেই এই ছাত্র সমাবেশ উপলক্ষ্যে আলাদা গান প্রকাশ করেছে তৃণমূল। সেখানে মমতা-অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির বহুল ব্যবহার হয়েছে। এ ছাড়া একটা বই প্রকাশ হচ্ছে। সেখানে তৃণমূলের ছাত্র নেতাদের লেখা প্রকাশ হয়েছে। এবারের ছাত্র সমাবেশ উপলক্ষ্যে তৃণমূল একাধিক জেলায় প্রস্তুতি বৈঠক করেছে। তাদের দাবি, রেকর্ড জমায়েত হবে।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য আর জি কর ইস্যুতে বিরোধীরা প্রতিদিন রাজনৈতিক আক্রমণ শানাচ্ছে শাসক দলকে। তার জবাব ছাত্র সমাবেশের মঞ্চ থেকেই দিতে পারেন মমতা-অভিষেক।

Mamata-Abhishek: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজ এক মঞ্চে মমতা-অভিষেক, সাম্প্রতিক পরিস্থিতিতে কী বার্তা দেবেন ?

আবীর ঘোষাল, কলকাতা: আরজি কর কাণ্ডের পরে প্রথমবার এক মঞ্চে মমতা-অভিষেক। সংগঠন নিয়ে তাঁরা কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের। আরজি কর কাণ্ডের পরে ছাত্র সংগঠনকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে এই মঞ্চ থেকেই।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধিমূর্তির সমাবেশ। আর সেখানে বক্তা তালিকায় বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রীদের এগিয়ে দেওয়ার নির্দেশ তৃণমূল নেত্রী-মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের। ছাত্রীরা ছাড়া যুব সভানেত্রী সায়নী ঘোষ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায় সমাবেশে বক্তব‌্য রাখবেন বলে নেত্রী ইতিমধ্যে চূড়ান্ত করেছেন। সভায় প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ‌্যায়ই। ২১ জুলাইয়ের পর ফের অভিষেক দলের কর্মসূচিতে বক্তব‌্য রাখবেন। সমাবেশের মঞ্চ গত ১৩ বছরে রাজ্যে শিক্ষাক্ষেত্রে সাফল‌্য ও প্রকল্প-পরিষেবা নিয়ে থিমে মুড়ে দেওয়া হচ্ছে। দুটি বাছাই গান গাইবে ‘জয়ী’ ব‌্যান্ড।

আরও পড়ুন– রাশিফল ২৮ অগাস্ট: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া বক্তব্য রাখবেন সায়নী ঘোষ। ছাত্র সংগঠনের মহিলারাও বক্তব্য রাখবেন। আজ, বুধবার প্রকাশিত হচ্ছে একটি বই। প্রায় ১৫০ থেকে ১৮০ পাতার এই বইটির নামকরণ করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সাথী’ নামের এই বইয়ের প্রচ্ছদও এঁকেছেন তিনি। ছাত্রদের ঐতিহাসিক এই প্রয়াসে মমতা একটি লেখাও দিয়েছেন এই বইয়ের জন্য। নেত্রী ছাড়াও বইতে লিখেছেন প্রাক্তন ছাত্র নেতারাও। প্রথম বিভাগে রয়েছে প্রাক্তন সভাপতিদের কলাম। ভূমিকা লিখেছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। রাজ্যের প্রয়াত মন্ত্রী ও একসময়ের ছাত্রনেতা সুব্রত মুখোপাধ্যায়ের ‘আমার দেখা ছাত্র রাজনীতি’ নামক একটি লেখাও থাকছে। ছাত্র পরিষদের ইতিহাস শীর্ষক লেখা রয়েছে কুমুদ ভট্টাচার্যের। লিখেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। দ্বিতীয় বিভাগে রয়েছে স্মৃতিকথা। সেখানে লিখেছেন মিহির গঙ্গোপাধ্যায়, সৌগত রায়, অশোক দেব, মানস ভুঁইয়া, মলয় ঘটক, নির্বেদ রায়, অলক দাশ, মালা রায়, পার্থ ভৌমিক, গৌতম দেব, অরূপ বিশ্বাস-সহ আরও অনেকে।

আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে ২৮ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

এরপর তৃতীয় বিভাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। সেখানে লিখেছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধাননগর কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ আরও দু-একজন। চতুর্থ বিভাগে রাখা হয়েছে, ছাত্রদের কী কী জানা উচিত। সেখানে লিখেছেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ আরও দু’-তিনজন। টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথায়, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন। তৃণমূলের কয়েকটি প্রজন্ম এখন তৈরি। আজকের বহু নেতা-মন্ত্রী উঠে এসেছেন ছাত্র রাজনীতি থেকেই। স্বাভাবিক ভাবেই টিএমসিপির প্রতিষ্ঠাদিবসকে কেন্দ্র করে সকলেরই একটা আলাদা আবেগ রয়েছে।” এ বছর রেকর্ড সমাবেশ হতে চলেছে বলেই আশাবাদী ছাত্র-নেতৃত্ব।