Tag Archives: Tortoise

Howrah News: সহজে দেখা মেলেনা, হাওড়ায় মিলল বিরল সোনালী কচ্ছপ! দেখতে উপচে পরা ভিড়

হাওড়া: হাওড়ায় উদ্ধার সোনালী কচ্ছপ! এমন অস্বাভাবিক রঙের কচ্ছপ দেখে হুলুস্থূল এলাকায়। এলাকায় এই প্রথম সোনালী রঙের কচ্ছপের দেখা মিলল। জানা যায়, এটি ভারতীয় তিল কাছিম। যদিও তিল কাছিম খুব সাধারণ বিষয়, তবে এমন রঙের কচ্ছপ কম দেখা মেলে। মাছ ধরার মুগরী থেকে উদ্ধার হয় এই সোনালী কচ্ছপটি।

সাধারণত কচ্ছপ যে রঙের হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। এই কচ্ছপটির গায়ের রঙ সম্পূর্ণ গোল্ডেন বা সোনালী। জানা যায়, বাউড়িয়া চকবানেখার বাসিন্দা মেহেবুব গায়েন মাছ ধরার জন্য তার বাড়ির পুকুর পাড়ে বসায় একটি মাছ ধরার মুগরী। সোমবার মুগরীতে ধরা পরে গোল্ডেন রঙের ওই তিল কাছিমটি। উদ্ধারের পর নিজের বাড়িতেই সযত্নে রেখেছিলেন মেহবুব বাবু।

এদিকে এলাকায় গোল্ডেন রঙের তিল কাছিম উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কচ্ছপটি দেখতে রীতিমত এলাকার মানুষ দিনে দুপুর ভিড় জমাতে থাকে তার বাড়িতে। তবে কচ্ছপ উদ্ধারের পরেই মেহেবুব খবর দেয় বন দফতরে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া ওই কচ্ছপটি মেহবুব গায়েন তুলে দেন বন দফতরের হাতে। জানা গেছে আপাতত রাখা হবে গরচুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে।

এ প্রসঙ্গে কচ্ছপ উদ্ধারকারী মেহেবুব গায়েন ওরফে বাপী বলেন দিন দিন কমে যাচ্ছে কচ্ছপের সংখ্যা, তার উপর এমন গোল্ডেন রঙের কচ্ছপ এই এলাকায় আগে দেখা যায়নি। সকালে উৎসাহিত, তাই কচ্ছপটির কোন ক্ষতি না হয় সে কথা ভেবেই বন দফতরের হাতে তুলে দেওয়া।

আরও পড়ুনঃ Bankura News: চিকেন-মাটন ফেল! বাঁকুড়ার ‘কুরকুরে ছাতু’ রাজ করছে বাজারে

অন্যদিকে উলুবেড়িয়া ফরেস্ট রেঞ্জ আধিকারিক রাজেশ মুখার্জী বলেন, উদ্ধার হওয়া গোল্ডেন রঙের ওই কচ্ছপটি আসলে তিল কাছিম বা ইন্ডিয়ান টার্সেল টার্টেল। সাধারণত লিউটিনো মরফোলজি বা জিনগত বৈশিষ্ট্যের কারণে এমন হয় এদের গায়ের রঙ।

রাকেশ মাইতি

Sonarpur News: খুলল না দরজা, মিলল না কচ্ছপ! জামালের বাড়িতে বনদফতর, তবে ফিরতে হল খালি হাতে!

সোনারপুরঃ জামাল সরদারের প্রাসাদোপম বাড়িতে ঘোড়া ছাড়াও যে সুইমিং পুলে কচ্ছপ আছে সেই খবর আগেই পেয়েছিল বনদফতর। খবর অনুসারে,  বুধবার রাতেই জামাল সরদারের বাড়ির সুইমিংপুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর হয় বনদফতর। ডিএফও মিলন মন্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে একটি ৬ সদস্যের দল প্রথমে সোনারপুর থানায় যায় তারপর জামাল সরদারের বাড়ি। তাদের হাতে ছিল জাল ও কচ্ছপ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য সামগ্রী।

আরও পড়ুনঃ সারারাত শিকলে বেঁধে মার! জামালের নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন একাধিক, সোনারপুরকাণ্ডে ধৃত দুই

যদিও রাত দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা অবধি অপেক্ষা করার পর তারা ফিরে যান। কারণ জামাল সরদারের রাজপ্রাসাদের গেটে তালা দেওয়া ছিল। অবশেষে আড়াই ঘণ্টা অপেক্ষার পর গেটের চাবি না পাওয়ার কারণে কচ্ছপ উদ্ধার না করেই ফিরে যেতে হয় বনদপ্তরের দলটিকে।

জামাল সরদারের বাড়িতে যে কচ্ছপ দেখা গিয়েছে তার বিজ্ঞান সম্মত নাম ইন্ডিয়ান সফ্ট শিল্ড টার্টেল। বেআইনিভাবে এই কচ্ছপ বাড়ির সুইমিংপুলে রাখার জন্য সর্বোচ্চ তিন থেকে সাত বছরের পর্যন্ত জেল এবং ২৫ লক্ষ টাকার জরিমানা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও

Nandigram: যখন তখন অশান্তি নন্দীগ্রামে, টহল দিতে গিয়ে অবাক কাণ্ড! রাস্তায় কী পেলেন পুলিশকর্মী?

নন্দীগ্রাম: নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ ভোটের ফল বেরিয়ে গেলেও রাজনৈতিক উত্তেজনা এড়াতে সেখানে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন৷ সেই নন্দীগ্রাম জুড়ে প্রায় সারাদিনই বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ৷ আর তা করতে গিয়েই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলেন এক নন্দীগ্রাম থানার এক পুলিশ আধিকারিক৷

জানা গিয়েছে, নন্দীগ্রামের হরিপুর এলাকায় রাস্তায় টহল দেওয়ার সময় আচমকাই একটি কচ্ছপ চোখে পড়ে ওই পুলিশ আধিকারিকের৷ কৌতূহল বশত কাছে গিয়ে তিনি দেখেন, কচ্ছপটি সাধারণ কচ্ছপের তুলনায় অন্যরকম দেখতে৷

আরও পড়ুন: খেলা ঘোরালেন অভিষেক? সবুজ ঝড়ের পরই শহর জুড়ে নতুন হোর্ডিং, বিতর্কে নারাজ তৃণমূল

কচ্ছপটিকে ছেড়ে দিলে সেটির বিপদ হতে পারে, সেই আশঙ্কা করেই কচ্ছপটিকে উদ্ধার করে নিজের কাছে রাখেন তুহিন বিশ্বাস নামে ওই পুলিশ আধিকারিক৷

এর পর তিনি খবর দেন বন দফতরে৷ বন দফতরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করতে এসে জানান, সেটি বিরল প্রজাতিরই একটি কচ্ছপ৷

তুহিনবাবু জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করেই অনেকে কচ্ছপের মাংস খান৷ তাই সচেতনতা বাড়াতেই এই কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন তিনি৷